নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

ঃ নতুন বছরে নতুন আঙ্গিকে ব্যবহারকারীদের মাঝে হাজির হচ্ছে ফেসবুক ঃ

১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন বছরকে কেন্দ্র করে ভিন্ন আঙ্গিকে আসছে ব্যবহারকারীদের মাঝে। এ জন্য নতুন বছরের শুরু থেকেই প্রাইভেসি পলিসিকে আরো সচ্ছ ও সহজ করার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিশ্বব্যাপী প্রায় 135 কোটি সক্রিয় ব্যবহারকারীর কাছে বার্তা পাঠানো শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন বছরে একজন ব্যবহারকারী কী ধরনের সাইট দেখে থাকেন তা বিশ্লেষণ করে গ্রাহক চাহিদা অনুযায়ী পছন্দসই বিজ্ঞাপন প্রদর্শন করবে ফেসবুক।

হালনাগাদ সেবা পাওয়ার জন্য 1 জানুয়ারি থেকে আপডেট করতে হবে ফেসবুক। একজন ব্যবহারকারী কোন জায়গায় যাচ্ছেন বা থাকছেন, তা থেকে ফেসবুকের মাধ্যমে খোঁজা যাবে। এছাড়া ফেসবুক অ্যাপ গ্রাহকের মোবাইলে ঠিকভাবে কাজ করছে কি না, তা সহজেই বুঝে নেবে ফেসবুক। অন্যান্য অ্যাপের ক্ষেত্রেও এবার সাহায্য করতে পারবে ফেসবুক। অর্থাৎ একজন ব্যবহারকারী তার ডিভাইসে থাকা কোনো একটি অ্যাপ যদি ওপেন করতে ব্যর্থ হন, সে ক্ষেত্রে ফেসবুক ওই অ্যাপ ফিরে পেতে সাহায্য করবে। ব্যবহারকারীর হোকপেজে কোন বিজ্ঞাপন দেখা যাবে, আর কোনটি দেখতে চান না, তার নিয়ন্ত্রণও থাকবে ব্যবহারকারীর হাতেই। তাই ধারণা করা হচ্ছে, অপছন্দের বিজ্ঞাপন আর অনাকাঙ্খিত লিংকে ভরে যাবে না আপনার ব্যবহারকৃত ফেসবুক হোমপেজ।

এছাড়া একজন ব্যবহারকারী কী ধরনের সাইট বা অ্যাপ ব্যবহার করেন, তার ভিত্তিতেই দেয়া হবে বিজ্ঞাপন। নতুন আপডেট বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে ফেসবুকে আরো জনপ্রিয় করে তুলবে বলে দাবি কর্তৃপক্ষের। B-)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.