নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

অতিশয় নীরস পোস্ট ! =p~ ছবি দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল । শিক্ষণীয় কিছুর তালাশে যারা পোস্টে ঢুকবেন , তারাও হতাশ হবেন ।

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৮




দান দান তিন দান ।
সেলিম এবারে আর ব্যর্থ হতে চাইল না । স্যান্ডেল, শার্ট খুলে আমার হাতে ধরিয়ে দিল ।
লুঙ্গীতে কায়দা করে বিশাল এক ''জাইল্লা গোছ'' ।
আমাকে বলল , তুইও গোছ মার ।
বললাম - আমি দূরে দাঁড়িয়ে থাকবো , আমার গোছ মারার দরকার কি ?
সে অনেকটা ধমকের সুরে বলল - কথা বাড়াইছনা , গোছ মারার দরকার আছে, গোছ মার ।
ধমক ধামকের পরে আর কথা চলে না । তাই মারলাম !
সে যেভাবে লুঙ্গীটাকে মেয়েদের প্যানটির মত প্রায় অদৃশ্য করে ''গোছ'' মেরেছে ,
আমারটার কোয়ালিটি তার ধারে কাছেও যায়নি ।

এবার সে আমাকে আমার রোল বুঝিয়ে দিল । ধাক্কা ধাক্কিতে সে যখন লাইন থেকে ছিটকে পড়তে চাইবে , তখন আমি তাকে প্রতিধাক্কা দিয়ে লাইনে স্থির থাকতে সাহায্য করবো ।আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছি । চারদিক থেকে গেছিরে ! খাইছেরে ! আল্লারে ! মা'রে ! ইত্যাদি শব্দ আসছে ।
এরকম পরিস্থিতিতে আধা ঘণ্টা পিষ্ট হয়ে অবশেষে সেলিম ''সাপের মাথার মণি'' নিজের হস্তগত করল ।

উপরের বর্ণনা শুনে যারা ধারণা করছেন , আমরা যাকাতের কাপড় নেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম , তাদের ধারনা ভুল ।
আমি নাইনটি এইটি সিক্স এর কথা বলছি ।
আমি সিনেমা হলের টিকিটের লাইনের কথা বলছি ।
এক রমজান ঈদের পর জেলা শহরের সুরত মহলে চলছিল আংশিক রঙ্গিন এক ছায়াছবি , নাম মনে নাই ।

সেকালে সিনেমা হলের গেটের এক পাশে এক প্রস্থ খোলা জায়গা থাকতো ।
সেখানে সব সময় দেখতাম ১/২ জন লোক মূর্ছিত হয়ে পড়ে আছে । টিকিট কাটার ধকল সইতে না পেরে যারা ''কাইয়া মরা''(আধমরা) হয়ে যেতো ,তাদের চ্যাংদোলা করে এখানে শুইয়ে দেয়া হতো ।
সেলিমকে চ্যাংদোলা করে আনতে হয়নি । হাফাতে হাফাতে সে নিজে এসেই ওখানে শুয়ে পড়লো ।তার ডান পাশের মূর্ছিত লোকটার অবস্থা দেখে মনে হল , আজরাইলের সাথে দর কষাকষি চলছে ।বাম পাশের জনের অবস্থার চেয়েও তার লুঙ্গির অবস্থা ভয়াবহ ! বড় আপত্তিকর ভাবে লুঙ্গিটি বিপদ সীমা অতিক্রম করে আছে ।
বেহুঁশ লোকের হুঁশ ফেরাতে ''মেশিনপত্রে'' খোলা হাওয়া লাগানোর প্রয়োজনীয়তা আছে কিনা আমার জানা ছিলনা ।

কিছুক্ষণ পর ইয়াহু বলে সেলিম উঠে আমাকে তাড়া দিল - চল চল শো শুরু হয়ে গেছে ।ভিতরে সরিষা ধারণের ঠাই নাই । ওই অবস্থায় আমাদের দুই জনকে গুদামজাত করা হল ।ভিতরে ১০৯ ডিগ্রি উত্তাপ , ফ্যান গুলি ফুজিয়ামা থেকে আমদানি করা বাতাস সাপ্লাই দিচ্ছে । ঘামে সবার লুঙ্গি জামা ভিজা ।রূপালী পর্দার দিকে যেভাবে হা করে আছে , গরমের দিকে কারো ভ্রুক্ষেপ আছে বলে মনে হল না ।
ঈদের পরে দর্শক অত্যাধিক হওয়ায় তখন কোনরূপ বিরতি ছাড়াই শো চলছিল ।

