নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-শীঘ্রই ফেসবুকে পরিবর্তন আসছে-

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫১


ফেসবুকের আয়োজনে সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয়েছে এফ৮ ডেভেলপার্স কনফারেন্স। এবারের আয়োজনে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বেশ কিছু নতুন সেবা চালূ করার ঘোষণা দিয়েছে। বিশ্বায়নের এ যুগে কোনো সেবাই এককেন্দ্রিক থাকছে না। ফেসবুকও এখন নিজস্ব সেবার প্রসার বাড়াতে কাজ করছে। সামাজিক যোগাযোগ খাতের পাশাপাশি প্রতিষ্ঠানটি এখন ইন্টারনেটের পুরো ইকোসিস্টেমে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

স্ফেরিকাল ভিডিও :
অচিরেই ফেসবুক ৩৬০ ডিগ্রি ক্যামেরা প্রযুক্তিতে ধারণ করা ভিডিও সাপোর্ট করবে। স্ক্রিনে ক্লিক ও ড্র্যাগ করে ব্যবহারকারীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ওই ভিডিওগুলো দেখতে পারবেন।

ব্যবসায় যোগাযোগ :
ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ-ই-কমার্স সাইটের অংশভুক্ত হচ্ছে। ফলে ভবিষ্যতে ব্যবহারকারীরা অনলাইনে কিছু কেনার পর চাইলে সেই সাইটের অ্যাকাউন্টের সাথে নিজের ফেসবুক অ্যাকাউন্টটি সংযুক্ত করতে পারবেন। এতে ই-কমার্স সাইটগুলো ব্যবহারকারী অনলাইনে কী কিনছেন সে সংক্রান্ত নোটিফিকেশন সরাসরি তার মেসেঞ্জার অ্যাপে পাঠাতে পারবে। যারা অনলাইন কেনাকাটায় একের অধিক ই-মেইল পেতে পছন্দ করেন না, তাদের জন্য এ সেবা বেশ কাজে দেবে।

থার্ড পার্টি অ্যাপ :
এখন ব্যবহারকারীরা চাইলেই মেসেঞ্জার সচল রেখে অ্যানিমেটেড জিফ-ক্রিয়েটর ‘জিফি’র মতো থার্ড পার্টি অ্যাপ চালাতে পারবেন ও সেগুলোর কনটেন্ট সরাসরি মেসেঞ্জারের মাধ্যমে বন্ধুকে পাঠাতে পারবেন। আগে এ কাজ করতে হলে প্রথমে মেসেঞ্জার বন্ধ করে, থার্ড পার্টি অ্যাপ ওপেন করতে হতো এবং ব্যবহারকারী যা পাঠাতে চাচ্ছেন সেটি কপি করে ফের মেসেঞ্জারে এসে তা পাঠাতে হতো।

ভিডিও এমবেড :
আগে ফেসবুকে ভিডিও আপলোড করার পর ব্যবহারকারী সেটি লিংক করা ছাড়া শেয়ার করতে পারতেন না। ইউটিউবের বদলে ব্যবহারকারীরা যাতে নিজেদের ভিডিও ফেসবুকে আপলোড করেন সে লক্ষ্যেই ভিডিও এমবেড করার ফিচার যোগ করা হবে। ইউটিউবের মহেতা প্রতিষ্ঠানের সাথে সরাসরি টেক্কা দিতেই ভিডিও সেবায় পরিবর্তন আনছে মার্কিন প্রতিষ্ঠানটি। ফেসবুকের জানানো তথ্য মতে, গ্রাহকেরা চাইলে তাদের আপলোড করা ভিডিও পুরো ইন্টারনেট ব্যবস্থায় শেয়ার করতে পারবেন। অর্থাৎ সংশ্লিষ্ট গ্রাহকেরা ভিডিও সব ফেসবুক গ্রাহক দেখতে পারবেন। কিন্তু গ্রাহক চাইলে তার ভিডিওটি শুধু বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ফেসবুকের নতুন সেবাটি বিভিন্ন ব্র্যান্ড, সাংবাদিক ও প্রকাশকদের জন্য ইতিবাচক হবে বলেই মনে করা হচ্ছে।

কমেন্টের প্রসার :
অনলাইনের কোনো আর্টিক্যাল বা পোস্টে কমেন্ট করলে তা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে দেখা যাবে। অনলাইন কনটেন্টের সাথে মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ পদক্ষেপটি নেয়া হয়েছে বলে জানান। বর্তমানে ফেসবুকের বাজফিড, এলিটডেইলি, দ্য হাফিংটন পোস্ট ও ফক্স স্পোর্টস এই আপডেট পরীক্ষা করে দেখছে।

নিয়ন্ত্রণ করা যাবে ডিভাইস :
ফেসুবক তাদের ডেভেলপারদের জন্য অভিনব প্রোগ্রাম তৈরির দরজা খুলে দিয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ সেবার মাধ্যমে ‘ইন্টারনেট অফ থিংস’ বা আইওটির জগতে প্রবেশ করতে চাইছে ফেসবুক।

অ্যাপ বিশ্লেষণ :
এ সেবায় ডেভেলপাররা ফ্রি ড্যাশবোর্ডে নিজেদের অ্যাপ সম্পর্কিত বিশ্লেষণ পাবেন। এতে ডেভেলপাররা জানতে পারবেন করা তাদের অ্যাপ ব্যবহার করছেন এবং ঠিক কোন ডিভাইসগুলোতে তাদের অ্যাপটি ব্যবহৃত হচ্ছে।

লাভবুক অ্যাপ :
ফেসবুকের মাধ্যমে জীবনসঙ্গী বা সঙ্গিনী বেছে নিতে ‘লাভবুক’ নামের একটি অ্যাপ ফেসবুকে আসছে। ২৩ বছর বয়সী এক প্রোগ্রামার সিজে জেমস এ অ্যাপটি তৈরি করেছেন তা এরই মধ্যে সফলতা পাচ্ছে। লাভবুকে ব্যবহারকারীরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সদস্য হতে পারবেন। কার্যকর ডেটিং হতে পারে বয়স, পছন্দ, স্থান ইত্যাদির ভিত্তিতে। পেপল-এর মাধ্যমে অর্থ প্রদানের করে লাভবুকে নিজের প্রোফাইল তৈরি করতে পারবেন। ফেসবুক এ অ্যাপের জন্য ক্যাম্পেইন করছে। অল্প কিছু দিনেই ১০হাজার ছাড়িয়ে গেছে ব্যবহারকারীর সংখ্যা। লাভবুক তিনটি প্যাকেজ অফার করছে। এর সাথে জড়িত রয়েছে ফেসবুক। প্রথম ডেটিংয়ে সফলতার পথে এগোতে থাকবেন যারা তাদের পাঁচটি ‘লিড’ দেয়া হবে। এগুলো ফেসবুকের লাইক বা মেসেজ থেকেও পাওয়া যাবে। এছাড়াও রয়েছে আরো নিত্যনতুন চমক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

আবু জাকারিয়া বলেছেন: ফেসবুক সম্পর্কে নতুন অনেক কিছু জানলাম।

২| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৬

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ আবু জাকারিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.