নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

আলজাজিরার সাংবাদিক বাংলাদেশের মেয়ে শামিম চৌধুরী । (গুণীগন-একের ভিতর পাঁচ )

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪

প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন- ৬৬,৬৭,৬৮,৬৯,৭০ ।

৬৬ / আলজাজিরার সাংবাদিক বাংলাদেশের মেয়ে শামিম চৌধুরী ।



প্রিন্টিং মিডিয়া থেকে সাংবাদিকতা জীবন শুরু । কাজ করেছেন ডেইলি এক্সপ্রেস , দি দেইলি মেইল , দি ডেইলি টেলিগ্রাফ ও দি ইন্ডিপেন্ডেন্ট এ ।

শামিম চৌধুরী ২০০৭ সালে আলজাজিরার ইংলিশ বিভাগে যোগ দেন । প্রথমে ডেপুটি নিউজ এডিটর হিসেবে , পরবর্তীতে নিউজ এডিটর , চিপ রিপোর্টার এবং সংবাদ প্রযোজক ।
বর্তমানে আলজাজিরা নিউজ সেন্টার , লন্ডনে চিপ হিসেবে কর্মরত থাকলেও বছরের বেশীরভাগ সময় কাটে আলজাজিরার হেড অফিস দোহা , কাতারে ।

সোসিও পলিটিক্যাল ইস্যু নিয়ে তিনি হাফিংটন পোস্টে নিয়মিত কলাম লিখেন ।
আলজাজিরার পূর্বে শামিম চৌধুরী স্কাই নিউজ , আইটিএন ও বিবিসিতে কাজ করেছেন ।
ব্রিটিশ বাংলাদেশী শামিম ২০১৩ সাল থেকে ''এশিয়ান মিডিয়া এওয়ার্ডস'' এর জাজ প্যানেল এর একজন সন্মানিত সদস্য ।

সুত্র - Click This Link


৬৭/ লাইট কিক বক্সিং এ দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আব্দুল আলি ।



আব্দুল আলি , কিক বক্সিং জগতে যিনি আলি জ্যাক নামে পরিচিত । পর পর দুই বার জিতেছেন ওয়ার্ল্ড লাইট কিক বক্সিং চ্যাম্পিয়ন ।
১৯৬৯ সালে সুনাম গঞ্জে জন্ম গ্রহন করেন । ৬ বছর বয়সে পিতার মাতার সাথে পাড়ি জমান ইংল্যান্ডে ।
সেখানে গিয়ে ভর্তি হন Sir John Cass Redcoat School এ ।

প্রথম জিবনে ইংল্যান্ড জুনিয়র লিগে ফুটবল খেলতেন ।
১৯৮৬ সালে কিক বক্সার হিসেবে প্রশিক্ষন নেয়া শুরু করেন । ১৯৯০ সালে অর্জন করেন ব্রিটিশ লাইট ওয়েট কিক বক্সিং টাইটেল ।
১৯৯০ সালে W.M.O European kickboxing টাইটেল । ১৯৯৯ সালের W.K.N World Inter-Continental Championship বিজয়ী হন ।

১৯৯৬ সালে ওয়ার্ল্ড লাইট কিক বক্সিং চ্যাম্পিয়ন হয়ে অর্জন করেন বিশ্ব মুকুট । ২০০২ সালে পুনরায় তিনি ওয়ার্ল্ড লাইট কিক বক্সিং এ বিশ্ব চ্যাম্পিয়ন হন এবং সে বছরই বক্সিং জগত থেকে অবসর নেন ।
বর্তমানে তিনি ব্রিটিশ ''কিক বক্সিং ইউকে'' নামক ম্যাগাজিন ও কিক বক্সিং চ্যানেল JKO TV র কর্ণধার ।


http://www.dhakatribune.com/sport/2014/nov/10/jacko-wants-improve-boxers’-plight


৬৮/ হোয়াইট হাউসে প্রথম এশিয়ান ফটো সাংবাদিক : জুয়েল



হোয়াইট হাউসে প্রথম এশিয়ান ফটো সাংবাদিক হিসেবে দায়িত্বরত আছেন জুয়েল সামাদ । কাজ করছেন এএফপির ফটো সাংবাদিক হিসেবে । পেশাগত দায়িত্ব পালনের সময় আফগানিস্তান ও ইরাক রণাঙ্গনে কয়েকবার তাঁকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে ।


