নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
১/ জাফর ইকবালের উপর হওয়া নৃশংস ও বর্বর হামলার প্রতিবাদ জানাচ্ছি ও হামলাকারি দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। (একজন গিপিএ ফাইভ পন্ডিত ব্যক্তির ফেসবুক থেকে)
২/'আওয়ামী লীগ' নেতার নামে ব্যানার
'হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া ২১ ফেব্রুয়ারি'
৩/ দৈনিক শ্রমিক কন্ঠের ২১ ফেব্রুয়ারী পত্রিকার লিড নিউজ
৪/ ক. ৫২র ভাষা আন্দোলনের লাখো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
খ, ২১শে ফেব্রুয়ারিতে ৩০লক্ষ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি
৫/ আল্লাহ তায়ালা চাচা এরশাদকে জান্নাতবাসী করুক।
৬/ মোহাম্মদ সমীর কান্তি দে, মোহাম্মদ বিমল নাথ!!!!
৭/
শেষে একটি জোক-
নার্স- স্যার আপনি মনে হয় ২০১৫ ব্যাচ।
ডাক্তার বিব্রত- কিভাবে বুঝলে ?
নার্স- আপনি বেবীর নাড়ী কাটতে গিয়ে নুনু কেটে ফেলেছেন!
আফসোস! আমাদের শিক্ষামন্ত্রী প্রশ্নফাসের মাধ্যমে জাতীকে উপহার দিচ্ছেন একটা 'নুনু' কাটা প্রজন্ম!!!
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভেংচি দেন ক্যান সম্রাট ভাই?
২| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জাফর ইকবালেরটা চরম।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৩| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: শিক্ষামন্ত্রীকে আবহাওয়া মন্ত্রী বানালে কেমন হয়? তাহলে দেশে প্রাকৃতিক দূর্যোগ হওয়ার আগেই আবহাওয়া সব খবর ফাঁস হয়ে যাবে !
শিক্ষা জাতির মেরুদন্ড !!!!
মেরুদন্ড শক্ত করে বা কি লাভ !!
আই এম জিপিএ ফাইভ !!
আগে তাও দেশ থেকে বিদেশে মেধা পাচার হতো ....
এখন আর তার সম্ভবনা নাই ; এখন হলে হবে গাধা পাচার!!
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিক্ষামন্ত্রীকে আবহাওয়া মন্ত্রী বানালে কেমন হয়? তাহলে দেশে প্রাকৃতিক দূর্যোগ হওয়ার আগেই আবহাওয়া সব খবর ফাঁস হয়ে যাবে ! মজার কথা বলেছেন শাহরিয়ার কবীর ভাই ।
৪| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২
কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহা 2 নং টা দেখে হাসবো না কাদবো খুজে পাচ্ছি না ভাইয়া।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কলি, আমিতো সবগুলি দেখেই হাসছি,কাঁদছি ---
৫| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩
কামরুননাহার কলি বলেছেন: আর ১ নং টা কি নায়ক জাফর ইকবাল নাকি লেখক জাফর ইকবাল বুজতে পারতেছি না। হাহাহাহাহা।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনি মনে করছেন মরহুম নায়ক জাফর ইকবালের উপর দুষ্ট ফেরেশতারা হামলা করছে
৬| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪
তারেক_মাহমুদ বলেছেন: ১নং টা নতুনত্ব আছে।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রশ্ন ফাঁসের কল্যানে আরো কত নুতনত্ব দেখার বাকি !!!
৭| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: মজার নাকি লজ্জার বুঝতে পারছি না!
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুটোই। একদল জাতীর লুঙ্গী খুলে ফেলে মজা নিচ্ছে, লুঙ্গী বেহাত জাতী লজ্জিত!
