নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

যাঁদের লেখা নিয়ে সমৃদ্ধ হয়েছে ‘সংকলন লেখাজোকা’।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬


বইটি পাওয়া যাচ্ছে- ৪৩৪ নং এক রঙ্গা এক ঘুড়ি স্টলে
প্রকাশক- নীল সাধু
সম্পাদনায়- শায়মা ও এই অভাজন গিয়াস উদ্দিন লিটন।
সন্মানিত সকলকে পড়ার আমন্ত্রন।



সংকলনের লেখকগণ-
১/ কাওসার চৌধুরী
২/ জেন রসি
৩/ স,আ,নেওয়াজ
৪/ আখেনাটেন
৫/ অগ্নি সারথী

৬/ সুমন কর
৭/ মনিরা সুলতানা
৮/ গেম চেঞ্জার
৮/ সামিয়া ইতি
৯/ সোহানী
১০/ শামিম সাগর

১১/ শিখা রহমান
১২/ রাবেয়া রাহিম
১৩/ বিদ্রোহী ভৃগু
১৪/ জাহিদ অনিক
১৫/ কাজী ফাতেমা ছবি

১৬/ অক্ষর অনিক
১৭/ শাহরিয়ার কবির
১৮/ সায়েমা আক্তার
১৯/ আলভী গাংনী
২০/ প্রামাণিক

২১/ বিলিয়ার রহমান
২২/ কথাকথিকেথিকথন
২৩/ গুলশান কিবরিয়া
২৪/ কি করি আজ ভেবে না পাই
২৫/ কামরুন নাহার বীথি

২৬/ মিথী মারজান
২৭/ ফয়েজ উল্যাহ রবি ও আরো অনেকে।

সকল পাঠকের জন্য অগ্রিম শুভ কামনা।

মন্তব্য ৮৬ টি রেটিং +২২/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১

বিজন রয় বলেছেন: +++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কবি বিজন রয়

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
কবে যাব? কবে যাব মেলায়
মন করে আইটাই কাটেনা সময়
হায়রে কর্ম নাই তোর ধর্ম
দিলিনা ছুট্টি এই অবেলায় - - -

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একদিন সবাই একসাথ হওয়ার ইচ্ছা রাখছি ভৃগু ভাই।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


২ নং মন্তব্যে (আমার মনতব্য) টাইপো আছে, মুছে দেবেন।

-আশাকরি, ভালো কিছু লেখা হয়েছে, ব্লগিং'এর অভিজ্ঞতার স্বাক্ষর বহন করছে!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকলেই চেষ্টা করেছেন ভাল কিছু করতে। আশা করছি পাঠক তৃপ্ত হবেন।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

শাহারিয়ার ইমন বলেছেন: অভিনন্দন সবাইকে । প্রবন্ধ সংকলন নাকি ছোট গল্প ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যিনি যেই বিভাগে ভাল লিখেন, আমরা তাঁদের সেরা লিখাটা চেয়েছি।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: রম্য লেখক, গিয়াস ভাইয়ের লেখা নাই..........মানি না, মানি না.......ঈদের পরে আন্দোলন হবে !!!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''আরো অনেকে''র ভিতর থাকতে পারে!!!

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

শায়মা বলেছেন: গুড গুড ভেরী গুড গিয়াসভাইয়া!!!!! :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ শায়মা !

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০১

নীল আকাশ বলেছেন: আরও অনেকে কে কে জানতে বড় ইচ্ছে করে....

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগের বাইরের কয়েকজন আছেন----

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহারে শুধু আমি নাই। =p~

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগামীতে থাকবেন মামাজান =p~

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,



এই হৈলো সম্পাদনার নমুনা ? ;) লেখাজোকা কর্তে জান্তে হৈবে! :P
"সম্পাদনায়- শায়মা ও এই অভাজন গিয়াস উদ্দিন লিটন।" এই অভাজনডা কি ল্যাহা আছে বৈ এর ভিত্রে ? :||
এইডা থাকপে এক্কেরে হগলডির শ্যাষে - "সকল পাঠকের জন্য এই অভাজনের অগ্রিম শুভকামনা..........." B:-/

লেখাজোকায় যারা আছেন সবাইকে আমারও আসি আসি ফাল্গুনের শুভেচ্ছা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগে থাক আর পরে অভাজনতো অভাজনই =p~
আপনিও শুভেচ্ছা নিন আহমেদ জী এস ভাই ।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১

শায়মা বলেছেন: এই যে অভাজনভাইয়া......

ভজন সঙ্গীত লেখো এইবার .....