আলফ্রেড হিচকক বলেছিলেন , মুভির দৈর্ঘ্য হতে হবে দর্শকের মূত্রাশয়ের ধারণ ক্ষমতার সমানুপাতিক ।
এই ব্যাটা ইংরেজ । তাই ইংলিশ ছবির দৈর্ঘ্য কম । আমাদের পরিচালকরা হিচকক কে চিনে না ,দর্শকের মূত্রাশয়ের ধারণ ক্ষমতা সম্পর্কেও এদের কোন ধারনা নাই ।সেলিম কে আমার তারল্যস্ফীতি জনিত নিন্মচাপের কথা বললাম ।
সে বলল এখানে সারিয়ে ফেল !
- এখানে ? হলের ভিতরে ? কস কি ? তাছাড়া দাঁড়াতেই পারছিনা , এখানে বসবো কিভাবে ?
- তোরে বসতে কইছে কে? খাড়াই কাম সারাই দে । সামনে দাঁড়ানো ছাগলা দাঁড়ি ওয়ালা এক হুজুরকে দেখিয়ে বলল এই শালার পুতের লাফ ঝাঁপের জন্য ছবি দেখতে পারছিনা । এর গায়ের উপর ''কাম সারা'' কর ।

- এইটা কি বললি ?
- বলা বলির কিছু নাই ,গানের সিন আসলে ব্যাটা হুম্ম ! হাম্ম! করে লাফ ঝাপ করে বড়ই ডিস্টার্ব করে , তখন কামটা সারাই দিস । এখন দিগদারী করিস না , ছবি দেখতে দে !
- না না ,বলছিলাম যদি টের পেয়ে যায় ?
- টের পাইবো না । দেখছিস না ? ঘামে সবার লুঙ্গী এমনিতেই ভিজা । ছবিতে গান কয়টা গেছে ?
আমি বলি কি আমার সারিন্দায় বলে কি ! মেজাজ খারাপ করে বললাম- দুই টা ।
- ওই দুই গানের সময় আমি ওর গায়ের উপর দুইবার ''কামসারা'' করছি ।
পরবর্তী গান শেষ হওয়ার পূর্বেই আমি উপলব্ধি করলাম , ''ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।''

আহারে ! সেই যে আমার সোনা রঙের দিনগুলি----

(রি-পোস্ট : প্রথম প্রকাশ ১৪ ই আগস্ট, ২০১৫)

মন্তব্য ৯২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

সৈয়দ তাজুল বলেছেন:
গ্রামে গেলে এখনো অনেক কৃষককে সেলিমের মত গোছ মারতে দেখা যায়। তবে আপনার লেখায় রসের কিছু পেলাম না। কুরস আছে বটে।

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রসের কিছু থাকলে এটা নিরস রচনা হতনা সৈয়দ তাজুল ভাই।
প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ নিন।

২| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


দুলাল, সুরত মহল, ফেনী

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাজী সাহেব সম্ভবত এইদিকের মানুষ ! আর একটা হলের নাম বলেন তাহলে আরো নিশ্চিত হই।

৩| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


আর জানি না

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কানন, বিলাসী। =p~ =p~ =p~

৪| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কথায় বলে- লুঙ্গির কাছা খুলতে সময় লাগে। ভাগ্য খুলতে সময় লাগে না।

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহ ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন

৫| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুইবার এসেছে। ঠিক করে নিন।

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দিলাম।

৬| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

শামচুল হক বলেছেন: দুইবার পোষ্ট হয়েছে, আপনার দিনগুলির সাথে আমার দিনগুলির যথেষ্ঠ মিল আছে। ধন্যবাদ

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেকালে আমাদের সকলের শৈশবই এক রকম ছিল।

৭| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা প গে =p~ =p~ =p~ =p~ =p~ =p~

অ মোর আল্লাহ! হরচেন কি?? :P
এইভাবে ত্যাগের সূখ :-/



৥ পোষ্টা দুবার এসেছে। ঠিক করি দেন ।

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ত্যাগেই সুখ, এটা মহাজনদের কথা ভৃগু ভাই।

৮| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

উম্মে সায়মা বলেছেন: ইয়াল্লাহ এত কষ্ট করে সিনেমা দেখার কী দরকার ছিল মানুষের!
হাসতে হাসতে মরে গেলাম =p~ =p~

