নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
সকালে ঘুম থেকে উঠে টিভি ছাড়লাম। স্ক্রলে ভেসে উঠছে-
তত্বাবধায়ক সরকারের প্রধান সুরেন্দ্র কুমার সিনহার অধীনে আগামী সংসদ নির্বাচন। খালেদা জিয়ার মুক্তি, সারা দেশে শোকরানা দিবস পালন করেছে বিএনপিঁ। আজ ৩২৫৪ জন রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নেয়ার মাধ্যমে শেষ হল ১১ লাখ ৩ হাজার ২৭২ জন রোহিঙ্গার স্বদেশ প্রত্যাবর্তন। রোহিঙ্গাদের পুনর্বাসনে ব্যয় হওয়া প্রায় ৪ হাজার কোটি টাকা ইতোপুর্বে বাংলাদেশকে পরিশোধ করেছে মিয়ানমার।
বন্যায় ভাসছে ভারত। বাংলাদেশ সকল স্লুইজগেট খুলে না দিলে জাতিসংঘে যাওয়ার হুমকি মোদীর। চলতি বছরের প্রথম পাচ মাসে বিজিবির গুলিতে ৭৮২ জন ভারতীয় হত্যা। সীমান্ত হত্যা বন্ধে উচ্চপর্যায়ের বৈঠক চায় ভারত।
সৌদি, আরব আমিরাত ও মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সময় এক সপ্তাহ বাড়িয়েছে বাংলাদেশ। ৭১এর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমাপ্রার্থনা।
টাকার অবিশ্বাস্য দর পতন। ১ টাকায় ৮৪ ডলার থেকে কমে আজ লেনদেন হয়েছে মাত্র ৮২ ডলারে। সরকারের অব্যবস্থাপনাকে দুষছেন ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য।
ওয়ার্ল্ড র্যাং কিংএ শীর্ষস্থান খুইয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রীর পদত্যাগ।
আলোচিত নুসরাত হত্যা মামলার আসামী সিরাজ উদ্দোলার শিশ্ন কর্তন রায় কার্যকর। সাগর রুনির হত্যাকারী গ্রেফতার। তনু হত্যার আসামিদের আদালতে আত্নসমর্পন।
স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বাংলাদেশ।
বিঃদ্রঃ আজ পহেলা আষাঢ়, সকলকে আষাঢ়ে শুভেচ্ছা।
( ২০১৯সালের আজকের দিনে সামুতে প্রথম প্রকাশিত। চার বছর পরেও পরিস্থিতির ইতরবিশেষ হয়নি। সংগত কারণে রিপোস্ট)
১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি বাংলা তারিখ টা দেখলে বিষয়টি বুঝতে সহজ হবে।
২| ১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:৪২
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,
আপনি তো দেখি টাইম ট্রাভেল করে ফেলেছেন! ১০০০ বছর পরের বাংলাদেশের সকালের টিভি সংবাদটাই দেখে এসেছেন!
একজন টাইম ট্রাভেলারকে আষাঢ়স্য প্রথম দিবসের শুভেচ্ছা।
১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি বলতে চাইছেন, এক হাজার বছর পরে আমরা এই অবস্থায় পৌছুবো? আপনার মুখে ফুল চন্দন ফুটুক!
৩| ১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৬
বিষাদ সময় বলেছেন: চমৎকার পোষ্ট...কিন্তু স্বপ্নেও সীমাবদ্ধতা থেকে গেছে।
দেখা যাচ্ছে স্বপ্নেও দেখতে পারেননি যে নির্বাচন কমিশনের অধীনে একটা অবাধ সুষ্টু নির্বচন সম্পন্ন হয়েছে। কারণ চুড়ান্ত গণন্ত্রের জন্য সেটাই আবশ্যিক। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বচন মানেই কোন দল বা প্রশাসন এখনও গণতন্ত্র চর্চার মত পর্যায়ে উন্নিত হতে পারেনি। অতএব এই গণতন্ত্র বেশি দিন স্থায়ী হবে না।
বিএ্সএফ গুলি করে আমাদের মেরেছে অতএব আমরাও তাদের গুলি করে মারবো?
তাহলে পাকিস্তান শুধু ক্ষমা চাইলে হবে কেন? আমরাও তাদের ৩০ লক্ষ লোক মারবো ২ লক্ষ মা বোন কে বে ইজ্জতি করবো তাইনা?
প্রত্যাশা রইল সত্যি হোক আপনার আষাঢ়ে গল্প। ধন্যবাদ।
১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক ছেলে বলছে- ভাই কাল স্বপ্নে দেখলাম আমি বিয়া করছি,পোলা হইছে।পোলা আবার পুলিশ অফিসার, সে আমারে ধরে জেলে ঢুকাই দিছে,জেলে দেখি পরীমনি নাচতেছে। আবার দেখি পরিমনির লগে আমার বিয়া।
আসলে স্বপ্নের কোন আগাগোড়া থাকেনা,সব খাপছাড়া। যতই সাজিয়ে গুছিয়ে লিখি সীমাবদ্ধতা থেকেই যায়।
৪| ১৫ ই জুন, ২০২৩ দুপুর ১২:২১
শেরজা তপন বলেছেন: আপনার মুখে ফুলচন্দন পরুক!