৮| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১০
নিরাপদ দেশ চাই বলেছেন: ১ নাম্বারটা সবচেয়ে হিট
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেদিন এক আলোচনায় বেনজির ভুট্টোর প্রসঙ্গ এলো- একজন মনে করতে পারছেন না তার স্বামীর নাম কি ছিল। আরেক বিএ পাশ তরুন উনার এই অসহায় অবস্থা থেকে উদ্ধার করতে এগিয়ে এলেন। বললে বেনজির ভুট্টোর স্বামীর নাম হামিদ কারজাই।
৯| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৯
মনিরা সুলতানা বলেছেন: দারুন ক্রিয়েটিভ প্রজন্ম যাই হোক এই আই এম গি পি এ ফাইভ প্রজন্ম!!!!!!
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপু, ফাইভের এক ছাত্রকে বললাম- বাংলাদেশের রাস্ট্রপতি কে ?
সে উত্তর দিল- শেখ হাসিনা।
আমি বললাম- তিনি প্রধানমন্ত্রী, রাস্ট্রপতি কে ?
এবার মনে পড়েছে এরকম একটা ভাব করে ছাত্র জবাব দিল - খালেদা জিয়া।
১০| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪১
খাঁজা বাবা বলেছেন: একটা জাতীকে সহজে মুগ্ধ করার জন্য প্রথমে মূর্খ করতে হয়। ব্যপারটা তারা খুব ভালভাবে বুঝতে পেরেছে।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই প্রশ্ন ফাস প্রজন্ম যখন দেশ চালাবে তখন এ দেশ হবে গল্পের হবুচন্দ্র রাজার দেশ
১১| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৫
খাঁজা বাবা বলেছেন: এখন দেশ কোন রাজার মতন?
ব্যনার পোষ্টার কি বলে?
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন দেশ কোন রাজার মতন? সেইটা আপ্নে এস্তেখফার কইরা জাইনা লন খাজা বাবা
১২| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৭
ক্লে ডল বলেছেন: প্রশ্ন ফাঁসের ধাক্কায় অমেধাবীরা তো এ+ পেয়ে স্বর্গে উঠছে, কিন্তু প্রকৃত মেধাও যে মুখ থুবড়ে পড়ছে, কলঙ্কিত হচ্ছে। এটিই আমাকে বেশি শঙ্কিত করে।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রকৃত মেধাবীরা চাকরি পাচ্ছেনা, দেশে ভিন্ন মতাদর্শি এক কোটি বেকারের চাকরীর বয়স সিমা চলে গেছে।
১৩| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯
ওমেরা বলেছেন: Fantastic !!! দারুন মজা পেয়েছি।
কিন্ত আসলেই কি এগুলো মজার বিষয !!!!
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার বিষয় , জাতী মজা পাচ্ছে না।জাতী আজ ক্ষুব্ধ,লজ্জিত।
১৪| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৯
হাসান মাহবুব বলেছেন: দুঃখজনক।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজনের নাম এম এ হালিম। এক জিপিএ ফাইভ আমাকে প্রশ্ন করছে, ''নামের সাথে যে এম এ লাগাইছে এই লোক কি আসলেই এম এ পাশ?''
১৫| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৪
যাযাবর রাজা রিটার্নস বলেছেন: হুম।ঠিকই বলেছেন।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাতী অন্ধকারের পথে হাটছে।
১৬| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫
আবু তালেব শেখ বলেছেন: শাহরিয়ার কবির ভাইয়ের আইডিয়াটা জোশ
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেতু মন্ত্রী হওয়ার কথা ছিল দক্ষ কোন প্রকৌশলীর তা না হয়ে সেতু মন্ত্রী একজন ছাত্রলীগ নেতা, ডাক,তার, টেলিযোগাযোগ মন্ত্রী একজন চিত্র তারকা! আম জনতার আইডিয়াকে কেউ আমলে নিচ্ছে না।
১৭| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮
হাফিজ বিন শামসী বলেছেন:
সাকা চৌধুরীর সেই কথাটা মনে পড়ে গেল- ধর্ষণ যখন অনিবার্য। তখন তা এনজয় করাটাই বুদ্ধিমানের কাজ।
এ জাতি একের পর এক ধর্ষণের স্বীকার। ক্ষত বিক্ষত শরীর নিয়ে বেঁচে আছে। মুক্তির কোন পথ খোলা নেই।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুক্তিকামিদের কোমর ভেঙ্গে দেয়া হচ্ছে, জাতী কিংকর্তব্যবিমুড়।
১৮| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা কোন মজার বিষয় নয়,
এটা গোটা জাতির জন্য লজ্বার !!
