নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

- বন্ধ হচ্ছে গুগলটক এবং আসতেছে অ্যাপেলের নতুন সার্চ ইঞ্জিন -

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১

আজ 16ই ফেব্রুয়ারী 2015 থেকে বহুল ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং সেবা জিটক বন্ধ করে দেবে। নিজস্ব ভয়েস ও ভিডিও কল সেবা হ্যাং আউটের কার্যক্রম প্রসারের লক্ষ্যে গুগল এ সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বব্যাপি জিটকের ব্যবহারকারীর সংখ্যা কয়েক মিলিয়ন। দীর্ঘ দিন ধরে ব্যবহার করায় অনেকেই গুগলের এ সেবার সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন। জিটক ব্যবহারকারীরা দুই সপ্তাহের মধ্যে গুগলেরই আরেক সেবা হ্যাংআউটে সহজে স্থানান্তরিত হতে পারবে। প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করেন, সাম্প্রতিক সময়ে ভয়েস ও ভিডিও কল সেবার অ্যাপের ব্যবহার বেডেছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে স্মার্টফেনের বাজারেরকারণে প্রতিনিয়তই বাড়ছে এসব অ্যাপেরব্যবহার। ভবিষ্যতে সংশ্লিষ্ট খাতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে হ্যাংআউটকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছেন গুগলের কর্মকর্তারা। এ ধারণা থেকেই জিটক বন্ধ করছে গুগল। আর এর পরে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি সম্পূর্ণভাবে হ্যাংআউটে রুপান্তরিত হবে।

অন্যদিকে-

বিশ্বের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটি বহুল ব্যবহৃত আইফোনের মাধ্যমে হার্ডওয়্যার ব্যবসায় এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম ও ব্রাউজারের পর এবার সার্চ সেবা নিয়ে আসছে অ্যাপর। অ্যাপলের সাফারি ব্রাউজারে কোন সার্চ ইঞ্জিন ডিফল্ট হিসেবে ব্যবহার হবে, তা নিয়েই মূলত শুরু হয়েছে আলোচন। প্রতিষ্ঠানটির এ ব্রাউজারে দীর্ঘ দিন ধরেই গুগল সার্চ ইঞ্জিন ডিফল্ট হিসেবে ব্যবহার হয়ে আসছে। তবে এ বছরই অ্যাপল ও গুগলের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এর ফলে অ্যাপলের সাফারি ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে যুক্ত হওয়ার জন্য মাইক্রোসফট ও হয়াহুর সংশ্লিষ্ট কর্মকর্তারা এরই মধ্যে আলোচনা শুরু করেছেন। সম্প্রতি নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরির জন্য লোক নিয়োগ দিচ্ছে অ্যাপল। অ্যাপল সার্চ নামে নিজস্ব সার্চ প্লাটফর্ম তৈরির লক্ষ্যে এ বিষয়ে দক্ষ প্রকৌশলী চাওয়া হয়েছে অ্যাপলের এক বিজ্ঞপ্তিতে।

স্মার্টফোন নিয়ে তীব্র প্রতিদ্বন্দিতার কারণে অ্যাপল ও গুগলের মধ্যে আগের সুসম্পর্ক এখন আর নেই। পরষ্পরকে সব ক্ষেত্রেই ছাড়িয়ে যাওয়ার চেষ্ট চলছে এ দু’টি প্রতিষ্ঠানের মধ্যে। সার্চ বা অনুসন্ধানের ক্ষেত্র গুগল যেখানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। আর এ কারণে অচিরেই গুগলের প্রতিদ্বন্দী সার্চ ইঞ্জিন তৈরি করতে পারে অ্যাপল।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: গুগলের শ্লোগানই হচ্ছে One account. All of Google. আর এর অংশ হিসেবেই ওরা গুগলটক এর স্থালে হ্যাংআউট চালু করেছে। আমরা অফিসে এর সুবিধা নিতে শুরু করেছি।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

রুপম হাছান বলেছেন: জি ইমতিয়াজ ভাই। আপনি ঠিক বলেছেন।

ধন্যবাদ ইমতিয়াজ ভাই ফিডব্যাকের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.