তবে এতবেশী আশাবাদী হতে চাইলে সবাই সন্ধ্যের দৃষ্টিতে তাকাবে আপনার দিকে
১৫ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এমাসে যে আর কম আশাবাদী হওয়া সম্ভব নয়।
৫| ১৫ ই জুন, ২০২৩ দুপুর ১:১৩
ফুয়াদের বাপ বলেছেন: জৈনক এক বাচ্চা ছেলে স্বপ্নে নদীর পাড় ঘেষে বসে খুব আরাম করে হিস্যু করে, স্বপ্ন ভাঙলে টের পায় প্যান্ট-বিছানা ভিজে একাকার। স্বপ্ন দেখা ভালো বটে বিছানা ভিজানো স্বপ্ন দেখা বিপদজনক।
ইস! এই স্বপ্নগুলি যদি সত্যি হতো!
১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্ত্যব্য,ধন্যবাদ জানবেন ফুয়াদের বাপ।
৬| ১৫ ই জুন, ২০২৩ দুপুর ১:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার আষাঢ়ে গল্প!
১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নিন জনাব মহাজাগতিক চিন্তা
৭| ১৫ ই জুন, ২০২৩ দুপুর ১:৫৪
তানভির জুমার বলেছেন: ভোট চোর, ফ্যাসিবাদ, সন্ত্রাস আর লুটপাট মুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন লালন করি আমরা। আমরা আবার বিজয়ের পতাকা উাড়াবো। জণগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে না পারলে বর্তমান ফ্যাসিবাদ আমাদের দেশটা পুরোপুরি সন্ত্রাসীদের হাতে নিয়ে যাবে।
বর্তমান দূর্নীতিবাজ ভিসি বিএসএমএমইউ র' ডাক্তারদের আন্দোলন কে জামাত-শিবিরের আন্দোলন বলে তার অপরাধ কে ঢাকার চেষ্টা করছে। প্রতিবন্ধীদের ন্যাজ্য আন্দোলনকে যারা ভয় পায়, পুলিশ দিয়ে পিটিয়ে চেয়ার থেকে ফেলে দিয়ে শাহবাগ থেকে বিতারিত করে তাদের সম্পর্কে আর কি ই বা বলার আছে। মনে রাখতে হবে দেশটা আমাদের, আাদেরকেই দেশটা মুক্ত করতে হবে।
১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একদিন সব ইতিহাস হয়ে যাবে।আক্ষরিক অর্থে নয়,বাস্তবে এইদেশ হবে সকল জনতার। আমরা সেই দিনের অপেক্ষায়।
৮| ১৫ ই জুন, ২০২৩ দুপুর ১:৫৭
তানভির জুমার বলেছেন:
১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৩৬ হাজার কোটি টাকার হিসাব যেখানে মিলেনা সেখানে এ টাকা কোন টাকাই না
৯| ১৫ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৮
ঢাবিয়ান বলেছেন: সংবাদে আরো দেখলাম রাজনীতিবিদ ও তার সহযোগীদের বিদেশ পাচারকৃত সকল অর্থ সম্পদ দেশে ফিরিয়ে আনা হয়েছে যা দেশের ফরেন রিজার্ভকে পরিনত করেছে এশিয়ার সবচেয়ে শক্তিশালী রিজার্ভে। একদা নবাবী স্টাইলে চলা বেগম পাড়ার বাসিন্দারা এখন বিদেশে অডজব করে কোনরকমে টিকা আছে ।
১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ! এক্কেবারে সৃজনশীল মন্তব্য, ধন্যবাদ জানবেন ঢাবিয়ান।
১০| ১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: আষাড় মাস চলে এলো নাকি?
১৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গল্প শুনেও বুঝেন না রাজীব নুর ভাই!
১১| ০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
চার বছর পরেও পরিস্থিতির ইতরবিশেষ হয়নি। - চল্লিশ বছর পরও ইতর বিশেষ থেকে যাবে। থাকতেই হবে। আমাদের নিস্তার নেই।
০২ রা জুলাই, ২০২৩ রাত ১০:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সম্ভবত একেই বলে নির্ঘোষ নিয়তি।
মন্তব্যের জন্য ধন্যবাদ নিন ঠাকুর মাহমুদ
১২| ০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৯
ক্লোন রাফা বলেছেন: সাবাশ স্বপ্নেও খালেদা জিয়া আর বিএনপি ! আবার তত্বাবধায়ক সরকার তাও আবার সিনহা বাবু‼️ এগুলাম নাকি গুহাযুগ্ ফেরত গেলাম বুঝতে পারছিনা।
ধন্যবাদ , গি.উ.লিটন। কেমন আছেন?
০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো আছি। আপনাকে আবার ক্লোন করল কে?
আপনাকেও ধন্যবাদ রাফা।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার মনে হয় আপনি এখনো ঘুমিয়ে ঘুমিয়ে লিখছেন