তবে লজ্জা থাকলেতো।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাতীকে নিয়ে যারা খেলছে তারা মজা পাচ্ছে।
১৯| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৯
বিলিয়ার রহমান বলেছেন: শেষের জোকটা সেই আছিলো মেয়াবাই!!
....
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জোকটা দুখের। যার পোলার নুনু কাটা গেছে সে অনুভব করছে।
২০| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
লিটন ভাই, "ন-ন" প্রজন্মের গুরু আপনার নামে ৫৭ ধারায় ৬৪ জেলায় ৬৪ টা মামলা না দিলেয় রক্ষা
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধারাটা নাকি কমিয়ে ৫৭ থেকে ৩২ এ এনেছে
২১| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১২
পার্থ তালুকদার বলেছেন:
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
২২| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬
ফেরদৌসা রুহী বলেছেন: আফসোস করা ছাড়া আর কিচ্ছু করার নাই।
এই গিপিএ ফাইভ দিয়ে কি করবো আমরা।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার এলাকায় ছোট ফেনী নদির উপর ১৪৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতু উদ্বোধনের আগেই নদীতে ধ্বসে পড়েছে। জনরোষে পড়ে ঠিকাদার ইঞ্জিনিয়ার জান নিয়া পলাইছে।
আমাদের এই গিপিএ ফাইভ রা এরকম ব্রিজ বানাবে, জাতীর নু-- কাটবে ।
২৩| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর বিনোদন।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাতীর এই পতনোন্মুখ অবস্থায় এই বিনোদনটাই আমাদের প্রাপ্তি রাজীব ভাই /
২৪| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর বিনোদন।
২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
২৫| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: কই মাছ দেখতে ঠিক মেঘের মত, পোস্ট দেখতে দেখতে মাথায় যা আসল।
০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাথার উপ্রে দিয়া গেছে দিশেহারা ভাই
২৬| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা হা...
প্রশ্নঁফাস জেনারেশন যখন ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন এসব নিয়ে যখন প্রবন্ধ -কলাম লিখবে তখন...!
০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন এসবতো ইতিহাস, প্রশ্নফাস প্রজন্ম বর্তমানের খবরও রাখেনা।
২৭| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
সুমন কর বলেছেন: দুঃখজনক এবং লজ্জাকর !!
০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা বিশেষ চক্রের কাছে বিষয়টা আনন্দের!!!
২৮| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দারুণ একটা প্রজন্ম- যারা ধর্মবর্ণ নির্বিশেষে মোছলমান।
০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর ভুল বানান নিয়ে একটা ছবি চাউর হয়েছিল, প্রজন্মের আর দোষ কি ?
২৯| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
জাতি পেছনে পড়ে গেছে, আমাদের অবস্হা আরো খারাপের দিকে যাবে; কারণ, নতুন জেনারেশন শুধু যে পড়ালেখা করছে না, তা'নয়, এরা প্রশ্ন-ফাঁসের মত অপরাধের অংশ।
০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি প্রায়শ একটা কথা লিখেন, 'প্রশ্নফাঁস জেনারেশন'। এই জেনারেশনকে নিয়ে আমরা শঙ্কিত।
৩০| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবিতে ভুলগুলো কি বুঝতে পারছিনা?
হাসির কি হলো??
০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুঝছি আপনি ২০১৫ ব্যাচ !!!
৩১| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এম.এ. হালিম কি আসলে এম.এ. নন?
০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এম এ পাশ না হইলে এম এ লিখলো কেন?
