![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
আগামীকাল 16.12.2014 ইং মহান বিজয় দিবস। 30 (ত্রিশ) লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন সার্বোভৌম রাষ্ট্র এবং একটি পতাকা। যারা ছিলেন সেই দিনের অকুতভয় বীর সৈনিক, যারা সবকিছু জেনে শুনেই সকল মতাদর্শের ঊধ্র্বে উঠে জীবন উৎসর্গ করে এনেছিলেন আমাদের স্বাধীনতা। আজ তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। সালাম, সালাম হাজার সালাম; শহীদ ভাইদের স্বরণে। আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের স্মৃতির চরণে।
1971 সালের সেই দিনে বাংলাদেশের মানুষরা যেভাবে একটি ইস্যুকে কেন্দ্র করে এক হয়ে আন্দোলনে শরীক হয়েছিলো, করেননি কোন দল, মত ভেদাভেদ। আজো যেনো সেই দল, মত নির্বিশেষে এক হয়ে পুরো দেশের মঙ্গল কামনায় আমরা এক হতে পারি; সেই আশাবাদ ব্যক্ত করছি।
জয় বাংলা, জয় হোক সকল খেটে খাওয়া সকল মেহনতি মানুষের। জম্ম হোক বাংলাদেশের এক নতুন দিগন্ত।
©somewhere in net ltd.