নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n--আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।\n

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ এটা আমি নাকি মরহুম সালমান শাহ!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৬





আধা ঘন্টা ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি,বাস দেখলেই হাত উঠাতে উঠাতে হাত ব্যাথা হয়ে গেছে। এ কারণেই আমি বড় খালার বাড়ী যাইনা। হাইওয়ের পাশে বাড়ি,আশেপাশে কোন বাস স্টপ নাই। রাস্তার ধারে ট্রাফিক পুলিশের মতো হাত উঠিয়ে দাড়িয়ে থাকতে হয়।আমি তালেবর নই যে হাত উঠালে ইন্টারদিস্টিক গাড়ী গুলো দাড়িয়ে যাবে।

খেয়াল করলাম, আমি দাড়ানোর জন্য গাড়িগুলোকে সিগনাল দিলেই গাড়িগুলো স্পিড বাড়িয়ে দেয়। শেষটাতো এমন স্পিড তুলেছে, বাতাসের ধাক্কায় পাশের ঝোপে ঢুকে গেছিলাম! ঝোপ থেকে উঠে সবে পেন্টের ধুলো ঝাড়ছি এমন সময় দেখি একটা বাস একদম আমার সামনে ব্রেক কষে দাড়িয়ে পড়েছে। পড়িমরি করে গাড়িতে উঠে এক ভদ্রলোকের পাশে আসন নিলাম।

গাড়ী ছাড়তে না ছাড়তেই পাশের সীটের একটা সুন্দরী মেয়ে বলে উঠলো "ও মাই গড!আপনি এতো সুন্দর কেন? আমার গালে হাত দিয়ে বলল আপনার বডি এতো সুন্দর কেন! নিশ্চই জিম করেন?

আমার গায়ের রঙ হ্যামিল্টন মাসাকাদজা।রঙের কারণেই আব্বা-আম্মা ডাকে কালাচাঁন। খালাতোবোন কালু ডাকাত বলে ক্ষ্যাপায়। বাসে এই মেয়ে আমার মধ্যে এমন কি দেখে সুন্দর বলল বুঝতে পারলাম না। মনে মনে লজ্জা পাচ্ছিলাম।

একটুপর মেয়েটা আমার পাশে বসা ছেলেটাকে বলল "এই যে ভাই আপনি উঠুন, আমি এই ভাইয়ের পাশে বসতে চাই।আপনি আমার সীটে বসুন"।
দেখলাম ছেলেটা সুড়সুড় করে পাশের সারির মেয়েটার সীটে গিয়ে বসল। মেয়েটা বসল আমার পাশে। খেয়াল করে দেখলাম মেয়েটা বেশ সুন্দর। কয়েকদিন আগে টিভির বিজ্ঞাপন দেখে একটা ফেসওয়াশ কিনেছিলাম। বিজ্ঞাপনে বলা ছিল এই ফেসওয়াশ চার সপ্তাহ মাখলে ত্বক হবে উজ্জ্বল ও চকচকে। কিন্তু দুই সপ্তাহেই যে হাতে হাতে ফল পাবো এটা ভাবিনি।

মেয়েটা বলল " আপনার গার্লফ্রেন্ড আছে"?
লোকাল বাসে সুন্দরী মেয়ে পাশে বসলে সব ছেলেরাই সিঙ্গেল হয়ে যায়। বললাম "জ্বীনা আমি সিঙ্গেল"। মেয়েটা এবার সরাসরি বলল "প্রেম করবেন আমার সাথে"? মেয়েটার কথা শুনেই মনের মধ্যে জেমস ভাইয়ের " ঝাকানাকা দেহ দোলানা" গানটা বেজে উঠলো।

সারাজীবন গার্লস স্কুলের পাশে দাঁড়িয়ে থেকে একটা মেয়ে পটাতে পারিনি। যে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছি সেই মেয়ে বলেছে আয়নায় নিজের চেহারা দেখতে।
খালাতো বোন মলিটা বড়ই ঠোঁটকাটা, সেতো বলেই দিয়েছে আলকাতরা আর আমার কালারের মধ্যে কোনো পার্থক্য নাই। ইসস যদি পাশে বসা সুন্দরী মেয়েটার কথাটা ভিডিও করে মলিকে দেখাতে পারতাম।

মেয়েটাকে উত্তর দিতে যাবো এর মধ্যে আরেকটা মেয়ে পাশে দাঁড়িয়ে আমার পাশে বসা মেয়েটিকে বলল "বাসে বসা সুন্দর ছেলেদের দেখলেই প্রেম করতে ইচ্ছে করে না? এই ছেলেকে আমার পছন্দ হয়েছে। তুই অন্য কাউকে দেখ"। দেখলাম আমার পাশে বসা মেয়েটা উঠে চলে গেলো।

