নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

ইউরোপে নিউক্লিয়ার গবেষণায় প্রথম বাংলাদেশি অনন্যা ।

১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৫


প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন-১৪ ( সকল পর্বের লিঙ্ক নিচে )



তনিমা তাসনিম অনন্যা ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সিইআরএন) এ গবেষণা করার জন্য প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার গবেষণার বিষয়বস্তু হিগস-বসন নামের ইলেমেন্টরি পার্টিক্যাল সনাক্তকরণ।

ইতিপূর্বে তনিমা যুক্তরাষ্ট্রে অবস্থিত নাসার স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটে স্টার ফরমেশন নিয়ে তিন মাস গবেষণা করছেন।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে থিউরিটিক্যাল ফিজিক্সে এক বছর অধ্যায়ন শেষে যুক্তরাষ্ট্রের ব্রিন মার কলেজে অ্যাস্ট্রোফিজিক্সের উপর পড়াশোনা করেন ।

উল্লেখ্য, অনন্যা বাংলাদেশের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল থেকে 'ও' এবং 'এ' লেভেল পাস করেন ।
২০০৬ সালে বাংলাদেশে ও লেভেলসে ফিজিক্স, কম্পিউটার স্ট্যাডিস এবং ছয়টি সাবজেক্টের মার্কস যোগ করে সর্বোচ্চ মার্কস পাওয়ার গৌরব অর্জন করেন তনিমা।



এই অর্জনের পর তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ব্রিন মর কলেজে ফিজিক্স ও অ্যাস্ট্রোনমি পড়ার উদ্দেশ্যে পাড়ি জমান। সেখানে দুই বছর পড়ার পর নাসার স্পেস টেলিস্কোপ সায়েন্স ইন্সটিটিউটে একটি অত্যন্ত কম্পিটিটিভ ইন্টার্নশিপের জন্য সিলেক্টেড হন। সেখানে তিনি অরিয়ন নেবুলাতে স্টার ফরমেশন নিয়ে রিসার্চ করেন।

নাসায় ইন্টার্নশিপ শেষ করে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজে যোগ দেন এক বছর ব্যাচেলর ডিগ্রির ফাইনাল ইয়ারের কোর্সগুলো নেয়ার জন্য। ক্যামব্রিজে এক বছর শেষ করে তিনি ইউরোপের নিউক্লিয়ার গবেষণার কেন্দ্রবিন্দু সিইআরএন-এ একজন সামার স্টুডেন্ট হিসেবে কাজ করেন। সিইআরএন-এ স্টুডেন্ট প্রোগ্রামে যোগ দেয়া তিনিই প্রথম বাঙালি।

অনন্যার জন্ম নরসিংদী জেলায় । তার বাবা এম এ কাইয়ুম বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক সফল কমিশনার। মা শামিমা আরা বেগম গৃহিণী ।
মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখা তনিমার জন্য শুভ কামনা ।

পূর্বের পর্ব সমুহ-

১/ রাশিয়ার শ্রেষ্ঠ জিমন্যাস্টিক রিতা
২/ ওবামার উপদেষ্টা , বিজ্ঞানী ড. এন নীনা আহমাদ
৩/ কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর অমিত চাকমা ।
৪/ বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি সুপার মডেল রোলা ।
৫/ বাংলাদেশি মেয়ে প্রিয়তি যখন 'মিজ আয়ারল্যান্ড' ।
৭/ ইউটিউব এর প্রতিষ্ঠাতা জাভেদ করিম।
৮/ বিশ্বের সেরা ৫০ উদ্যোক্তা সুমাইয়া কাজী
৯/ পৃথিবীতে প্রেরণার আলোক ছড়ানো সাবিরুল
১০/জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল আমিরা হক ।
১১/ সৌদি আরবের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ড. মুহাম্মদ রেজাউল করিম
১২/ মার্কিন সেরা সংবাদ প্রযোজক তাসমিন মাহফুজ
১৩/ কাতার আমিরের উপদেষ্টা ডক্টর হাবিবুর রহমান ।



মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৭

লেখোয়াড়. বলেছেন:
ধন্যবাদ।
++++।

চলতে থাকুক।

১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ লেখোয়াড় ডট :D

২| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৭

ইমরান সামি ব্লগ বলেছেন: +++++++++++

১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ব্লগে নতুন অতিথি ইমরান সামি ব্লগ এর ভ্রমণ বিরক্তিকর না হোক !
প্লাস এর জন্য ধন্যবাদ ।