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেকালে বিনোদনের অন্য ব্যবস্থা তেমন ছিলনা সায়মা।

৯| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা হা ! চমৎকার । আপনি রম্য খুব ভাল লেখেন ।

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কথন ভাই।

১০| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সোহানী বলেছেন: হাহাহাহাহা........ আমি আজ মনে হয় হাসতে হাসতে মারা পড়বো। এবং এর জন্য সরাসরি লিটন ভাইকে দায়ী করে ডেড নোট রেখে যাবো.............. "আমার মৃত্যুর জন্য একমাত্র এবং একজনই দায়ী"।

কিন্তু কথা সত্য, এরকম সিনেমা দেখার অভিঙ্গতা আছে তবে পার্থক্য টিকেটটা কাটতো আব্বুর পিয়নরা কারন আম্ম খুব ছবি দেখতে পছন্দ করতো। তবে আপনি দেখেছেন কিনা জানি না, সব সিনেমা হলে আগে ম্যানেজারের একটা রুম ছিল। ভিআইপিদের ওখানে জায়গা দিতো। আমি কয়েকবার মনে হয় দেখেছিলাম ওখান থেকে।

আপনার লিখা পড়লে সারাদিনের জন্যই মন ভালো হয়ে যায়।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ম্যানেজারের রুম থাকতো ব্যাল্কনির উপরে। আমার এক বন্ধুর দুলাভাইয়ের সিনেমা হল ছিল সেই সুবাদে দেখেছি তবে বসে সিনেমা দেখা হয়নি।
পুনশ্চঃ নিরস পোস্টে হাসির কিছু খুঁজে পেলে এর দায় লিখক নিবেনা।

১১| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রাণখোলা হাসিটা দেখলাম আগে তারপরে পড়লাম লেখাটি।
কোনোটাই কম যায় না।
চমৎকার ছবি ও লেখার জন্য ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন গুণী লিখকের মন্তব্য পেয়ে ভাল লাগলো । অনেক ধন্যবাদ জনাব বিএম বরকতউল্লাহ ।

১২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১০

হাঙ্গামা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার হাসির রোলেতো বিরাট হাঙ্গামা সৃষ্টি হচ্ছে =p~ =p~

১৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪০

অশুভ. বলেছেন: এমন অনেক ঈদে কত ভিড় ঠেলে টিকেট সংগ্রহ করেছি !!!!

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে দেখে তো সেকালের মানুষ বলে মনে হচ্ছে না। হাহাহাহা

১৪| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,



শিক্ষণীয় অনেক কিছুই তো আছে দেখছি । B-))

বেহুঁশ লোকের হুঁশ ফেরাতে ''মেশিনপত্রে'' খোলা হাওয়া লাগানোর প্রয়োজনীয়তা আছে কিনা তা আপনার জানা না থাকলেও এখন জানলুম , হাওয়া লাগানোর প্রয়োজন আছে । :P

জানলুম, মুভির দৈর্ঘ্য হতে হবে দর্শকের মূত্রাশয়ের ধারণ ক্ষমতার সমানুপাতিক । এবং আমাদের পরিচালকদের একজনেরও পাবলিকের মূত্রাশয়ের ধারণ ক্ষমতা সম্পর্কে কোন ধারনা নাই । টিভিওয়ালাগো সেই ধারনা আছে , সেইজন্য নাটক-সিনেমা চলার ফাঁকে ১/২ মিনিট পরে পরেই বিজ্ঞাপণ বিরতি দেয় । B-)

''ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।'' এ থেকে শেখার বিষয় হলো, ত্যাগের জন্যে দিগদারী না করে তৎক্ষনাত ঐ রকমের কামটা সারাই ঠিক । B:-/

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খুঁটিয়ে খুটিয়ে পড়েছেন দেখচি জী এস ভাই।
টিভি ওয়ালাদের মুত্রাশয়ের ধারন ক্ষমতা সম্পর্কে ধারনা আছে তবে আম পাব্লিকের নয়, ডায়াবেটিস রোগির।

১৫| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্যাপক বিনুদিত হইলাম। এর আগে আপনার চুরি নিয়ে একটি রম্য পড়েছিলাম। সেটিও মজার ছিলো। আচ্ছা আপনার রম্যতে লুঙ্গি খোলার কথা চলে আসে কেন?