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওসব আমাকে দিয়ে হবেনা। তুমি লিখ ----

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

তারেক_মাহমুদ বলেছেন: সবাইকে অনেক অভিনন্দন, ব্যাড লাক আমার লেখা গল্পটা নাই :((

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার লিখা হারানো ভাল বাসা গ্রন্থে আছে সৈয়দ সাহেব। =p~

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

ডঃ এম এ আলী বলেছেন: অভাজন সহ সকল লেখকদের জন্য রইল শুভেচ্ছা ।
সাফল্য কামনা করছি বইটির ।
ভজন সঙ্গীত এর জন্য অপেক্ষায় আছি ।


১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা ডঃ এম এ আলী ।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

শায়মা বলেছেন: তারেক মাহমুদভাইয়া

মনে হয় আরও কয়েকজনের মাঝে তুমি আছো.... :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :)

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২১

তারেক_মাহমুদ বলেছেন: শায়মা আপুনি আমি গোপন সুত্রে আগেই খবরটা জানতাম, লিটন ভাইয়া ভেবেছে আমি ব্লগার নই, তাই আমি লিটন ভাইয়ার সাথে একটু ------- :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: |-) |-) |-) |-)

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: সুমন কর বলেছেন: রম্য লেখক, গিয়াস ভাইয়ের লেখা নাই..........মানি না, মানি না.......ঈদের পরে আন্দোলন হবে !!!!

সম্পাদকের নাম বললে চাকরি থাকবে না..... ;)


.ঈদের পরে আন্দোলন হবে........... :) আমরাও আছি !!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানের নিন্মতা হেতু আরেক সম্পাদক বাদ দিয়ে দিয়েছেন কিনা বুঝতেছিনা !!!

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ! অবশেষে ব্লগের দুই গুণী কথাশিল্পীর সম্পাদনায় "লেখাজোকা" আলোকবর্তিক হয়ে ঘুড়ির মতো উড়ে এসে নীলদার কুটিরে বাসা বাঁধলো। অভিনন্দন প্রিয় সায়মা আপা ও লিটন ভাইকে। আশা করছি, ঢাকা থেকে দুই গুণীজনের হাত থেকেই কপিটা সংগ্রহ করবো। সবার প্রথমেই আমার নামটি দেখে দারুন ভাল লাগলো।

আশা করি, সহ ব্লগার ও ব্লগের পাঠকরা "লেখাজোকা" এক রঙা ঘুড়ির স্টল থেকে সংগ্রহ করবেন। দেখা হবে ১৪ তারিখে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্য, অনেক ধন্যবাদ জানবেন ভাই কাওসার চৌধুরী

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: ওয়াও আমিও আছি!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হ আমাদের বিপদে ফালাই আপনি 'আছেন' :P

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮

ঠ্যঠা মফিজ বলেছেন: সকল লেখকদের অনেক অভিনন্দন। দেখি এই এক বছরে আমি কোনো গল্প লিখে আগামীতে আপনাদের সাথে থাকতে পারি কিনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্য অগ্রিম শুভ কামনা :P

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভকামনা রইল সবার জন্য

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা নয়ন ভাই

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৮

বলেছেন: সব সেরাদের নিয়ে লেখাজোকার বই --- সফলতা কামনা করছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন ল

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক লেখকের ভিড়ে আমার নামটা দেখে সত্যিই আমি আনন্দিত!
শুভকামনা প্রকাশক নীল সাধু ভাই এর জন্য।
আরো অনেক শুভকামনা লিটন ভাই আর শায়মা আপুর জন্য!!
সেই সাথে দুরন্ত ব্লগার 'কি করি আজ ভেবে না পাই'-এর জন্য!!
সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল এই সংকলন!

খুব ভালো থাকবেন সবাই!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ভাল থাকুন বীথি।

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৬

কামরুন নাহার বীথি বলেছেন:
লিটন ভাই, আপনি এ সংকলনে অনুপস্থিত, কেন?
সম্পাদনার গুরু দায়িত্বে ছিলেন, তাই?
কিন্তু ভাই, এ তো মানা যায় না!
আপনার কি বই এসেছে এবারের বই মেলায়?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার একটা নিন্মমানের লিখাও 'লেখাজোকা'য় আছে। না, আমার কোন বই নাই।
আপনার আন্তরিকতা ভাল লাগলো, অনেক ধন্যবাদ বীথি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার একটা নিন্মমানের লিখাও 'লেখাজোকা'য় আছে। না, আমার কোন বই নাই।
আপনার আন্তরিকতা ভাল লাগলো, অনেক ধন্যবাদ বীথি।

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৪

নতুন নকিব বলেছেন:



কষ্ট স্বার্থক হোক।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নতুন নকিব

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৭

রাকু হাসান বলেছেন:

এক ঝাঁক গুণীদের লেখা বই । সাফল্য কামনা করছি । শুভ সকাল ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ রাকু হাসান।

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০২

মোস্তফা সোহেল বলেছেন: বইটির সাফল্য কামনা করছি।সেই সাথে বইটি সংগ্রহের আশা রইল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

রাকিব আর পি এম সি বলেছেন: অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। বইটির সাফল্য কামনা করছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাকিব আর পি এম সি

