![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
এখানে যে শব্দগুলো ব্যবহার করা হবে, সেগুলো অবশ্যই ক্রিকেটিয়। তবে শব্দগুলো দৃশ্যমান তথাপি একটু ভিন্ন যা দর্শক এবং পাঠকদের সামনে উপস্থাপন করা হয়েছে। অন্যভাবে বলতে কিভাবে, সেই ভাবনা দিয়েছেন : ইকবাল খন্দকার এবং আপনাদের উদ্দেশ্যে লিখছি আমি ...।
সেরা কোচ
কোচটা সেরা তো বটেই। মেকআপ-গেটআপ দেখে বুঝতে পারছেন না? এছাড়া যে কোচ এই হরতাল-অবরোধ কিংবা ধর্মঘটেও চলাচল করতে পারে, সেই কোচ সেরা না হয়ে উপায় কি!
ম্যান অব দ্যা ম্যাচ
যে মানুষটার কাছে আপনার আমার প্রয়োজনের সময় সেই প্রয়োজনীয় বস্তুটি অর্থাৎ ম্যাচ পাওয়া যায়, সেই মানুষটা তো অবলীলায় ম্যান অব দ্যা ম্যাচ হতেই পারে। আপনার কি তাতে সন্দেহ আছে?
ওহ! ভার -ওভার
যে ভার বহন করে, সে বোঝে ঠেলা কাকে বলে! অতএব, সেই ঠেলার চোঁটে তার মুখ দিয়ে বের হয়ে আসতেই পারে-ওহ!ভার; যা সংক্ষেপে আমরা ওভার হিসেবে আখ্যায়িত করে থাকি!
ব্যাটসম্যান
সকাল নেই, বিকাল নেই; সন্ধ্যা নেই, রাত নেই; যখনই মশার উপদ্রব দেখেন ঠিক তখনই দু’হাতে চলান তার ব্যাট। সো সত্যিকার অর্থেই তিনিই হলেন এই সময়ের ব্যাটসম্যান।
রান আউট
রান যদি প্লেট থেকে বাহিরে পড়ে যায় কিংবা আপনার প্লেটে যায়গা সংকুলান না হয় অথবা প্রয়োজনের তাগিদে মুরগীর শরীর থেকে বিছিন্ন করে তা হাত দিয়ে সরিয়ে নিতে হয়; তাহলে আপনি সেটাকে বলতেই পারেন রান আউট।
জার্সি
‘জার’ মানে হলো কৌটা; ‘সি’ মানে হলো দেখা। অতএব কৌটা দেখার দৃশ্যকে আমরা জার্সি বলতেই পারি। নাকি পাঠকবৃন্দ!?
১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৩
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই রাজপুত্র। আপনাদের সামান্যতম মজা পাওয়া আমার লিখার স্বার্থকতার ক্ষুদ্র বর্হিঃপ্রকাশ মাত্র।
পুণরায় আমাদের আঙ্গিনায় প্রবেশ করার আমন্ত্রণ রইল। হা হা হা।
২| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪০
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: হা হা ভাই বিনোদন পেলাম।
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩২
রুপম হাছান বলেছেন: আমি অভিনেতা নই তারপরেও যদি আপনারা বিনোদন পান সত্যি বলতে আমার এতো আবেগ রাখবো কই। হা হা হা। সত্যি আপনার ভালো লাগা আমার কাছেও যেনো বাড়তি ভালো লাগাতে পরিণত করলো।
আপনার মূল্যবান মতামত আমার আরো ভালো বিনোদনমূলক লেখার সহায়ক হবে বলে মনে করি।
ধন্যবাদ ভাই ওবাইদুল্লাহ ওবাইদ।
৩| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৩
আমিনুর রহমান বলেছেন:
বেশ মজার তো !
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫
রুপম হাছান বলেছেন: যদি ঐ রানটি পাওয়া যেতো! হা হা হা। আমিনুর রহমান ভাই আপনাদের কাছে আমার এই ভিন্ন অভিব্যক্তি প্রকাশ যদি সামান্যতম ভালো লেগে থাকে তবেই তো লেখার যথার্থটা।
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ আমিনুর রহমান ভাই।
৪| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৯
ঢাকাবাসী বলেছেন: মজা পেলুম, আরো ভাল লাগল পড়ে কারণ এটা আপনার মৌলিক সৃস্টি। কপি পেস্ট নয়!
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৬
রুপম হাছান বলেছেন: হা হা হা। প্রিয় ঢাকাবাসী, আমি কপি পেষ্ট করি আমার এমএস ওয়ার্ড থেকে সামুতে। আমি সরাসরি সামুতে টাইপ করি না। হা হা হা। তবে ভালো লেখার কিংবা অনেক লেখাই আমরা সংগ্রহ করে লিখতে হয়। কারণ আমরা যা লিখি বা পড়ি বা বলি, তা মূলত কেউ না কেউ বলে গেছেন কিংবা লিখে গেছেন।
আমরা শুধু সেটা একটু ভিন্ন আঙ্গিকে বলার বা সাজানোর চেষ্টা করি। আমরা যখন এসএসসি, এইচএসসি, অনার্স কিংবা মাষ্টার্স তথা তার উর্ধ্বো কিছু অর্জন করি, সেটা মূলত কারো না কারো লেখা মুখস্থ করে তবেই পরীক্ষার হলে গিয়ে লিখে পাস করি। তবে কি সেটা নকল কিংবা কপি পেস্ট নয়!? হা হা হা।
হয়তো কেউ সেটা মুখস্থ লিখে হুবহু নতুবা আংশিক। অথচ আমরা শুধু দেখে লেখাকে নকল বা কপি পেষ্ট বলি। হা হা হা।
আমরা মূলত যা কিছুেই লিখি বা বলি তার সবকিছুই কোনো কিছুকে আবর্তিত করেই লিখা এবং সেই আবর্তিত বিষয়বস্তু কেউ না কেউ আগে তৈরি করে গেছেন কিংবা তৈরি হয়ে থাকে। আমরা শুধু আমাদের দৃষ্টিকোন থেকে সেটাকে মূল্যায়ন করে কিংবা বলে কিংবা লিখে থাকি।
ধন্যবাদ ভাই ঢাকাবাসী আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।
৫| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনুসরণে নিলাম।
কথা দিলেম আসা হবে নিয়মিত।
১৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৪
রুপম হাছান বলেছেন: বর্তমানে এই দেশে কথা দিয়ে কথা রাখা হয়না! যার বলির ফাঁঠা আমরা সবাই। তবে গুণিরা ভালো কিছুর আশে নিয়মিত কথা রাখার চেষ্টা করেন মাত্র! হা হা হা।
ধন্যবাদ ভাই রাজপুত্র আপনার প্রতিবেশীদের প্রতি খোঁজ-খবর রাখেন বলে।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: মজা পাইছি