৩| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: বাহ, উনার কথা জেনেও ভাল্লাগলো। কেবল হাসির সময় দাতগুলা অল্প উচু দেখা গেলে বুকে অনুভুত হইতেও পারতো সুখের মতন ব্যথা

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শতদ্রু ভাইরে কৌন বনেগা রূপবতী'র বিচারকের আসনে বসাইতে হইব । :-P

৪| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


ভালো খবর, বাংলাদেশে নিয়ে আসবো আমরা উনাকে এক সময়।

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ ইচ্ছার জন্য শুভেচ্ছা চাঁদগাজী ভাই ।

৫| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

প্রামানিক বলেছেন: মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখা তনিমার জন্য শুভ কামনা ।
আমি তার সফলতা কামনা করি।

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা প্রামানিক ভাই ।

৬| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২১

হামিদ আহসান বলেছেন: শুভকামনা তনিমা তাসনিমের জন্য ...

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা হামিদ ভাই ।

৭| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩০

এস কাজী বলেছেন: ভাল লাগল। এসব জানলে এমনিতেই ভাল। আশা করি সিরিজের মাধ্যমে আমাদের জানাতে থাকবেন।

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময় দেয়ার জন্য ধন্যবাদ এস কাজী ।

৮| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: সেই পুরানো ভাল লাগাটি আবারও ফিরে এলো।। পুরো সিরিজটাই আমাদের গর্ব এবং অহংকার দিয়ে পরিপূর্ন।।

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের উৎসাহে পোস্টটা কনটিনিউ করে যাচ্ছি , সাথে থাকার জন্য ধন্যবাদ সচেতনহ্যাপী ।

৯| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট +

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।

১০| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪২

অর্বাচীন পথিক বলেছেন: সফলতার আর একটা চিত্র
শুভেচ্ছা রইল

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা অর্বাচীন পথিক ।

১১| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভীষন ভালো লাগা
বুকটা ভরে যায়
চমৎকার সিরিজ
চালিয়ে যান মামুর বেটা
প্রিয়তে

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি করি আজ ভেবে না পাই , আমাদের দেশে গৌরব করার মত গুণীজনের বড়ই অভাব । নানা আমলাতান্ত্রিক জটিলতা আর
পৃষ্ঠপোষকতার অভাবে অনেকেই নিজেকে মেলে ধরতে পারেন না ।
বিদেশে সুযোগসুবিধা পেয়ে এরা ঠিকই নিজেদের মেধার চূড়ান্ত বিকাশ ঘটাচ্ছেন ।
এদের কৃতিত্বের কথা শুনলে সত্যিই বুকটা ভরে যায় ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

১২| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লাগল জেনে।

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে জানাতে পেরে আমারও ভাল লাগছে ।

১৩| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৬

নৈশ শিকারী বলেছেন: She is our proud.

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নৈশ শিকারী , I agree with you,

১৪| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২০

বাড্ডা ঢাকা বলেছেন: শুভকামনা থাকল তনিমা তাসনিমের জন্য

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাড্ডা ঢাকা , আপনার জন্যও শুভ কামনা ।

১৫| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩২

আমি মিন্টু বলেছেন: চোখে কালো সানগ্লাস । কপালে কালো টিপ দেখতে ভালই লাগচ্ছে কিন্ত লিটন ভাই । :)
অন্যানা আপুর জন্য শুভেচ্ছা থাকলো ।

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি মিন্টু ভাই , রূপ আর গুণের চমতকার কম্বিনেশন আর কি !

১৬| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা তার জন্যে।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা হাসান মাহবুব ভাই ।

১৭| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২

মনিরা সুলতানা বলেছেন: মাশা আল্লাহ
দারুন পোস্ট ভাই মেয়ে কে দেখাতে হবে।
ধন্যবাদ :)

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পথ ভুলে নাকি ? :-P

আমাদের ''মেয়ে''টাকে নিয়েও আগামীতে কেউ এমন পোস্ট লিখবে , এমত কামনাই থাকলো ।
''মেয়ে''র মায়ের জন্য শুভ কামনা ।

১৮| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৪

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সিরিজটা আরো সমৃদ্ধ করেন। ধন্যবাদ ফর ব্র্যান্ডিং বাংলাদেশ।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ শরীফ মাহমুদ ভূঁইয়া । থাকলে কোন সাজেশানও দিতে পারেন ।

১৯| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৭

-সাইরাস বলেছেন: তনিমাকে শুভেচ্ছা :)

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা রইল ।

২০| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
CERN এ ইন্টার্ণ হিসেবে ঢুকতে পারা চাট্টিখানি কথা নয়। তবে তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশুমান জামান নামের প্রাক্তন ছাত্র পি.এইচ.ডি করা সময় ATLAS Collaboration এ কাজ করার সুযোগ পেয়েছিলো।

২১| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অংশুমান জামান । তুখোড় এ মেধাবী ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের সব পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় ডিনস অ্যাওয়ার্ড পান ।
পরবর্তীতে তিনিও CERN এ কাজ করার সুযোগ পান ।
দেখি উনার কর্ম পরিধি নিয়ে কোন তথ্য পাই কিনা ?