এবার যে মেয়েটা এলো সে আরো সুন্দরী । আমি তাড়াতাড়ি ফোন বের করে সামনের ক্যামেরায় নিজের চেহারা দেখে নিলাম।সত্যি এটা আমি নাকি মরহুম সালমান শাহ!
নিজেকে রেস থ্রির সালমান খান মনে হচ্ছিল,শুধু চশমাটাই নাই। বাসায় ভুলে সানগ্লাস ফেলে এসেছি বলে নিজের উপর রাগ হচ্ছিল। নতুন মেয়েটা এবার বলল "ওয়াও, আপনি আমার দেখা সেরা পুরুষ । প্রেম করবেন আমার সাথে"? মেয়েটার কথা শুনে বুকের মধ্যে ধপাস ধপাস শুরু হয়ে গেলো। গর্বে বুক ফুলে
উঠলো। মনে মনে সেই ফেসওয়াশ কোম্পানি কে অনেক ধন্যবাদ দিলাম। মেয়েটাকে উত্তর দিতে যাবো এমন সময় দেখি আরো তিনটা মেয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে।ওরা একসাথে বলে উঠলো " এই ছেলে প্রেম করবে আমার সাথে?"। এবার আমার
পাশের বসা মেয়েটা উঠে ওদের সাথে মারামারি শুরু
করলো।

আহা! সুন্দরী মেয়েরা আমাকে পাবার জন্য আজ মারামারি করে। এই দিন যে আসবে কল্পনাও করিনি। কিন্তু এ কি!চারজন মেয়ে আমার চার হাত পা ধরে বাসের মধ্যে টানাটানি শুরু করলো। একজন বলে এই ছেলে আমার, আরেকজন বলে না না এই ছেলে আমার।ওদের টানাটানি তে আমার ফেনী রাজাজীর দিঘির পাড় থেকে কেনা নতুন জামা ফালা ফালা হয়ে গেছে। প্যান্ট ছিঁড়া ছিঁড়া অবস্থা। নিজেকে সালমান খান ভাবা ছেড়ে গনপিটুনিতে মর মর ধৃত পকেটমার ভাবতে শুরু করলাম।

প্রথম যে জন উঠে চলে গেছিল সেও ছুটে এল। দেখি সে হাত পায়ের শেয়ার পায়নি বলে শরিরের মাঝ বরাবর কিসের তালাশে হাতাহাতি শুরু করে দিয়েছে। সেকেন্ড কয় পর তার অভিব্যক্তি দেখে বুঝলাম, সে তার মঞ্জিলে মুকসুদকে ধরে ফেলেছে। হাত পায়ের আশা অনেক আগেই ত্যাগ দিয়েছি।কিন্তু পঞ্চমির হাত থেকে আমার বংশের প্রদিপের সলতে বাচাতেই হবে!

হঠাৎ আমার মাথায় ৬০ ওয়াটের বালব জ্বলে উঠলো! আরে! আমিতো দুঃস্বপ্ন দেখছি। এরকম পরিস্থিতিতে খিচে চিৎকার দিলে তাতক্ষনিক ফল মিলে, ঘুম ছুটে যায়,দুঃস্বপ্নও শেষ!
দিলাম খিচে চিৎকার! সাথে সাথে ঘুম ছুটে গেল,আমার নয় হেলপারের। ব্যাটাকে গাড়ি ছাড়ার সাথে সাথে ঘুমে তলিয়ে যেতে দেখেছিলাম। এইক্ষনে চিৎকার শুনে হেলপার একটা লাঠি নিয়ে দৌড়ে এল,ওদের যায়গা বেযায়গায় কয়েক ঘা বসিয়ে বলল "ঐ শিগগির একে ছেড়ে দে নইলে কারেন্টের শক দিবো। শকের কথা শুনে "সাথে সাথে পাচটা মেয়ে আমাকে ছেড়ে দিলে গাড়ির মধ্যে ধপাস করে পড়ে গেলাম।

হেলপার বলল " ঐ মিয়া আপনি কখন উঠলেন বাসে? পুরাটা পথ গেট লক আইলাম! ও বুঝছি, একটু পেসাব করতে নামছিলাম তখনই উইঠ্যা পড়ছেন? তাড়াতাড়ি নামেন ভাই, এই বাস পাবনা যাবে। বাসের মধ্যে যারা আছে ওদেরকে লাংগলকোট মানসিক হাস্পাতাল থেকে পাবনার হেমায়েতপুর মানসিক হাসপাতালে রেফার করা হয়েছে। হেলপারের কথা শুনে সাথে মধ্যম অংশের ব্যাথায় আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি আমি পাবনা মানসিক হাসপাতালে একটা বিশেষ চেয়ারে বসে আছি,আমাকে ইলেক্টিক শক দেয়ার প্রস্তুতি চলছে।

মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০২

সোহানী বলেছেন: হাহাহাহা............. এ কি অবস্থা লিটন ভাই!!!!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠোত্তর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৩

জুল ভার্ন বলেছেন: রম্য রচনা ভালো হয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন জুলভার্ন।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: হাসতে হাসতে আমি শেষ!