১৯৯৩ সালে ছয় লেটারসহ এসএসসি পাশ করেন ঢাকার ছেলে জুয়েল । পিতৃহীন অভাবের সংসারে অনটনে পড়ে কলেজে ভর্তি হতে পারেন নি । কাজ নেন ডেইলি মর্নিং সান পত্রিকার ডার্ক রুমে । এক বছর পর হাতে পান ক্যামেরা । মর্নিং সানে কিছুদিন কাজ করার পর নতুন কর্মস্থল জনকণ্ঠ । সেখানে থাকা কালীন কঠিন প্রতিযোগিতা মুলক পরিক্ষায় প্রথম হয়ে ,হয়ে যান এ এফ পির আলোকচিত্রি । এর ফাকে ফাঁকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সম্পন্ন করেন স্নাতক ডিগ্রি ।
এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি , তর তর করে ভেঙ্গে যান সাফল্যের সিঁড়ি ।

ক্যারিয়ারের বেশির ভাগ সময় পার করেছেন এশিয়াতেই । ২০০৮ সালে বদলি হয়ে চলে যান আমেরিকায় । সেখানে লস অ্যাঞ্জেলেসে বিশেষ করে ওয়েস্ট কোস্ট কভার করার দায়িত্ব পড়ে তাঁর ওপর। কাজ করতে করতে হঠাৎ জানতে পারেন, আবারও বদলির জন্য নির্বাচিত হয়েছেন তিনি। তবে এবার নতুন কোনো দেশ নয়, লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটন। হয়ে যান হোয়াইট হাউসে এএফপির স্টাফ ফটোগ্রাফার। বারাক ওমাবা, মিশেল ওবামা তাঁর ক্যামেরায় উজ্জ্বলতা ছড়াতে থাকে।

বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে কাজ করছেন, অনুভবটাই অন্য রকম,ওবামার সঙ্গে তাঁর সম্পর্কটাও দারুণ ।

http://www.kalerkantho.com/feature/spotlight/2014/08/02/112724/print

৬৯ / অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থার প্রধান বিজ্ঞানী ডঃ আবেদ চৌধুরী



আবেদ চৌধুরী আধুনিক জীববিজ্ঞানের প্রথম সারির গবেষকদের একজন। তিনি পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইনিস্টিটিউট অফ মলিকুলার বায়লজি এবং ওয়াশিংটন স্টেটের ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ ইনিস্টিটিউটে।

১৯৮৩ সালে পিএইচ.ডি গবেষণাকালে তিনি রেকডি নামক জেনেটিক রিকম্বিনেশনের একটি নতুন জিন আবিষ্কার করেন যা নিয়ে আশির দশকে আমেরিকা ও ইউরোপে ব্যাপক গবেষণা হয়। তিনি অযৌন বীজ উৎপাদন (এফআইএস) সংক্রান্ত তিনটি নতুন জিন আবিষ্কার করেন,যার মাধ্যমে এই জিনবিশিষ্ট মিউটেন্ট নিষেক ছাড়াই আংশিক বীজ উৎপাদনে সক্ষম হয়। তার এই আবিষ্কার এপোমিক্সিস এর সূচনা করেছে যার মাধ্যমে পিতৃবিহীন বীজ উৎপাদন সম্ভব হয়।

আবেদ চৌধুরী যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউট হেলথ, ম্যাসাচুসেটস ইনিস্টিটিউট অফ টেকনলজি এবং ফ্রান্সের ইকোল নরমাল সুপিরিয়রের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থায় গবেষকদলের নেতৃত্ব দিচ্ছেন। অনেক পেশাদরী জার্নালে তাঁর লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি সহজবোধ্য ভাষায় বাংলা ও ইংরেজিতে অনেক নিবন্ধ লিখেছেন।

