|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 গিয়াস উদ্দিন লিটন
গিয়াস উদ্দিন লিটন
	এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

  
  
রাত দশটা হবে । পাঠ্য বইয়ের ভিতরে ঢুকিয়ে , রোমেনা আফাজের দস্যু বনহুর পড়ছি । একটু আগে আব্বা ঘরে ফিরেছেন ।
আমার পড়ার রুমে এসে মিহি স্বরে বললেন , আব্বা একটু এদিকে আসেন ।
আমি আতঙ্কিত । আব্বার তুই তোকারি ছেড়ে আপনিতে নেমে যাওয়া অতি ভয়াবহ ব্যাপার । অতিত অভিজ্ঞতায় দেখেছি শাস্তির মাত্রা যত তীব্র হবে আব্বার সাম্ভোধোনিক আচার ব্যবহার আর ভোকাল কর্ডের আউট ফুট হবে তত অমায়িক ।বুঝতে পারলাম তিন বিষয়ে ফেল করার বিষয়টি আব্বার নলেজে চলে এসেছে ।
এটা প্রভাত স্যারের কাজ । কিছু মানুষ আছে একজনের গোপন কথা আরেকজনের কাছে নিষ্ঠার সাথে চালাচালি করে । কথিত আছে এদের ''পেটে তিতা পাতাও হজম হয় না ।''
তিতা পাতা অনেক দূর ,আমার ধারণা প্রভাত স্যারের পেটে হজমীর ট্যাবলেটও হজম হয়না ।
ফেল বিষয়ে আজ স্কুলেও ধোলাই খেয়েছি । তিন বিষয়ে ফেল এটা যত গুরুতর ছিল , তার চেয়েও গুরুতর রূপে দেখা দিয়েছিল একটা ট্র্যান্সলেশন ।
গত পরীক্ষায় ''আমরা চা পান করি'' এর অনুবাদ লিখেছিলাম We drink tea. এটা নাকি শুদ্ধ হয়নি । শুদ্ধ We take tea. 
পান করা ইংরেজি আজীবন শুনলাম ড্রিংক, এখন সেটা টেক হয় কেমনে ?
ট্র্যান্সলেশনটায় প্রভাত স্যার এমন ভাবে লাল কলমে ক্রস দিয়েছিলেন যে , কলমের খোঁচায় পরীক্ষার খাতার দুইটা পাতাই চিরে গেছিল ।
এবারে একটা পেসেজ ছিল , যার একটি বাক্য ''বৃষ্টি পড়ে'' । ''বৃষ্টি পড়ে''র ট্র্যান্সলেট করেছিলাম ,''Bristi is reading." তেনার পছন্দ হয়নি । পছন্দ হয়নি ভাল কথা আগের মত কেটে দিতি , এবার নাহয় পাতা তিনটা যাইতো ! তা না তেনারা তদন্ত শুরু করে দিয়েছেন ।
বৃষ্টির ইংরেজি Rain না এসে তোর মাথায় person বৃষ্টি বেগম কেন এল ?
তুই নাকি বিকালে বৃষ্টিদের বাড়ির সামনে ঘুর ঘুর করিস ?
ইটের আধলা দিয়ে স্কুলের সারা দেয়ালে L+B কে লিখেছে ?
আরে বাবা করসতো পণ্ডিতি ,তোর এত গোয়েন্দাগিরির দরকার কি ? গোয়েন্দাগিরির শখ হলে কেজিবি সিআই'এ যা ! সেটা না , তেনারা খেজুরের ডাণ্ডা নিয়া দৌড়াদৌড়ি করে । যত্ত সব----!
আব্বা আমাকে ডেকে সামনের রুমে চলে গেছেন । অতিতে আমার বড় ভাইয়েরা আব্বার ডাক উপেক্ষা করেছেন এমন নজীর নাই । আমিও উনাদের পদাংক অনুসরণ করে সামনের রুমে এসে দাঁড়ালাম ।
- স্কুলে যান নি গো আব্বা ?
- জী যাই ।
- উমেশ বাবুর অসুখ শুনলাম , আজ স্কুলে এসেছেন ? 