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মহাজাগতিক চিন্তা।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৬

সোনাগাজী বলেছেন:


সারছেন, খাঁটি জাপানী কান্ডকারখানা।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ গাজী সাহেব।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



এখন রাত ০১২৩ আপনার গল্প পড়ে হাসছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মজাদার গল্প উপহার দেওয়ার জন্য।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সপ্রশংস মন্তব্য, অনেক ধন্যবাদ জানবেন ঠাকুর সাহেব।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: এ কি আজব কারখানা! প্রথমে ভাবছিলাম ছিনতাইকারীর কবলে পড়তে যাচ্ছেন। শেষে দেখি পাগলের পাল্লায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আর আমি ভাবছিলাম স্বপ্ন, পরে দেখি বাস্তব

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: গল্পের প্রতি আমার টান নেই। তবে এমন গল্প হলে পড়া যায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যা মাথায় আসে লিখি,আপনাদের ভালো লাগে জেনে নিজেরও ভালো লাগে।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট। চমৎকার বিনোদন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন রাজিব নুর।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: হা হা হা.........কঠিন অবস্থা .........।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জনাব মাইদুল সরকার।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ওহ! চমৎকার লিখেছেন, শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। শেষটা সেইরকম হয়েছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোনটা? ইলেক্ট্রিক শক দেয়া?

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৮

সেলিম আনোয়ার বলেছেন: :)

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নিন কবি।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৪

ফারহানা শারমিন বলেছেন: ভালোই মজা নিলাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন ফারহানা।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: অইত্তরি একটুর জন্যে ফসকে গেলো রে ......

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওই ৫ জনের ভিতর আপনিও ছিলেন নাকি?

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: চমৎকার রম্য।দারুন লিখেছেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জাহিদুল ইসলাম।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৫

নীল আকাশ বলেছেন: বেশি সুন্দর মেয়েরা যে আসলেই পাবনা মানসিক হাসপাতালের রুগী এবার প্রমান হলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিষয়টি এভাবে তো ভাবিনি!

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ ইতা কিতা হাহাহাহাহাহা

পাবনা থেকে ছাড়া পাইছেন নি?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহা

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিজের ভাষাজ্ঞাণকে ধিক্কার জানিয়ে 'বংশের প্রদীপের সলতে' এবং 'মধ্যম অংশের ব্যথা' বাক্যদ্বয়ের তর্জমা সরল মনে বুবুকে জিজ্ঞেস করে মোহতারমার রসনার নিষ্ঠুরতায় বিস্মিত হয়েছি। 'শক পর্ব' শেষ হলে জানাবেন কি জনাব?

১১ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তা ধারালো রসনার মোহতারিমাটা কে?

১৮| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১০:০১

মোঃআনারুল ইসলাম বলেছেন: হাঁসতে হাসতে দাঁত খুলে গেল ভাই মজাই পাইলাম।

১১ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি ভালা মানুষ হইয়াও আমার দুক্ষে হাসেন?

১৯| ০১ লা মে, ২০২২ রাত ১১:১৬

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
ঈদ মোবারক।

১৯ শে জুন, ২০২২ রাত ১০:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যটি দেরিতে নজরে পড়ার ত্রুটি মার্জনা করবেন কবি।
ভালো আছি, আশা করছি আপনিও অনুরূপ আছেন।

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২২

খায়রুল আহসান বলেছেন: 'তালেবর' কথাটার চমৎকার এবং যথার্থ ব্যবহার হয়েছে পোস্টের প্রথম অনুচ্ছেদে।
চমৎকার রম্য। প্রতিমন্তব্যগুলোও ভালো দিয়েছেন।
পোস্টে প্লাস। + +

এর আগের পোস্টটিতে (রম্যঃ 'যঃ পলায়তি সঃ জীবতী') আমার দুটো মন্তব্য ছিল, যা হয়তো এখনো আপনার নজরে পড়েনি।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যগুলি মোবাইল থেকে দেখেছি। মোবাইল থেকে রিপ্লাই দিলে আলাদা মন্ত্যব্য হয়ে যায় তাই রিপ্লাই দেয়া হয়নি।
আপনি আমার সব পোস্টের মনোযোগী পাঠক। অশেষ কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.