৩২| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
ফ্রিটক বলেছেন: যা বলেছেন, ঠিক বটে। অযথা জোর করে নাম্বার দিলে যা হয়। শেখ ম্যাডামের আর নাহিদ সাহেবের কৃতিত্বের সুফল।
০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরো বেশি সুফল (?) পেতে আমাদের কয়েক বছর অপেক্ষা করতে হবে।
৩৩| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: চেক করতেছিলাম আপনি ২০১৫ ব্যাচ কিনা
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় ! তবে কি আমি ধরা পড়ে গেছি !!!
৩৪| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ সুফল ভাই,
ভবিষ্যৎ প্রজন্মের উপর ভরসা করার কোন যুক্তির দেখা পাওয়া দুষ্কর।
তারেক জিয়ার মতো পার্টি প্রধান যখন বিজয় দিবস আর স্বাধীনতা দিবস মনে রাখতে পারেনা! তখন কেবল ফেসবুকার আর সময়ের স্রোতে গা ভাসানো নেতার কথা চিন্তা করেইবা কি লাভ আমাদের।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তারেক জিয়াও মনে হয় শেখ হাসিনা আর নাহিদ সাহেবের আমলের গিপিএ ফাইভ!!!
খালেদা জিয়াকে নিয়ে কিছু লিখলেন না নয়ন ভাই?
৩৫| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খালেদা জিয়ার তেমন কিছু আমি আজও শুনিনি উল্টাপাল্টা বলার, তারেক নেতার একটা বক্তব্যের ভিডিও কপি আমার কাছে আছে।
ব্লগে ভিডিও ডাউনলোড করতে এখনো শিখতে পারিনি, জানলে দিতে পারতাম ভিডিওটি।
বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের অনেক দোষ! সবচেয়ে বড় দোষ বাঙালি জাতির জন্য একটা স্বাধীন সার্বভৌমিক রাষ্ট্রের কামনা ও চেষ্টা করা।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাজনীতি আমি কম বুঝি নয়ন ভাই, তবে এটুক বুঝি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর বর্তমানের আওয়ামী লীগে বিস্তর ফারাক।
৩৬| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিও বুঝি না ভাই, রাজনীতি আমার ইচ্ছে চেষ্টাতেও নেই, খুঁজিও না। তবে দেশের জন্য অপেক্ষাকৃত ভালোটা খুঁজি সবসময়।
বিস্তর ফারাক মানছি, সেজন্যই তো আপনার এই পোষ্টের মূলবক্তব্যের সার্থকতা।
শুভকামনা জানবেন ভাই সবসময়।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাতী প্রায় ১০ বছর অপেক্ষাকৃত ভালোটা নির্বাচন করার সুযোগ পাচ্ছেনা।
আপনিও শুভ কামনা জানবেন নয়ন ভাই।
৩৭| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৮
এটম২০০০ বলেছেন: THIS IS WHAT BAL HAS BROUGHT TO THIS COUNTRY. THEY PROVED THEIR FOOLISHNESS EARLIER ALSO. THE TWO WINGS OF A COUNTRY WAS SEPARATED BY A OVER 1000 MILES DISTANCE AND BY AN ENEMY-MINDED COUNTRY. CESSATION WAS EASY. ONE WING ELECTED THEIR REPRESENTATIVE TO THE HIGHEST POSITION. SOMEONE WITH INTELLIGENCE COULD DO IT EASILY. BUT THE ONE WHOM THE PEOPLE OF THE COUNTRY BELIEVED, ASKED MEN TO INDULGE IN SUBVERSIVE ACTIVITIES. WHEN THE GOVT. DECLARED STERN MEASURES THE MAN SURRENDERED IN LIEU OF HIS OWN AND FAMILY MEMBERS' SAFETY. THE OTHER CONDITION WAS, HE WON''T GIVE LEADERSHIP TO NONE IN WRITING.