কথার ঘূর্ণি শুরু হয়েছে , এখান থেকে শুরু হবে ঘূর্ণিঝড় । ঘূর্ণিঝড় কোন দিকে মোড় নিবে , এই রুমে দাদীর লাঠির উপস্থিতি দেখে অনুমান করা যায় । মনে মনে , ''আপনার খাজুরিয়া আলাপের গুল্লি মারি'' বলেই , দিলাম দৌড় ।
হাফাতে হাফাতে পূর্ব বাড়ির পুকুর পাড়ে এসে থিতু হলাম । কিছুক্ষন পর একটা শিয়াল এসে আমাকে রেকি করে গেল । একটু পরে তিনটা । কিছুদিন আগে আমাদের এলাকার একজন শিয়ালের সম্মিলিত আক্রমণের শিকার হয়েছিল । কিন্তু এরা আমাকে কিছু না বলে চলে গেল কেন বুঝে আসছেনা । পাশের জঙ্গলে তাদের কাঁই কুঁই শুনছি । সম্ভবত তারা জরুরি মিটিং কল করেছে ,আজকের এজেনডা - ''এই মিয়ারে ধরাশায়ী করতে কি রূপ শিয়াবল দরকার'' ( শিয়াবল = জনবলের শিয়ালিয় রূপ)। এরকম ভাবনা মনে উদয় হওয়ায় আবার দৌড় । এবার উত্তর বাড়ির খালি গোয়াল ঘর ।
ঘন ঘন হাপাচ্ছি , সামনে দেখি আবারও একটা শেয়াল । আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে । 
ভাব খানা এমন , '' কাগা এইখানে ? আপনেরে পুরা গেরাম বিছড়াইতেছি ।''  শেয়ালটা স্বজাতিদের খবর দিতে গেলে হুলিয়া আসামীর মত আবার স্থান পরিবর্তন করলাম ।
এবার ছনখোলা বন । দিনেও যেখানে অন্ধকার । সচরাচর এখানে কেউ আসেনা দেখে পাড়ার কিছু দুষ্টলোক এখানে তাশ খেলে । এদের অনুপস্থিতিতে কেউ কেউ প্রাকৃতিক দুর্যোগের ডাকে সাড়াও দেয় , তাই চার দিক থেকে মনুষ্য বিষ্ঠার তিব্র গন্ধ আসছে ।
তাশাড়ূরা এখানে বেশ আরামদায়ক একটা খড়ের বিছানা পেতে রেখেছে । বিছানায় বসলাম । রাত প্রায় আড়াইটা হবে , সম্ভবত মশাদের ডিনার টাইম । সবাই একযোগে হামলে পড়েছে । এত মশা দেখে আমার ধারণা তারা পাশের পাড়া থেকেও দাওয়াত দিয়ে মশা এনেছে । হয়তো মাইকিংও করেছে ,'' ভাই সব , ভাই সব ছনখোলা বনে এক বিশাল কাঙালি ভোজের আয়োজন করা হইয়াছে , ভাই সব--''
ঘুমে চোখ ঢুলু , মনে হয় ঘুমিয়েও পড়েছিলাম । কারা যেন সুরে সুরে কথা বলছে ।
''পালাবি কোথা মা কালী
আরতো তুই পালাতে পারলিনারে
আমি তোর গায়ের গন্ধ পাইয়াই তোরে
ছিইনা ফালাইছিরে খ্যাঙরা ! '' এর পরই চীৎকার !! পাইছিরে ! পাইছি !!! খ্যাঙরারে পাইছিরে-------
চোখ মেলে যা দেখলাম ,এর জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না । সামনে দাঁড়ানো এক বিকট দর্শন কঙ্কাল ! চোখ থেকে সার্চ লাইটের মত আলো বেরুচ্ছে । অদুরে দেখি আরও একটা কঙ্কাল এদিকে আসছে , তার আবার একটা চোখ নাই । দুজন সামনে এসে আমাকে বলল , উঠ দোস্ত উঠ , এটা বিরাট অকল্যাণ , এভাবে কেউ পালিয়ে আসে ?
আমি বললাম , দোস্ত ? আপনারা কারা ? আপনারাতো মনে হয় ভূত ! আমি মানুষ , মানুষ ভূতের দোস্ত হয় কীভাবে ?