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার পঠিত দুটি গল্পেই লুঙ্গি ছিল্ মনে হয়।

১৬| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হাসির শব্দ রেকর্ড করে পাঠানোর ব্যবস্থা থাকলে ভাল হইত। =p~

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা ধন্যবাদ মোহেবুল্লাহ অয়ন ভাই

১৭| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৪

অশুভ. বলেছেন: লিঠন ভাই ২০০৪-০৮ এর কথা বলছি, তখন ঈদের সময় অনেক ভিড় হইতো।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হ্যাঁ তখন কিছুটা ভিড় ছিল, আমাদের সময় টিকেটের জন্য রিতিমত ফাইট দিতে হত।

১৮| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫১

আবু তালেব শেখ বলেছেন: আমিও একবার খুলনার পিকাচার প্যালেসেে ভিতরে কাম সেরেছিলাম। কাউকে বলিনি আপনাদের প্রথম বললাম।

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেকালে থার্ড ক্লাস পানিতে থই থই করতো।সেন্ডেল খুলে রাখলে ভাসিয়ে নিয়ে যেত । আমার ধারনা ছিল ওগুলি ভূগর্ভস্থ পানি।
পরে জানলাম ও তরল পানি ছিল না । :P

১৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:১০

পদ্মপুকুর বলেছেন: বিকেলে অফিসের পিসি থেকে একবার শিরোনাম দেখে ইচ্ছে করেই ঢুকিনি, লোলপুস্টের গন্ধ পেয়ে ঢুকার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। এখন বাসায় এসে আলোচিত তালিকায় দেখে ঢুকলাম, ও মা! না ঢুকলে যে কি মিস করতাম! খুবই ভালো হয়েছে, পুরাই সুবর্ণ এক্সপ্রেস, সোজা ঢাকায় এসে ব্রেক দিল, আজকে আবার এয়ারপোর্টেও থামলো না। হ্যাটস অফ বস!!!

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্য ,অনেক অনেক ধন্যবাদ পদ্ম পুকুর ।

২০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩০

নীলপরি বলেছেন: দারুণ লাগলো ।

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ পরি।

২১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৪

ধ্রুবক আলো বলেছেন: হায় হায়, এর দেখি সাংঘাতিক ব্যাপার B-)

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো

২২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:১২

সুমন কর বলেছেন: পোস্টটি করার সময়ও মনে হয়, একই ছবি দিয়ে ছিলেন !! আজ আবারও মজা পেলাম।

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আগের পোস্টেও মন্তব্য করেছিলেন। পুনঃ মন্তব্যের জন্য ধন্যবাদ নিন সুমন কর ।

২৩| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৬

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ বিনোদন, এমন ঘর্মাক্ত হয়ে ১৯৯৭-২০০০ সাল পর্যন্ত অনেক ছবি দেখেছি, তবে আপনার অভিজ্ঞতা ব্যতিক্রমী

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেকালে যারা সিনেমা দেখেনি তাদের জীবন ছিল পানসে । এটা উচ্ছ শ্রেণীর বিনোদন ছিল বৈকি ।

২৪| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আরে না, বিফল হয়নি পড়তে এসে, সেই পুরনো অতি স্মরণীয় ঘটনাকাল মনে করিয়ে দিলেন ভাই! ৯১-৯৭ আমার প্রচণ্ড সিনেমা দেখার নেশা ছিল, প্রচুর সিনেমা দেখেছি হলে গিয়ে স্কুল পালিয়ে, অবশ্য মারও খেতে হয়েছে বাপের হাতে বাড়ি ফিরে! তবুও ক্ষান্ত দেইনি। আমি এসএসসি পরীক্ষা চলাকালিন সময়েই ১৮টা ছবি দেখে রেকর্ড করেছিলাম। ধাক্কাধাক্কি, ব্লেড মারা, রক্তারক্তি অনেক ইতিহাস গেছে আগে সিনেমা দেখার। আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলির উপর কালো দাগটা এখনো দেখে এক মিনিট নীরবে চিন্তা করে সময় কাটাই।

অনেক অনেক ভালো লাগলো ভাই পোষ্টটি পড়ে

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একবার সিনেমা দেখতে গেছি। অন্ধকারে ঠাওর পাইনা। পাশের জন জিজ্ঞেস করলো- এই ছবির হিরো কে?
পরে ভাল করে দেখি তিনি আমাদের স্কুলের অংক স্যার। দিলাম দৌড় । ছবির বাকি অংশ গেইটে দাড়িয়ে দাড়িয়ে দেখেছি। ধোলাই খাওয়ারও ইতিহাস আছে। ব্লেড, আলপিনের খোঁচাও দেদার দেখেছি।

