নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
'প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন' পর্ব- ৩১৬ থেকে ৩৩৬'
সকল সীমাবদ্ধতাকে ছাপিয়ে আজ দেশে-বিদেশে অনেক উচ্চ পর্যায় কাজ করছে বাংলাদেশের নারীরা। অনেকেই নিজেদের কাজ আর যোগ্যতায় বিশ্বমঞ্চে শক্ত অবস্থান করে নিয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশে মূলধারার রাজনীতিতে সফল এরকম কিছু নারী যারা বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উঁচু করেছেন, তাঁদের নিয়ে বিশ্ব নারী দিবসে এই ছবি পোস্ট।
১।ডঃ রূপা হক
পার্লামেন্ট মেম্বার, ইউকে।
২।তাহসিনা আহমেদ
কাউনসিল মেম্বার,Haledon City Council, New Jersey, USA
৩।সায়েরা খান
এক্স মেম্বার অব পার্লামেন্ট,নরওয়ে।
৪।রুশনারা আলী
পার্লামেন্ট মেম্বার, ইউকে।
৫।টিউলিপ সিদ্দিকী
পার্লামেন্ট মেম্বার, ইউকে।
৬।মনজীলা পলা উদ্দিন
Parliamentary,House of Lords, London,
৭।নাদিয়া শাহ
কাউন্সিলর, ক্যামডেন কাউন্সিল, ইউকে।
৮।আসমা বেগম
কাউন্সিল মেম্বার,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
৯।সিরিয়া খাতুন
কাউন্সিলর,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
১০।সাইদা খাতুন
কাউন্সিলর, Sandwell Council, UK
১১।তাহমিনা রহমান
কাউন্সিলর, নিউহ্যাম কাউন্সিল, ইউকে।
১২।সাবিনা আক্তার
কাউন্সিলর,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
১৩।আনোয়ারা আলী
এক্স কাউন্সিলর,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
১৪।রাবিনা খান
কাউন্সিলর,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
১৫।রানিয়া খান
এক্স কাউন্সিলর,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
১৬।আয়েশা চৌধুরী
কাউন্সিলর, নিউহ্যাম কাউন্সিল, ইউকে।
১৭।রিতা বেগম
কাউন্সিলর, ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিল, ইউকে।
১৮।রহিমা রহমান
কাউন্সিলর, নিউহ্যাম কাউন্সিল, ইউকে।
১৯।মায়া আজিজুন আলী
এক্স কাউন্সিলর,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
২০।সান্দ্রা কবির
কাউন্সিলর,Brent Council, UK
২১।রেহনুমা হায়দার
কাউন্সিলর,Seaford Council, UK
পরিশেষে - বিশ্বের সকল নারীর পথ চলা মসৃণ হোক এই শুভ কামনা।
১ থেকে ৩৩৬, সবগুলি পর্ব দেখতে চাইলে ক্লিক করুন এখানে-
০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি মিলিয়ে দেখি -----
২| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১০
মোস্তফা সোহেল বলেছেন: সবার প্রতি শ্রদ্ধা আর ভালবাসা।
০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই
৩| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১০
কামরুননাহার কলি বলেছেন: প্রিয়তে রাখলাম ভাইয়া।
০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কলি।
৪| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪০
মলাসইলমুইনা বলেছেন: সবার জন্য শুভেচ্ছা |
০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মলাসইলমুইনা
৫| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪২
করুণাধারা বলেছেন: এদের সকলের জন্য শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ এই গুণী মানুষদের সাথে পরিচয় করানোর জন্য।
০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ করুণাধারা
৬| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩১
বারিধারা ২ বলেছেন: এই কয়জন মাত্র? ইন্ডি আর পাকিদের তুলনায় আমরা বেশ কয়েক যোজন পিছিয়ে আছি দেখা যাচ্ছে।
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুরুষ আছেন প্রচুর, পরবর্তিতে তাঁদের নিয়েও আলোচনা থাকবে।
৭| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৪
ওমেরা বলেছেন: বেশ কয়েক জনকে জানা হল । ধন্যবাদ লিটন ভাইয়া।
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ওমেরা।
৮| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: জানলাম।
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
৯| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভেচ্ছা নিন ছবি।
১০| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
সিফটিপিন বলেছেন: আপনার অনেক গুলো পর্ব আমার দেখা।
প্রতিটা পর্বই ভালো লেগেছে।
০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সিফটিপিন ।
১১| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
সামিয়া বলেছেন: Good job brother..