তুই মানুষ ? বলেই দুজন বিশ্রী ভাবে হেসে উঠলো , বলল এসব ঢং করিস না দোস্ত , আজ শ্যাওড়া গাছের পেত্নীর লগে তোর বিয়ে ।
আর তুই কিনা ''গায়ে গু'' অনুষ্ঠান থেকে পালিয়ে এলি ?
আতঙ্কিত আমি জানতে চাইলাম , ''গায়ে গু'' কি ?
একজন বলল , ফাজলামি করিস না , আচ্ছা যা , তুই যখন বলছিস তুই মানুষ তাহলে শোন , মানুষদের যেমন গায়ে হলুদ , আমাদের তেমনি ''গায়ে গু'' ।
এবার উঠ বলে এক চোখা খেঁকীয়ে উঠলো । উঠ কইলাম , নইলে গায়ে হাত দিমু , লাত্থিও দিবার পারি ।
একবার বৃষ্টিকে বিয়ে করবো বলেছিলাম । জবাবে সে বলেছিল ,তুই তো একটা ভুত ,তোকে কে বিয়ে করবে ?
বলেছিলাম , আমাকে তুই পেত্নী বিয়ে করবি । আমার চেহারা একটু খারাপ , তাই বলে ভূতেরা আমাকে একেবারে তাদের দোস্ত খ্যাঙরা ভেবে বসে আছে ? এখন দেখছি সত্যি সত্যিই পেত্নীকে বিয়ে করতে হবে !
তারা রেগে যাচ্ছে , চোখ থেকে বেরুনো আলো তীব্র হয়ে আমার চোখের উপর পড়ছে । শেষ চেষ্টা হিসাবে কেঁদে উঠলাম , ভাই আমাকে মাফ করেন ভুত ভাই ও ভূত ভাই , আপনাদের পায়ে পড়ি আমি বিয়ে করবোনা ।
জলদি উঠ বলে আবার ধমক !
অগত্যা উঠে দাঁড়ালাম , তীব্র আলোয় চোখ জ্বালা করছে । আলোর উৎসর দিকে তাকিয়ে দেখি , সেটা একটা টর্চ , ধরে আছেন আব্বা ।
পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে আমাদের কাজের ছেলে হামজা মিয়া ।
(রিপোস্ট) 
 ৯০ টি
    	৯০ টি    	 +১৯/-০
    	+১৯/-০  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৮
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ বিমাতা  আমার ।  
২|  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৯
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: গান শোনেন, ভূতও ভয় পাবে.... সাথে রঙ্গ বোনাস..
  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১০
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কন্ঠ ভাল !  
৩|  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫২
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫২
রাজীব নুর বলেছেন: আমার মাথা যে সামান্য খারাপ সেটা কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝি।
  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১১
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের প্রাসঙ্গিকতা ধরতে পারছিনা। 
তবে আমরা সকলেই কম বেশি পাগল!!!
৪|  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০২
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হাসলুম।
তয় বৃষ্টি আপাকে ট্রান্সলেশনে জড়িয়ে ভুল করছেন। ব্যাপারটা স্যার ধরে ফেলছেন।
  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১২
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সারাদিন মাথায় ঘুরে এক বৃষ্টি , স্যারেরা বুঝায় আরেক বৃষ্টি !!!
