নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

আজকের টিভি সংবাদ

১৫ ই জুন, ২০১৯ রাত ৯:২১




সকালে ঘুম থেকে উঠে টিভি ছাড়লাম। স্ক্রলে ভেসে উঠছে-

তত্বাবধায়ক সরকারের প্রধান সুরেন্দ্র কুমার সিনহার অধীনে আগামী সংসদ নির্বাচন। খালেদা জিয়ার মুক্তি, সারা দেশে শোকরানা দিবস পালন করেছে বিএনপিঁ। আজ ৩২৫৪ জন রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নেয়ার মাধ্যমে শেষ হল ১১ লাখ ৩ হাজার ২৭২ জন রোহিঙ্গার স্বদেশ প্রত্যাবর্তন। রোহিঙ্গাদের পুনর্বাসনে ব্যয় হওয়া প্রায় ৪ হাজার কোটি টাকা ইতোপুর্বে বাংলাদেশকে পরিশোধ করেছে মিয়ানমার।

বন্যায় ভাসছে ভারত। বাংলাদেশ সকল স্লুইজগেট খুলে না দিলে জাতিসংঘে যাওয়ার হুমকি মোদীর। চলতি বছরের প্রথম পাচ মাসে বিজিবির গুলিতে ৭৮২ জন ভারতীয় হত্যা। সীমান্ত হত্যা বন্ধে উচ্চপর্যায়ের বৈঠক চায় ভারত।

সৌদি, আরব আমিরাত ও মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সময় এক সপ্তাহ বাড়িয়েছে বাংলাদেশ। ৭১এর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমাপ্রার্থনা।

টাকার অবিশ্বাস্য দর পতন। ১ টাকায় ৮৪ ডলার থেকে কমে আজ লেনদেন হয়েছে মাত্র ৮২ ডলারে। সরকারের অব্যবস্থাপনাকে দুষছেন ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য।
ওয়ার্ল্ড র্যাং কিংএ শীর্ষস্থান খুইয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

আলোচিত নুসরাত হত্যা মামলার আসামী সিরাজ উদ্দোলার শিশ্ন কর্তন রায় কার্যকর। সাগর রুনির হত্যাকারী গ্রেফতার। তনু হত্যার আসামিদের আদালতে আত্নসমর্পন।

স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বাংলাদেশ।

বিঃদ্রঃ আজ পহেলা আষাঢ়, সকলকে আষাঢ়ে শুভেচ্ছা।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৯ রাত ৯:৩৮

গ্রীনলাভার বলেছেন: বাংগালীদেরকে ডোজ দেয়া হয়েছে। ঐসব টিভির গার্গলে বাংগালীদের কিছু যায় আসবে না এখন।

১৫ ই জুন, ২০১৯ রাত ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম মন্তব্য, ধন্যবাদ গ্রীনলাভার।

২| ১৫ ই জুন, ২০১৯ রাত ৯:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আষাঢ় মাসে আষাড়ে গপ্পো পড়িয়া বিনোদিত হইলাম।

১৫ ই জুন, ২০১৯ রাত ৯:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া পেয়ে ভাল লাগল। অনেক ধন্যবাদ ।

৩| ১৫ ই জুন, ২০১৯ রাত ১০:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইহা নিতান্তই আষাঢ়ে গল্প। আষাঢ়ে গল্প উত্তম হইয়াছে।

১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আষাঢ়ে শুভেচ্ছা নিন মোহাম্মদ সাজ্জাদ হোসেন

৪| ১৫ ই জুন, ২০১৯ রাত ১০:১৩

মুক্তা নীল বলেছেন:

লিটন ভাই ,
আপনাকেও বর্ষাস্নাত শুভেচ্ছা । দিবা স্বপ্ন বা দুঃস্বপ্ন , যাই হোক স্বপ্ন দেখতে দোষ কি ? রম্য সংবাদ ভালো হয়েছে ।
পোস্টে লাইক।

১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মুক্তা নীল

৫| ১৫ ই জুন, ২০১৯ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: খবরখানা মিস হয়ে গিয়ে ছিলো....এখন মনে হচে্ছ মিস হয়ে ভাল হয়েছে। অতঃপর বর্ষার আগমন হইলো.... B-)

১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কবি ভাই।

৬| ১৫ ই জুন, ২০১৯ রাত ১১:৫৫

নীল আকাশ বলেছেন: সকাল কয়টার দিকে উঠেন বলেন তো? আপনার সাথেই বরং কালকের নিউজগুলি দেখব!