০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সামিয়া ।
১২| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবি'র ছবি নাই তা-ও ভাল্লাগছে জেনে আমারও ভাল্লাগছে................
০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঘরের কথা পরে জানলো কেম্নে ?
১৩| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাহ সামিয়ারো
দেখি ভালো লাগছে;
আজ সত্যিই নারী
ঐকতানে জাগছে।
০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মেয়েদের যেভাবে
ক্ষাপাচ্ছো বাপু,
কোন দিন দেয় দৌড়ানী
মিলে সকল আপু।
কোন দিন খত দেয়ায়
জোরসে ধরে কানে
সেই দিন বুঝবে নারী
জাগছে ঐকতানে
১৪| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট। নারী দিবসের গুরুত্বপূর্ণ পোস্ট।+
০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
১৫| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৩
শামচুল হক বলেছেন: দারুণ পোষ্ট। ধন্যবাদ
০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৬| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: এঁনাদের দেশে এসে নির্বাচন করা উচিৎ
০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ।
১৭| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৩
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
নারী দিবসের দিনটিতে বাংলাদেশের নারীদের জয়জয়কার দিনটির মাহাত্ম্য বাড়িয়েছে নিঃসন্দেহে ।
সকল নারী উচ্চকিত হোক সেই ধারনাতে যে ধারনাতে সে বিশ্বাস করে ..........................
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্য অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই
১৮| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দুই একজনের নাম শুনেছি বিশ্ব মিডিয়ার কল্যানে এমন করে দেখা হয়নি আগে। সত্যি আমাদের নারীরা এগিয়ে। নারীদের জয় হউক। নারী পুরুষ বলে কোন কথা নেই যে যার যোগ্যতা বলে তার স্থান দখল করে নিবে। আপনার পোস্টটি এই নারী দিবসে সত্যি নারীদের অনুপ্রেরণা যোগাবে সাথে পুরুষদেরও চোখ খোলবে। ধন্যবাদ আপনাকে পোস্টের জন্য।
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিভিন্ন দেশের মুল ধারার রাজনীতিতে অনেক বাংলাদেশী মহিলার সদর্প বিচরন রয়েছে। আমি পোস্টে শুধু নির্বাচিতদের এনেছি।
নারী পুরুষ বলে কোন কথা নেই আপনি সুন্দর বলেছেন। বিশ্বের বিভিন্ন দেশে পুরুষ জনপ্রতিনিধিদের লিস্ট অনেক দির্ঘ।
ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন
১৯| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
ইংল্যান্ডে ভালো আছেন বাংগালী নারীরা
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার কাছেও এমন মনে হয়েছে গাজী ভাই। অন্যান্ন দেশে বাঙ্গালীরা আওয়ামীলীগ বিএনপি করে, আর ইংল্যান্ডে তারা মুল ধারার রাজনীতি করে।
২০| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৬
সোহানী বলেছেন: চাঁদগাজী বলেছেন: ইংল্যান্ডে ভালো আছেন বাংগালী নারীরা।...
তাইতো দেখছি। কয়েকজন ছাড়া সবাইতো দেখি ইংল্যান্ডে।
অনেক ভালো লাগলো লিটন ভাই বরাবরের মতই!!!!
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রায় দেশে আওয়ামীলীগ বিএনপির কমিটি আছে, ইংল্যান্ডের বাঙ্গালীরা এ ধারা থেকে বেরুতে পেরেছে।
২১| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৩:৩৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ এ সুন্দর মহৎ উদ্যোগের জন্য। আপনার এ ধারার লেখার সকল পর্ব পড়া হয়নাই। তবে, ধীরে ধীরে পড়ে দেখছি। ভালো থাকুন।
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ভাল থাকুন মোঃ মঈনুদ্দিন
২২| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন:
নারী দিবসে সবাইকে অভিনন্দন।
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ হাসান কালবৈশাখী ভাই
২৩| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৮
সৈয়দ ইসলাম বলেছেন:
টিউলিপ তো নিজ বাঙালিত্ব অস্বীকার করে!