৫|  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৩
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৩
চাঁদগাজী বলেছেন: 
ভালোই রসাত্মক ঘটনা, সাথে বলার ভংগি
  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১৩
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মত রসবোধ সম্পন্ন মানুষ ভাল বললে, সেটা অবশ্যই আশ্বস্ত হবার মত ব্যাপার।
৬|  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৫
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৫
ভীতু সিংহ বলেছেন: হা হা হা। পড়ে মজা পেলুম।   
  
  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৩
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ভীতু সিংহ ।
৭|  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২১
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২১
তারেক_মাহমুদ বলেছেন: রম্য গল্পটি ঋদ্ধ২ পড়ে হাসতে হাসতে পেটে খিল ধরেছিল। আজ আবার পড়লাম। 
যাক ভালই হয়েছে লিটন ভাই পুনরায় পোষ্ট করেছেন বলেই প্রতিক্রিয়াটা লেখকের কাছে পাঠাতে পারলাম।
  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৫
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখাটা ব্লগার সংকলন ঋদ্ধ-২ তে দিয়েছিলাম, এটা মনে ছিলনা। 
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তারেক_মাহমুদ
৮|  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২২
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২২
তারেক ফাহিম বলেছেন:  
  
রম্য আরও হাসালো কথার ঢংয়ে।
  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৬
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম ।
৯|  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৬
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৬
কাওসার চৌধুরী বলেছেন: 
ভালই লাগলো রম্যটি পড়ে; রিপোস্ট করায় পড়ার সুযোগ পেলাম। (ধন্যবাদ)
  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৯
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখাটি তখন যারা পাঠ মন্তব্য করেছিলেন তাদের মধ্যে বর্তমানে এক্টিভ আছেন , কি করি, সেলিম আনোয়ার আর প্রামানিক ভাই। 
১০|  ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৩
চাঙ্কু বলেছেন:  
  
  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:০৬
১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ চাঙ্কু ।
১১|  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:০৯
১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:০৯
ভ্রমরের ডানা বলেছেন: 
দাতে আঙুল কাইট্টা কন, কে গাইল? বাঘেরদুধ কয়টাকা কেজি গিউলি ভাই...
  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৪৮
১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি শেয়ার করলেন দেখে ভাবলাম আপনি গাইছেন  
১২|  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২২
১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২২
সুমন কর বলেছেন: হুম, তাই তো বলি....পড়া-পড়া লাগছিল। 
আবারও মজা পেলাম।
  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৪৯
১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন কিছু মাথায় আসছেনা, তাই জাবর কাটলাম কবি।
১৩|  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২৫
১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২৫
শাহিন-৯৯ বলেছেন: 
রম্য হিসাবে এটা ১০০ তে ১০০ আমার পক্ষ থেকে। তয়, "গু" শব্দের পরিবর্তে কি অন্য কোন শব্দ দেওয়ার সুযোগ ছিল কি? 
এফবিতে রিকুয়েস্ট দিয়েছিলাম একসিপ্ট হওয়ার সম্ভবনা আছে কি?
  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৫৪
১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'গায়ে গু'  শব্দটা এক গায়ে হলুদের আসরে মাথায় আসে। আমার কাছে শব্দটা ইউনিক মনে হয়েছে, এবং মাথার মধ্যে গেথে গিয়েছিল। সেই থেকেই ভাবছিলাম শব্দটাকে কিভাবে কাজে লাগানো যায়। মুলত এই শব্দটা থেকেই এই গল্পের উতপত্তি । ধন্যবাদ জানবে শাহিন-৯৯। 
প্রচুর রিকু থেকে আপনার টা খুজে পাইনি। একটু ইনবক্সে নক করুন।
১৪|  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৪৪
১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:  
   
   
 
যতবার পোষ্টাইবেন ততবারই মজা লাগবে 
+++
  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৫৬
১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আমার সব পোস্টের পাঠক ভৃগু ভাই। ধন্যবাদ জানবেন।
১৫|  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৫৩
১২ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৫৩
মিথী_মারজান বলেছেন: ঋদ্ধ ২ তে এটা পড়ে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছিলো।
আবার পড়তেও একই রকম মজা লাগলো।
আপনার রম্যগুলো অনেক মজার হয় ভাইয়া।
  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ৯:০৬
১২ ই আগস্ট, ২০১৮  রাত ৯:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবজাব লিখি। পাঠকের ভাল লাগলে আনন্দিত হই। 
অনেক ধন্যবাদ মিথী।
১৬|  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ৯:৪১
১২ ই আগস্ট, ২০১৮  রাত ৯:৪১
রাকু হাসান বলেছেন: 
হাহাহহাহহা বেশ হয়েছে  । হাসলাম ভাইয়া ।  পারফেক্ট রম্য ।
   । হাসলাম ভাইয়া ।  পারফেক্ট রম্য ।   । উপস্থাপন ভাল লাগলো । ++++
  । উপস্থাপন ভাল লাগলো । ++++
  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ১০:১৮
১২ ই আগস্ট, ২০১৮  রাত ১০:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 
আপনার নাম হাসান। আপনি কি মানুষকে হাসান?  
