![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
আজ 16ই ফেব্রুয়ারী 2015 থেকে বহুল ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং সেবা জিটক বন্ধ করে দেবে। নিজস্ব ভয়েস ও ভিডিও কল সেবা হ্যাং আউটের কার্যক্রম প্রসারের লক্ষ্যে গুগল এ সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বব্যাপি জিটকের ব্যবহারকারীর সংখ্যা কয়েক মিলিয়ন। দীর্ঘ দিন ধরে ব্যবহার করায় অনেকেই গুগলের এ সেবার সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন। জিটক ব্যবহারকারীরা দুই সপ্তাহের মধ্যে গুগলেরই আরেক সেবা হ্যাংআউটে সহজে স্থানান্তরিত হতে পারবে। প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করেন, সাম্প্রতিক সময়ে ভয়েস ও ভিডিও কল সেবার অ্যাপের ব্যবহার বেডেছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে স্মার্টফেনের বাজারেরকারণে প্রতিনিয়তই বাড়ছে এসব অ্যাপেরব্যবহার। ভবিষ্যতে সংশ্লিষ্ট খাতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে হ্যাংআউটকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছেন গুগলের কর্মকর্তারা। এ ধারণা থেকেই জিটক বন্ধ করছে গুগল। আর এর পরে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি সম্পূর্ণভাবে হ্যাংআউটে রুপান্তরিত হবে।
অন্যদিকে-
বিশ্বের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটি বহুল ব্যবহৃত আইফোনের মাধ্যমে হার্ডওয়্যার ব্যবসায় এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম ও ব্রাউজারের পর এবার সার্চ সেবা নিয়ে আসছে অ্যাপর। অ্যাপলের সাফারি ব্রাউজারে কোন সার্চ ইঞ্জিন ডিফল্ট হিসেবে ব্যবহার হবে, তা নিয়েই মূলত শুরু হয়েছে আলোচন। প্রতিষ্ঠানটির এ ব্রাউজারে দীর্ঘ দিন ধরেই গুগল সার্চ ইঞ্জিন ডিফল্ট হিসেবে ব্যবহার হয়ে আসছে। তবে এ বছরই অ্যাপল ও গুগলের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এর ফলে অ্যাপলের সাফারি ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে যুক্ত হওয়ার জন্য মাইক্রোসফট ও হয়াহুর সংশ্লিষ্ট কর্মকর্তারা এরই মধ্যে আলোচনা শুরু করেছেন। সম্প্রতি নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরির জন্য লোক নিয়োগ দিচ্ছে অ্যাপল। অ্যাপল সার্চ নামে নিজস্ব সার্চ প্লাটফর্ম তৈরির লক্ষ্যে এ বিষয়ে দক্ষ প্রকৌশলী চাওয়া হয়েছে অ্যাপলের এক বিজ্ঞপ্তিতে।
স্মার্টফোন নিয়ে তীব্র প্রতিদ্বন্দিতার কারণে অ্যাপল ও গুগলের মধ্যে আগের সুসম্পর্ক এখন আর নেই। পরষ্পরকে সব ক্ষেত্রেই ছাড়িয়ে যাওয়ার চেষ্ট চলছে এ দু’টি প্রতিষ্ঠানের মধ্যে। সার্চ বা অনুসন্ধানের ক্ষেত্র গুগল যেখানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। আর এ কারণে অচিরেই গুগলের প্রতিদ্বন্দী সার্চ ইঞ্জিন তৈরি করতে পারে অ্যাপল।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৯
রুপম হাছান বলেছেন: জি ইমতিয়াজ ভাই। আপনি ঠিক বলেছেন।
ধন্যবাদ ইমতিয়াজ ভাই ফিডব্যাকের জন্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: গুগলের শ্লোগানই হচ্ছে One account. All of Google. আর এর অংশ হিসেবেই ওরা গুগলটক এর স্থালে হ্যাংআউট চালু করেছে। আমরা অফিসে এর সুবিধা নিতে শুরু করেছি।