জনরোষে পড়ে স্বীকার করা আর আত্মবিশ্বাস এক না!
বাকি বীরদের বিনম্র শ্রদ্ধা জানাই
ধন্যবাদ আপনাকে।
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক কুলাঙ্গার আছে যারা মাকে ভাত দেয়না, তবুও মা তাদের নিজের সন্তান বলেই মনে করে।
২৪| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: নারী দিবসে দারুন আয়োজন। নারীর নবজাগরনের সমৃদ্ধ ইতিহাস
অনেক ভাল লাগল লিটন ভায়া
১ম আর ১১ নং ছিবটা একই। এভঅবেই সাজিয়েছেন? নাকি? প্লিজ দেখুনতো!
অনেক অনেক ধন্যবাদ সব রত্ন পরিচিতিতে
++++
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম ছবিটা প্রচ্ছদ হিসেবে ধরে নিবেন ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই।
২৫| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৩
কালীদাস বলেছেন: কিয়ের বিভিন্ন দেশ, ২ জন ছাড়া সবই দেখি রাণীর দেশে। একটা বিশেষ এলাকায় অতিরিক্ত রকমের বেশি।
যাউকগা, এরা নিজেদের নাম উজ্জল কর্সে। দেশের নাম নিয়া টানাহেঁচড়া কৈরা লাভ নাই, পেশাগত কারণে এরা সবাই ঐসব দেশরেই রিপ্রেজেন্ট করে।
১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওরা যে দেশের নির্বাচিত প্রতিনিধি সে দেশকেই রিপ্রেজেন্ট করবেন এটাই স্বাভাবিক । ইতোপুর্বে আমরা ব্রিটিশ রাস্ট্রদূত আনোয়ার চৌধুরীকে দেখেছি। তবুও এদের জন্ম বাংলাদেশে এটা কিছুটা হলেও আমাদের জন্য গর্বের অনুষঙ্গ বৈকি ।
২৬| ১০ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৪
মো ফরহাদ বলেছেন: আপনার পোষ্টের সকল কিছু আমার ভালো লেগেছে কিন্তু একটা ভালো লাগে নি। সেটা হলো আপনি যত নারী তুলো এনেছেন এই ব্লগে, সবাই ইউকে কর্মরত। বাংলার নারী কি অন্য কোন দেশে উজ্জল কর্মরত অবস্থায় নেই ???? যদি থাকে তাহলে কেন তাদের কথা এখানে তুলে ধরা হলো না কেন ?
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক কর্মরত নয়, বিশ্বের সকল দেশে যতজন নারী জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এঁদেরকে পোস্টে হাজির করা হয়েছে। দেখা গেছে এদের বেশির ভাগ ইউকে তে।
আপনার মন্তব্য ভাল লেগেছে ।
২৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, এসব অসাধারণ, গুণীজনের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেবার জন্য। তারা প্রত্যেকে নিজ নিজ প্রতিভায়, পরিশ্রমে আপন সাফল্যে উজ্জ্বল। তাদেরকে নিয়ে আমরা বাঙালি হিসেবে গর্ব বোধ করতেই পারি।
বিশ্ব নারীদিবস উপলক্ষে এটি একটি যথোপযুক্ত উপস্থাপনা।
আপনার প্রতিমন্তব্য নং ১৯, ২৩, ২৫ ও ২৬ ভাল লেগেছে। +
পোস্টে ভাল লাগা + +
১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যের পরে আমাকে আবার প্রতিমন্তব্যগুলি পড়ে দেখতে হয়। এটা ভালই লাগে।
তাদেরকে নিয়ে আমরা বাঙালি হিসেবে গর্ব বোধ করতেই পারি। এই বোধ থেকেই আমার এইসিরিজের অবতারণা ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জনাব খায়রুল আহসান।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৭
তারেক_মাহমুদ বলেছেন: কয়েকটা ছবিতে নামের আমিল দেখলাম লিটন ভাই।