  
আপনার নামের সাথেই হাস্য যোগ আছে, তাই আপনি আমুদে মানুষ , হাঁসতে ভালবাসেন দেখেই আপনার হাসি এসেছে। 
অনেক ধন্যবাদ রাকু হাসান।
১৭|  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ৯:৪৪
১২ ই আগস্ট, ২০১৮  রাত ৯:৪৪
ডার্ক ম্যান বলেছেন: আপনার গাঁয়ে হলুদের আয়োজন কেমন ছিল
  ১২ ই আগস্ট, ২০১৮  রাত ১০:১৯
১২ ই আগস্ট, ২০১৮  রাত ১০:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে ২০ বছর আগের কথা। 
তখনকার সময় যেরূপ হত আর কি ?
১৮|  ১৩ ই আগস্ট, ২০১৮  রাত ১২:২৭
১৩ ই আগস্ট, ২০১৮  রাত ১২:২৭
আরণ্যক রাখাল বলেছেন: শিয়ালও হাসে নাকি?
তিন সাবজেক্টে ফেল করে কেউ কীভাবে বাড়িতে মার থেকে বাঁচার চিন্তা করে! 
মজার ছিল, বিশেষ করে, স্যারের খাতা কাটার স্টাইলটা। চরম বিনোদন
  ১৩ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৩
১৩ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্কুলে এবং বাড়িতে। সাজাটা একটু বেশি হয়ে যায় না ?   
  
স্কুল ট্রাইব্যুনালে শুধু ফেলের সাজা হলে না হয় কথা ছিল; তারা কেঁচো খুড়তে গিয়ে ডাইনোসর বের করে এনেছে। 
আমাদের এই প্রভাত স্যার ছিলেন বড্ড কড়া মেজাজী। মজার বিষয় একবার রাতের অন্ধকারে ইনার কাছ থেকে আগুন নিয়ে বিড়ি ধরিয়েছিলাম।  
১৯|  ১৩ ই আগস্ট, ২০১৮  রাত ৩:১৮
১৩ ই আগস্ট, ২০১৮  রাত ৩:১৮
জাহিদ অনিক বলেছেন: 
ব্যপক বিনোদন, আপনার ইংরেজী ট্রান্সলেশন আমার ছাত্র সিয়ামকেও হার মানায়। 
ব্যপক রম্য। 
এল+বি, হুম !!! 
  ১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৩
১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাচ্ছাদের দুস্টামী পৃথিবীর সেরা বিনোদন। সিয়ামকে নিয়ে মজার কোন ঘটনা থাকলে লিখুন।
২০|  ১৩ ই আগস্ট, ২০১৮  ভোর ৫:০৩
১৩ ই আগস্ট, ২০১৮  ভোর ৫:০৩
সোহানী বলেছেন: এরকম রিপোস্ট চাই কারন পোস্টটা যেহেতু পড়িনি....... বরাবরের মতই হাসতে হাসতে ফিট..........।
  ১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৭
১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ,মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সোহানী।
২১|  ১৩ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:০৪
১৩ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:০৪
বিজন রয় বলেছেন: এইডা এট্টু ইংরাজীতে পড়বার চাই!!!!!!!!
  ১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৮
১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আজ খ্যাংরার বডি টারমারিক?
২২|  ১৩ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:১২
১৩ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আন্দোল পরবর্তী ব্লগে সবচেয়ে সুন্দর ও মজার একটা রম্য পড়লাম।
দারুন হয়েছে।
+++
  ১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫০
১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার ।
২৩|  ১৩ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৬
১৩ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রথম অংশটা বেশী ভালো লেগেছে। তবে শেষে এসে চুপসে গেলাম....
@অতিত অভিজ্ঞতায় দেখেছি শাস্তির মাত্রা যত তীব্র হবে আব্বার সাম্ভোধোনিক আচার ব্যবহার আর ভোকাল কর্ডের আউট ফুট হবে তত অমায়িক।
@তিতা পাতা অনেক দূর ,আমার ধারণা প্রভাত স্যারের পেটে হজমীর ট্যাবলেটও হজম হয়না ।     
......   
