নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

\'পকেটমার কাটিং\' - (রম্য) :P =p~

৩১ শে মে, ২০১৯ দুপুর ১:২৪




খড়ের গাঁদা সদৃশ্য এক মাথা নিয়ে এক খদ্দের গেল নাপিতের কাছে। নাপিত শুধু চুলে বিলি কেটে যাচ্ছে, চুল কাটার নাম নাই। খদ্দের বিরক্ত হয়ে খেঁকিয়ে উঠলো- আধা ঘণ্টা ধরে মাথায় বিলি কাটছিস, চুল কাটবি কখন?
নাপিত ততোধিক ক্ষিপ্ত হয়ে বলল- রাখেন আপনার চুল কাটা ! চুলের মধ্যে কাঁচি হারাই ফেলছি!

এ হচ্ছে অন্যের ঘটনা অন্যের বায়ান। এবার আমি করতে চাইছি ঈদের আগে নিজের চুল কাটানোর এক নিরস বয়ান।
‘নাপিত ছোঁড়া, কবিরাজ বুড়া’ বলে একটা প্রবাদ প্রচলিত আছে। অর্থাৎ নাপিত কম বয়সি হলে ভাল, কবিরাজ বেশি বয়সি হলে ভাল। অপ্রাসঙ্গিক হলেও কবিরাজ বিষয়ে আরেকটি উর্দু প্রবাদ মনে এলো-‘ নিম হাকিম খাতরায়ে জান,নিম মোল্লা খাতরায়ে ঈমান।‘ কম জানা কবিরাজ জানের জন্য হুমকি,কম জানা মোল্লা ঈমানের জন্য হুমকি।‘ তবে কম জানা নাপিত কিসের জন্য হুমকি এবিষয়ে প্রবাদে কিছু বলা নাই। বলা নাই বলে আফসোসেরও কিছু নাই। বলা নাই বলা হবে। আমিই নাহয় বলছি।

প্রবাদে অনেক ভাল ভাল কথা বলা আছে তবে সে সব আমরা সব সময় মানি না। আমিও ‘নাপিত কম বয়সি হলে ভাল’ এই প্রবাদ না মেনে বেশি বয়সি রমনীর কাছে চুল কাটাই। রমনী শুনে কেউ আবার ভেবে বসতে পারেন আমি বোধ হয় পার্লারের কোন ষোড়শীর কাছে চুল কাটাই। তাদের জ্ঞাতার্থে- এই রমনী সেই রমনী নয়,এ হচ্ছে রমনী মোহন শীল।

সকালে তার দোকানে গিয়ে দেখি অনেক লোক ওয়েটিংএ। রমনী আমার দিকে পত্রিকা বাড়িয়ে দিয়ে তেলতেলে এক হাসি দিল, বলল – বিশ মিনিট অপেক্ষা করেন। বিশ মিনিট পেরিয়ে যখন এক ঘন্টা পেরুলো তখন বাধলো এক বিপত্তি। চুল কাটা, শেভ শেষ হওয়ার পর অপারেশন চেয়ারে বসা এক কাস্টমার দুই হাত উপরে তুলে উঁ উঁ করছে। আমি ভাবলাম বেটার কাছে মনে হয় চুল কাটানোর টাকা নাই তাই স্যারেন্ডার করছে।

রমনীর রাডারে কিন্তু সংকেতটি ঠিক মতই হিট করেছে, সে বলল- ঈদের সিজনে এসব কামাই না।
কি কামায় না দেখার জন্য আমি উঁকি দিলাম! দেখলাম বেটার বগল তলে ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা’ অবস্থা!! অনায়াসে ছনের চালের গোয়াল ঘরের এক চাল হয়ে যাওয়ার কথা! চুদুর পুতের মনে হয় বছরে একবার মানে রমজান ঈদের আগেই ওগুলা কাটার কথা মনে হয়। যাক নাজুক তবীয়তের পাঠকের ঘেন্না লাগতে পারে তাই সেদিকে আর গেলাম না।