স্বপ্ন দেখতে দোষ কি? মুক্তিযোদ্ধারা সেদিন স্বপ্ন দেখেছিল বলেই তো আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি!

আপনাকেও বর্ষাস্নাত শুভেচ্ছা রইল।

১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকাল ১২ টায়।
আপনিও শুভেচ্ছা নিন।

৭| ১৬ ই জুন, ২০১৯ রাত ১:২৬

শাহিন-৯৯ বলেছেন:


তাহাজ্জুদ ভোটাররা সবাই কান ধরে উঠ-বোস করে জাতির কাছে ক্ষমা চেয়েছে- এই লাইনটিও থাকতে পারে।

১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহ সুন্দর বলেছেন।

৮| ১৬ ই জুন, ২০১৯ ভোর ৪:৩৯

বলেছেন: হা হা হা --
এটাই বুঝি আষাঢ়ে গপ্পো!!!


অছাম অইচে ভায়া।।

১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাসটাই যে আষাঢ় !

৯| ১৬ ই জুন, ২০১৯ ভোর ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


জাপানে কি ভুমিকম্প হচ্ছে?

১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুধু জাপান,আমেরিকা নয় সারা বিশ্বেই ভূমিকম্প হচ্ছে বলে অনুভূত হতে পারে। বিষয়টা নির্ভর করে কয় ছিলিম এস্তেমাল করলেন তার উপর।

১০| ১৬ ই জুন, ২০১৯ ভোর ৬:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার সাথে বসে একদিন কষে গাঁজায় দম দিতে হবে লিটন ভাই ! সাথে চাঁদগাজী থাকলে ভূমিকম্পটা ভালোই টের পাওয়া যাবে | :P

১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাজী সাব থাকলে আমি নাই !
উনার একারই লাগে ২০০ গ্রাম ! :P

১১| ১৬ ই জুন, ২০১৯ সকাল ৭:২৫

রাজীব নুর বলেছেন: আষাঢ়ে গল্প।
তবে এরকমক হলে খুব ভালো হতো।

১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন রাজীব নুর

১২| ১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:১৩

মা.হাসান বলেছেন: গণতান্ত্রিক দেশে এ সমস্ত অগণতান্ত্রিক স্বপ্ন যারা দেখে তাদের ফাঁসি চাই । ভবিষ্যতে এরকম দুঃস্বপ্ন দেখা এড়াতে রাতে শোয়ার আগে বিশেষ চেতনাবাদি কলেমা পড়ে শোয়ার অভ্যাস করুন।

১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৬ নম্বর কলেমাটা শিখাই দেন।
মরার আগে কিছু গুনাহ খাতা মাপ লই । :P

১৩| ১৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৭

রায়হান চৌঃ বলেছেন: দারুন হইছে আষাঢে গল্প :P .................

চলেন আর একবার শুড়িখানায়.......... মেতে উঠি ঐ আষাঢে আড্ডায় :P


১৬ ই জুন, ২০১৯ দুপুর ১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাক একজন সঙ্গী পেলাম। চলে আসুন রায়হান চৌঃ :P

১৪| ১৬ ই জুন, ২০১৯ দুপুর ১:২৫

কুঁড়ের_বাদশা বলেছেন: সামুর তান্ত্রিক গুরু লিটন দেওয়ান :-B দাদার আষাঢ়ে গল্প সত্যি হইতে বা কতক্ষণ। :P ;)

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কুঁড়ের_বাদশা।

১৫| ১৬ ই জুন, ২০১৯ দুপুর ২:৩২

শায়মা বলেছেন: টিভি স্বপ্ন, দিবাস্বপ্নের মত ব্যাপার স্যাপার..... :)

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা ধন্যবাদ শায়মা

১৬| ১৬ ই জুন, ২০১৯ দুপুর ২:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেবপ্রিয়'র লাইনটা আমাকে বেশী মজা দিয়েছে...