এগুলো মজার লাইন।
  ১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫৮
১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠোত্তর প্রতিক্রিয়ার জন্য পাঠকের প্রতিক্রিয়া ! কে ধন্যবাদ।
২৪|  ১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২০
১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২০
নীলপরি বলেছেন:  
 
আগে পড়িনি। এই পড়লাম
  ১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:০০
১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ পরি।
২৫|  ১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৩
১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২৩
বিজন রয় বলেছেন: খ্যাংরা......... নামটি হয়েছে ভাল।
খ্যাংরা চরিত্রটি সামনের দিনগুলোতে স্টাবিলিশ করুন। এটা নিয়ে সিরিজ লিখুন।
জমবে ভাল।
  ১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:০২
১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল পরামর্শ দিয়েছেন কবি। অনেক ধন্যবাদ জানবেন।
২৬|  ১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:০৫
১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:০৫
বিজন রয় বলেছেন: আচ্চা, লিটন ভাই, আমাদের খ্যাংরা কি নাচতে পারে, আমি তার নাচ দেখতে চাই।
মানে খ্যাংরার কঙ্কাল নাচ।
  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:১২
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খ্যাংরা তো ইউটিউব সেলিব্রেটি । তার বহু নাচ সেখানে পাবেন। 
যেমন- https://www.youtube.com/watch?v=aYp7x7e0DXE
২৭|  ১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:০৯
১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ মজা পেলাম লিটনভাই। হা হা হা। আসলেই তাহলে রম্য।  
শুভেচ্ছা নিয়েন ।
  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৪১
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের চলিত ভাষা বুঝতে আপনার কিঞ্চিত অসুবিধা হওয়ার কথা, তার পরও ভাল লেগেছে জেনে ভাল লাগলো । 
ধন্যবাদ জানবেন চৌধুরী ।
২৮|  ১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২৬
১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২৬
জাহিদ অনিক বলেছেন: সিয়ামকে নিয়ে অনেক মজার ঘটনা আছে, একটা বলি। 
ইংরেজী সিলেনাসে একটা আবেদন ছিল- রাইট এন এপ্লিকেশন টু ইউর হেড মাস্টার প্রেয়িং ফর মর্নিং স্কুল। 
তো, সিয়ামকে জিজ্ঞেস করলাম, 
- তুমি কি জানো মর্নিং স্কুল বলতে কি বোঝায় ?
- জ্বি স্যার ! অবশ্যই জানি। সকাল সকাল স্কুল শেষ হয়ে যাওয়াকে মর্নিং স্কুল বলে। 
- আচ্ছ, গুড। বলো তো, কেন মর্নিং স্কুল চাওয়া হয় ?
- মর্নিং শিফটের মেয়েদের দেখার জন্য স্যার !
  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৪৫
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিয়ামের বয়স মনে হয় ৫/৬ হবে। এ বয়সের বাচ্ছারা মাঝে মাঝে এমন কথা বলে, চমকে যেতে হয়।
২৯|  ১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৪৯
১৩ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৪৯
রক বেনন বলেছেন: লিটন ভাই, আপনাদের পায়ে পড়ি, বিয়ে আমি করবোনা- শুনে আপনার আব্বা কি বলেছিল??  
  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৪৭
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আব্বা কিছু বলেন নি, কাজের ছেলেটার হাসি দেখে বুঝেছিলাম কথাটা তারা শুনেছে। হামজা পরে আমাকে অনেক ক্ষেপিয়েছেও।
৩০|  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:০০
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৩:০০
মোস্তফা সোহেল বলেছেন: রম্য ভাল লেগেছে ভাইয়া।
  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫০
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।
৩১|  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:১৭
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:১৭
স্রাঞ্জি সে বলেছেন: 
প্রেত্নীর জামাইবাবু। প্রথমে লাইন গুলো ভাল লাগলেও শেষে এসে হাসি ধরে রাখতে পারলাম না।
  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫১
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্রাঞ্জি সে ভাগ্যিস স্বপ্নটা দির্ঘ হয়নি, দির্ঘ হলে বিয়েটা হয়েই যেতো ।  
৩২|  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৫৭
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৫৭
করুণাধারা বলেছেন: আমার প্রশ্নটা রক বেনিন আগেই করে ফেলেছেন, তাই আর করলাম না। কিন্তু উত্তরটা জানার বড় ইচ্ছা...
