নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-সিম ক্লোনিং : জাতীয় সমস্যা-

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৯



► সাবধান হন এখনি। আপনিও হতে পারেন সিম ক্লোনের শিকার। হাঁ ভয়ানক এই তথ্যটি জানতে পারি একুশে টিভির বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। পরে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট ধারনা পেতে বিভিন্ন টিভি নিউজ দেখে শিওর হলাম।



► ১- সিম ক্লোন কি?



একটি সিম যেটি আপনি ব্যবহার করছেন সেই সিম টি যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা এক নাম্বার যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোন কারন ছাড়া কমে যাচ্ছে তবে আপনি সিম ক্লোনের শিকার।



► ২- কিভাবে শিকার হবেন সিম ক্লোনের :



আপনি যদি অপরিচিত কোন নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকারে পরিনত হতে পারেন। দুষ্কৃতকারীরা বিশেষ একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোনিং করে। অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক করবেন তখন একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোন হতে পারে। সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে। এবং আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে।



► ৩- যে সমস্যায় আপনি পড়তে পারেন সিম ক্লোনিং হয়ে গেলে?



সাধারনত জঙ্গি কিংবা দুষ্কৃতিকারীরা আপনার নাম্বার টি ব্যবহার করে আপনার জীবন বিপন্ন করতে পারে। অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি, চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন করলে আপাত দায়ভার আপনার উপর বর্তাবে। কাজেই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন। পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায় পড়তে পারেন।



► লক্ষ্য করুন :

* ভারতে সম্প্রতি এক লাখ সিম ও রিম কার্ড ক্লোনিং হয়েছে। সেখানকার গোয়েন্দা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা জানিয়েছে ওই ক্লোনিং সিম বা রিমের মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে।

* বাংলাদেশে এখনও সিম ক্লোনিং হয়েছে বলে ৬ টি মোবাইল অপারেটরের হাতে এমন কোন তথ্য নেই। তবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে কোন সময় এমন অনাকাংখিত ঘটনা ঘটতে পারে।



► সতর্ক হবেন যেভাবে :

* অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করবার চেষ্টা করুন যে এটি কার নাম্বার। অথবা কল ব্যাক করা বন্ধ করুন।

* মনে রাখবেন সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে। ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ করলে আপনি সিম ক্লোনিং এর শিকার হবেন না। মিসড কল এলেই সতর্ক হন।

* যদি দেখেন আপনার সেল ফোনের ব্যালান্স অকারণে কমে যাচ্ছে সাথে সাথে কল সেন্টারে ফোন করে জানান।

* আপনার সেল ফোন টি এখনি বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন। দেখুন রিং হয় কিনা। রিং হলে আপনি সিম ক্লোনিং এর শিকার।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪২

নতুন বলেছেন: অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক করবেন তখন একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোন হতে পারে। সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে।

আমি কল করলে আমার নম্বর ছাড়া আর কি কি তথ্য পাওয়া সম্ভব?

সুধু কলের মাধ্যমে নম্বর ছাড়া অন্য কোন ডাটা পাওয়া কি ভাবে সম্ভব একটু আলোচনা করবেন কি?

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৫

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি ভাই নতুন আপনাকে, আপনার জানার আগ্রহ দেখে।

পুরো ব্যাপারটি সফটওয়্যার কেন্দ্রিক। আমরা যখন ইন্টারনেট থেকে অযাচিত কোনো সফটওয়্যার ভুলবশত ডাউনলোড দিয়ে পিসি হ্যাকিং কিংবা ভাইরাস কর্তৃক পিসি নষ্ট হতে সহযোগিতা করি। ব্যাপারটি অনেকটা সেই রকমই।

এখানে মূলত ডাটা বলতে ম্যাসেজ কিংবা মোবাইল কিংবা সিম-এ সেভ করা অন্যান্য নম্বর নয়। যদি আপনার সিমটি কোনো সেবা দ্বারা রেজিস্ট্রি করা থাকে, যেমন বিকাশ। এরুপ হলে ঐসব তথ্য অটোমেটিক ক্লোন নাম্বারে চলে যাবে। আরো যাবে আপনার একাউন্টে থাকা টাকাটাও।