আবেদ চৌধুরী ১৯৫৬ সালের ১ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কানিহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত আব্দুল মন্নান চৌধুরী ও তার মাতার নাম হাফিজা খাতুন।

বাংলাদেশী এই জিনবিজ্ঞানী ও বিজ্ঞানলেখক অস্ট্রেলিয়ার ক্যানবেরা শহরে বসবাস করেন ।

https://en.wikipedia.org/wiki/Abed_Chaudhury


৭০ / বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেলস এর আবিস্কারক ড. জামালউদ্দিন



প্রবাসী বিজ্ঞানী ড. জামাল উদ্দিন সোলার সেল থেকে শতকরা ৪৩.৪ পুনঃব্যবহারযোগ্য এনার্জি উৎপাদনে সক্ষমতা অর্জন করেছেন যা বিশ্বে এই উৎপাদনের সর্বোচ্চ মাত্রা । ড. জামাল মেটাফিজিঙ্ক সফট ওয়ার-কমসল এবং পিসি-ওয়ান ডি ব্যবহার করে এই ক্ষেত্রে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন।

ড. জামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ।
তিনি বর্তমানে কপিন স্টেট ইউনিভার্সিটির ন্যাচারাল সাইন্সের সহকারী অধ্যাপক এবং ইউনিভার্সিটির নেনোট্যাকনোলজি রিচার্স সেন্টারের গবেষক ।
ডঃ জামালউদ্দিন চাঁদপুর জেলার হাজীগঞ্জের অধিবাসী । পিতা মরহুম আব্দুল জলিল , মাতা বেগম ফজিলাতুন্নেছা ।


http://www.hybridknowledge.info/2012/08/bangladeshi-scientist-their-discoveries.html


পূর্বের পর্ব গুলি -

মন্তব্য ৭১ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আরেকটি অনবদ্য পোস্ট।

এবারের পর্বে জুয়েল সামাদের ওঠে আসার গল্পটি আমার কাছে বেশি চমকপ্রদ মনে হয়েছে।
তার কাহিনি পড়ে অনেকেই অনুপ্রাণিত হবেন।


শামিম চৌধুরীর একটি লিংক ভুল জায়গায় উল্লেখ করা হয়েছে।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি দুঃখিত , এক্ষুনি ঠিক করে দিচ্ছি , ভুলটি ধরিয়ে দেয়ায় মনোযোগী পাঠক মাঈনউদ্দিন মইনুল ভাইকে ধন্যবাদ ।

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪

স্পর্শিয়া বলেছেন: প্রশংসনীয় পোস্ট।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথা সাহিত্যিক স্পর্শিয়াকে একের অধিক ধন্যবাদ ।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট । আপনার তথ্য সংগ্রহের ব্যাপারটি বিস্ময় জাগানিয়া । অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাইয়ের মন্তব্যে অনুপ্রাণিত । আপনাকেও ধন্যবাদ ।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০

গেম চেঞ্জার বলেছেন: পিলাচ!! বরাবরের মতই-


ড. আবেদ চৌধরী দেশের বাড়ি কোন জেলায় জানালে পিরিত হইতুম :D

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টে এড করে দিলাম , আপনার কল্যাণে পোস্টটির শ্রীবৃদ্ধি ঘটলো । :D
আগ্রহী পাঠক গেম চেঞ্জার এর জন্য লিঙ্ক ধরিয়ে দিলাম - Click This Link

৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এই সিরিজের আগে যখন ব্লগ কিংবা পত্রিকায় প্রবাসে মেধাবী বাংলাদেশীদের কীর্তিগুলো পড়তাম তখন খুব একটা বাহবা দিতাম না। কারণ, বেশীর ভাগের জন্ম হয় বাংলাদেশের বাইরে না হয় ছোট বয়সে বিদেশে পাড়ি জমায়। ছোট থেকে ঐ পরিবেশে আর ঐ দেশে(উন্নত) থাকলে তো আর এটা বাংলাদেশের কৃতিত্ব হলো না। আমি তাদেরকেই গ্রেট মনে করি যারা আমাদের সিস্টেমে থেকে বিশ্বজয় করে। যেমন - এফ রহমান, আতাউল করিম, ড. মুহাম্মদ ইউনুস, জামাল নজরুল ইসলাম, সাকিব আল হাসান সহ আপনার সিরিজের আরো অনেকে।
আজকের পর্বে ৩ জনই বাংলাদেশে পড়ালেখা করে গ্রেট হয়েছেন। ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কারা কারা বাংলাদেশে পড়ালেখা করে গ্রেট হয়েছেন আমি নিজেই বিষয়টা খেয়াল করিনি , অত্যান্ত মনোযোগী পাঠক
বিচার মানি তালগাছ আমার আপনাকে অসংখ্য ধন্তবাদ ।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

কিরমানী লিটন বলেছেন: অরেকটি অজানার গল্প- চমৎকার পোষ্ট,অভিনন্দন প্রিয় মিতা,স্যালুট আপনাকে ...

শুভকামনা নিরন্তর ...

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিতা হিসাবে একটু সফট কর্নার থাকার কথা , তাই বোধহয় বাড়িয়ে বলছেন মিতা ! B-)
আপনার জন্যও শুভ কামনা ।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! আমাদের বাংলাদেশের কত মনি মানিক্য ছড়িয়ে আছে বিশ্ব ময়!

জানিইনা আমরা! উদ্বুদ্ধ হবো কিভাবে!? এই দেশের মিডিয়াগুলো কি যে ছাইপাশ ভাবে!!

অসাধারন সিরিজে অসাধারন সব মনি মানিক্যকে পরিচিত করায় ধন্যবাদ পৌনপুনিক :)

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই পোস্টের রসদ সংগ্রহ করতে গিয়ে অসংখ্য প্রবাসী গুণীর সন্ধান পাচ্ছি । সিরিজ টি কত পর্বে শেষ হয় আল্লা মালুম ! :)
এঁদের সাথে আছেন পুরুষ থেকে নারীতে রূপান্তরিত একজন বিখ্যাত মডেল , একজন পর্ণ স্টার , প্লে বয়ের নগ্ন মডেল জাতীয় অনেক বিতর্কিত গুণীও । স্পর্শ কাতরতা বিবেচনায় যাদের আমি এড়িয়ে যাচ্ছি ।
চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: বরাবরের মতই বাংলাদেশের অজানা গুণীদের সম্পর্কে জানা হলো। সামনের পোষ্টের অপেক্ষায় রইলাম।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিক্ষা ও সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৫

গেম চেঞ্জার বলেছেন: সহস্র ধন্যবাদ। কিন্তু লিংক কাজ করে না। আমার অসুবিধা না হলেও অন্যদের হবে। অতএব ঠিক করে দিলে ভাল হয়।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এবার দেখেন কিনা জানালে প্রিত হব Click This Link

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গেম চেঞ্জার ভাই , আসলেই দেখছি উইকিপিডিয়ার লিংকটি কাজ করছেনা । আপনি শুধু জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী লিখে গুগল সার্চ দেন ।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

Sadikur Rahman Raju বলেছেন: অনেক ভাল পোষ্ট।বাঙ্গালীর বিশ্বজয়ের গল্প শুনতে ভালই লাগে।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার বাঙ্গালীর বিশ্বজয়ের গল্প শুনতে ভাল লাগে জেনে আনন্দিত হলাম । আপনাকে ধন্যবাদ নতুন অতিথি Sadikur Rahman Raju ।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২২

গেম চেঞ্জার বলেছেন: এই নিন লিংক

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একই পেজের লিঙ্ক আমিও দিয়েছি , বাট কাজ করলনা কেন বুঝে আসছেনা ।
গেম চেঞ্জার ভাই , আমি কি কোথাও কোন ভুল করেছিলাম ?