২৫| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪০

শাহিন-৯৯ বলেছেন: এক কথায় অসাধারণ রম্য।

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ শাহিন ।

২৬| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: হাসবো না কাশবো /....... ঠিক বুঝতেছি নাহ !! =p~ =p~

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঝিম মেরে থাকেন শাহরিয়ার কবীর ভাই। =p~

২৭| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৯

আরজু পনি বলেছেন: প্রতি সপ্তাহে লুকিয়ে সিনেমা দেখতাম।

পোস্টের প্রথমাংশে হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে।
শেষে ইয়াককক!!!
দূর্গন্ধে সিনেমা হল ভইরা গেছে!!!

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা , অনেক ধন্যবাদ পনি আপু।
আপনাকে এখন আর ব্লগে দেখিনা ।

২৮| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: বাহ !!!
এতদিন কোথায় ছিলেন গুরু!!

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিয়মিত আছি, মোবাইলে থাকায় কমেন্ট করা হয়না রাজিব ভাই।

২৯| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৩

মিথী_মারজান বলেছেন: আয়হায়!
সিনেমা দেখতে গিয়ে দেখি নিজেরাই আরেক সিনেমা করে আসছেন!
হা হা হা।
আসলেই তখন একটা অন্যরকম উন্মাদনা ছিল হলে গিয়ে বাংলা সিনেমা দেখার।
সেসময়টা আর অনুভূতিগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেকালে মুরুব্বিদের চোখ ফাঁকি দিয়ে টিকেট কেটে সিনেমা দেখা ছিল আমাদের কাছে এক এডভেঞ্চার।
মন্তব্যের জন্য ধন্যবাদ নিন মিথী_মারজান ।

৩০| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৬

দিবা রুমি বলেছেন: এতো হাসি কেরে আপনার পুস্টে! জব্বর মজা দিলেন।
হা হা হা হা হা হা
+++++

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি দেখছি সদ্য ব্লগে এসেছেন, মন্তব্য পেয়ে ভাল লাগলো । ধন্যবাদ নিন দিবা।

৩১| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬

আখেনাটেন বলেছেন: হা হা হা; ব্যাফুক বিনুদুন। কলিকালে হামরাও এংকা করে বই দেখপার গেছি। তয় লুঙ্গি নয় চুঙ্গি মানে সরু প্যান্ট পরে।

ধন্যবাদ লিটন ভাই এরকম সুন্দর একটি পোস্টের জন্য। আপনার রম্য মানেই দশে দশ। =p~ =p~

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল বলেছেন। সেকালে সিনেমাকে বই বলা হত।
দশে দশ পেয়ে ভাল লাগছে আখেনাটেন ।

৩২| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা সেরকম হওয়াটা আগে স্বাভাবিক ছিল ভাই! আমারও এমন ঘটনা ঘটেছে।

তবে, এখন আর মানুষ হলে গিয়ে ছবি দেখে না, আমি নিজেও দেখিনা অনেক বছর!
মাঝেমধ্যে ভাবি, ভালোই ছিল দিনগুলো। এখন আর মানুষের মনে আগের মতো আনন্দ নেই! এখন আনন্দগুলো কেমন যেন হয়ে গেছে।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন মানুষ এক তুড়িতেই বিশ্বের ব্লকব্লাস্টার ছবি দেখে ফেলছে, কিন্তু হলে বসে ছবি দেখার সেই আনন্দ কই ?

৩৩| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

জাহিদ অনিক বলেছেন:



এই তাহলে অবস্থা !!
হা হা হা হা ব্যাপক বিনোদন

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি বোধ হয় এ লড়াইএ অবতির্ন হন নি =p~

৩৪| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

তারেক ফাহিম বলেছেন: সেকালের না দুইহাজার সনের শুরুর দিকে একবার চৌমুহনীর রুপসা সিনেমাতে গেলাম ঈদের সময়।

শরীর থেকে পানি বের হয়েছে তবে তা পশম দিয়ে B-)

খুব মজার দিনগুলো ছিলো।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শরীর থেকে পানি বের হয়েছে তবে তা পশম দিয়ে B-) কিছু চেপে গেলেন মনে হয় ? :P