IN THAT DIFFICULT SITUATION SEVEN CRORES BANGLADESH WERE THROWN IN DANGER AND WE ALL KNOW WHAT HAPPENED. NICE THING HIS, THIS MAN WAS CONSIDERED AS THE FIRST PAKISTANI COLLABORATOR AND WAS THE FIRST OFFENDER, KILLED BY THE FREEDOM FIGHTERS.
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটম২০০০, বাংলায় লিখলে আমার জন্য সুবিধা হত ।
৩৮| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৮
শামচুল হক বলেছেন: সত্য কথা বলতে না পারায় আমিও ২০১৫এর ব্যাচ
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবুও স্বস্তি , আপনার নামের সাথে ডাক্তার নাই
৩৯| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৬
অজানা তীর্থ বলেছেন:
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জুয়েল ।
৪০| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জটিল কালেকশন।।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবে বাস্তব ।
৪১| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ আমারে রোগ শোক দিওনা। স্বাভাবিক মৃত্যু দিও। আমিন...
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিন। আপনার ভাগ্য ভাল যে এদের হাতে নাড়ী কাটাতে হবে না
৪২| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: গিপিএ ফাইভ!
জাতির এই ভবিষ্যত ধ্বংসী পরিকল্পনা বাস্তবায়নের জণ্য নাাহিদ গংদের মরনোত্তর ফাসি দিলেও কম হবে!
ঘটনা যা ঘটার তাতো ঘটেছেই। এখন সংশোধনের উপায় ভাবার মতো একদল দেশপ্রেমিক শিক্ষাবিদ/ খুব দরকার এখন।
জোকসে হাহাপগে
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঘটনা যা ঘটার তাতো ঘটেছেই। এখন সংশোধনের উপায় ভাবার মতো একদল দেশপ্রেমিক শিক্ষাবিদ/ খুব দরকার এখন। জাতী সেই অপেক্ষায় আছে
৪৩| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১২
শায়মা বলেছেন: এরা এ যুগের পন্ডিৎ রত্নমন্ডলী!
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাঁদগাজী দা এদের বলেন প্রশ্ন ফাঁস প্রজন্ম
৪৪| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৯
ইয়াকুবুল হাসান রুপম বলেছেন: ভালো বলেছেন !
০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ইয়াকুবুল হাসান রুপম
৪৫| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৩
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা.......... আস্তাগফিরুল্লাহ!!!!!!! এইসব কি লিটন ভাই!!!!!!!! ফেইসবুকে একটা সাক্ষাতকার দেখেছিলাম মহান ভাষা দিবসে ৩০ লক্ষ.......!
হায় আল্লাহ, তুমি বাচাঁও......................
০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি এরকম সাক্ষাতকার টিভিতে দেখেছি। ২১শে ফেব্রুয়ারির দিন তারা ৭১ এর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছে।
৪৬| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভাই, এতো সবে শুরু | আরো কুড়ি বছর পার হতে দেন, এই প্রশ্ন ফাঁস প্রজন্মই দেশের হাল কাঁধে নেবে | তখন বুজবেন কত ধানে কত চাল |
০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা চক্র দেশের মেধা ধ্বংসের চক্রান্তে নেমেছে। তারা সফল। সেই দিন দূরে নয় যেদিন দেশের সকল সেক্টরে বিদেশী কর্মি নিয়োগ দেয়া হবে ।
৪৭| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫১
মলাসইলমুইনা বলেছেন: গিয়াস ভাই,
প্রথমে কিছুক্ষন হাসলাম, তাপরে ভীষণ রাগলাম (কার ওপর জানি না), ল্যাপ টপ ওপেন করে আপনার লেখায় মন্তব্যকরতে এলে নিশ্চিত ভাবেই ল্যাপটপটাও মনেহয় ভাঙচুর করতে ইচ্ছে হতো (কার ওপর রাগ করে এখনো বুঝতে পারছি না) |তাই পুড়ে চব্বিশ ঘন্টা সময় নিয়ে রাগ পানি করে এলাম মন্তব্য করতে | "দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে !" স্বাধীনতা বিদ্রোহের মাসে বিদ্রোহী কবির কবিতাটার এই লাইনটা মনে হলো | তাই লা জোর করেও লা জবাব থাকলাম | কি আর করা যাবে ভাগ্য মেয়ে নিতেই হবে !