বর্তমান তথ্যপ্রযুক্তির ব্যবহার এতোটা গভীরে পৌঁছেছে যে, চাইলে যে কেউ আপনার সকল গোপন পাসওয়ার্ড উদ্ধার করা সময়ের ব্যাপার মাত্র। শুধু জানা দরকার আপনি কেমন কি ব্যবহার করেন। অর্থাৎ ক্লু। আর সেসব ক্লুই জেনে যাচ্ছে ক্লোনিং করা সিমের মাধ্যমে। যেমন ধরুন, আপনি বিকাশ ব্যবহার করতেছেন। এখন বিকাশের নম্বরটি তো সে পেয়ে গেলোই দরকার শুধু পাসওয়ার্ডটা। ব্যাস কাজ অনেকটা সহজ হয়ে গেলো। এছাড়া আরো অনেক সমস্যা রয়েছে এই ক্লোনিং-এ।

অতএব, অপরিচিত নম্বর থেকে মিসড কল জেনে শুনে ব্যাক করুন। ধন্যবাদ। আশা করছি, আপনাকে একটু হলেও বুঝাতে পেরেছি।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৫

ঢাকাবাসী বলেছেন: এগুলো পরীক্ষিত তথ্য নয়। শুধু কল ব্যাক করলেই আমার তথ্য নিয়ে নিবে , অসম্ভব!

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৫

রুপম হাছান বলেছেন: প্রিয় ঢাকাবাসী আপনাকে ধন্যবাদ। তবে যেটা অন্যান্য হেকিং এর মতো ঘটে থাকে, সিম ক্লোনিং ব্যাপারটা মূলত সেই ক্যাটাগরির একটি সমস্যা।

তারপরেও বলবো, যা কিছু প্রচার ঘটে তার কিছু তো ঘটেই বটে।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪০

নতুন বলেছেন: এটা কি পরীক্ষিত তথ্য নাকি আপনার ব্যক্ষ্যা?


এখানে মূলত ডাটা বলতে ম্যাসেজ কিংবা মোবাইল কিংবা সিম-এ সেভ করা অন্যান্য নম্বর নয়। যদি আপনার সিমটি কোনো সেবা দ্বারা রেজিস্ট্রি করা থাকে, যেমন বিকাশ। এরুপ হলে ঐসব তথ্য অটোমেটিক ক্লোন নাম্বারে চলে যাবে। আরো যাবে আপনার একাউন্টে থাকা টাকাটাও।

আমি যখন আপনাকে কল করবো তখন আপনি শুধূ মাত্র আমার ফোন নম্বরই পাবেন.... আর কিছু পাবার কথা না...

নেটে যেই সব ভাবে সিম ক্লনিংএর পদ্বতী পেলাম তার সবই কিন্তু আপনার সিম কাড`টি রিডারে ঢুকাতে হবে এবং ইনফরমেসন কপি করতে হবে...

আর প্রতিটি সিম কাডে` ইউনিক আইডেন্টিটি নম্বর থাকে এবং এই তথ্য বের করা অনেক কঠিন...

তাই শুধু ফোন কল করে ক্লনিংকের ডাটা নেওয়ার কথা বলা কতটা সম্ভব?

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২

রুপম হাছান বলেছেন: ভাই নতুন, এ ব্যাপারে হয়তো কোম্পানীগুলোই ভালো বলতে পারবেন। তবে এটি একটি প্রতিবেদন। এ রকম হতে পারে, যা এন্টিসফওয়্যার দিয়ে করা হয়। নিশ্চয় সেটি সুফল এর থেকে কুফলই বেশি হয়ে থাকে।

তাই সাবধানতা অবলম্বন করা সকলেরই উচিত। যেমনটি বলা হয় ভাইরাস এফেক্ট এর ব্যাপারে। অনাকাঙ্খিত সুবিধা গ্রহণ করতে গিয়ে যদি অপরিচিত কোনো সফট এ ক্লিক করার পরে যেভাবে পিসির সকল তথ্য পাচার হয়ে যাওয়ার সমুহ সম্ভবনা থাকে ঠিক তেমনি হয়তো সিম ক্লোনিং ব্যাপারটি।

আজকে পত্রিকায় পড়লাম- দুদুক এর ওয়েবসাইট গত পরশু উদ্ভোধন করতে না করতেই গতকালকেই হ্যাকড হয়ে গেছ। সাইট ওপেন হচ্ছে না। এটি যেভাবে সম্ভব ঠিক হয়তো এটিও।

তবে এটি একটি সতর্কতামূলক প্রতিবেদন। হতে পারে এমন কিছু যা আমি উল্লেখ করেছি। ধন্যবাদ।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

সুমন কর বলেছেন: পড়ে গেলাম।

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৪

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই সুমন আপনাকে, লিখাটি পড়তে এসে কিছু সময় আমার আঙ্গিনায় স্থির থাকার জন্য।

ভালো থাকুন এবং বেশি বেশি পড়ুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.