নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের সময় প্রায় মেয়েদের ক্লাশ ফাইভ বা তার আগে বিয়ে হয়ে যেত।প্রায় ছেলে ফাইভ বা তার আগে শেভ করতো। ৮/১০ বছরে ছেলে মেয়েরা স্কুলে ভর্তি হত।কিন্তু আমি ছিলাম ব্যাতিক্রম, ছয় বছরে স্কুলে ভর্তি করানোয় ক্লাশে আমি ছিলাম বয়স ও সাইজে খাটো। একই ক্লাশে পড়লেও ‘শেভ’ বাবাজীরা ফুসুর ফুসুর গুজুর গুজুর করে মারফতি লাইনের কিছু আলাপ আলোচনা করতো, তবে সেই মজলিশে আমার এন্ট্রি তারা পছন্দ করতোনা।
আমার ইতি উতি আর আতি পাতি কান পাতায় গ্যাং লিডার এক সময় নিশ্চিত হল, ভাল ছাত্রের একটা তকমা থাকলেও আমিও তাদের মত লুল। এই গ্যাং এর পালের গোদা ইব্রাহীম এর সাথে আমার ভাব হয়ে গেল।এক সময় সে তার বিমুগ্ধ শ্রোতাদের দলে আমাকে দাখেল করে ধন্য করল।
বন্ধু মহলে সবাই একে হিংসা করলেও তার বাস্তব অভিজ্ঞতাগুলি শুনার জন্য আমরা তাকে বেশ খাতির করে বেলা বিস্কুট,চা, আইসক্রিম খাওয়াতাম। কারন তার ভাষ্য আর অন্যদের বিশ্বাস মতে সে ছিল মেয়ে পটানোর ওস্তাদ। তার সব গল্পই ছিল নিষিদ্ধ কিসিমের। সব মেয়ে তাকে দেখলে কেমনে কেমনে পটে যায়। পটে যাওয়াদের ভিতর হেডমাস্টারের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে থেকে শুরু করে এলাকার তেমন কোন মেয়ে বাকী ছিলনা। বলা বাহুল্য তার সব গল্পের হ্যাপি এন্ডিং ঘটতো ‘পাটক্ষেতে’।
একদিন এক বিয়ের আসরে সমবয়সি আমরা এক মেয়ে দেখিয়ে বললাম, দোস্ত এই মেয়েটাকে পটা। দেখলাম সে ইউ টার্ন নিয়েছে। নাহ, মেয়েটার চেহারা ভাল নয়, দাঁতগুলাও কেমন। আমরা চেপে ধরলাম, নাহ যেমন হোক আমরা তোমার সকল গল্পের সত্যতা স্বরূপ এই মেয়েটিকে পটানো দেখতে চাই। দেখলাম তার মুখ ফ্যাকাসে হয়ে গেছে। মুখে কিন্তু চাপা মেরে যাচ্ছে। আরে কোন ব্যাপার না, কিছুক্ষনের ভিতর দেখবি।
কিছুক্ষনের ভিতর আমরা তাজ্জব হয়ে দেখতে পেলাম মেয়েটা খিস্তি খেউড় সহযোগে তাকে জুতা দিয়ে পিটাইতেছে।
একজন আলেম, পরিবারের ৪০ সদস্যকে বেহেস্তে নিবে এরকম এক ওয়াজ শুনে ইব্রাহীমের বাপ তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। কয়েক বছরের ভিতর সে বিরাট হুজুর বনে যায়।
১৯৯০ সাল। এখন সে এক মসজিদের মুয়াজ্জিন। নতুন বিয়ে করেছে। আমাদের দেখা পেলেই তার জোস এসে যায়, শুরু করে স্বামীস্ত্রীর এডাল্ট কাহিনী। সে এক থেকে দেড় ঘন্টা মেহনত করে তার পরও তার ‘খুরুজ’ হয়না।(খুরুজ কি আমি জানিনা)।
কয়েক মাস পরে শুনি তার বউ বাপের বাড়ি চলে গেছে। অভিযোগ, সে অক্ষম।
একদিন, ঘটনা কি জিজ্ঞেস করলাম, সে কাঁদ কাঁদ হয়ে বলল, দোস্ত সব গপ ছিল, তোরা আমাকে একটা ভাল ডাক্তারের কাছে নিয়ে যা।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহমেদ জী এস ভাই, 'খুরুজ' কি আমি সেটাই বুঝিনাই। এক সৌদি ফেরতকে বললাম, ভাই 'খুরুজ' কি ?