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ বিচার মানি তালগাছ আমার

১৭| ১৬ ই জুন, ২০১৯ দুপুর ২:৫১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার আষাঢ়ে গল্প!
তবে এমন গল্প শুধু আষাঢ় মাসেই নয়, সারা বছর ধরেই শুনতে চাই।
পোস্টে প্লাস + +

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সারা বছরতো আর আষাঢ় থাকেনা খায়রুল আহসান ভাই---

১৮| ১৬ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৪

হাসান রাজু বলেছেন:

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই টিভি আবার কবে চালু হইল?
লোগোটা আগে পাইলে মন্দ হত না।

১৯| ১৬ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আষাঢ় মাসের শুভেচ্ছা আপনাকে

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভেচ্ছাটা আবার আষাঢ়ে নয়তো?

২০| ১৬ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহাহাহা ভাইজান চমৎকার আষাঢ়ে শুভেচ্ছা রইল।

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন পদাতিক দা।

২১| ১৬ ই জুন, ২০১৯ রাত ৮:১৫

ঢাবিয়ান বলেছেন: অসম্ভব শোনালেও হয়ত এসব একদিন সম্ভব হবে। স্বপ্ন দেখাটা তাই জারী রাখা অত্যন্ত জরুরী।

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বপ্নের উপরতো আর ট্যাক্স নাই, সুতরাং স্বপ্ন দেখতে দোষ কি ?

২২| ১৬ ই জুন, ২০১৯ রাত ৮:২৬

করুণাধারা বলেছেন: রোজ কত কী হয় মা যাহা তাহা
এমন কেন সত্যি হয় না আহা... :(

মাথায় এতগুলো আষাঢ়ে গল্প আনলেন কি করে? গল্পগুলো চমৎকার হয়েছে।

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন করুণাধারা ।

২৩| ১৬ ই জুন, ২০১৯ রাত ৯:০৩

ডঃ এম এ আলী বলেছেন:
খবরগুলি পাঠে মনে পড়ল সেই ছোটকালে পড়া বিখ্যাত ছড়াকার যোগীন্দ্রনাথ সরকার
এর লেখা কাজের ছেলেমঝার দেশ নামক দুটো ছড়ার কথা যথা -
কাজের ছেলে (সংক্ষেপিত )
'দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু'টা পাকা বেল, সরিষার তেল, আষাড়ের কৈ।'
পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল;
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়, ছিঁড়ে দেবে চুল।

বাহবা বাহবা- ভোলা ভুতো হাবা খেলিছে তো বেশ।
দেখিব খেলাতে, কে হারে কে জেতে, কেনা হলে শেষ।
'দাদখানি চাল,.....................................।'

ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে, ঘোষেদের ননী:
আমি যদি পাই, তা হলে উড়াই আকাশে এখনি।
দাদখানি তেল,...................................

এসেছি দোকানে-কিনি এই খানে, যদি কিছু পাই;
মা যাহা বলেছে, ঠিক মনে আছে, তাতে ভুল নাই!
দাদখানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দু'টা পাকা ডাল, ডিম-ভরা দৈ ।

তাঁর আরেকটি ছড়া হল
মজার দেশ (সংক্ষেপিত )

এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো,
রাত্তিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো।
.................
সেই দেশেতে বেড়াল পালায়, নেংটি-ইঁদুর দেখে;
ছেলেরা খায় 'ক্যাস্টর-অয়েল'- রসগোল্লা রেখে!
....................
ঘুড়ির হাতে বাঁশের লাটাই, উড়তে থাকে ছেলে;
বড়শি দিয়ে মানুষ গাঁথে, মাছেরা ছিপ ফেলে !
..........................
পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে!
ডাঙ্গায় ভাসে নৌকা-জাহাজ, গাড়ি ছোটে জলে!
...................।
মজার দেশের মজার কথা বলবো কত আর;
চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার।

তাইতো বলি এমন মঝার দেশে আজকের টিভি সংবাদতো এমন তরই হবে,

ভাল লাগল রম্য কথন , আরো লাগবে ভাল খবরগুলি বাস্তবতা পেলে ।

শুভেচ্ছা রইল

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক আগে পড়া দুটি মজার কবিতা মনে করিয়ে দিলেন।
ধন্যবাদ নিন ডঃ এম এ আলী।

২৪| ১৬ ই জুন, ২০১৯ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
(বৈষ্ণব গানের সুরে)
আহা এমন খবর!
পাবো কবে এমন খবর
জাগবে কবে মানুষ গুলো এমনি করে
এমন করেই ভাববে, বলবেনা আষাঢ়ে!!!

