নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
এক দেশের এক জেলা শহরে পুলিশের এস আই পদে নিয়োগ দান চলছে।যারা লিখিত পরীক্ষায় পাশ করেছে এস পি সাহেব নিজেই তাদের মৌখিক পরীক্ষা নিচ্ছেন।
সব থেকে শেষে যে এল সে লিখিত পরীক্ষায় প্রথম হয়েছে।এম এ পাশ।এস পি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং ঐ চাকুরীপ্রার্থী অকপটে সাবলীলভাবে সঠিক উত্তর দিলো।
এবার এস পি জিজ্ঞেস করলেন -বলুনতো মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছে? লোকটি উত্তর দিতে যাবে ঠিক সেই মুহূর্তে এসপি সাহেবের টেবিলের ফোনটি বেজে উঠলো।তিনি ফোন ধরে স্যার স্যার করা শুরু করে বললেন- স্যার আমি এখনই নিজে গিয়ে একশন নিচ্ছি।
ফোন রেখে তাড়হুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে ওসিকে পেয়ে বললেন- আমার রুমে একজন লোককে রেখে এসেছি, গিয়ে জিজ্ঞেস করবে-মহাত্মা গান্ধীর হত্যাকারী কে?
এবং উত্তরটা লিখে রেখে পরে আমাকে দিবে। ওসি বললো-স্যার কোন চিন্তা কইরেন না আমি এক্ষুনি জেনে নিচ্ছি।
দুইঘন্টা পরে এস পি ফেরত এসে রুমের সামনে গিয়ে ভিতর থেকে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি শুনতে পেলেন।তিনি একটু অবাক হয়ে নিজের রুমে ঢুকে দেখেন চাকুরীপ্রার্থী হাত পা বাঁধা অবস্হায় মেঝেতে পড়ে গোংগাচ্ছে, নাকে মুখে রক্ত, আর ওসি এক পায়ের জুতা দিয়ে পেটে চেপে ধরে টেবিলের উপর বসে লাঠি ঘোরাচ্ছে।
এস পি ওসিকে জিজ্ঞেস করলেন-কি হচ্ছে? ওসি উত্তর দিলো-স্যার এই ব্যাটাতো মহা বদমাশ, আমি জিজ্ঞেস করলাম মহাত্মা গান্ধীকে কে খুন করেছে?
ব্যাটা গড,রাম,নাথুরাম গডস সহ কি কি সব আবোল তাবোল নাম বলে।
অনেক বার ভালোভাবে জিজ্ঞেস করছি , শয়তানটা বারবার এসব নাম বলে। পরে দিলাম বাঁশ ডলা,দিলাম ডিম থ্যারাপী, টার্কির ডিম পর্যন্ত এপ্লাই করতে হয়েছে স্যার ।
আমাকে এতক্ষন কস্ট দিয়ে ব্যাটা এই মাত্র স্বীকার করছে, কোন নাথুরাম গডস নয়, ও নিজেই মহাত্মা গান্ধীকে খুন করেছে এবং সাথে ওর ভাইও ছিলো....
(সংগৃহীত,ইষৎ সম্পাদিত)
২| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১২
চাঁদগাজী বলেছেন:
ভালোই
৩| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।
৪| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ গাজী সাহেব।
৫| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৭
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো
৬| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নিন ইসিয়াক ভাই
৭| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৮
তৃণাঙ্কুর আহমেদ বলেছেন: দারুণ
৮| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: যাক একটূ হাসতে পারলাম।
৯| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ তৃ আহমেদ।
১০| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন রাজিব নুর ভাই
১১| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:২৪
নেওয়াজ আলি বলেছেন: মজা পেলাম
১২| ১৯ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:২৫
কলাবাগান১ বলেছেন: চমৎকার।
আপনার মন্তব্য দুবার আসা বোধহয় ঠিক হয়ে গিয়েছে
১৩| ১৯ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:১৮
স্থিতধী বলেছেন: অনেক দক্ষ পুলিশ।
১৪| ১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:৫৩
কবিতা ক্থ্য বলেছেন: লিটন ভাই
জটিল হইসে।
১৫| ১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ নেওয়াজ আলী
১৬| ১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন সমস্যা, রিপ্লাই দিলে আলাদা কমেন্ট হয়ে যাচ্ছে।
১৭| ১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্থিতধী, ওই দেশের পুলিশের দক্ষতার সীমা পরিসীমা নাই!
১৮| ১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা কথ্য, সহজ করে লেখার চেস্টা করলাম তবুও জটিল?
১৯| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫২
ওমেরা বলেছেন: এটা হেব্বি মজা হয়েছে !
২০| ১৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪১
পদ্মপুকুর বলেছেন: অনেকদিন বাদে আপনাকে দেখলাম...
২১| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আন্তরিক ধন্যবাদ নিন ওমেরা।
২২| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পদ্মপুকুর, অনেক দিন সামুতে লগইন করতে পারিনি।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Great!