৩৫| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৮

জাহিদ অনিক বলেছেন:


না, এই লাইনে আমার দাঁড়াতে হয় নাই। সিনেমা হলে খুব একটা যাই না। আর আমাদের জেনারেশন তো বিনোদনের অনেক মাধ্যম পেয়েছে।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন নতুন প্রজন্ম হাতের মুঠোয় বিশ্ব দেখে ।

৩৬| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সিনেমাহলগুলোতে এখন আর আগের মতো ভিড় লক্ষ্য করা যায় না। তিনঘণ্টা বসে থাকার মতো ধৈর্য্যও লোকজনের নেই, তার ওপর ভালো মানের সিনেমারও ঘাটতি।

৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যুগের চাহিদানুজায়ি এখন হল আর ছবি নির্মিত হচ্ছেনা তাই সিনেমা শিল্প এখন মৃতপ্রায়।

৩৭| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাই আপ্নেতো দর্শকদের হল বিমুখ করার ষড়যন্ত্র কর্তেছেন। নিশ্চয়ই কুনু স্বাধীনতা বিরুধী বিশেষ এজেন্ডা নিয়া নামছেন.............

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কথা শুইনা মনে হইতেছে, আমি যেন সব হলে গিয়ে ফায়ার ব্রিগেডের লাহান পানি ছিটাইতেছি ।

৩৮| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মুভির দৈর্ঘ্য হতে হবে দর্শকের মূত্রাশয়ের ধারণ ক্ষমতার সমানুপাতিক । এই থিউরী যখন আমাদের দেশীয় পরিচালকরা বুঝবেন তখন হলের টিকিটের জন্য জীবন বাজি রেখে টিকিট কাটতে হবে।

পড়ে অনেক মজা পেলুম। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়

৩৯| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২০

মনিরুল ইসলাম বাবু বলেছেন: :P :P

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :P :P:P :P

৪০| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯

সনেট কবি বলেছেন: বেশী কিছু বলতে চাইনা। শুধু এক কথায় বলতে চাই অসাধারণ!

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেজ ধন্যবাদ কবি

৪১| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮

মনিরা সুলতানা বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~

৪২| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩

মনিরা সুলতানা বলেছেন: আমি তো পোষ্ট পড়ছিনা, সবাই দেখি হাহা হিহি করছে তাই আমিও;
তা আপনি ও কি আমার মন্তব্য না পড়ে উত্তর দিলেন !!!

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাহ! তবে গুগলে অনুবাদ করে আপনার মন্তব্য বুঝে নিতে হয়েছে। =p~

৪৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: মুভির দৈর্ঘ্য হতে হবে দর্শকের মূত্রাশয়ের ধারণ ক্ষমতার সমানুপাতিক - চমৎকার গবেষণালব্ধ পর্যবেক্ষণ।

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা হিচকক সাহেবের কথা ভাই জান।

৪৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫০

জুন বলেছেন: পেশায় যে আপনি একজন গবেষক সেটা যে ব্যাপারেই হোক তা সত্যি প্রমানিত হলো এই রচনার মাধ্যমে গিয়াস লিটন B-)
মন্তব্যে দেরী হলেও রস আস্বাদনে কোন ঘাটতি হয়নি বলেই মনে হচ্ছে =p~ =p~

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আবার কি নিয়ে গবেষণা করলাম!
'সুপান্থরাই সুরাহীর মর্ম বুঝে' তেমনি রসিকরাই বুঝে রসের মর্ম। ধন্যবাদ আপু।

৪৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০

মোস্তফা সোহেল বলেছেন: কোন কারনে মিস করেছি পোষ্টটি।এখন পড়ে হাসতে হাসতে শেষ!!

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই

৪৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: পুরাই ফাটাফাটি তয় এক জায়গায় মারাত্মক ভুল-

ছাগলা দাড়িওয়ালা না লিখে শুধু দাড়িওয়ালা লিখলে ভাল হতো।

সর্বশেষ কবে হলে ছবি দেখেছি মনে নেই- হতে পারে মোল্লা বাড়ীর বউ।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দাঁড়ি রেখে যে সিনেমা দেখে তার দাঁড়িকে সুফি দরবেশের দাঁড়ি বলার সুযোগ নাই।
তাছাড়া 'ছাগলা' শব্দটায় একটা রম্য ভাব আছে। ধন্যবাদ মোঃ মাইদুল সরকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.