নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
কে আমার আত্মীয় তা আমার নিয়তিই নির্ধারণ করে দিয়েছে , আর আমি নির্ধারণ করেছি আমার বন্ধু - জ্যাক দেলিল ।
বন্ধুতা বা ফ্রেন্ডশিপ বিষয়টা সর্বকালেই ছিল । কখনো খাতিল্লা ,কখনো দুস্তিয়ালা , কখনো বেয়াইআলা রূপে । বন্ধু ছাড়া জীবন পানসে । প্রতিটা মানুষের জীবনে থাকে এক দঙ্গল বন্ধুর উপস্থিতি । তাদের মধ্যে আবার কেউ থাকে স্পেশাল , বেস্ট ফ্রেন্ড । বেস্ট ফ্রেন্ড নির্বাচনটা একটু জটিল । আপনার বেস্ট ফ্রেন্ড কে? এই প্রশ্নে অনেকেই চিন্তায় পড়ে যান ।
রাত দুটোয় বাসার কাউকে নিয়ে দুরের হাসপাতালে যেতে হবে । একা সব বিষয় সামাল দেয়া কঠিন । তাই সঙ্গে কাউকে চাচ্ছেন , সাথে কাকে নেয়া যায় ? এই ভাবনা মনে উদয় হওয়ার সাথে সাথে যে বন্ধুর কথা আপনার মনে আসবে ধরে নিতে পারেন সে’ই আপনার বেস্ট ফ্রেন্ড ।
বেস্ট ফ্রেন্ডের বাইরে যারা এরাও বেস্টের চেয়ে কম নয় । এদের হরেক জনের নানা চরিত্র । কেউ আছে গৌরিসেন কিসিমের সব সময় খরচ করেই যায় , কাউকে দিয়ে খরচ করানোর মানুষিকতা এদের থাকেনা , কেউ আছে পকেটে ফুটো পয়সা না নিয়েই বাসা থেকে বেরোয় , আবার কেউ থাকে যাদের পকেটই নাই । কেউ আছে খাদক টাইফ , খানা পিনার বিষয়ে এদের ব্যাপক আগ্রহ , দেখা হলেই বলবে দোস্ত কিছু খাওয়া ।
কেউ থাকে চিকন বুদ্ধি সম্পন্ন , নিজের খিদা লাগলে নিজে কিছু বলেনা , আড়ালে নিয়ে খাদকটাকে উস্কানি দেয় , বিলটা যথারীতি গৌরিসেনের ঘাড়ে । গৌরিসেনের পকেটে টাকা না থাকলে এরা ‘বোনের জ্যামিতি বক্স কেনার ৬০ টাকা পকেটে আছে এই নে, কাল দিয়ে দিস’’ বলে হাওলাত দেয় । (আসলে ভুয়া, টাকাটা দাদীর বিছানার নিচ থেকে সরানো)
কিছু আছে যার শরীরে নিজের বলে কিছু নাই , পেন্ট সুমনের , শার্ট মামুনের , কেডস জামানের , অনেক সময় জাইঙ্গাটাও আরেক জনের ।
কিছু বন্ধু আছে ‘’মন শুধু নিতে জানেগো, দিতে জানেনা বন্ধুরে।‘’ মুল বুঝতে হলে আপনাকে মন’এর যায়গায় ‘টাকা’ বসাতে হবে । ধার দেনায় এরা বড়ই এক্সপার্ট ! এদের ধার দেয়া মানে পুরাই সম্প্রদান কারক । এদের কাছে ধারের টাকা ফেরত চাওয়া মানে হাতে ধরে বিপদ ডেকে আনা । এমন করুন ভাবে টাকা ফেরত না দিতে পারার কারন ব্যাখ্যা করবে নতুন করে আরও ৪০ টাকা এদের ধার না দিয়ে আপনার রক্ষা নাই ।
কিছু আছে বিপদের গন্ধ পেলেই সবাইকে বিপদের মুখে রেখে সটকে পড়ে , পরে ‘দোস্ত পেটে মোচড় দেয়ায় চলে গেছিলাম’’ বলে আবার সার্কেলে ঢুকে যায় । কিছু আছে চাপাবাজ , প্রায় ক্ষমতাধর ব্যাক্তিরাই এদের তালতো ভাইএর খালু শশুরের শালীর ননদের ভাসুরের খালাতো ভাই জাতীয় নিকটাত্মীয় । কিছু আছে আসরের মধ্যমনি যাকে ছাড়া আসর জমেনা , কেউ আছেন ‘মুশকিল আচান বাবা’র মত । যত জটিল সমস্যা নিয়ে এদের কাছে আসেন এরা একটা না একটা সমাধান বের করবেই ।
আর প্রতিটা সার্কেলে লুল একজন থাকবেই , যুদ্ধাপরাধীর ফাঁসি সংক্রান্ত আলোচনাকেও এরা ডাইভার্ট করে প্রেম পিরিতি বা নারী দেহে নিয়ে যায় ।
হালে চালু হয়েছে ফেসবুক ফ্রেন্ড । এই ভার্চুয়াল ফ্রেন্ডসরা অনেক সময় জাগতিক ফ্রেন্ডসদের চেয়েও গুরুত্ত্বপূর্ণ হয়ে উঠছে । এদেরও আছে নানা রকমফের নানা কিসিম ।
