নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
এক পেইন্টিং একজিবিশনে ''অত্যাচার- ১ '' নামে একটি পেইন্টিং প্রথম পুরস্কার পায় ।
চিত্রকর তাজ্জব !সে মনে মনে ফ্ল্যাশ ব্যাকে চলে গেল ,
'' উঠানে বসে চিত্রকর ছবি আঁকার জন্য ক্যানভাস রেডি করে , রঙ্গের সব ডিব্বা ডাব্বা নিয়ে বসেছে । এমন সময় ডিম পাড়া মুরগীটা ঘর থেকে বেরিয়ে , রঙ্গের ডিব্বা গুলির উপর ঝাঁপিয়ে পড়লো ,মুরগীটা সব রঙ গায়ে মেখে আবার ঝাঁপিয়ে পড়লো ক্যানভাসের উপর । চিত্রকরের মাথায় হাত ! এদিকে ছবি জমা দেয়ার সময়ও শেষ হয়ে যাচ্ছে । মুরগীটার অত্যাচারে তার বুঝি আর ছবি আঁকা হল না ।
তার আহাজারি , চিৎকার , চেঁচামেচিতে ঘর থেকে তার গিন্নী বেরিয়ে এলো । গিন্নী ক্যানভাসের দিকে তাকিয়ে বলল , তুমি যে কাকের ঠ্যাঙ , বকের ঠ্যাঙ আঁক তার চেয়ে মুরগীর কাণ্ড বেশি সুন্দর হয়েছে , এটাই জমা দিয়ে দাও ।
চিত্রকরের মাথায় হাজার ওয়াটের বিদ্যুৎ খেলে গেল ।
তাৎক্ষণিক সে ছবিটার নাম হিসেবে নিচে লিখে দিল ''অত্যাচার- ১ ''
আমিও এই টাইফের শিল্পি (?)
সময় পেলেই আমি এমএস পেইন্ট বা পেন্সিল নিয়ে আকামে লেগে পড়ি ।
আউটফুট অতি জঘন্য । নমুনা দেখুন -
১/
২/
৩/
৪/
৫/
০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উৎসাহের জন্য ধন্যবাদ সুমন কর ।
২| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:২৭
বেসিক আলী বলেছেন: সুন্দর হইছে তো । ৫ নং বেশি সুন্দর
০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মনোযোগী দর্শক বেসিক আলী ।
৩| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:২২
শামস 8929 বলেছেন: খুবই সুন্দর।।।।। প্রায় দ্যা ভিঞ্চি...
০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শামস 8929 ঠিকই বলেছেন , আপনার প্রো পিকটা প্রায় ভিঞ্চি----
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:১৯
অাপেল মাহমুদ বলেছেন: লিটন ভাই লিখেন অসাধারণ ।আপনার লেখার ধরণ, প্রাঞ্জলতা, বাক্যের গাঁথুনি মনোমুগ্ধকর । শখের আঁকিয়ে হিসেবেও কম যান না । সাদামাটা ক্যানভাসে দারুন শিল্প ফুটিয়ে তুলেছেন ।শিল্পমুল্যের চুলচেরা বিশ্লেষণে না গিয়েও নির্দ্বিধায় মুগ্ধ হতে হয় । চালিয়ে যান ।
০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যদিও খুব বেশি বাড়ীয়ে বলা হয়েছে , তার পরও অাপেল মাহমুদ এর উৎসাহদায়ী কমেন্টে আমি আবিভুত !!!
নতুন অতিথির জন্য শুভ কামনা ।
৫| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২৯
মনিরা সুলতানা বলেছেন: ইয়া মাবুদ ...।
বাড়ির গিন্নী রা সব সময় কঠিন হলেও সত্যি কথাই বলে
কিন্তু আমাদের একটু রাখ ঢাক করে বলতে হয়
ছবি গুলি দারুন হয়েছে লিটন ভাই
আপনার নিজ হাতে আঁকা গুলো আর মাউসে আঁকা সব গুলিই চমৎকার
০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লেখিকা সিস মনিরা সুলতানার এই কমেন্ট , আমার কাছে রীতিমত প্রশংসা পত্র !
দেখি বাসায় শো করে কোন ফায়দা হাসিল করতে পারি কিনা ?
আপনার লাস্ট পোস্টে চোখ বুলিয়ে এলাম , আবার যাবো ।
৬| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ৭:৫৩
জাফরুল মবীন বলেছেন: গিন্নী ক্যানভাসের দিকে তাকিয়ে বলল , তুমি যে কাকের ঠ্যাঙ , বকের ঠ্যাঙ আঁক তার চেয়ে মুরগীর কাণ্ড বেশি সুন্দর হয়েছে , এটাই জমা দিয়ে দাও - সত্যি কথা!অাপনার কল্পনার রাজ্যের কন্যার ছবি এঁকে বউকে দেখালে এরকম মন্তব্যই প্রাপ্য [হাঃ হাঃ হাঃ.... জাস্ট ফান করলাম!]
আপনার আরেকটি অসাধারণ প্রতিভা দেখার সৌভাগ্য হল।অান্তরিক অভিনন্দন গ্রহণ করুন।
অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
ভাল থাকুন এ শুভকামনা রইলো অফুরন্ত।
০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''আপনার আরেকটি অসাধারণ প্রতিভা দেখার সৌভাগ্য হল।''
মুবিন ভাই ,প্রিন্টিং মিস্টেক ।
লাইনটি এমন হবে , আপনার আরেকটি অসাধারণ প্রতিভা (?) দেখার সৌভাগ্য হল।
৭| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:২৬
হাসান মাহবুব বলেছেন: বাহ! দারুণ লাগলো।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।
৮| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৫
শায়মা বলেছেন: ভাইয়া ওশান রজনী কি আমার উপহারটা পেয়েছিলো? তুমি তো কিছুই জানালে না!!
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গতকাল ৪ টার সময় পেয়েছি । বইটি পেয়ে তারা খুবই উৎফুল্ল । আমিও ।
আমি ভেবেছিলাম , পার্সেল টি পে করে ছাড়িয়ে নিতে হবে , সে সুযোগ না পেয়ে হতাশা বোধ করছি , লজ্জাও ।
অসংখ্য ধন্যবাদ শায়মা ।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৭
শায়মা বলেছেন: কিন্তু তুমি আমাকে জানাওনি!!!!!!
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সরি ! শায়মা । একটু বিজিও ছিলাম ।
গতকাল মেয়েটার একটা প্রতিযোগিতা ছিল ।
উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা (২০১৫) ।
সে গণিত ও কম্পিউটার বিভাগে তৃতীয়স্থান এবং ভাষা ও সাহিত্য বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে ।
১০| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৫
আরজু পনি বলেছেন:
আপনেতো ভালো আঁকেন।
মেয়ের প্রতিভার কথা শুনে ভালো লাগলো খুব ।
০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্য মিছে যাই হোক , গুণী ব্লগারদের প্রসংসা পেতে ভালই লাগে । মেয়ের প্রতিভার কথা শুনে ভালো লাগলো জেনে আমারও ভাল লাগছে । ধন্যবাদ আরজুপনি ।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৫৫
সুমন কর বলেছেন: চেষ্টা করলে অারো ভাল হবে। তবে সুন্দর হয়েছে।