তিনি বললেন, আপনি ভুল শুনেছেন, শব্দটা 'খুবুজ' হবে, এর অর্থ রুটি।
আমি পড়ি ঘোরের মধ্যে। তবে কি বউ জামাই মিলে অনেক মেহনত করে ইব্রাহীমরা রুটি বানাতো ?
২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনি দলে যোগ দিলেই দেখি আপনার সকল ওস্তাদ ধরা খেয়ে যায় !!!
পাটক্ষেত পটল তোলা ছিলো যে দেখছি ! বেচারাকে ডাক্তার দেখনো কী সার্থক হয়েছিল !!
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওই বউ আর আসেনি , অনেক পরে আরেক বিয়ে করে , সেটা আছে।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫
ওমেরা বলেছেন: আমার আম্মু আমাকে সব সময় বলত তোমার বয়সের চেয়ে ছোট তাদের সাথে বন্ধুত্ব করবা, আজকে সেটা বুঝতে পারলাম কেন বলত ।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুরুব্বিদের কোন কথা ফেলনা নয়।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭
শাহিন বিন রফিক বলেছেন: নো কমেন্টস কারণ ........................।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কারন আপনার বয়স ১৮ মাইনাস।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪
লাবনী আক্তার বলেছেন: হাহাহাহা! গিয়াস ভাই আপনার সব লেখা পড়েই মজা পাই।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ লাবনী
৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাধারণত আমার বিশ্বাস(আমি ভালো হওয়ার কারণে সবাইকে ভালো মনে হয় হয়তো বা) হল, ইসলামিক লাইনে চলে যাওয়ার পর সবাই পরিবর্তন হয়ে যায়। কিন্তু ইব্রাহিম দুষ্টুমি ছাড়তে পারেনি...
সৌদি ফেরত 'খুরুজ' না জানার কোন কারণ নেই। হয়তো পুরো লাইনটা বললে ধরতে পারত। 'খুরুজ' মানে exit, বের হওয়া. ইব্রাহিম কী বোঝাতে চেয়েছে আশা করি বুঝতে পেরেছেন...
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'খুরুজ' এর অর্থ এরকম কিছু তা আমিও অনুমান করেছিলাম, ধন্যবাদ তালগাছ ভাই
৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০
সুমন কর বলেছেন: হাহাহা..........মজার ছিল।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কবি
৮| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭
প্রামানিক বলেছেন: জী এস আহমেদ ভাইয়ের মন্তব্যর পরে আমার আর মন্তব্য নাই।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছাত্রদের বয়স সংক্রান্ত বিষয়টা আপনি ভাল জানার কথা প্রামানিক ভাই, কারন আপনি এ নিয়ে পোস্ট দিয়েছিলেন।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০১
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ !!! লেখায় মাজায় ভরপুর লিটন ভাই... পাট ক্ষেতের অভিজ্ঞতা !!!
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই
১০| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১২
সোহানী বলেছেন: প্রামানিক বলেছেন: জী এস আহমেদ ভাইয়ের মন্তব্যর পরে আমার আর মন্তব্য নাই।............ অামারো নাই.......... ওস্তাদ যা বলার বলে গেছেন
হাহাহাহাহা আস্তাগফিরুল্লাহ্................
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জী এস আহমেদ ভাইয়ের মন্তব্যটি এতই হিউমারাস যে, উনার মন্তব্যের কাছে আমার গল্পটিই মার খেয়েছে।
১১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৭
চাঁদগাজী বলেছেন:
সমস্যা
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইব্রাহিম কে দিয়ে আমি অনুমান করি ,মানুষ কি রকম চাপাবাজ হতে পারে।
১২| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হারে বেচারা ইব্রাহিম।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিরাট চাপাবাজ
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভোকাবুলারিতে একটা নূতন শব্দ যোগ হলো "খুরুজ" ! বেচারা ইব্রাহিম!
তাকে কুস্তা ব্যবহার করতে বলতে পারেন |
"কুস্তাই একমাত্র পারে হারানো যৌবন ফিরিয়ে দিতে" (ঢাকায় কোথায় যেন এই বিজ্ঞাপনটা দেখেছিলাম)|
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি কোন অশুদ পত্র দেন না স্বামীজী ?