‘হালার পুত কেন কাটবিনা বলে স্যারেন্ডারকারির তেলেবেগুনে জ্বলে উঠা, বাদানুবাদ, হাতা হাতিতে আরো ২০ মিনিট কেটে গেল। রমনীর পাশের চেয়ারের কম বয়সি ছোড়াটার (নাপিত) চেয়ার খালি হলেই আমাকে ডাকছিল। দাদা আসেন দাদা আসেন। যেন তার কাছে চুল কাটতে আমি মুখিয়ে আছি।

এই বেটার কাছে আমি এখন আর ভুলেও চুলকাটা বা শেভ করিনা। কিছুদিন আগে বেটার চেয়ারে শেভ করতে বসেছি। সে হাত ভিজিয়ে আমার নাকের নিচের অংশে পানি লাগাতে গিয়ে অসতর্কতায় তার একটা আঙ্গুল আমার মুখের ভিতর ঢুকিয়ে দিয়েছে।
পরে খেয়াল করে দেখি তার ওই আঙ্গুল থেকে সদ্য ব্যান্ডেজ খোলা হয়েছে, এখনো ঘা শুকায় নি। ওয়াক!! এখন বেটাকে দেখলেই আমার গা রি রি করে উঠে। সুতরাং তার ডাকে সাড়া দেয়ার প্রশ্নই আসেনা। আমি অপেক্ষা করছি রমনীর জন্য। মোট ঘন্টা দুয়েক পরে অপেক্ষার অবসান হয়। আমার ডাক আসে।

মাথার সামনের কিছু চুল কাটার পরেই শুনি দরজায় দাঁড়িয়ে কে যেন হুঙ্কার দিল- ‘রমইন্না, তুই বলে সেয়ানা হইছস?’ তাকিয়ে দেখি – রুদ্রমুর্তিটি এলাকার ত্রাস কিরিচ কাদের।
ভয়ে কুঁকড়ানো রমনী শুধু দাদা দাদা করে গেল।

-তুই না সকালে বাসায় গিয়ে আমার পোলার চুল কাটার কথা?
-দাদা এক্ষুনি যাচ্ছি বলেই সে ক্ষুর কাঁচি গোছাতে লাগলো।
- যাচ্ছি বলে দাঁড়িয়ে আছিস কেন বলেই লাথি দিতে উদ্যত হল এমন সময় কিরিচের নজর পড়লো পাশের চেয়ারের কাস্টমারের উপর। বুঝা গেল এ মাল কিরিচ কাদেরের পুর্ব শত্রু।

অনেক দিন পর তোরে বাগে পাইছি বলেই সে ঝাঁপিয়ে পড়লো তার উপর। ধস্তাধস্তি, কাস্টমারদের হুড়োহুড়িতে শিকার ফসকে গেল। মুহূর্তে সেলুন ফাঁকা। রমনীও দিল দৌড়। যাওয়ার আগে আমাকে আঙ্গুল চোষানো ছেলেটাকে বলে গেল- বিশু তুই দাদার চুলগুলি কেটে দে।

এতক্ষণ রণক্ষেত্রের মধ্যেও সাহস করে বসে ছিলাম। এই ক্ষণে বিশুর আঙ্গুলের দিকে তাকিয়ে খিঁচে দৌড় দিতে চাইলাম। কিন্তু পারলাম না। কারন আয়নায় তাকিয়ে দেখি চেয়ারে আমি বসে নেই। সেখানে বসে আছে সদ্য ধৃত এক পকেটমার, উত্তেজিত জনতা যার চুল গুলি এবড়োথেবড়ো করে কেটে দিয়েছে।
(RP)

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:১৭

ভুয়া মফিজ বলেছেন: =p~ =p~ =p~
শেষে লেখা RP মানে কি? রিজার্ভ পুলিশ? :P

৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জী না ।

২| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: খিক খিক খিকজ :D

হে হে হে হা হা হা B-)) B-))

RP মানে রিপোস্ট নাকি B:-)

৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জী ।

৩| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


জাপানে অশান্তি!

৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোথাও শান্তি নাই !

৪| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:২০

পদাতিক চৌধুরি বলেছেন: খুব দুঃখ পেলাম। চুল কাটাতে গিয়ে আপনার ভোগান্তিতে রীতিমত ব্যথা পেলাম। তবে একটাই আশা ঈদের আগে বকসিস তো দিতে হয় নি উল্টে অর্ধেক চুল কাটালে আপনার পকেট থেকে যে একটা টাকাও খশেনি এটাই অনেক শান্তির। রমণীর জন্য শুভকামনা থাকলো। আর কাদেরসাহেবকে ধন্যবাদ যার বদৌলতে আজকে আপনার পকেটের টাকা পকেট থেকে গেল। হা হা হা হা....

৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা সুন্দর মন্তব্য।
অনেক ধন্যবাদ নিন চৌধুরি ।

৫| ৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

মেঘ প্রিয় বালক বলেছেন: কপাল ভালো আপনাকে অজ্ঞান করেনি। এতে সমূহ বিপদ হত।

৩১ শে মে, ২০১৯ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মেঘ প্রিয় বালক

৬| ৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: এবারের রম্যটা শুরুতে ভালো লাগছিল, পরে একটু কম লেগেছে। আপনার সব রম্যই অসাধারণ হয়। সো, নো টেনশন......

৩১ শে মে, ২০১৯ রাত ৮:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন কবি সুমন কর ।

৭| ৩১ শে মে, ২০১৯ রাত ১১:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: বগলের চুল বাসায় কাটাটা বড়ই ঝামেলার বিষয়! :)

০১ লা জুন, ২০১৯ বিকাল ৩:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুধু ওসবের জন্য একটা রেজর আছে জিলেট বডি।
খুব আরামদায়ক একটা জিনিস।

৮| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:১৩

জাহিদ অনিক বলেছেন:
হা হা হা !
বিখ্যাত সঙ্গীত শিল্পী স্যার মাহফুজুর রহমানের মত নিজের চুল নিজে কাটতে শুরু করে দিন--- :P

০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল বুদ্ধি দিছেন জাহিদ অনিক।

৯| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: :D :)

০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ছবি।

১০| ০১ লা জুন, ২০১৯ রাত ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,




প্রবাদ হোক প্রবাদের মতো -" কম জানা কবিরাজ জানের জন্য হুমকি,কম জানা মোল্লা ঈমানের জন্য হুমকি।"

আর রম্য হোক রম্যের মতোন এমন - " তবে কম জানা নাপিত কিসের জন্য হুমকি এবিষয়ে প্রবাদে কিছু বলা নাই।" :||

০২ রা জুন, ২০১৯ বিকাল ৪:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন আহমেদ জী এস ।

১১| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৪:৪১

খায়রুল আহসান বলেছেন: "কম জানা কবিরাজ জানের জন্য হুমকি, কম জানা মোল্লা ঈমানের জন্য হুমকি।" - প্রবাদটি কিন্তু খুবই সত্যি, আর তা না হলে এটা প্রবাদবাক্য হবে কেন?
কমবয়সী ছেলেটির ব্যান্ডেজ খোলা আঙুল আপনার মুখে ঢুকে যাওয়ার কথাটা পড়ে গা টা রি রি করে উঠলো!

০৩ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একদম ক্ষতাংশ গালে ঢুকেনি। আঙ্গুলের আগা ঢুকেছিল।
তবুও বিষয়টা গা রি রি করার মত।
মন্তব্যের জন্য ধন্যবাদ নিন জনাব খায়রুল আহসান।

১২| ০৫ ই জুন, ২০১৯ বিকাল ৪:২৬

ডঃ এম এ আলী বলেছেন:
রম্যের গম্যটা ভালই হয়েছে :)

০৬ ই জুন, ২০১৯ রাত ৮:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী , আপনিও ঈদের শুভেচ্ছা নিন।

১৩| ০৯ ই জুন, ২০১৯ রাত ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: জটিল =p~ । প্রাণ ভরে হাসলাম।

১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.