২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০

জুন বলেছেন: এই সংকলনের সকল লেখককে জানাই আন্তরিক শুভকামনা। তাদের বই বিপুল পাঠক প্রিয়তা লাভ করুক এই প্রত্যাশা রইলো। সাথে আপনাকে ও প্রিয় ব্লগার শায়মাকে অভিনন্দন এত কস্টকর একটি কাজকে সফল পরিনতি দেয়ার জন্য গিয়াস উদ্দিন লিটন।
শুভেচ্ছান্তে :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক শুভ কামনা জানবেন জুন'আপু ।

৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২

প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা প্রবাসী পাঠক

৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয় সব মানুষদের লেখা। ইনশাআল্লাহ সংগ্রহ করবো

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয় মানুষ কাজী ফাতেমা ছবির লিখা আছে তাই আমিও সংগ্রহ করবো =p~

৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩

করুণাধারা বলেছেন: যাদের পরিকল্পনা ও পরিশ্রমে এই চমৎকার সঙ্কলনটি প্রকাশ করা সম্ভব হয়েছে, সেই তিন জনের প্রতি আমার আন্তরিক সাধুবাদ রইল। প্রচ্ছদের ছবি দেখেই ভালো লাগছে! এখনো সংগ্রহ করতে পারিনি, শিগগিরই করব- সেই অপেক্ষাতেই আছি।

আপনাদের জন্য শুভকামনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও অনেক অনেক শুভ কামনা জানবেন করুণাধারা

৩৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

কথাকথিকেথিকথন বলেছেন:



হৃদয়ে দাগকাটা কবিদের সাথে দেখি আমাকেও জুড়ে দিলেন ! অবাক তাকিয়ে রই !

লেখাজোকা সংকলনের ত্রাণকর্তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা ।

লেখাগুলো পাঠকদের হৃদয় আঁকড়ে থাকুক । শুভ কামনা সবার জন্য ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও ভালবাসা রইল কথন ভাই।

৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যাদের লেখা সংকলনে স্থান পেয়েছে তাদের জন্য শুভ কা্মনা।
সম্পাদকদ্বয় অনেক মহান একটি কাজ করেছেন।
তাদেরকে কৃতজ্ঞতা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কৃতজ্ঞতা মিতজ্ঞতার কথা বলে লজ্জা দিচ্ছেন কেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই।

৩৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:

ঢাকার বাইরে যাচ্ছি না হলে সংগ্রহের জন্য দৌড় দিতাম ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অপু দ্যা গ্রেট, কাউকে দিয়ে হলেও আশা করছি এক কপি সংগ্রহ করবেন।

৩৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০০

আখেনাটেন বলেছেন:


আমার হ-য-ব-র-ল লেখা ছাপার কাগজে গুণী ব্লগারদের পাশাপাশি আনার জন্য ব্লগার শায়মা ও লিটন ভাইকে
এক গামলা শুভেচ্ছা। :D

লেখাজোকার সাফল্য কামনা করছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন আখেনাটেন

৩৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৪

ব্লগ সার্চম্যান বলেছেন: খুবই ভালো একটা উদ্ধেগ হাতে নিয়েছেন।এতে করে আমাদের মত নবীন ব্লগারদের লেখতে খুব আগ্রহ বাড়বে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি নবীন? B-) ব্লগে ৩ বছর ৬ মাস অনেক দীর্ঘ সময়।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ব্লগ সার্চম্যান

৩৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

উম্মে সায়মা বলেছেন: এমন গুণী এবং প্রিয় ব্লগারদের মাঝে নিজের নাম দেখে কি যে ভালো লাগছে! :) ধন্যবাদ লিটন ভাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি বাদে এই গ্রন্থের সকলেই গুনি লিখক।
আপনিও ধন্যবাদ নিন উম্মে সায়মা

৩৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫

মৃন্ময়ী শবনম বলেছেন: আমার আজকের পোষ্টটি অনুগ্রহ করে পড়ে মন্তব্য করবেন, লেখাটি আমার এবং সোহানাজোহার আলোচনায় লেখা হয়েছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ে এসেছি।

৪০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫

বিলিয়ার রহমান বলেছেন: লেখাযোকা বুক শেলফে স্থান করে নেবে শীঘ্রই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ বিলি ।

৪১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪

তারেক ফাহিম বলেছেন: সংকলনসহ অারো দুটি বই কঙ্কাবতির কথা ও বায়োস্কপ নিলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ তারেক ফাহিম।
সম্পাদকদের দোষ খুঁজে পেলে অবশ্যই জানাবেন। জানাবেন আপনার ভাল লাগা, মন্দ লাগা।

৪২| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'লেখাজোকা' সংকলন এখন রকমারী'তে - , অর্ডার করতে এখানে ক্লিক করুন ।

৪৩| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:১৫

তারেক ফাহিম বলেছেন:

কত দিন পর পিসি থেকে প্রিয় প্রাঙ্গনে প্রবেশ করতে পারলাম।

ফোন থেকে মাঝের মধ্যে ব্লগ পড়তাম মন্তব্য করা হত না।

২০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চেহারা খানও দেখাইলে প্রীত হইতাম। =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.