![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
বিয়ে করবেন!? কনে পাচ্ছেন না!? সমস্যা কী! লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন সুন্দরীরা। কেউ রুপচর্চা করছেন। কেউ আবার নিজেদের পোশাক-আশাকের সাথে স্বর্ণালঙ্কার ঠিক করে নিচ্ছেন। মনে হতে পারে হয়তো তারা কোনো সুন্দরী প্রতিযোগিতায় নেমেছেন। আদৌতে তা নয়। অবাক করার মতো বিষয় যে, নতুন সঙ্গী (স্বামী) খোঁজার জন্য তাদের এই হাটে তুলেছেন তাদের মা-বাবারা।
ইউরোপের সমৃদ্ধিশালী দেশ বুলগেরিয়ায় স্টারা জোগরা শহরের একটি উম্মুক্ত মার্কেটের চিত্র এটি। প্রতি বছর চারবার বসানো হয় এই হাট। রোমা সম্প্রদায়ের (স্থানীয় ভাষায় কালাইদেঝি) গরিব মা-বাবারা তাদের মেয়েদের হাটে তোলেন। এ জন্য মেয়ের বিয়ের সব খরচ বাবা-মাকে দিয়ে থাকে ওই সম্প্রদায়ের একটি ইউনিয়ন। যুবকেরা কনে পছন্দ করতে আসেন ওই হাটে। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকেন সেখানে। উপস্থিত মেয়েদের মধ্য থেকে কনে পছন্দ করেন ছেলেরা। পরে পরিবারের পছন্দ ও সম্মতির পরই তাদের বিয়ে হয়।
এক বছরে চারবার কনে হাট বসানো হয়। রোমান জাজকের কৃপা পাওয়ার আশায় ধর্মীয় ছুটির দিন এবং বসন্ত ও গ্রীষ্মে ওই হাট বসানো হয়। হাটে আসা যুবক-যুবতীরা শুধু কোশগল্পই করারই সুযোগ পান না, নিজেরা ম্যাচমেকারের ভূমিকায়ও অবতীর্ণ হন। কনজারভেটিভ সম্প্রদায়ের যুবক-যুবতীরা এই সুযোগে একে অন্যকে ধরে নাচেন, গান ও নানা ফূর্তিতে মেতে ওঠেন। চবিতে পোজ, এমনকি হালকা পানীয় ও পান করেন তারা। তাম্রলিপির যুগ থেকে ঐতিহ্যগতভবে এভাবেই ছেলেমেয়েদের বিয়ে দিয়ে আসছেন বুলগেরিয়ার প্রাচীন রোমা সম্প্রদায়ের পরিবারেরা।
তবে এক মেয়ের বিয়ের পেছনে আড়াই থেকে সাড়ে চার হাজার পাউন্ড খরচ করতে হয় সম্প্রদায়ের ইউনিয়নকে। নিজেদের ঐতিহ্য রক্ষার কথা ভেবে এভাবেই নিজেদের সন্তানদের হাটে তুলছেন পিতা-মাতারা।
১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৪
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ শরীফ মাহমুদ ভূঁইয়া ভাই। খেয়াল করা হয়নি। এমএস ওয়র্ডে লিখে তারপর পেষ্ট করি হয়তো সেভাবে হয়েছে। যাই হোক লিখাটি পড়েছেন এবং পড়ে ফিডব্যাক দিয়েছেন তাই আপনাকে আবারো ধন্যবাদ দিচ্ছি ভুল সংশোধন করে দেওয়ার জন্য।
২| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১০
কালের সময় বলেছেন: ভালো পোস্ট ++
১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৭
রুপম হাছান বলেছেন: আপনাদের কাছে ভালো লাগলেই আমার কষ্ট করে লিখাটা যথার্থ হয়েছে বলে মনে হয়।
ধন্যবাদ ভাই সময় আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।
৩| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৬
সোহানী বলেছেন: আহারে আমাদের ভবিষ্যত বরেরা কপাল চাপড়াবে নিশ্চয়
১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩২
রুপম হাছান বলেছেন: হা হা হা। না ভাই, তা হবে বলে মনে হয় না।