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২
এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন:
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২
তারেক_মাহমুদ বলেছেন: আমার শৈশবটা গ্রামে কেটেছে, আমাদের স্কুল থেকে বাড়ি ফেরার সময় পাটক্ষেতের ভিতর দিয়ে একটা শটকাট রাস্তা ছিল।স্কুলের ম্যাডামরা মেয়েদের ওই পথটা ব্যবহার করতে নিষেধ করতেন পাটের সিজনে, সে সময় আমরা বুঝতাম না কেন নিষেধ করা হচছে।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা পিক এর জন্য গুগলে পাট ক্ষেত" লিখে সার্চ দিয়ে আমি বেকুব বনে গেছি। ম্যাডাম রা নিষেধ করার কারন আরো ভাল ভাবে বুঝতে চাইলে আপ্নিও সার্চ দিয়ে দেখতে পারেন।
১৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯
প্রামানিক বলেছেন: আপনার অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতার মধ্যে খুব একটা তফাৎ নাই।
০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক বলেছেন প্রামানিক ভাই।
১৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩
জাহিদ অনিক বলেছেন:
বলা বাহুল্য তার সব গল্পের হ্যাপি এন্ডিং ঘটতো ‘পাটক্ষেতে’। হা হা হা !!! টুট ! টুট ! সেন্সর বোর্ড !!!
আমার এক বন্ধু ছিল এমন। সে সত্যিই মেয়ে পটাতে পারত। পরে অবস্থা ভালো না দেখে তার বাবাও তাকে মাদ্রাসায় দিয়ে দেয়। মাদ্রাসার হুজুর তাকে আমপারা শেখাতে না পারলেও সে হুজুরকে তুরুপের তাসে বাড়ি মারা শিখিয়েছিল !
০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহ আমার আরেক বন্ধু তাকে আরবী পড়ানোর জন্য রাখা হুজুরকে নিয়ে হলে ছবি দেখতো।
১৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪১
শূন্যনীড় বলেছেন: হা হা হা দারুণ মজাদার, অনেকটা চিন্তারও
০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ শূন্যনীড়
১৯| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার মনে হয় আপনার বন্ধুটি সেই গ্রাম্য দুষ্ট লোকদের পাল্লাতে চটি গল্পগুলো শিখে তা আবার রিপিট করতো আপনার সাথে। আর গপ করার সাতে নিজেকে মূল চরিত্র দানে কিছু মিথ্যার আশ্রয়ে একটু রষারো করাই তার কাজ ছিল। তার কোন দোষ নেই দোষ এই নষ্ট সমাজের।
০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কথা সঠিক হতে পারে মাহমুদুর রহমান সুজন ভাই। সেকালে চটির রীতিমত মাসিক পাক্ষিক ম্যাগাজিন বেরুতো।
২০| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন:
০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
২১| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: অনেক মজার
০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
২২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: জাতির পক্ষ থেকে সবার প্রথমে আহমেদ জী এস ভাই যা বলার বলে গেছেন; এর পরে আর কোন প্রশ্ন নেই। তবে সে প্রশ্নটার সঠিক উত্তর গিয়াস উদ্দিন লিটন এর কাছ থেকে পাওয়া গেলো না! ,
২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আস্তাগ ফিরুল্লাহ
২৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫১
টারজান০০০০৭ বলেছেন: একারণেই বুঝি পাটের দুর্দিন শুরু হইয়াছিল !! পাটক্ষেতে এতো আকাম হইলে আল্লাহ সহ্য করিবেন কেন ?
যাহা হউক, ইব্রাহিমের জন্য ভায়াগ্রা, আপনার জন্য ললিপপ !
২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একারণেই বুঝি পাটের দুর্দিন শুরু হইয়াছিল !! পাটক্ষেতে এতো আকাম হইলে আল্লাহ সহ্য করিবেন কেন ? নিঃসন্দেহে মজার মন্তব্য
২৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১
শামচুল হক বলেছেন: যারা বড় বড় বুলি ছাড়ে তাদের এঅবস্থাই হয়- - -
০১ লা জুন, ২০১৮ রাত ৯:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেটাই পোস্টের মুল উপজীব্য ।
২৫| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:১৬
প্রথমকথা বলেছেন: দারুন কাহানী , খুব ভাল লাগল। অনেক আগের ইনালগ ঘটনাতো। হা হা হা ।
০১ লা জুন, ২০১৮ রাত ৯:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন প্রথমকথা।
আপনার বাড়ি কি ফেনীতে ?
২৬| ০৯ ই জুন, ২০১৮ ভোর ৪:০৭
উদাসী স্বপ্ন বলেছেন: বাংলাদেশের মেয়ে পটানো আর এক গ্লাস পানি খাওয়া দুটোই সেম এখন
১৩ ই জুন, ২০১৮ রাত ৮:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুধু আমিই বুঝি ইব্রাহিমের যোগ্য শিশ্য হইতে পারলাম না !
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২১
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
তা ওস্তাদ ইব্রাহীমের সাগরেদ ভালো ছাত্রটি কবার পাঠক্ষেতে গিয়ে খুরুজ এর প্রাকটিক্যাল ক্লাশ করেছে , জাতি জানতে চায় !