নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-গো এহেড বাংলাদেশ ক্রিকেট টিম-

০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৮


আমি ব্যক্তিগত ভাবে ক্রিকেট খুব একটা পছন্দ করি না, তাই তেমন দেখা ও হয় না। কিন্ত আজকে অনেকের সাথে বসে খেলা দেখছিলাম, ইংল্যান্ড যখন ১৫০ রান করলো তখন ঠিকই আশা করছিলাম বাংলাদেশ টিম জিতে গেছে। পরক্ষণে বাংলাদেশ টিমের কিছুটা রান দেয়া তাদেরকে বাড়তি একটা চাপের মুখে ফেলে দিয়েছিলো বটে। ঠিক তখনই ভাবলাম আর দেখে কাজ নেই, বাংলাদেশ আর ম্যাচটি জিততেছে না।

যাক আমার চিন্তার বাহিরে তারা কাজটি করতে পেরেছে বলে অনেক খুশি লাগতেছে। শুভ কামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৬

বুবলা বলেছেন: একজন ভারতীয় হিসাবে বলছি বাংলাদেসের এই জয়টা একটা ফ্লুক, কারন আবার ফিরফিরতি খেলা হলে বাংলাদেশ হেরে ভুত হয়ে যাবে। তবে কানে চুপি চুপি একটা গোপন কথা বলি বাংলাদেস আজকে দারুন, অসাধারন খেলেছে, আজকে শুধু বাংলাদেশ জেতেনি জিতেছে ক্রিকেট, বাংলাদেশের ফাইটিং স্পিরিট, এই বিশ্বকাপে একটা ম্যাচের মত ম্যাচ দেখলাম, বাংলাদেশের আজকের প্রদর্শন দেখার পর কষ্ট হলেও বলতে হচ্ছে হ্যাট্স অফ

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০০

রুপম হাছান বলেছেন: পছন্দের অধিকার সকলের আছে ভাই বাবলা। খোলা মনে আপনি আপনার পছন্দের কথা বলেছেন কিংবা বলতে পেরেছেন দেখে মুগ্ধ হলাম। কারণ আপনার সৎ সাহস আছে।

আমি এই খেলা দেখি না কারণ পৃথিবীর মধ্যে এটিই সম্ভবত সেই খেলা যার কোনো সময় জ্ঞান নাই। (অর্থাৎ- নিদিষ্ট কোনো সময় নাই, খেলা শুরু হলে চলছে তো চলেছেই) যেমনি অন্যান্য খেলায় নির্ধারিত থাকে সময়।

আমাদের ক্লাসের পদার্থ বিজ্ঞানের স্যার সব সময় একটি কথা বলতেন, এই খেলা হলো-অলস জাতির খেলা। যাদের বাবার অঢেল পতিপত্তি আছে। সারাদিন বসে থাকো খেলা দেখো, আর অন্য কোনো কাজ নাই।

ধন্যবাদ বাবলা ভাই।

২| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৬

জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে !:#P

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৫

রুপম হাছান বলেছেন: আমি ধন্যবাদ দিই আপনাকে জনাব জাফরুল মবীন ভাই। কষ্ট করে পড়েন এবং সেই পড়ার একটা মন্তব্য উপহার দিতে ভুলে যান না।

ক্রিকেট সব সময়ের জন্য লেজি খেলা। তারপরেও বাংলাদেশ ক্রিকেট টিমকে আগামী দিনের খেলাগুলোর জন্য অগ্রীম অভিনন্দন জানাচ্ছি আপনার সাথে।

পুনরায় ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.