নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-: ধানমন্ডিতে ভারতের ভিসা আবেদনের নতুন কেন্দ্র স্থাপন :-

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

ধানমন্ডিতে ভারতের ভিসা আবেদনের জন্য নতুন কেন্দ্র (আইভিএসি) স্থাপন করা হয়েছে। 1লা জানুয়ারী 2015ইং থেকে এই কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। আবেদন কেন্দ্রটি ধানমন্ডির ২ নম্বর রোডের 24 নম্বর বাসায় অবস্থিত।

ভারতীয় হাইকমিশন থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে ঢাকার শুলশান, মতিঝিল, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে আইভিএসি রয়েছে। এগুলোতে সব ধরনের ভিসার আবেদন গ্রহণ করা হয়। আইভিএসিগুলো রোববার থেকে বৃহঃপতিবার সকাল 8টা থেকে বিকাল 1টা পর্যন্ত আবেদন পত্র গ্রহণ এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডেলিভারী দেয়া হবে।

১লা জানুয়ারী থেকে ভারতীয় ভিসার আবেদনের নতুন ফি কর্যকর হবে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর আইভিএসিতে আবেদন ফি 600টাকা এবং সিলেট ও খুলনার আইভিএসিতে আবেদন ফি 700টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়মে আবেদনকারীকে ভিসা আবেদনপত্রের নির্ধারিত স্থানে ডিজিটাল ছবি ব্যবহার করতে হবে। গুলশানে আইভিএসিতে জরুরী চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার রয়েছে। কোনো ধরনের অ্যপয়েন্টমেন্ট ছাড়া প্রয়োজনীয় কাগজপত্রসহ এই কাউন্টারে চিকিৎসা ভিসার আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে ভিসা দালালদের কাছ থেকে সাবধান থাকতে এবং তাদের সম্পর্কে তথ্য কাছের থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীকে অবহিত করতে ও বলা হয়েছে।

আপনার ভিসা প্রাপ্তির বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :- http://www.ivacbd.com/faq.php ওয়েবসাইটে ভিজিট করার জন্যও অনুরোধ জানানো হয়েছে। ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.