মোট কথা আমাদের জীবনে হরেক রকম ,হরেক চরিত্রের বন্ধুর সান্নিধ্য মিলে । তার মধ্য থেকেই আমাদের ভাল বন্ধু বেছে নিতে হয় । পরিশেষে এ পি যে আব্দুল কালামের একটি উক্তি – ‘’ একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরি ।‘’ বন্ধুত্বের জয় হোক , শুভ ফ্রেন্ডশিপ ডে ।
(রি-পোস্ট)
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আনমোনা
২| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১১:১৮
ঢাকার লোক বলেছেন: বন্ধু দরকার জীবনে, বন্ধু বানাতে সহায়ক একটা ভাল বই, "প্রতিপত্তি ও বন্ধু লাভ" এরকম নাম, লেখক ডেল কার্নেগি, হয়ত অনেকে পড়ে থাকবেন।
তবে একটা কথা পশ্চিমে চালু আছে, মনে রাখা দরকার, You can pick your friends & you can pick your nose, but you can't pick your friend's nose!
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বইটা আমি পড়েছি। আসলে রুলস,রেজুলেসন মেনে বন্ধুত্ব হয়না।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১১:২০
ঠাকুরমাহমুদ বলেছেন: বন্ধুর মতো বন্ধু জীবনে একটাই যথেষ্ট
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বন্ধুত্বের একটা সার্কেল তৈরি হয়ে যায়।
সেখানের বেস্ট ফ্রেন্ডটিই আপনার বন্ধুর মতো বন্ধু হতে পারে।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১১:৩৭
মা.হাসান বলেছেন: ছাত্র কালের একটা কথা মনে পড়ে গেল। হলে থাকতে এক ক্লাস মেট সকাল বেলা টুথব্রাশে পেস্ট লাগিয়ে বেসিনের কাছে রেখে ছোট বাথরুম করে এসে দেখে একজন সিনিয়র ভাই ওটা দিয়ে দাঁত মাজা শুরু করে দিয়েছে।
আরেকজন রুমের সামনের তারে রাখা জাঙ্গিয়া খুজে না পেয়ে অনুমান করলো বাতাসে হয়তো পড়ে গেছে। কিন্তু সানসেডে বা নিচে তো নেই। গেল কোথায়! কয় দিন পরে দেখা মিললো, একজন বড় ভাই (শধু সিনিয়র না, আসলেও বড়) ওটার সাথে ইট বেধে ঝুলিয়ে দড়িতে নেড়ে দিয়েছে, ওনার জন্য সাইজ একটু ছোট হয়ে যায়।
আমার বেস্ট ফ্রেন্ড কে? টাকা ধার লাগলে যার কথা আমার মনে পড়ে।
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি তিন বন্ধুকে জানি যারা মেসে থাকতো।
সবার টাকা থাকতো এক ড্রয়ারে। কে কত রাখছে ,কত নিচ্ছে এ নিয়ে কেউ মাথা ঘামাতো না।
টাকা ধার দেয়ার বন্ধুটিকে কিন্তু হতে হবে টাকা ধার দেয়ার মত সামর্থবান।
৫| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১২:১৬
私 বলেছেন: সুন্দর লেখা ।
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ 私
৬| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১২:২৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন।
বিয়া টিয়া করার পর বন্ধুগুলা কেমন যেনো হয়ে যায়, আড্ডা তে তো পাওয়াই যায় না; এমনকি ফোনকলে, মেসেঞ্জারেও তাদের মুড থাকে না। যেনো হঠাৎ বয়স ১০-১৫ বছর বাইড়া যায়।
অভিজ্ঞতা থেকে কইলাম।
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার অভিজ্ঞতা সঠিক।
ছাড়া বাছুর দড়িতে বাঁধলে যা হয় বিবাহিতদের অবস্থা হয় এমন।
৭| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বন্ধুত্বের জয় হউক।
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন
৮| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যালো ফ্রেন্ডসিপ ।
যাইহোক নতুন লেখা কেমনে প্রকাশ করমু পরামর্শ দিন।
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগের মতই তো !
