![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
অঙ্কে কাঁচা বলে কি মাঝে মাঝেই স্কুলে কানমলা খেতেন? চাকরির বাজারেই এই ভয়ংকর অঙ্ক না জানার কারণে খেতে হয়েছে প্রচুর নাকানি চুবানি। কিন্তু এই জ্বালাতনী অঙ্ক আপনাকে যে বিয়ের মঞ্চেও বিপাকে ফেলতে পারে, ঘুনাক্ষরেও কি কোনো দিন টের পেয়েছিলেন? এবার সাবধান হোন। বিয়ের আগে মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস শুরু করুন, না হলে আপনার ভাগ্যও হয়তো ভারতের কানপুরের রাম বরণের মতো হতে পারে।
ভারতের উত্তর প্রদেশে কানপুরের দেহাত জেলার বাসিন্দা রাম বরণের বিয়েটাই বানচাল হয়ে গেল সহজ একটা অঙ্কের সমাধান করতে না পারার কারণে। হবু বরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ ছিলো কনের। কনে তখন বিয়ের সাজে খোশ মেজাজে পাত্র রামের সামনে এসে সহজ ও সাবলীলভাবে জিজ্ঞাসা করেছিলেন ১৫+৬= কত হয়? ঠিক উত্তর দিতে পারেন নি রাম (বর)। আর তাতেই ক্ষেপে গিয়ে বিয়েটাই বাতিল করে দিলেন কনে বেশে সাজুগুজু করে আসা লাভলি। পরিবার ও গ্রামের লোকজন সাথে নিয়ে লাভলিকে বিয়ে করতে এসেছিলেন রাম।
১৫+৬ এর উত্তরে রামের মুখে ২১ এর বদলে ১৭ শুনে হাঁ হয়ে যান লাভলি ও তার ভাইবোনেরা। লাভলি বরের মুখে উত্তর শুনে সাফ জানিয়ে দেন এই বিয়ে তিনি করবেন না। রামের বাড়ির লোকজন তাকে বোঝাবার বহু চেষ্টা করলেও মন্ডপ থেকে সোজা বেরিয়ে আসেন কনে লাভলি। কনের বাবা বলেন, ‘ক্লাস ওয়ানের একটা বাচ্চাও এই প্রশ্নের ঠিকঠাক উত্তর জানে’। বরের বাড়ির লোকজন ওর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের মিথ্যে কথা বলেছিলো। কনে পক্ষের দাবি তাদের ঠকানো হয়েছে। এভাবে আপনিও ঠকাবেন না যেনো।
©somewhere in net ltd.