নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-ভালোবাসা চিরন্তন-

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৩



ভালোবাসা চিরন্তন কথাটি চিরসত্য। ‘দীর্ঘ তিন যুগ ধরে মন দেয়া-নেয়া। এরপর দীর্ঘ অপেক্ষা। সব বাধাবিপত্তি পেরিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন প্রেমিকযুগল। এমনই সাড়া জাগানো প্রেমের পরিণতি (বিয়ে) দেখতে অসংখ্য উৎসুক মানুষ ভিড় জমায় কনের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার খড়মখালী গ্রামে। বলা হয়ে থাকে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন ব্যক্তি দীর্ঘ 36 বছর প্রেম করে পছন্দের কনের জন্য অপেক্ষা পর জীবনের শেষ পর্যায়ে এসে বিয়ে নামক শব্দটির মধ্যে দু’জনে আবদ্ধ হয়েছেন। যদিও বাংলাদেশে এর আগে রেলমন্ত্রী জনাব মজিবল হক 65 বছর বয়সে বিয়ে করেছেন তথাপি তাদের মধ্যে মন দেয়া-নেয়া এতটা সময় ছিলনা এবং কনের বয়সও ছিল প্রায় 30 বছর। সবচেয়ে মজার ব্যাপার হলো, জনাব মজিবল হক এবং শুধাংশু বৈরাগীর মধ্যে বেশকিছু মিল রয়েছে। যেমন-(১) উভয় চিরকুমার সংঘের সভাপতি ছিলেন! (২) দুজনেই রাজনীতির সাথে জড়িত হয়েছেন। যদিও মজিবল হক শেষ পর্যন্ত রেলমন্ত্রী হয়েছেন তথাপি শুধাংশু বৈরাগী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তবে বিশেষভাবে আশ্চর্য লাগে, এই চিরকুমার সংঘের যতজনই সভাপতি হয়েছেন মনে হয় সবাই শেষ পর্যন্ত তাদের নীতি রক্ষা করতে পারেন নি! হা হা হা।

বর একই উপজেলা শ্যামপাড়া গ্রামের মৃত লোকনাথ বৈরাগীর ছেলে বর শুধাংশু বৈরাগী, স্কুলজীবন থেকেই তার প্রেম পাশ্ববর্তী খড়মখালী গ্রামের মৃত নিরোধ বায়ের কন্যা নিভা রাণী রায়ের সাথে। পরবর্তী সময়ে কলেজে পড়তে এসে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। এভাবে একে অপরের মন দেয়া-নেয়ার মাঝে পেরিয়ে যায় 36টি বছর। শিক্ষাজীবন শেষ করে দু’জনে ঘর বাঁধার স্বপ্ন দেখলেও নানা সমস্যায় তা আটকে যায়। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলেও নানা মতবিরোধে তাদের ঘর বাঁধার স্বপ্ন বাস্তবে রুপ নেয়নি। আশায় বুক বেঁধে থাকেন দু’জনেই। শুধাংশু বৈরাগী বর্তমানে 55 বছরে পা দিয়েছেন। এলাকায় তার পরিচিতি চিরকুমার সংগঠনের সভাপতি হিসেবে। কয়েকবার তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এলাকায় সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনেও তার রয়েছে পদচারণা। প্রেমিকা নিভা রাণীর বয়স এখন 50 বছর। তিনি বর্তমানে একটি এনজিওর পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

রেলমন্ত্রী মুজিবল হকের বিয়ের পর থেকে বয়সের কথা না ভেবে এই প্রেমিক জুটির দীর্ঘ দিনের সম্পর্কের বিষয়টি একটি পরিণতিতে পৌঁছানোর জন্য এলাকার অনেকেই এগিয়ে আসেন। কয়েক মাস ধরে চেষ্টা চলে দুই পরিবারকে বিয়েতে রাজি করানোর। অবশেষে সাড়া মেল দুই পক্ষের। দুই পরিবারের সম্মতিতে গত 27 ফেব্রুয়ারী রাত 11টায় হিন্দু রীতি অনুযায়ী মালা বদলের মাধ্যমে নিভার বাড়িতে ধুমধামের সাথে এ বিয়ে সম্পন্ন হয়। এ সময় বিয়ে দেখতে দলে দলে এলাকার উৎসুক নারী-পুরুষেরা ছুটে আসেন। চার দিকে হই চই পড়ে যায়। বিয়ে বাড়িতে লোক দাঁড়ানোর তিল পরিমাণ ঠাঁই ছিল না। কনের বাড়িতে রাত জেগে বিয়ে দেখেন আগতরা। পাশাপাশি এ বিয়েকে ঘিরে মিষ্টিমুখ ও রং মাখামাখি চলে রাতভর।

চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র কয়েক দিন ধরে চলছে এ বিয়ের আলোচনা। প্রেমিক শুধাংশুর নিকটাত্মীয় দেবাশীষ বলেন, লাইলী-মজনু, শিরি-ফরহাদ, রজকিনী-চন্ডিদাস কিংবা শাহজাহান-তাজের মতো তাদের প্রেম কাহিনী এখন এলাকার লোকজনের মুখে মুখে। এমন প্রেমের বিয়ে আজকাল খুব একটা দেখা যায় না। শুধাংশু সময়মতো বিয়ে করলে আজ নাতি-নাতনীর মুখ দেখতেন। এত দিন ধরে কেই কারো জন্য অপেক্ষা করে বসে থাকে, এমন নজির খুব কম রয়েছে। শুধাংশু বৈরাগী বলেন, তাদের প্রেম সার্থক হয়েছে। নববধূকে নিয়ে বাকি জীবনটা সুখে-শান্তিতে কাটাতে চাই। সত্যিকারের প্রেম কখনো বিফলে যায় না বলেও মন্তব্য করেন। তিনি আরো বলেন, প্রেমিক-প্রেমিকারা যেন কেউ ভুল করে কখনো আত্মহত্যার পথ বেছে না নেয়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৭

মিন্টুর নগর সংবাদ বলেছেন: অসম্ভব দারুন শেয়ার ভাই ।

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫০

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ জনাব আপনার মূল্যবান ফিডব্যাকের জন্য। লাইকস।

২| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসা চিরন্তন কথাটি সত্য।

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫০

রুপম হাছান বলেছেন: জি হ্যাঁ সেলিম ভাই। ধন্যবাদ।

৩| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



ওঁদের ২ জনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রলো।

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৩

রুপম হাছান বলেছেন: পৌঁছে দেবার ব্যবস্থা করতে হবে। ভালো লাগলো আপনার ফিডব্যাক। ধন্যবাদ। লাইকস।

৪| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
তাদের প্রতি শুভেচ্ছা রইল।

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৪

রুপম হাছান বলেছেন: আপনার নামটি যথেষ্ট সুন্দর। ভালো লাগলো।

ধন্যবাদ জনাব আপনার মূল্যবাদ ফিডব্যাকের জন্য।

৫| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৯

জাফরুল মবীন বলেছেন: প্রেমের সাগরে দীর্ঘদিন ভেসে থাকা এ যুগল শেষ অবধি তীরে নীড় খুঁজে পাওয়ায় খবরে আনন্দিত হলাম! :)

শুভকামনা রইলো চিরসবুজ মনের এ দুটো মানুষের প্রতি।

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৭

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ জাফরুল মবীন ভাই, কষ্ট করে লিখাটি পড়ে মন্তব্য করতে ভুল করেন নি। অবম্ভব ভালো লেগেছে আপনার ফিডব্যাকটি।

আবারো ধন্যবাদ জানাই আপনাকে। লাইকস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.