নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-কোন দেশের পাসপোর্ট সবচেয়ে দামি?-

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪

আপনার ঝুলিতে কোন দেশের পাসপোর্ট রয়েছে, তার ওপর নির্ভ করছে অনেক কিছুই। দেশ ভেদে বদলে যাচ্ছে পাসপোর্টের গুরুত্ব। বিশ্ব মঞ্চে কোন দেশের কতটা গুরুত্ব, তা বোঝ যায় সেই দেশের পাসপোর্ট দেখেই। কোন দেশের পাসপোর্টে ভিসা ছাড়া কতগুলো দেশে ঢোক যায়, তার ওপর নির্ভর করছে আপনার পাসপোর্টের মান তথা দেশের গুরুত্ব। মানে আপনার নাগরিকত্বের জোর কতটা।

বিশ্বের চালচিত্রে এরকমই সেরা ও খারাপ অবস্থানে থাকা কয়েকটি দেশের পাসপোর্ট এক ঝলকে দেখে নেয়া যাক।
• বিনা ভিসায় দেশ ভ্রমণের হিসেব সেরা পাসপোর্ট ফিনল্যান্ডের। পকেটে ফিনল্যান্ডের পাসপোর্ট থাকলে বিনা ভিসায় মোট 174টি দেশে আপনি ভ্রমণ করতে পারবেন।
• এ তালিকায় সবচেয়ে নিচে আছে আফগানিস্তান। আফগানিস্তান পাসপোর্টে ভিসা ছাড়াও মোটে 28টি দেশে যাওয়ার অনুমতি রয়েছে।
• ভারতের স্থান কিন্তু এ তালিকায় খুব একটা ওপর দিকে মোটেই নয়। অশোক চক্রের ছাপ মারা পাসপোর্ট নিয়ে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন 52টি দেশে।
• কানাডার পাসপোটের্প ভিসা ছাড়া যাওয়া যাবে 173টি দেশে।
• বিশ্বে 171টি দেশে অস্ট্রোলীয় নাগরিককে ভিসা ছাড়াই তাদের দেশে ঢুকতে দেবে।
• নিউজিল্যান্ডের পাসপোটের্প ভিসা ছাড়া যাওয়া যাবে 170টি দেশে।
• নেপালের পাসপোর্টের ভুমিকাও এ ক্ষেত্রে মোটে ভালো অবস্থানে নেই। ভিসা ছাড়া যাওয়া যাবে 37টি দেশে।
• ফিলিস্তিনের নাগরিকদের ভিসা ছাড়া ঢুকতে দেবে 35টি দেশে।
• মোট 32টি দেশে পাকিস্তানি নাগরিকরা ভিসা ছাড়াই ঢুকতে পারবে।
• ইরাকি পাসপোর্টে ভিসা ছাড়া ঢোকা যাবে মোট 31টি দেশে।

অন্যান্য দেশের ব্যাপারে এখানে উল্লেখ করা হয়নি। শুধু সংক্ষিপ্ত আকারে সার্টটি প্রকাশ করা হয়েছে। হয়তো পরবর্তীতে পাওয়া যাবে। অপক্ষোয় থাকুন। ধন্যবাদ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

রফিক এরশাদ বলেছেন: ভাই, আমার কাছে নোয়াখালী'র একটা এবং আওয়ামী লীগের একটা টোটাল দুইটা পাসপোর্ট আছে..এইগুলো কতটুকু দামী? এইগুলো দিয়ে আমি কি কি করতে পারবো দয়াকরে জানাবেন প্লিলিজ..?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

রুপম হাছান বলেছেন: রফিক ভাই, নোয়াখালীর টা ভবিষ্যতে কাজে লাগতে পারে তবে বাকী টা কোনো কাজে আসবে কিনা জানি না। হা হা হা। আপনি চরম একটা উদাহরণ দিয়েছেন। ভালো লাগলো। লাইকস।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

নতুন বলেছেন: আমার কাছে আমার বাংলাদেশী সবুজ রং এর পাসপোটি সবচেয়ে দামী...

যেই দেশে আমাকে ভিসা দেবে না... গেলাম না সেই দেশে..

আর সব দেশেই তাদের ভিসার জন্য একটা পদ্বতী আছে... আপনি সেই ভাবেই ভিসা পেতে পারবেন...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

রুপম হাছান বলেছেন: ঠিক বলেছেন ভাই। প্রতিটা জিনিসই একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়।

ধন্যবাদ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩

রায়হান চৌঃ বলেছেন: জি ভাই রফিক এরশদ....
নোয়াখালীর পাসপোর্ট দিয়া নোয়াখালীতে কিছু একটা করুন, কারণ নোয়াখালী অনেক সুন্দর ব্যবসার জায়গা। আম্লীগ এর পাসপোর্ট দিয়া ভারতের পা চাটাচাটি, বিএনপির পাসপোর্ট দিয়া পাকিস্থান এর পা চাটাচাটি আর জামাতের টা দিয়া শুধু মাত্র বাংলাদেশের বদনাম গাইতে পারবেন নির্দিধা.... চটজলদি নাইমা পড়েন.......

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১

রুপম হাছান বলেছেন: রায়হান ভাই, ধন্যবাদ ফিডব্যাকের জন্য। তবে কাউকে আক্রমণ কিংবা হেয় হয় এমন মন্তব্য না করলে আমরা আরো বেশি ভালো লাগবে।

লেখালেখি হয়তো অবসন্ন মনের কিছুটা খোরাক যোগায় বটে। এতে করে বাড়তি আনন্দও পাওয়া যায়। তবে সেখানে বিরুপ প্রতিক্রিয়া থাকলে হয়তো সেভাবে আর লেখালেখি করা হয় না অনেকের।

ধন্যবাদ।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫

মোললা ঠাকুর বলেছেন: ভিসা মুকত দুনিয়া চাই ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১

রুপম হাছান বলেছেন: হা হা হা। হবে হয়তো। অপেক্ষা করতে হবে। লাইকস।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

এনামুল রেজা বলেছেন: বাংলাদেশের পাসপোর্টের ক্ষমতা কদ্দুর?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

রুপম হাছান বলেছেন: তবে এখনো বলা যাচ্ছে না। হা হা হা। অপেক্ষা করুন হয়তো অচিরেই দেখতে পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.