নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবের প্রথা ভাঙ্গা এক রাজ কন্যা আমিরা বি্নতে তায়িল / ছবি ব্লগ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০





রাজকুমারী আমিরা বিন তায়িল ১৯৮৩ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সৌদি রাজ পুরুষ আইদান বিন নায়েফ আল তায়িল/তালাল।



তার বাবা প্রিন্স তালাল হলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজের সন্তান এবং সাবেক সৌদি বাদশা আব্দুল্লার ভাই ৷৷





আমিরা আমেরিকার নিউ হেভেন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন সৌদি আরবের এই রাজকন্যা।



সুন্দরী হিসেবেও তার যথেষ্ট খ্যাতি। তবু রাজপরিবারের মেয়েদের চেয়ে অনেকটাই আলাদা আমিরা।




মাত্র ৩৩ বছর বয়সেই প্রবল মনের জোর, অদমনীয় সাহস আর তীব্র ইচ্ছাশক্তির সুবাদে দেশে-বিদেশে সাড়া জাগিয়েছেন রূপসী সৌদি রাজকন্যা আমিরা আল-তায়িল।



শুধু সৌদিতেই নয়, গোটা বিশ্বে মানবাধিকারের স্বার্থে লড়াই করতে তিনি সদা তৎপর। বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এর মধ্যে ৭০টি দেশে পাড়ি দিয়েছেন তিনি। সমাধান করেছেন মানবাধিকার সংক্রান্ত বেশ কিছু সমস্যার।



দরিদ্র ও দুর্গতদের জন্য লড়াই করা আমিরার স্বভাব। বিশ্বের বেশ কয়েকটি সেবামুলক প্রতিষ্ঠানের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। পশ্চিম আফ্রিকার দুর্যোগ পীড়িতদের জন্য ত্রাণ শিবির, পাকিস্তানের বন্যা কবলিত অঞ্চলের বাসিন্দাদের সাহায্য, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইসলামীয় শিক্ষাকেন্দ্র গড়ে তোলা বা সোমালিয়ায় দুর্গতদের সেবায় ত্রাণ উদ্যোগ- সর্বত্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই রাজকন্যা।



গোঁড়ামির বিরুদ্ধেও তার প্রতিবাদ সুবিদিত। সৌদি আরবের মহিলাদের পরিধেয় ঢিলেঢালা পোশাক ‘আবায়াসে’র বিরুদ্ধে প্রথম যে কয়েক জন নারী প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, আমিরা তাদের অন্যতম। পাশ্চাত্যের পোশাকই তার বরাবরের পছন্দ। তবে তাতেও প্রতীচ্যের শৈল্পিক ছোঁয়া দেখা যায়।



গোঁড়া সমাজ ব্যবস্থার বিরুদ্ধে অবশ্য স্রেফ পোশাকের মাধ্যমেই চ্যালেঞ্জ জানাননি আমিরা। পুরুষের লাল চোখকে অগ্রাহ্য করে সৌদি আরবের রাস্তায় তীব্র গতিতে গাড়ি চালাতেও তিনি ওস্তাদ।



২০১৩ সালে জর্ডানে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের প্যানেল আলোচনায় ‘’সৌদি পুরুষরা খুব ভীতু’’ বলে মন্তব্য করে হইচই ফেলে দেন প্রিন্সেস আমিরা ।



ওই আলোচনায় তিনি আরও বলেন , সৌদিতে নারীরা পিছিয়ে আছে । এর মূল কারণ রাজতন্ত্র নয় পুরুষতন্ত্র। নারীর সম্মানহানী হবে এই কথা বলে তারা নারীদের কাজ করতে দিতে চায় না।



আসল ঘটনা তা নয়। আসল ঘটনা হল তারা নারীদের ভয় পায়। আমরা সবাই জানি নারীরা পুরুষদের তুলনায় শক্তিশালী। কারণ তারা এই সমাজের সংখ্যালঘু। আর সংখ্যালঘুরা সবসময় নিজেদের প্রমাণ করতে চায় । এই কারণে সৌদি পুরুষেরা নারীদের অধিকার দেওয়ার ব্যাপারে ভীষণ ভয় পায়।