কারণ, এখন প্রতিযোগিতার যুগ। যে আগে আসবেন সে আগে পাবেন ভিত্তিতে সমাজ ব্যবস্থা চালু রয়েছে। বিশেষ করে টিনএজদের মাঝে এই প্রবণতা লক্ষ্য করার মতো। মাঝে মাঝে দেখি এক একজন পুরুষের দুইয়ের অধিক বান্ধবী রয়েছে। হা হা হা।
তাই মনে হয় না আমাদের ভবিষ্যত বরপুত্ররা কপাল চাপড়াতে হবে।
আপনার মূল্যবান মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
৪| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৭
ঢাকাবাসী বলেছেন: ভালো লেখা। আমাদের দেশে চালু করা যায় কিনা ভাবছি। এক লেখা দুবার আসাটা ঠিক করেন। আরো মনোযোগ দিয়ে লেখা পোস্ট করেন। ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫
রুপম হাছান বলেছেন: জি হ্যাঁ জনাব। হা হা হা। তা প্রথম মন্তব্যকারীর পোষ্টের মাধ্যমে সংশোধন করা হয়েছে বৈকি। তবে সত্যি এটা অসাবধানতা বশত হয়েছে।
চালু করে দেখুন, নিশ্চয় ভাবনাতিরিক্ত সাড়া পাবেন। আমরা সব সময় ভিন্নি কিছু দেখতে কিংবা পেতে আগ্রহী। নতুনকে সবাই সাড়া দেবে।
আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান মন্তব্যর জন্য।
৫| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৭
আহমেদ বিল্লাল বলেছেন: তাই না'কি ঢাকায় বশাইলে কেমন হয়....
১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৭
রুপম হাছান বলেছেন: হা হা হা। বাংলাদেশের যেখানে বসান কোনো ক্ষতি নেই, তবে এটা হলফ করে বলতে পারি; আপনাদের ডাকে প্রথম সাড়া হয়তো আমিই দেবো। হা হা হা।
ধন্যবাদ বিল্লাল ভাই।
৬| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৬
দস্যুরাজা বলেছেন: আহমেদ বিল্লাল বলেছেন: তাই না'কি ঢাকায় বশাইলে কেমন হয়...
ইভটিজারের জ্বালায় পাগল হইয়া যাইবেন...
১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪০
রুপম হাছান বলেছেন: ভাই রাজা, যেখানে এমন ব্যবস্থা রয়েছে বিশ্বাস করি সেখানে ইভটিজারের প্রভাব থাকবে না। কারণ, সে তো না চাইতেই সব কিছু হাতের নাগালে দেখতে পাচ্ছে। হা হা হা।
৭| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৭
মাঘের নীল আকাশ বলেছেন: পুরা ঢাকাই তো হাট
১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৮
রুপম হাছান বলেছেন: এমন একটি মহতি উদ্দ্যেগের জন্য মনে হয় হাট বারের প্রয়োজন হবে না বিশেষ করে ঢাকাতে। হা হা হা।
ধন্যবাদ আকাশ ভাই আপনার মন্তব্যর জন্য।
৮| ১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৭
আরণ্যক রাখাল বলেছেন: একটা বউ কিনতে হয় তাইলে! বিদেশির কাছে বিক্রি করে?
১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৭
রুপম হাছান বলেছেন: অপেক্ষা করুন নিশ্চয় কিনতে পারবেন আর যদি সামর্থ্যে না কুলায় তবে দেখে নিন আপনার পাশে কোনো ইউনিয়ন আছে কিনা! হা হা হা।
ধন্যবাদ আরণ্যক। আপনার চমৎকার অভিব্যক্তির জন্য। লাইকস।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৭
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: একই লেখা দুইবার হয়ে গিয়েছে।