০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে !" নজরুলের আমল এখন আর নাই যে 'যাহা আসে কইবেন মুখে'।
৪৮| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৩
ধ্রুবক আলো বলেছেন: ছবিগুলো দেখে রম্য ভেবে হাসতেও কষ্ট হচ্ছে।
০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাতী সংকটে, তাদের মুখে হাসি নাই, আপনিও জাতীর অংশ।
৪৯| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: জাতি সুফল পেতে শুরু করেছে!
০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই সাফল্যে জাতী নিঃস্ব হচ্ছে।
৫০| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৪
হাঙ্গামা বলেছেন:
হাসতেই আছি
০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই দুর্দিনে হাসতে পারাও কম প্রাপ্তি নয়।
৫১| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৭
ব্লগ সার্চম্যান বলেছেন: পোস্টটি তদন্ত করে দেখা হবে,এত তথ্য কপিরাইট ফাস কি না ।
০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রশ্নফাসই কোন অপরাধ নয়, এতো কপিরাইট !!!
৫২| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: এই নুনু কাটা প্রজন্ম লইয়া আমরা কি করিব ?
০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এদেরকে খোঁজা প্রহরীর দায়িত্ব দেয়া যেতে পারে।
৫৩| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৭
তারেক ফাহিম বলেছেন: আমারে কেউ মাইরালা
০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি পারুম না !!!
৫৪| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আছে কি নাই তা নিয়ে কনফিউসনে ভুগতাছি । হাতিয়ে যদি দেখি নাই তখন কি হবে ?
০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধরে নেন আছে, হাতিয়ে দেখে আবার কোন বিপদে পড়েন!
৫৫| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৪
হংস বলাকা বলেছেন: মিঃবীনকেও হার মানাবে
০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের মন্ত্রীরা আছেন, মিঃ বীন এর দরকার নাই
৫৬| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১১
জোকস বলেছেন:
বল্টুর প্রাইভেট ক্লাস....
শিক্ষক : বলতো আম উপরের দিকে না পরে নিচের দিকে পরে কেন ?
বল্টু : স্যার, উপরে খাওয়ার মানুষ নেই তাই।
শিক্ষক (একটু রেগে) : এই শিখছিস ? আচ্ছা বল, লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহার টুকরা পানিতে ডুবে যায় কেন ?
বল্টু : লোহার তৈরি জাহাজ ভেসে থাকে কারন এর চালক আছে, কিন্তু লোহার টুকরার চালক নেই তাই এটা ডুবে যায়।
শিক্ষক : তোর মাথায় ডাস্টার মারব হারামি। আচ্ছা এবার বাংলা ২য় পত্র বের করে ক্রিকেট ম্যাচ নিয়ে রচনাটা লেখ। সময়:-৩০মিনিট। কিছক্ষন পর বল্টু খাতা জমা দিল..... স্যার তো অবাক এত তাড়াতাড়ি বল্টুর
রচনা লেখা হয়ে গেল। শিক্ষক কৌতূহল সহকার পড়ল। বল্টু লিখেছে...... "খেলা শুরু এবং আকাশে মেঘলা মেঘলা ভাব
.
.
.
.
.
.
.
.
.
বৃষ্টির কারনে ম্যাচ পরিত্যক্ত।
০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছাত্রের বুদ্ধি আছে
৫৭| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৯
জেকলেট বলেছেন: আমি ঠিক দলবাঝ বা দলকানা না। কিন্তু আওয়ামিলীগের সাথে কেন যেন শিক্ষা দূর্নিতীটা সবচেয়ে বেশি হয়।
আওয়ামিলীগ শাসনকাল-১(৭১-৭৫): তোফায়েল কেডার, পরীক্ষা না দিয়া পাশ, নকলের মহা সমরোহ।
আওয়ামিলীগ শাসনকাল-২(৯৬-২০০১): নকলের মহামারি, গ্রাম-শহর সয়লাব নকলের ভারে।
আওয়ামিলীগ শাসনকাল-৩(২০০৯-।): প্রশ্নফাস।
মাননীয় শক্ষামন্ত্রীকে বলতে চাই এরা যখন সার্টিফিকেট নিয়া চাকুরী চাইবে কোথা থেকে চাকুরী দিবেন??? আখেরে কোন লাভ হবে??
