![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
কাউন্সিলর মানে জনগণের সেবক। তাই নিয়মিত ডিউটির বাইরে ট্যাক্সি চালান জর্জিয়ার গুরজানি শহরের কাউন্সিলর জুরাব সেপিয়াশভিলি। পূর্বাঞ্চলীয় গুরজানি শহরের কাউন্সিলর জুরাব প্রতি রোববার চার ঘন্টা করে শহরের রাস্তায় চ্যাক্সি চালিয়ে থাকেন। কোনোরেকম ভাড়া ছাড়াই তিনি যাত্রী পরিবহনের কাজ করেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় এ কাজ বেছে নিয়েছি। আমি একজন কাউন্সিলর, তার মানে হলো আমি জনগণের চাকর। এ সত্যটি শহরবাসীকে জানানোর জন্যই ট্যাক্সি চালাই। তিনি নেতাদের সমালোচনা করে বলেন, কিছু রাজনৈতিক নেতার আচরণ দেখলে মনে হয়, তারা যেনো জনগণের প্রভু। কিন্তু তিনি এ ধারণার ঘোরবিরোধী।
তাইতো নিজের পকেটের টাকা দিয়ে পেট্রোল কিনে যাত্রীসেবা করেন। শুধু গুরজানি শহর নয়-কোনো যাত্রী চাইলে তাকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতেও প্রস্তুত জুরাব। এ ছাড়া কোনো রকম দলাদলিতে বিশ্বাসী নন তিনি। তাই লেবার পার্টির সদস্য হলেও অন্য দলের নেতা কর্মীরা নির্বিঘ্নে তার গাড়িতে চড়তে পারবেন। জুরাব সেপিয়াশভিলির এই ট্যাক্সিসেবা জর্জিয়ার সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। তাইতো এখন প্রশংসার জোয়ারে ভাসছেন জুরাব। এমনকি অনেক ট্যাক্সি চালকও এই নেতার দ্বারা প্রভাবিত হতে শুরু করেছেন। এক ট্যাক্সি চালক তো এরই মধ্যে বিনা পয়সায় যাত্রী পরিবহন করারও ঘোষণা দিয়েছেন।
তবে সন্দেহকারীদের সংখ্যাও কিন্ত কম নয়। তাই স্থানীয় এক ব্যক্তি বিনা সংকোচে বলেই ফেলেছেন, তিনি যেদিন নিজের চোখে ওই সিটি কাউন্সিলরকে গাড়ি চালাতে দেখবেন, সেদিনই বিশ্বাস করবেন। তবে এই কথাতো সত্যি যে, গণতান্ত্রিক দেশে সকল ব্যক্তিই বিনা বাঁধায় কিংবা কোনো রকম ঝামেলা ছাড়াই পেতে পারেন তার নাগরিক সুবিধা। যেখানে কোনো রকম দলাদলি থাকবেনা, থাকবেনা-গুম, হত্যা, অপহরণ কিংবা বন্দুকযুদ্ধ, থাকবে শুধুই একে অপরের প্রতি সহযোগিতা এবং সহমর্মিতা।
©somewhere in net ltd.