১২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

গেম চেঞ্জার বলেছেন: হ্যাঁ, ডাল মে কুচ কালা হ্যায়

আপনার কপি করতে গন্ডগোল হইছিল

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আরও কয়েকবার ট্রাই করলাম ফলাফল একই , অন্য লিংকের বেলায় দেখি এমন হচ্চছে না ।

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: খুব সুসংবাদের পোস্ট । খুব ভাল লাগে এমন জয়ীদের দেখতে ।

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথাকথিকেথিকথন , আপনাকে অনেক ধন্যবাদ ।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২

ধমনী বলেছেন: জুয়েল সামাদ ও জামাল উদ্দিনের বিষয়ে জানতাম। ধন্যবাদ ধারাবাহিক প্রেরণাদায়ক পোস্টের জন্য। তবে অনুরোধ কুলাঙ্গার বাঙালী (যারা খারাপ কাজে খ্যাত হয়েছেন) তাদের বিষয়ে কোন পোস্ট দিবেন না।

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভূগোলিক সীমারেখা বা সংস্কৃতি বৈচিত্রে ''খারাপ কাজ'' বিষয়টা আপেক্ষিক ।
আমাদের সংস্কৃতিতে যা খারাপ কাজ , অন্য সংস্কৃতিতে তা শিল্প ।
তার পরও আপনি যা ইংগিত করেছেন সে বিষয়ে আমি সচেতন আছি ।
দেশ প্রেমী ধমনী আপনাকে ধন্যবাদ ।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০২

সচেতনহ্যাপী বলেছেন: আপনার এই সিরিজটি পড়তে যেয়ে মাঝে মাঝে নিজেদের সৌভাগ্যের অপরাগতায় বড্ড হীন মনে হয়।। শুধু পারবো না বলেই ইনারা আজ ভিন দেশে ভিন পরিচয়ে কাজ করে যাচ্ছেন।। পারলে যেতেন কি?? তবুও আমরা সৌভাগ্যবান।।

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সচেতনহ্যাপী , নিজেকে বড্ড হীন ভাববার কোন কারন নাই , সবাইকে দিয়ে সব কাজ হয়না । আমি আপনি যা করছি তাও অনেকের দ্বারা করা সম্ভব নয় ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যাবাদ ।

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ পোস্ট। গর্বে বুক ভরে যায়।

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত , আপনাকে ধন্যবাদ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ।

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৪

আমি মিন্টু বলেছেন: মেয়ে বলেন কেন ভাই মহিলা বলুন । :)

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে তো আমাদেরি (এদেশের) মেয়ে , মহিলা বললে কেমন পর পর মনে হয় মিন্টু ভাই ।

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৩

প্রবাসী পাঠক বলেছেন: আপনার এই সিরিজটা সত্যিই অসাধারণ। তথ্য সংগ্রহ এবং উপস্থাপন প্রশংসার দাবীদার। সব কয়টা পর্ব পড়া হয় নি। সময় করে পড়তে হবে। একজন বাঙ্গালীর লিংক দিলাম, উনাকে নিয়েও লিখতে পারেন। জানি না আগের কোন পর্বে উনাকে নিয়ে লিখেছেন নাকি! আনোয়ার উদ্দিন।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিরিজটি নিয়ে আপনার আগ্রহ ভাল লাগলো ।
শততম গুণী শেষ হলে , প্রতিটা সিরিজের শুধু লিঙ্ক দিয়ে একটা পোস্ট করার ইচ্ছা আছে । আগ্রহী হলে প্রিয়তে নিয়ে রাখতে পারবেন ।
আরও শতাধিক গুণী আমার খসড়ায় অপেক্ষমান আছেন , (আসলে আমি অপেক্ষায় আছি) , তাঁদের মধ্যে আনোয়ার উদ্দিন সাহেব ও আছেন ।
তথ্য দিয়ে সহযোগিতা করায় আপনাকে অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক ।

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৭

আব্দুল্যাহ বলেছেন: আগামী পোস্টের অপেক্ষায় রইলাম

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আব্দুল্যাহ ভাই ।

২০| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সামু ব্লগে আবারও যৌবন ফিরে আসা শুরু হয়েছে। আজকে বেশ কয়েকটি তথ্য সমৃদ্ধ পোষ্ট দেখতে পেলাম। আপনাকে ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেতো সামুতে নিয়মিত দেখিনা মোস্তফা কামাল পলাশ ভাই ।

২১| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অহংকারের পোষ্ট খানা
হৃদয়মাঝে দেয় দোলা;
কীর্তি সবার অনবদ্য
তবু শামীমকে যায়না ভুলা ;)

ভাবছো জানি লাফাঙ্গাটি
কত্ত বড় ফাজিল;
কৃতজ্ঞতা ভায়া তোমায়
সিরিজ করেছো নাজিল। :)

কীর্তি তোমারও কম নয়
ছড়িয়ে দিচ্ছো সর্বত্র;
নেট ঘেটে আতি পাতি
আনছো তুলে সব নক্ষত্র।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কীর্তি তোমারও কম নয়
ছড়িয়ে দিচ্ছো সর্বত্র;
নেট ঘেটে আতি পাতি
আনছো তুলে সব নক্ষত্র।


আপনার কাব্য লিখার সহজাত প্রতিভায় আমি মুগ্ধ ! অনেক শুভ কামনা জানবেন ।

২২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৩

হামিদ আহসান বলেছেন: অনেক গুণী মানুষের কথা জানা হচ্ছে অাপনার এই সিরিজ থেকে৷ ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর ..

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা হামিদ ভাই ।

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: জ্যাক আলীর কাহিনী মনে আছে। একদম পিচ্চি থাকতে পেপারে পড়ছিলাম। তখন থেকেই জানি কিক বক্সিং নামে কিছু একটা আছে।

পোস্টে ভালোলাগা রইলো। :)

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই সব কৃতীদের নিয়ে আমাদের দেশি পত্র পত্রিকায় তেমন একটা নাড়া ছাড়া হতে দেখা জায় না , এঁদের নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া উচিত যাতে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয় । আপনাকে ধন্যবাদ শতদ্রু

২৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১২

সাহসী সন্তান বলেছেন: ডঃ আবেদ চৌধুরি সম্পর্কে অনেক আগে থেকেই জানতাম! ধরেন আজ থেকে প্রায় দশ বছর হবে! একটা পত্রিকার ফিচারে পড়েছিলাম। খুব সম্ভবত তখন আমি ক্লাস সিক্স কি সেভেনে পড়তাম! তবে অন্যদের সম্পর্কে আজ আপনার মাধ্যমে জানতে পারলাম! আমার নিজেরও অনেক কৌতুহল এই সমস্থ ব্যক্তিদের সম্পর্কে জানার, যার অনেকটাই আপনার মাধ্যমে পূরণ হয়ে যায়!


সুতরাং পোস্টে প্লাস সহ শুভ কামনা জানবেন!

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুঃখজনক হলেও সত্য , আমাদের মিডিয়া নেতিবাচক সংবাদের প্রতি যতটা আগ্রহ দেখায়, সাফল্যের সংবাদের প্রতি ততটাই নিরব ।
নয়তো এই গুণীদের সংবাদ আমরা অনেক আগেই জানতে পারতাম ।
আপনার জন্যও শুভ কামনা সাহসী সন্তান ।

২৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮

নেক্সাস বলেছেন: আপনার পোষ্ট গুলি ভীষন কাজের। অনেক কিছু জানা যায়। পোষ্টে প্লাস

২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহ পেলাম , আপনাকে ধন্যবাদ নেক্সাস ।

২৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮

জুন বলেছেন: গর্বিত। আর আপনাকেও অশেষ ধন্যবাদ তাদের কীর্তিগুলোকে তুলে ধরার জন্য গিয়াসলিটন।
+

২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ , মন্তব্যে সর্বদা সাথে থাকায় আপনাকেও ধন্যবাদ জুন ।

২৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: প্রশংসনীয় পোষ্ট অনবদ্য পোষ্ট।
এই সিরিজটা সত্যিই অসাধারণ!!!!
তথ্য সংগ্রহ এবং উপস্থাপন সত্যিই প্রশংসার দাবি রাখে!!!
অনেক অনেক শুভেচ্ছা!!

২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত বিশেষণ ! আপনার মুখে ফুল চন্দন ফুটুক ।
আপনাকেও শুভেচ্ছা কামরুন নাহার বীথি ।

২৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪

হাসান মাহবুব বলেছেন: আব্দুল আলির কিক বক্সিংয়ের ভিডিও দেখতে হবে সময় করে।

+

২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই দেখবেন হাসান মাহবুব ভাই , আমাদের দেশি পোলার তৈরি ইউটিউব আছে না !!

২৯| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ







ভালো থকাবেন নিরন্তর।

২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি একজন 'দেশ প্রেমিক বাঙালী' আপনার কি ভাল না লেগে পারে ? হাহাহাহা
আপনার জন্যও শুভ কামনা ।

৩০| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ , অনেক কিছু জানা যায় আপনার এই ধরনের পোস্ট থেকে । অনেক ভালো লাগা রইল । অনেক ভালো থাকুন আর চলতে থাকুক আপনার এই সুন্দরতম উদ্যোগ ।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের মন্তব্য ও পাঠ সিরিয়ালটি চালিয়ে যাওয়ার প্রেরণা ।
আপনাকে ধন্যবাদ গুলশান কিবরীয়া ।

৩১| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮

তারছেড়া লিমন বলেছেন: এই পর্বটা চরম হয়েছে ভাই..................++++++++++++++++++++++++++++++++++++++++

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কমেন্ট ও এত্তগুলা প্লাসের জন্য ধন্যবাদ লিমন ভাই ।

৩২| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,



প্রথম মন্তব্যকারী মাঈনউদ্দিন মইনুল এর সাথে সাথে আমিও বলি ---- আরেকটি অনবদ্য পোস্ট।
এবারের পর্বে জুয়েল সামাদের ওঠে আসার গল্পটি আমার কাছে বেশি চমকপ্রদ মনে হয়েছে।
তার কাহিনি পড়ে অনেকেই অনুপ্রাণিত হবেন।

ভালো থাকুন , জেগে থাকুন । আর আমাদেরও জাগিয়ে রাখুন ।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো থাকুন , জেগে থাকুন । আর আমাদেরও জাগিয়ে রাখুন । :D
আহমেদ জী এস ভাই অনেক অমেক শুভ কামনা ।

৩৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১০

আজাদ মোল্লা বলেছেন: আর একটি ভালো লেখা ।
অনেক সুন্দর কাজ ,
ধন্যবাদ ভাই লিটন ।

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আজাদ মোল্লা ।

৩৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫০

রিকি বলেছেন: আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,



প্রথম মন্তব্যকারী মাঈনউদ্দিন মইনুল এর সাথে সাথে আমিও বলি ---- আরেকটি অনবদ্য পোস্ট।
এবারের পর্বে জুয়েল সামাদের ওঠে আসার গল্পটি আমার কাছে বেশি চমকপ্রদ মনে হয়েছে।
তার কাহিনি পড়ে অনেকেই অনুপ্রাণিত হবেন।

ভালো থাকুন , জেগে থাকুন । আর আমাদেরও জাগিয়ে রাখুন ।


ভাইয়াদের সাথে একাত্মতা প্রকাশ করছি। অনবদ্য পোস্ট :) :)

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ রিকি ।

৩৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৭

অগ্নি সারথি বলেছেন: চলুক। লগে তো আছিলাম ই।

২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অগ্নি সারথি , সাথে যখন আছেন , অবশ্যই চলবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.