গল্পে +++++++
  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫২
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উত্তরটা দিয়েছি। প্লাসের জন্য অনেক ধন্যবাদ করুণাধারা ।
৩৩|  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:২৬
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:২৬
নতুন নকিব বলেছেন: 
Very nice! +++
  ১৩ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০১
১৩ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ বাইতুল্লাহর মুসাফির নকিব ভাই। 
আপনার পোস্টে একটা মন্তব্য রেখে এসেছি।
৩৪|  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:২৬
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
এটাকি রিপোস্ট নাকি??? 
  ১৩ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০৩
১৩ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জি সেলিম ভাই। প্রথম উপস্থাপনায়ও আপনি এর পাঠক ছিলেন।
৩৫|  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৩৯
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৩৯
সনেট কবি বলেছেন: লেখকের নাম দেখেই বুঝলাম রম্য ভাল হবে। পড়ারপর সে ধারণাই ঠিক হলো। অবশেষে হাসতেও হলো।
  ১৩ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০৭
১৩ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন সনেট কবি। 
(আপনি একটা সনেটের বই বের করুন)
৩৬|  ১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫৯
১৩ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫৯
জাহিদ অনিক বলেছেন: সিয়াম নাইনে পড়ে
  ১৩ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
১৩ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাহলেতো বুঝজ্ঞান হয়েছে।
৩৭|  ১৩ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৩২
১৩ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঋদ্ধ ২ কি? কোথায় এবং কি করে পাবো?
  ১৩ ই আগস্ট, ২০১৮  রাত ১০:২০
১৩ ই আগস্ট, ২০১৮  রাত ১০:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা বাদামের ঠোঙ্গা বানানোর উপকরণ বিশেষ ।  
৩৮|  ১৩ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৩৫
১৩ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: 
হা হা! জংগলে গিয়েও শান্তি নেই, বাপ ভূত হয়ে আসে!!
  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:১৫
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর দেখছি আপনাকে , ধন্যবাদ নিন কথন।
৩৯|  ১৩ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৪৩
১৩ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্তব্যের প্রাসঙ্গিকতা ধরতে পারছিনা। 
তবে আমরা সকলেই কম বেশি পাগল!!!  
আসলে শ্রদ্ধেয়  চাঁদগাজীর স্টাইলে মন্তব্য করার চেষ্টা করছি।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৮
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার আরো মন্তব্যে দেখেছি,আপ্নি গাজী সাহেবের স্টাইল অনুকরনের চেস্টা করছেন। এর কি দরকার ? আপনি আপনার মতই লিখুন।
৪০|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:০৬
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:০৬
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন  , 
 খ্যাংড়া লিটল গেসু'র অবস্থায় দাঁত কেলিয়ে সব পাঠকরাই তো হাসছেন দেখলুম কিন্তু আমার যে কান্না পাচ্ছে ।  ঈশশশশশশশশ.. বিয়েটা করতে পারলেন না ?  পেত্নী বউ হলে এখন ইলিশ মাছে ফ্রিজ, ঘরবাড়ী , গোয়ালঘর সব ভরিয়ে ফেলতে পারতেন ।
  ঈশশশশশশশশ.. বিয়েটা করতে পারলেন না ?  পেত্নী বউ হলে এখন ইলিশ মাছে ফ্রিজ, ঘরবাড়ী , গোয়ালঘর সব ভরিয়ে ফেলতে পারতেন ।   আর আমাদের ইলিশ ভাজি , দেশি ইলিশের ঝোল, পদ্মার ইলিসের দো'পেঁয়াজা  খাওয়ার দাওয়াত দিতে পারতেন । আর আমরাও ব্লগার  প্রামানিক এর মতো ছবি ব্লগ দিতে পারতুম ।
 আর আমাদের ইলিশ ভাজি , দেশি ইলিশের ঝোল, পদ্মার ইলিসের দো'পেঁয়াজা  খাওয়ার দাওয়াত দিতে পারতেন । আর আমরাও ব্লগার  প্রামানিক এর মতো ছবি ব্লগ দিতে পারতুম ।   গেলো তো চান্সটা নষ্ট হয়ে ???????
  গেলো তো চান্সটা নষ্ট হয়ে ???????  