একে থেকেই হয়রে শুরু ষোল কোটি
চালে জানি অল্প কজন মন্দ গুটি
জাগার মতো জাগলে পরে
এমন সত্য হবেই পরে

আহা বাংলা হবে বিশ্ব নেতা বিশ্ব পরে ;)

++++

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি দেখি স্বভাব কবি!
চমৎকার একখান গান বাইন্দা ফালাইলেন !

২৫| ১৬ ই জুন, ২০১৯ রাত ১০:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: আষাঢ়ে পোস্টে আষাঢ়ে কমেন্ট B-))

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও আষাঢ়ে শুভেচ্ছা নিন ।

২৬| ১৬ ই জুন, ২০১৯ রাত ১০:২৭

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,



আষাঢ় মাসে অসার গল্প।
রাতে বোধহয় ভালো ঘুম হয়নি আপনার! আবার পেট খারাপ হলেও এরকম বিল্লিঝিল্লি খোয়াব দেখতে পারেন। :P
মাল যে টানেননি তা বোঝা গেল, কারন গুছিয়ে স্ক্রোল করেছেন। যদিও অনেকেই বলেছেন, মালটাল পেটে গেছে বোধহয়!

ওদিকে আবার সহ ব্লগার খায়রুল আহসান সারা বছরই এমনটা শুনতে চান। বুঝতে পেরেছেন কি গ্যাঁড়াকলে পড়েছেন ? এবার তো আপনাকে মাল টানতেই হবে দেখছি! ;) স্বামী বিশুদ্ধানন্দ আর রায়হান চৌঃ তো দাওয়াৎ দিয়েই রেখেছেন। :|
রাখে আল্লাহ মারে কে .................. :-B

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাজেটে খোয়াবের উপর কোন ট্যাক্স ধরা হয়নি, সুতরাং বিল্লিঝিল্লি খোয়াব চলতে পারে।
আর এধরনের দাওয়াতে আপনাকে ছাড়া আমি যাই নাকি ? :P

২৭| ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩২

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,



এই যাহ... এ কি করলেন! :(
সরকার ট্যাক্সের আওতা বাড়ানোর উপায় খুঁজছে আর আপনি কিনা একটা খাত বলে দিলেন ? :-P
এতো "পাগলা সাক্কা লাড়াইশ না..." হয়ে গেলো! ;)

১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু পাগল আছে 'খাঁচলতের' পাগল। আমাদের গ্রামাঞ্চলে এ ধরনের পাগলদের নিয়ে একটা কথা প্রচলিত আছে- ' পাগলের ওষুধ কেছকা মাইর!' :-P

২৮| ১৭ ই জুন, ২০১৯ রাত ৯:১০

পুলক ঢালী বলেছেন: ১ টাকায় ৮৪ ডলার !!! আহা যদি সত্যি হতো। :D
আপনার খোয়াব খুব সুন্দর হইসে। :)

১৯ শে জুন, ২০১৯ রাত ৯:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হবে হয়তো আমরা দেখবো না।

২৯| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:১০

হাসান রাজু বলেছেন: "এই টিভি আবার কবে চালু হইল? "
-ভাই, সক্কাল সক্কাল খবর তো এই টিভিতেই দেখেছেন।

১৯ শে জুন, ২০১৯ রাত ৯:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা আষাঢ়ে টিভি ।
১৮ নং মন্তব্য দেখুন।

৩০| ১৯ শে জুন, ২০১৯ রাত ১০:৫৮

সুমন কর বলেছেন: হাহাহা..........আষাঢ়ে গল্পটা আষাঢ় মাসেই মিস হয়ে গেল !!

২০ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না কবি আষাঢ় এখনো চলছে ---

৩১| ২০ শে জুন, ২০১৯ রাত ৮:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশ তুমি কি করে দিয়েছো, পৃথিবী তো হতবাক !!!

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :P :P :P

৩২| ২৭ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৮

নজসু বলেছেন:



আষাঢ়ে শুভেচ্ছা আর আষাঢ়ে গল্প। :-B

২৭ শে জুন, ২০১৯ রাত ১০:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন সুজন :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.