০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কৌটা প্রথার কারনে এখন মেধাবীদের চাকরি হয়না। রাষ্ট্র যন্ত্র রাষ্ট্রসেবায় মেধাবীদের চাচ্ছেনা। তারা প্রশ্ন ফাস প্রজন্মকেই চাচ্ছে। তবেইনা ধংসের ষোলকলা পুর্ন হয়।
৫৮| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২০
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: নার্স- স্যার আপনি মনে হয় ২০১৫ ব্যাচ।
ডাক্তার বিব্রত- কিভাবে বুঝলে ?
নার্স- আপনি বেবীর নাড়ী কাটতে গিয়ে নুনু কেটে ফেলেছেন!
চমৎকার ছিলো।
০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৫৯| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: একটা জাতিকে ধ্বংস করার জন্য আগে তার মেধাকে ধ্বংস করাচাই।
০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অদৃশ্য চক্র সে কাজটিই করছে।
৬০| ০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
শাহিন বিন রফিক বলেছেন: এই মন্তব্য লেখার আগে আমি ১০ মিনিট হেসেছি, কি লিখব বুঝতেছি না। ব্যানারগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ শাহিন বিন রফিক
৬১| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৮
প্রশ্নবোধক (?) বলেছেন: ব্যাপুক বিনুদুন পাইলাম। হে হে হে
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৬২| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৮
উম্মে সায়মা বলেছেন: হাসব নাকি কাঁদব!
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দূটোই
৬৩| ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জাতি এখন ভুতের মতো পিছন পায়ে হাটে। জাতির কোন অভিভাবক নেই। তারা পথ খুঁজে পায় না। তাদের পথের দিশা দেবে এমন কেউ নাই। শিক্ষা নিয়ে এই শতকে পরীক্ষা নিরীক্ষা না করলেও চলতো। অথচ আজো সহনীয় মাত্রায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। গিনিপিগ হচ্ছে আমাদের ভবিষ্যত প্রজন্ম।
০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বর্তমানে প্রশ্নফাঁস জাতীর গলার ফাঁসে পরিণত হয়েছে।
৬৪| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
প্রশ্ন ফাঁসের কথার আড়ালে কেন খামোখা দোষ দিচ্ছেন পুরো শিক্ষাব্যবস্থার ?
এগুলো হলো সব সৃজনশীল লেখা ।
০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহমেদ জী এস ভাই, জাতী সৃজনশীলতার যাঁতা কলে পিষ্ট ।
৬৫| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৯
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য
০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মুহাম্মাদ খাইরুল ইসলাম।
৬৬| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: প্রশ্নফাস প্রজন্ম তো জাতির গলায় ফাঁস লাগিয়ে দিবে ।
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যমকাস্ট রেড়ি, শুধু লটকানো বাকি।
৬৭| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫১
কালীদাস বলেছেন: এরা বিখ্যাত ঔপন্যাসিক পীথাগোরাসের ভক্ত হবে হয়ত
এরশাদের নামে এতবড় স্ক্যান্ডাল!! আল্লাহয় বিচার করব!
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুধু এরশাদকে মেরে ফেলছে না, এই প্রজন্ম নিজেরাও মারা যাচ্ছে । আমার এক ফেবু ফ্রেন্ড আছে নাম মরহুম ---অমুক। জিজ্ঞাস করলাম ঘটনা কি?