 
রম্যের পুরষ্কার হিসেবে এই ট্রান্সলেশন ---- "সে আমার ছোট ভাই" = শি ইজ মাই স্মল ব্রাদার ....  ( মাস্টার্স পাশ ছেলের )
  ( মাস্টার্স পাশ ছেলের )
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ৯:৫৪
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ৯:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে বিয়ের গায়ে গু অনুষ্ঠানে আপনি থাকতেন প্রধান অতিথি।   
  
 সেদিন একজন ইংলিশে স্টাটাস দিয়েছে। উনাদের এলাকার লোক চৌদ্দগ্রাম থানার ইউএনও হয়েছেন এ বিষয়ে । সিরিয়াস পোস্ট। তিনি চৌদ্দগ্রাম এর ইংরেজী লিখেছেন ফরটিন ভিলেজ   
 
৪১|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২৯
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাসছি সাথে মাথার ওপর দিয়েও ক্ষানিকটা গেল । আমি নিজেও বুঝিনা এই স্যারদের খেয়ে দেয়ে আর কাম কাইজ নাই বৃষ্টি নিয়ে তাদের এত গভেষনার কি দরকার ছিল।  আরেকটু হলেই পেত্নীর সাথে বিয়ে
  আরেকটু হলেই পেত্নীর সাথে বিয়ে 
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ৯:৫৬
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ৯:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহমেদ জী এস ভাইএর মন্তব্যে বুঝলাম বিয়েটা হলে মন্দ হত না। আপনাদের কয়েকজনকে ভায়রা বানাতে পারতাম 
৪২|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১০:৪৪
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১০:৪৪
মনিরা সুলতানা বলেছেন: দাওয়াত তো পাইলাম না  
  ১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৩
১৫ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গায়ে গু এর দাওয়াত ?  
৪৩|  ১৯ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৪২
১৯ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৪২
খায়রুল আহসান বলেছেন: বেশ মজা পেলাম। 
তবে, আপনার এ লেখাটা চাঁদগাজী সাহেবের বিবেচনায় উত্তীর্ণ (ভালোই রসাত্মক ঘটনা, সাথে বলার ভংগি), তাই এর পরে আর আমাদের কোন কথা থাকতে পারেনা। 
পোস্টে প্লাস + +
  ২৬ শে আগস্ট, ২০১৮  রাত ৯:১৫
২৬ শে আগস্ট, ২০১৮  রাত ৯:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুজন ভিন্ন মতের হলেও গাজী ভাইর সাথে আমার কখনো 'ঠোকাঠুকি' হয়নি। তিনি আমাকে অনেকটা প্রশ্রয়ের চোখে দেখেন। 
উনার উপরের  মন্তব্য তারই প্রমান।
৪৪|  ২৬ শে আগস্ট, ২০১৮  রাত ১১:১০
২৬ শে আগস্ট, ২০১৮  রাত ১১:১০
উম্মে সায়মা বলেছেন: হাহাহা। আপনার সেন্স অব হিউমার 
বাবার শাস্তি থেকে পালানোর ব্যাপারটা মজার ছিল। ছোটবেলায় সবাই এমন করে। বিপদ দেখলেই ভোঁ দৌড়। আপনার গল্প শুনে মনে পড়ল আম্মু নাকি একবার মেঝো খালার মাথা ফাটিয়ে দিয়ে একদিনের জন্য বাসা থেকে পালিয়ে পালিয়ে ছিল।    মশাদের মাইকিংয়ের কথাটা পড়েও মজা লেগেছে খুব
 মশাদের মাইকিংয়ের কথাটা পড়েও মজা লেগেছে খুব 
  ২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:০৩
২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ১১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি দেখছি খুব মনোযোগ দিয়ে পরেছেন সায়মা। 
'মজা লেগেছে' জেনে আনন্দিত। ধন্যবাদ জানবেন।
৪৫|  ২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ৮:৫৮
২৭ শে আগস্ট, ২০১৮  সকাল ৮:৫৮
গেম চেঞ্জার বলেছেন: এইটা যে পড়েছিলাম সেটা খুব ভাল করেই মনে আছে! 
  ১৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৮:০৮
১৮ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৮:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গেম ভাই, মন্তব্যটা সময়মত নজরে না আসায় দুঃখ প্রকাশ করছি।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৭
১২ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রম্যটা হাসিরই হয়েছে। প্রভাত স্যারের খাতা দেখার বর্ণনাগুলো সুন্দর ছিল...