নারীদের কেবল পরিবার ও সন্তানের দিকে মনোযোগ দেওয়া উচিত নয় । তাদের সমাজ ও রাষ্ট্রের জন্য স্বার্থে কাজ করার প্রয়োজন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।



শুধু নিজেই নন, আমিরা চান তার দেশের সব নারীই স্বাধীন ও স্বাবলম্বী হয়ে উঠুন। এই ব্যাপারে তিনি সচেষ্ট উদ্যোগ প্রায়ই নেন।



আমিরাদের জয় হোক ।


তথ্য সুত্র-

http://www.alwaleed.com.sa/news-and-media/news/princess-ameerah- http://ameerahtaweel.tumblr.com/work
https://en.wikipedia.org/wiki/Ameera_al-Taweel
http://bdtodays.com/news/42029#sthash.gxL2WSg5.dpuf
http://bangla.samakal.net/2016/07/20/225048


মন্তব্য ৯৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: প্রথম হলাম মনে হয়, গোস্ত রুটি দেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: সৌদি রাজ পরিবারে এমন মহিলা আছে আমার কল্পনাতেও ছিল না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাই , আমিও কি আগে জেনেছি ? উইকিপিডিয়াতে প্রথম সন্ধান পেলাম ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮

ধমনী বলেছেন: আরবী ভাষায় তো- আমিরা " বিনতে" তায়িল হওয়ার কথা।
আরব নারীরা অনেক এগিয়ে ছিলো। গোঁড়া তন্ত্র এসে তাদের পেছনে ফেলে দিয়েছে।
আমিরাদের অগ্রযাত্রা কামনা করি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সঠিক " বিনতে" হবে , সংশোধন করে দিচ্ছি ধমনী ।
আপনাকে ধন্যবাদ ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সউদ নামের গোড়াতন্ত্রই দায়ী! নিজে কথিত রাজপরিবারে জন্ম বলে। কি রাজতন্ত্রকে বাঁচানোর সাফাই ;) ???

প্রথা ভাঙ্গার সাহসের জন্য অভিনন্দন। কিন্তু বাকী আরবের নারীদের জন্য্ও তার লড়াই করা প্রয়োজন!
আরো বেশি আরও ব্যাপক! পারবে কি?
ঈদ মোবারক :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তার কর্মে আপনি আশা বাদি হতে পারেন ভৃগু ভাই ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

প্রিন্সেস ডায়ানার কথা মনে পড়ে গেল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমারও এমন মনে হয়েছিল সাজ্জাদ ভাই ।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



রাজ পরিবারগুলো মানুষের সম্পদ থেকে, আরবদের সম্পদ থেকে ১০৪ ট্রিলিয়ন চুরি করে লুকায়ে রেখেছে। বাদ দেন বালচালদের গল্প

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আচ্ছা ! ধন্যবাদ ।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: রাজকন্যা বলেই বেচেঁ গেছে। এটা যদি অন্যকোন আরব নারী করতো অনেক কিছুই ঘটে যেতো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবে গোড়া থেকেই যখন আওয়াজ উঠেছে , তখন আশার আলো দেখা যায় বৈকি !!

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: সোনার চামচ মুখে নিয়ে জন্মানো এদের আর কাজকাম কি?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মোঃ আক্তারুজ্জামান ভূঞা

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুমন কর ।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: একটা অনলাইন পোর্টালে কিছুদিন আগে সামান্য পড়েছিলাম; এখানে বিস্তারিত জানলাম । সর্বগুণে গুণান্বিত এক নারী...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন রূপক বিধৌত সাধু

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সব পশ্চাৎপদতা ভেঙ্গে যাবে একদিন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই ।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

হাসান মাহবুব বলেছেন: রাজকন্যার জন্যে ভালোবাসা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও 'ভালবাসা' হাসান মাহবুব ভাই ।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

মিঃ অলিম্পিক বলেছেন: দারুন তথ্য জানতে পারলুম। লিখককে ধন্যবাদ...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মিঃ অলিম্পিক ।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ এরকম একটা পোস্ট দেওয়ার জন্য।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখা ও পড়ায় আপনাকেও ধন্যবাদ রায়হানুল এফ রাজ

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার মনে হয়না এসব সৌদিতে করেছেন উনি। উনাকে বাইরেই করতে হবে এসব...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রায় কাজ সৌদির বাইরে হলেও সৌদিতে দ্রুত গাড়ি চালনার কথা জেনেছি , যা সৌদির প্রথা বিরোধী ।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সৌদি রাজপরিবারে এমন কন্যা আছে ছিলনা।
অনেক ধন্যবাদ লিটন ভাই তথ্য শেয়ারে। :)


হাসান মাহবুব বলেছেন: রাজকন্যার জন্যে ভালোবাসা। :P সহমত।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্লেশ স্বীকার করে পোস্টে নজর বুলানোয় আপনাকেও ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: আমিরাদের জয় হোক ।

পোষ্টে ভাল লাগা!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ ভ্রমরের ডানা ।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৭

নিলয় নীল বলেছেন: ভাই টাকা আছে তাই এত। সব তো জনগন এর মারা টাকা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টাকা বা ''জনগন এর মারা টাকা'' থাকলেও অনেকে এসবও করে না । ধন্যবাদ নিলয় নীল ।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পর্দা প্রথা অমান্য করা আর পাশ্চাত্যের আটোশাটো পোষাকই কি গোড়ামিকে পেছনে ফেলা?? কেউ যদি ধার্মিক হয়ে মানবাধিকারের জন্য কাজ করে, সেটা কি সেকেলে আর অগ্রহণযোগ্য হয়ে গেল? (কেউ যদি ধর্ম কর্ম না করে মানব সেবা করে, সেটা তার ব্যাপার, কিন্তু সেটাকে গোড়ামি থেকে উত্তরণের পথ বলাতে আমার আপত্তি আছে)

পাশ্চাত্যের মিডিয়ার এসব খবরে আপনারা এত বেশী উদ্বেলিত হয়ে পড়েন যে নিজের মাথাটাকেও একটু খাটানোর চেষ্টা করেন না! পাশ্চাত্যে নারীকে নিয়ে কি করা হয় দেখেন না? ঐ ফ্যাশনশোতে নারীকে উলংগ করে কি হাসিল করা হয়? নারীকেতো শ্রেফ পণ্য বানিয়ে রেখেছে, আর সেটাই আপনাদের কাছে নারীর অগ্রগতি আর গোড়ামিকে পেছনে ফেলা! হাহ, বিচিত্র!

বি.দ্র. : আমার মন্তব্য সৌদি রাজতন্ত্রকে জড়িয়ে কিছু নয়, ওটা ভিন্ন প্রসংগ এবং আলাদা বিশাল আলোচনা হতে পারে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখানে যুগ যুগ ধরে চলে আসা সৌদি প্রথার বিপরীতে চলা আমিরার কথা উল্যেখ করা হয়েছে । এর ভাল বা খারাপ দিক দিয়ে বিস্তর আলোচনা হতে পারে , আমি সেদিকে যাইনি । আপনাকে ধন্যবাদ ।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০০

আরণ্যক রাখাল বলেছেন: রাজকন্যা খুব সুন্দরী :)
কথা হলো, এটা যেন শুধু তার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। পুরুষেরা ওদেশের বর্বর। ওদের যতদিন না মানসিকতা পরিবর্তিত হচ্ছে, কিছু হবে বলে মনে হয় না। তবে আশা রাখতে দোষ কী!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন আরণ্যক রাখাল । অনেক ধন্যবাদ জনাব ।

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৮

রক্তিম দিগন্ত বলেছেন: পোস্টের লেখা ক্যাম্নে পড়ুম। একটু পর পর ছবি দিয়া তো ভাই পুরা মনোযোগই ধ্বংস কইরা দিলেন।

অফটপিক - ক্রাশ খাইছি। B-))
অনটপিক - রাজকন্যা দেইখাই এতসব করতে পারছে - নাইলে জীবনেও পারতো না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলে উল্টাটা । এটা ছবি পোস্ট ! বেশি মনোযোগে কেউ জেন ক্রাশ না খায় তাই 'মনোযোগ ধ্বংস' করতে মাঝে মাঝে লিখা দিছি রক্তিম ভাই ।

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: যতটুকু অভিজ্ঞতা, রাজকন্যা বলে কথা!! তারপরও কিন্তু সরাসরি চলিত প্রথার বিরুদ্ধে কি??
প্রিন্স তালালের জীবনযাত্রা দেখুন।।
আমি বলবো, সব লাইম লাইটে আসার....

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চলিত প্রথার বিরুদ্ধে আমিরা পাইওনিয়ার হয়ে রইল , প্রজন্ম তাকে কি ভাবে অনুসরন করে সেটাই দেখার বিষয় ।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২১

মাদিহা মৌ বলেছেন: খুব অনুপ্রেরণা পেলাম! আমিরাকে দেখে নতুন আমিরা জন্ম নিক …

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন! নতুন 'আমিরা'দের পথ দেখিয়ে এই আমিরা ইতিহাসে স্থান করে নিল ।

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯

সাইফুদ্দিন রাজিব বলেছেন: ওনার অনেক কিছুই করার ছিলো যা ডিভোর্সের পরে ফুলস্টপ পড়ে গেছে !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনার বিয়ে ,ডিভোর্সের কথা উইকিপিডিয়া যা লিখেছে আমার কাছে গোলমেলে মনে হয়েছে , তাই এ বিষয়ে কিছু উল্যেখ করিনি ।
আপনাকে ধন্যবাদ রাজিব ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনার বিয়ে ,ডিভোর্সের কথা উইকিপিডিয়া যা লিখেছে আমার কাছে গোলমেলে মনে হয়েছে , তাই এ বিষয়ে কিছু উল্যেখ করিনি ।
আপনাকে ধন্যবাদ রাজিব ।

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০০

সাদা মনের মানুষ বলেছেন: সৌদি গোড়া সমাজে পরিবর্তন আবশ্যক, আশা করছি আমিরাই হবে তার পথ নির্দেশক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমারও এমত আশা সাদা ভাই , আপনাকে ধন্যবাদ ।

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯

জেন রসি বলেছেন: ঘরে বাইরে লড়াই চলুক। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সৌদি নারীরা যদি আমিরাকে মডেল হিসেবে নেয় , লড়াই শুরু হতে বেশি দেরি নাই রসি ভাই :):)

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২০

মশিকুর বলেছেন:

সামুতে এই প্রথম ভালোবাসার ইমু খুজলাম X(


১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মশিকুর ভাই

২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৪

পবন সরকার বলেছেন: আমিরা বিনতে তায়িলের কি ডিভোর্স হয়েছে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এরমকমই ধারনা , পবন সরকার ।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
লড়াইয়ের নেপথ্যে দারুণ একজন। আরো কিছু আমিরা প্রয়োজন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিরার দেখানো পথে আরও আমিরারা হাঁটবে এমতই প্রত্যাশা ।

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭

আমি ইহতিব বলেছেন: প্রেমে পড়ে গেলাম আমিরার :) । দারুন লাগলো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগছে । আশা করি ভাল আছেন ।

৩১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: মেয়ের সাহস আছে বলতে হবে । আমিরা কাহন ভাল লেগেছে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর সেলিম ভাইকে পেলাম , ভাবী ইন সামু আউট নাকি সেলিম ভাই ।

৩২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

আবু ইশমাম বলেছেন: কিছু কওয়ার নাই...........হেতেরে নিয়া কইতে ঢর করতেছে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ নতুন অতিথি আবু ইশমাম ।

৩৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
কট্টর রক্ষনশীল বর্বর সৌদি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে অবশ্য স্রেফ পোশাকের মাধ্যমেই চ্যালেঞ্জ জানালেন সাহসি আমিরা।
মহিলাদের কালো বোরখা বিভৎস পোশাক ‘আবায়াসে’র বিরুদ্ধে প্রথম যে কয় জন সৌদি নারী প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, আমিরা তাদের অন্যতম।
কোন সৌদি নারী একা চলাফেরা করার অধিকার নেই। ড্রাইভিং অনুমতি পায় না। সেদেশে্র নারীদের ড্রাইভিং লাইসেন্স নিষিদ্ধ।
দেখা যাক এসব নিয়ে নিজদেশে আমিরা কতদুর যেতে পারে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলে আমিরার কর্মকাণ্ড বহির্বিশ্বে যেরকম প্রচার পেয়েছে , সেরকম সে দেশের মিডিয়ায় কাভারেজ পাচ্ছে না । তাই তার নিজ দেশবাসী তার সম্পর্কে জানছে খুব কম । ইন্টার নেটেরযুগে তার পরও কিছুটা মানুষের নজরে আসছে ।
আমিও আপনার মত আশা বাদী দেখা যাক এসব নিয়ে নিজদেশে আমিরা কতদুর যেতে পারে।
মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন হাসান কালবৈশাখী ।

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৮

জুন বলেছেন: এমন রাজকন্যা সৌদি আরবের ঘরে ঘরে জন্ম হোক এই কামনা করি গিয়াস উদ্দিন লিটন।
অল্প কথায় সুন্দর বর্ননা।
+

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অল্প কথায় সুন্দর মন্তব্য , ধন্যবাদ জানবেন জুন । :)

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

অগ্নি সারথি বলেছেন: জয় হোক আমিরাদের।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আনন্দিত , অনেক ধন্যবাদ সারথি ভাই ।

৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: কপাল মন্দ । আপনার ভাবী ব্লগার নয় । ব্লগ পছন্দ করেনা ।ব্লগার কাউকে বিবাহ করলে এই সমস্যা হত না । ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কপাল শুধু আপনার মন্দ নয় সেলিম ভাই , আমি জদ্দুর জানি নন ব্লগার সকল ভাবিই ব্লগকে সতিন মনে করে ।
তা ব্লগার কেউ পছন্দের তালিকায় ছিল নাকি সেলিম ভাই । :P
:P
:P

৩৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: রাজকন্যার বিয়ে কি এখনো হয়নি ?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রার্থী আছেন নাকি চৌধুরী সাহেব ? :P:P

৩৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০০

এডওয়ার্ড মায়া বলেছেন: তিনি কি অবিবাহিত :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগে আপনার কতা কন ! দেখি মিলাই দিতে পারি কিনা ? :P:P

৩৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০২

এডওয়ার্ড মায়া বলেছেন: কবি সেলিম ভাইয়ের জন্য সমবেদনা !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক সময় সেলিম ভাই ছিলেন ব্লগের তুর্কি তরুণ , এখন উনাকে বড্ড মিস করি ।

৪০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

সাহসী সন্তান বলেছেন: পোস্টের পঠিত সংখ্যা আর প্লাস সংখ্যা দেইখা তো টাস্কি খাইলাম! আমারটা দিয়া মাত্র ৭টা প্লাস!? তয় ক্যান জানি মনে হইতেছে সবাই পোস্ট পইড়া ক্রাশিত হইয়াই রাগ কইরা আর প্লাস দেয় নাই! অবশ্য আমারটাও ভুল কইরা পইড়া গেছে, ফেরত দেওন যায় না ভাইজান? ;)

পোস্টটা পইড়া উনার সম্পর্কে এত তথ্য জানলাম অথচ গুরুত্বপূর্ন একটা তথ্য আপনি মিস কইরালচেন! সম্ভাবত ভুল কইরা আপনি উনার কন্ট্রাক্ট নাম্বারটা উল্লেখ করতে পারেন নাই! সুতরাং পোস্ট আপডেট করার জোর দাবি জানাইলাম! :P

শুভ কামনা লিটন ভাই!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কন্ট্রাক্ট নাম্বারটা উল্লেখ করে প্রতিদন্ধি বাড়াতে চাচ্ছিনা সাস ভাই :P:P

৪১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

আমি ইহতিব বলেছেন: ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ ! জেনে আনন্দিত ! ধন্যবাদ জানবেন সিস ।

৪২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,




আমাদের মেয়েরা ফেবুতে বসে সময় নষ্ট ( আজকের সামুর কিছু পোষ্টের কথা ধরে ) না করে কবে প্রথা ভেঙে অমন সোনার মেয়ে হয়ে উঠবে তার অপেক্ষায় । :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্য , অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।

৪৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০

নীলপরি বলেছেন: ভালো লাগলো লেখার বিষয় ভাবনা ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি ।

৪৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

নেক্সাস বলেছেন: হেতির হোয়াটস আপ ইমো নম্বর আছেনি আন্নের কাছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেষে আপনার সাথে ডুয়েল লড়ি আরকি ! :-P

৪৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন: সে মিস গাইডেড

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হতে পারে !!!

৪৬| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ :)

২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ দৃষ্টিসীমানা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.