উত্তর দিল- উপাধী লাগাইছি
৬৮| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লজ্জায় আমার নিজেরই কান লাল হয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন লিটন ভাই। জাতি প্রশ্ন ফাঁসের সুফল (?) পেতে শুরু করেছে।
শিক্ষামন্ত্রী আপনার জোকের মতোই বেবির নাড়ি না কেটে নুনু কেটে ফেলেছেন। থু থু থু থু থু থু থু থু!
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিরাট সংকটের ভিতর দিয়ে জাচ্ছে জাতী। ২০ বছর পরে এরা যখন দেশ চালাবে তখন জাতী প্রশ্ন ফাঁসের কুফল হাড়ে হাড়ে টের পাবে।
৬৯| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:১১
দয়িতা সরকার বলেছেন: ভাইয়া, শুধু কি প্রশ্ন ফাঁস? এবার অনেকে পরীক্ষায় উত্তর দিয়েছে ৯৬ নম্বরের মারক সীটে ৯৯/১০০ , তাও অবজেকটিভ ৪ টা ভুল।
ক্লাস টেন এর বাচ্চা নরমাল যোগ , বিয়োগ , ভাগ, গুন, পক্ষান্তর পারেনা, তারা যে কি রেজালট করে...
১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রশ্ন ফাঁসের যুগে কিছু পারতে হয়না, তার পরও জিপিএ ফাইভ
৭০| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: পোস্টটা পড়ে যুগপৎ ক্ষুব্ধ ক্রুদ্ধ বোধ করছি।
জাতির সবচেয়ে ক্ষতি করে গেলেন এই অযোগ্য শিক্ষামন্ত্রী। এর ক্ষতিপূরণ সম্ভব নয়।
এ পোস্টের মন্তব্যের চেয়ে প্রতিমন্তব্যগুলো বেশী ভাল লেগেছে। ৫, ৯, ১২, ১৪, ২২, ৩৫, ৫৩ এবং ৬৭ নং প্রতিমন্তব্যগুলো চমৎকার হয়েছে।
পোস্টে ভাল লাগা + +
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি পোস্ট পড়লে কমেন্ট শুদ্ধ পড়েন,আমিও এমন।
আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রি কিন্তু ৯০ভাগ সফল। নাহিদের কারনে সেই সাফল্য ব্যার্থ হচ্ছে।
৭১| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ওহ! কৌতুকটা জোস হয়েছে!!! হা, হা, হা!
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এমত ডাক্তারের পাল্লায় পড়লে বুঝবেন
৭২| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩
খায়রুল আহসান বলেছেন: আপনার কয়েকটা পোস্টে অনেকদিন আগে কিছু মন্তব্য রেখেছিলামঃ
*আজ ১৬ ই জুন সংবাদ পত্রের কাল দিবস ,পেছনের নাটের গুরুরা। (জুন-২০১১)
*দুই টাকা দিয়ে কি পাওয়া যায় ভাবছি (জুন-২০১১)
*পরামর্শ চাই (জুন-২০১১)
০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক আগের পোস্ট, তখন ব্লগের কিছুই বুঝতাম না। টাইপিঙেও জুক্তবর্ণ লিখতে সমস্যা হত।
আনাড়ী পোস্ট গুলোয় নজর বুলানোয় আপনাকে ধন্যবাদ ।
৭৩| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লজ্জা !! লজ্জা !!! লজ্জা!!!
Shame! Shame!! !!!
০১ লা জুন, ২০১৮ রাত ৯:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নুরু ভাই।
৭৪| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
পবন সরকার বলেছেন: হে হে হে আমিও এখণ ২০১৫ ব্যাচ
০১ লা জুন, ২০১৮ রাত ৯:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খাইছে আমারে !!!
৭৫| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:১৪
জুন বলেছেন: গিয়াস লিটন কি করে এই মজার লেখাটি চোখ এড়িয়ে গেল ভেবেই পাচ্ছি না
তবে পরে পড়লেও মজা সেরকমই পেলাম
+
০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন জুন।
৭৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন:
খিকজ
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন আর্কিওপটেরিক্স
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: