নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-ইন্টারনেট দুনিয়ায় প্রযুক্তিখাতের নিরাপত্তা জোরদার করছে ইয়াহু এবং আলিবাবা-

২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪১



সম্প্রতি পাসওয়ার্ড ব্যবস্থার উন্নয়ন করেছে ইয়াহু। নতুন অবস্থার মাধ্যমে গ্রাহক চাইলে তার পাসওয়ার্ডের পরিবর্তে প্রতিবার ইয়াহু প্রদত্ত নতুন নতুন কোড ব্যবহার করে অ্যাকাউন্ট-এ প্রবেশ করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সাইবার হামলার সাম্প্রতিক সময়ে ব্যাপকতা বৃদ্ধিতে অনেককেই ইন্টারনেটবিমুখ করে তুলেছে। কিন্তু সাইবার হামলা থেকে গ্রাহককে রক্ষা করতে পিছিয়ে নেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।



এরই ধারাবহিকতায় নতুন পাসওয়ার্ড-ব্যবস্থা চালূ করল ইন্টারনেটভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু। নতুন ব্যবস্থাটি ব্যবহারের জন্য গ্রাহককে প্রয়োজনীয় ফিচার চালু করতে হবে। পাশাপাশি ফোন নম্বরও দিতে হবে। প্রতিবার প্রবেশ করতে গেলে ফোন নম্বরটিতে নিদিষ্ট কোড পাঠাবে ইয়াহু। আর সেই কোড দিয়েই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে গ্রাহক। নতুন ব্যবস্থায় দুই স্তরের নিরাপত্তার মতো ব্যবস্থা কার্যকর করা হয়েছে। যা অ্যাকাউন্টের গোপনীয়তা বৃদ্ধিতে সহায্য করবে। ইয়াহুর প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামস সেবাটি সম্পর্কে বলেন, পাসওয়ার্ড-ব্যবস্থাটি তুলে দেয়ার এটি প্রাথমিক উদ্যেগ। আর নতুন সেবার মাধ্যমে ইয়াহু অ্যাকাউন্ট আরো বেশি নিরাপদ হবে।





এই মুহুর্তে বিশ্বের প্রযুক্তি খাতের অন্যতম প্রথম আলোচিত বিষয় হচ্ছে সাইবার হামলা। মূলত অর্থ বা তথ্য হাতিয়ে নিতেই এ হামলা চালানো হচ্ছে। যার ফলে আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা হচ্ছে বেশি। এ হামলা থেকে গ্রাহকদের সুরক্ষা দিতেই পেমেন্ট সেবায় নতুন প্রযুক্তি যোগ করতে যাচ্ছে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। জার্মানিতে চলমান সিবিট সম্মেলনে আলিবাবার প্রধান জ্যাক মা নতুন পেমেন্ট সেবার ঘোষণা দিয়েছে। সাইবার হামলার হাত থেকে নিরাপদ করতেই অন্যান্য সেবাতে ফেস স্ক্যানিং প্রযুক্তি যোগ করছে আলিবাবা। জ্যাক মা আরো বলেন, আলিবাবার পেমেন্ট সেবায় ফেস স্ক্যানিং প্রযুক্তি যোগ করা হবে। এতে গ্রাহকের মুখমন্ডলই হবে লেনদেন নিশ্চিত করার মাধ্যম। আর নতুন ব্যবস্থা কার্যকর করার ফলে আর্থিক লেনদেনে নিরাপত্তা বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। পেমেন্ট সেবায় ফেস স্ক্যানিং সেবা যুক্ত করার কাজ চলছে।



২০১৭ সালের মধ্যে পেমেন্ট সেবায় তারা এ প্রযুক্তি যুক্ত করতে সক্ষম হবে বলে জানিয়েছেন। ই-কমার্স খাতে শীর্ষস্থানীয় অবস্থানে চলে এসেছে চীনা প্রতিষ্ঠান আলিবাবা। কিন্তু সাইবার হামলার আশঙ্কা প্রতিষ্ঠানটির অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে তারা গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সেবাটি আনছে। তবে এ ক্ষেত্রে ঝুঁকির কথা মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। তাদের মতে বর্তমানে এমন প্রযুক্তিও রয়েছে, যা দিয়ে যে কারো উন্নত রেজুলেশনের মুখোশ তৈরি সম্ভব। এর মাধ্যমে ফেস স্ক্যানিং প্রযুক্তিও অর্থ লেনদেনে পূর্ণ সুরক্ষা দিতে সক্ষম হবে বলে মনে করছেন না সাইবার বিশ্লেষকরা। তবে আলিবাবার পক্ষ তেক বলা হয়েছে, তাদের নতুন সেবায় মুখমন্ডলের বদলে মুখোশ ব্যবহার করে অর্থ লেনদেনের কোনো সুযোগ থাকবে না। কিন্তু কোন বিশেষ পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানটির নতুন সেবাটি মুখোশ শনাক্ত করতে পারবে, সে বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা দেয়া হয়নি।



ইবে ও টার্গেটের মতো ই-কমার্স প্রতিষ্ঠান এরই মধ্যে সাইবার হামলার শিকার হওয়ার কারণে আলিবাবা, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের জন্য পেমেন্ট সেবায় নিরাপত্তা বাড়ানো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে যারা অনলাইনে অর্থ লেনদেনে সেবা দিচ্ছে, তাদের প্রায় সবাই সাইবার নিরাপত্তার বিষয়টি নিয়ে সচেতন। এরই ধারাবাহিকতায় আলিবাবা তাদের নিরাপত্তা জোরদার করার ঘোষণা দিলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.