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ সালাহউদ্দীন আহমদ ।
একটা বিষয় নিয়ে একটু বিভ্রান্তিতে আছি ।
প্রোফেসর মোহম্মদ মুনির ইসলামও CERN এ কাজ করেছেন । উনিও কি ATLAS Collaboration এ চান্স পেয়েছিলেন ?

২২| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৮

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
প্রফেসর মুনির সার্নের Experimental Physics Division (EP) এবং Theory (TH) Division এ কাজের সুযোগ পেয়েছিলেন। সেটা '৮৩ থেকে '৮৭'র কথা। তখনও LHC'র জন্মই হয়নি। ১৯৯২ সালে ATLAS collaboration ফর্ম করে। ১৯৯৮ সালে LHC তৈরী শুরু হয়। ২০০৩ সালে ATLAS experiment, LHC'র গতিপথে বসানো শুরু হয় আর ২০০৮ এ শেষ হয়।

২০০৪ সালে EP Division আর TH Division একত্র করে Physics Department (PH) তৈরী হয়।

আমার মনে হয়, আপনি যে এফর্ট দিচ্ছেন, তাতে আরও বিশদাকারে গোছালোভাবে এ বিষয়গুলোর বর্ণনা দেয়া সম্ভব।

পুরো সিরিজের জন্য অসংখ্য অভিনন্দন।

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধারাবাহিকটিতে আমি প্রবাসে ছড়িয়ে থাকা বাংলাদেশের গুণীজনদের সম্পর্কে প্রাথমিক ধারনা দেয়ার
চেষ্টা করেছি মাত্র ।

আপনার সুন্দর পরামর্শ ও অধিকতর তথ্য সমৃদ্ধ মন্তব্যের জন্য আপনাকে আবারো ধন্যবাদ মি, সালাহউদ্দীন আহমদ

২৩| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৭

নিশাত সুলতানা বলেছেন: অর্বাচীন পথিক বলেছেন: সফলতার আর একটা চিত্র
শুভেচ্ছা রইল।

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নিসু।

২৪| ১৪ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:২৬

বেল বলেছেন: LHC থেকে এই পর্যন্ত দুই বাংলাদেশী পিএইচডি সম্পন্ন করেছেন। কাশিফ লস্কর (ATLAS Experiment) এবং বিলাস পাল(LHCb Experiment)। কাশিফ LHC তেই পোস্টডক্টরাল রিসার্চার হিসাবে কর্মরত আর বিলাস জাপানের Belle এ। অংশুমান জামান এবং হাসিব আহমদ পিএইচডি করছে CMS, ATLAS Experiments থেকে।

১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই সিরিয়ালটা কন্তিনিউ করতে গিয়ে আমি দেখেছি , আমাদের এসব গুণীজনদের নিয়ে বাংলা ভাষায় আলোচনা হয়েছে খুবই কম । বাংলায় সার্চ দিলে অনেকের নামটি পর্যন্ত আসেনা ।নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করতে এঁদের নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া দরকার ।

কাশিফ লস্কর হিগস-বোসন কণা আবিস্কারের সাথে জড়িত ছিলেন বলে জেনেছিলাম । বিলাস পাল সম্পর্কে প্রথম জানলাম।

এঁদের দুজনকে সিরিয়ালের অংশ করার ইচ্ছা রাখছি ।
তথ্যপূর্ণ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ @বেল ।

২৫| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০০

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
বেল এর মন্তব্য থেকে অনেক কিছুই জানতে পেলাম। কিন্তু বেল ভাই আপনি পোস্ট দেন না কেন?

১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টটি আপনার নজরদারিতে আছে দেখে আমি আবিভুত !

২৬| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

এহসান সাবির বলেছেন: এই সিরিজ চলতে থাকুক।

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উৎসাহ দায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ এহসান সাবির ।

২৭| ২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সিরিজটা ভাল লাগছে।

চালিয়ে যান লিটন ভাই।

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় , উৎসাহ দেয়ায় আপনাকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.