নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

- শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রের বিরুদ্ধে মামলা - !!!

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১০

গত কয়েকদিন আগে একটি দৈনিকে পড়লাম বিবিসির স্বক্ষাৎকারে উঠে এসেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে শিক্ষক কর্তৃক ছাত্রীরা নিয়মিত যৌন নিপিড়নের শিকার হন! তার কিছুদিন পর আবার দেখলাম – “বিশ্ববিদ্যালয় গুলোতে পরিমল সিন্ড্রম” নামে একটি শিরোনাম। তার কিছুদিন পর আমার এক বন্ধু তার একটি স্ট্যাটাসে উল্লেখ করে বললো – “অনলাইন পত্রিকাগুলো যেনো যৌনপল্লী”!

এখন পরিবেশটাই এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে, এই ধরনের খবর এখন জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম হয়ে গ্রাহক আকৃষ্ট করার মানসে রত! অথচো ব্যক্তি পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নারীদের অধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছে এবং সমধিকার আদায়ে আন্দোলন করছে বিভিন্ন নারী সংগঠন। কিন্তু দেখার বিষয় হলো – এই নারীরা একদিকে তাদের সমধিকার আদায়ের কথা বলছে ঠিক অন্যদিকে নিপিড়নের শিকার নারীর ব্যাপারে মুখ বুঝে থাকছে! এটা বলতে পারি নারী অধিকার আন্দোলনের নামে দ্বিচারিতা।

এবার ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক শিক্ষিকা! গত শনিবার রাতে মিরপুর মডেল থানায় ওই শিক্ষিকা মামলাটি করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষিকার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেও বিয়ে না করায় রিয়াজ হোসেন বাবু (২৪) নামে ওই ছাত্রের বিরুদ্ধে মামলা করেন তিনি!

বাদী, শ্যামলীর বিআইএসডিটি ফ্যাশন টেকনোলজির একজন শিক্ষিকা (৩২)। রিয়াজ হোসেন বাবু একই প্রতিষ্ঠানের মার্চেন্ডাইজিং বিভাগের ছাত্র বলে জানা গেছে। শিক্ষিকা বলেন, কয়েক মাস ধরে রিয়াজ তার শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে শিক্ষিকাকে বিয়ে করবে বলে প্রলোভন দেখায়। এরপর ওই শিক্ষিকার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে! সম্প্রতি শিক্ষিকা বিয়ের জন্য চাপ দিলে রিয়াজ তাতে গড়িমসি করতে থাকে। এক পর্যায়ে রিয়াজ তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়!

এর আগে গত 13ই ডিসেম্বর একই থানায় ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষনের মামলা করেন চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। তিনিও অভিযোগ করেন রুবেল বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছেন! আর এই অপসংস্কৃতির মূল হোত হলো ভারতীয় চ্যাটেলাইট চ্যানেলগুলো।

আমি মনে করি, যতদিন এই নারীরা তাদের ব্যক্তিগত জীবনকে পারিবারিক জীবনের সাথে সম্পৃক্ত করতে না পারবে, যতদিন তারা তাদের সমধিকার আদায়ের কথা বলে যাবে, যতদিন এইসব অন্যায়কে সরাসরি অন্যায় বলতে না পারবে, যতদিন তারা নিজেকে ওভার স্মার্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবে, যতদিন ইসলাম মনোনিত জীবন বিধানকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে বিবেচনা না করবে এবং যতদিন না পর্যন্ত তারা নিজেদের নিজেকে সুস্খৃংখল পোশাকে আবৃত না করবে ঠিক ততদিন তারা নিজেরা নিজেদের অজান্তেই ধর্ষনের স্বীকার হয়ে যাবে। আশা করি প্রতিটি নারী তার অধিকার সম্পর্কে সচেতন এবং অন্ততপক্ষে কোন কাজ করার পূর্বে তা যেনো পরিবার তথা সমাজের অন্যান্য মানুষের কথা মাথায় রেখে করেন। ধন্যবাদ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

খেলাঘর বলেছেন:


আপনি এগুলোই দেখতে থাকবেন, আপনার সেক্সুয়েল সমস্যা আছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২০

রুপম হাছান বলেছেন: ভাই জনাব, আপনি ভালোই বলেছেন। তবে খাঁটি কথাটা বলতে একটু ভুল করেছেন। এটা আমার না, সমাজের সমস্যা। হা হা হা। কারণ সমাজে যেহেতু আমি বাস করি সেহেতু এজাতীয় খবর আমার চোখ এড়াই না। আমি জানিনা, আপনি সমাজে বাস করেন নাকি জঙ্গলে!?

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

খেলাঘর বলেছেন:

আমি জংগলে বাস করি।

সমাজকে আপার মত লোকগুলো নস্ট করেছে।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: ৩২ বছর বয়েস হয়ে গেছে, এখনো বিয়ে করেনি, নিজের পায়ে দাঁড়ানোর বাহানায়। তো দাঁড়া এখন নিজের পায়ে, আবার বিয়ে করার সাধ জেগেছে কেন?

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

দিশেহারা আমি বলেছেন: সাবজেক্টটাই তো ফ্যাশন টেকনোলজি।
B-) :P =p~
ম্যাডাম , কাপড় খোলার আগে মনে ছিল না??
পড়ান তো ,ফ্যাশন টেকনোলজি আর নিজেই উদাম হয়ে যান?
কোন স্কুলে পড়ছেন আপনি? B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.