৯| ০৫ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:৪৭
ল বলেছেন: ভালো বন্ধুই আপনাকে মহান করে তোলে।।
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্য বলেছেন।
১০| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সত্যিকারের বন্ধুত্ব খুঁজে পাওয়া লক্ষ লক্ষ টন কয়লার মধ্যে এক টুকরা হীরা খুঁজে পাওয়ার শামীল।
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন জনাব আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম
১১| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে চিন্তা করি আমার ভাগ্য অনেক ভালো এই দেশে জন্মগ্রহণ করছি বলে❤
নাহলে অনেক বিনোদন মিস করে পেলতাম....!!
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর
১২| ০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৬
ঢাবিয়ান বলেছেন: এমন নিবির বন্ধুত্ব কেবল স্কুল, কলেজ এবং ভার্সিটি লাইফেই হয়। এরপরে সব ভ্যানিস।
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্কুল, কলেজ এবং ভার্সিটি লাইফে অনেক বন্ধু জোটে। তাদের ভিতর দুএকজনের কথা আজীবন মনে থেকে যায়।
১৩| ০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
তারেক ফাহিম বলেছেন: বন্ধু দিবসের বিলম্ব শুভেচ্ছা।
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম
১৪| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪১
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,
বন্ধুত্বের যে চরিত্র আঁকলেন তা আসলেই "বন্ধুত্ব" কি ? আমার তো মনে হয় ওসব শুধু "পরিচিত" লোকজনদের ছবি।
"অ-রম্য" এর ভেতরেও রম্য ঢুকিয়ে দিয়ে, "ঢেঁকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে" প্রবচনটির সাথে বন্ধুত্ব করে গেলেন ...
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বন্ধুতের রকম ফেরে এরা সকলেই বন্ধু।
"অ-রম্য" এর ভেতরেও রম্য ঢুকিয়ে দিয়ে, "ঢেঁকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে" প্রবচনটির সাথে বন্ধুত্ব করে গেলেন .. মন্দ বলেননি। লেখার দোষে আমার সিরিয়াস পোস্টেও অনেকে মন্তব্য করে রম্য ভাল হইছে
১৫| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার লেখা পড়ে বন্ধুদের ছবিগুলো ভেসে উঠলো। সত্যিই হরেক রকমের বন্ধু রয়েছে দুনিয়ায়।
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিটা সার্কেলেই অনুরূপ বন্ধুদের উপস্থিতি থাকে।
১৬| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ..
মানবজীবনে একজন হলেও ভালো বন্ধু দরকার।
০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন আর্কিওপটেরিক্স
১৭| ১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১২
মিরোরডডল বলেছেন: বন্ধুর সাথে কোনকিছুর তুলনা হয়না ।
একজন ভালো বন্ধু পাশে থাকলে জীবনটা অনেকি সহজ আর আনন্দময় হয়ে উঠে ।
আবার কোন প্রিয় বন্ধুকে হারালে জীবনটা ঠিক ততখানিই বিষাদময় আর নিঃসঙ্গ হয়ে উঠে ।
১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক সুন্দর বলেছেন MirroredDoll
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১১:১১
আনমোনা বলেছেন: ভালো লাগলো।