![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
একটি খবরে পড়লাম-বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাক হয়ে যাওয়া সকল তথ্য প্রমান সার্ভার থেকে গায়েব হয়ে গেছে!
তাহলে বলছি-
বিশ্বের সেরা ৫০০ ইউনিভার্সিটির প্রকাশিত তালিকার মধ্যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটির নাম নেই! মালোয়েশিয়ার আছে, ব্রাজিলের আছে, আর্জেন্টিনার আছে, কোরিয়ার আছে, তুরস্কের আছে, ভারতের আছে এমনকি পাকিস্তানের ও একাধিক ইউনিভার্সিটি এই তালিকায় আছে। আসুন এবার কারন গুলো দেখি- এ ব্যাপারে আজকে একজন স্যারের লেখা পড়লাম। নোবেল বিজয়ী মালালা ইউসুফাঈ আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করেছেন। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে তাকে ভর্তি পরীক্ষা দিয়েই উত্তীর্ন হতে হবে, নোবেল কোটা কোন কাজে আসবে না। এখন আমাদের দেশের কথা চিন্তা করুন? উপজাতি কোটা, খেলোয়ার কোটা, মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, নারী কোটা, দলীয় কোটাসহ আরো কত। আমি এমন ও জানি, এক মেয়ে ভর্তি পরীক্ষায় ফেল করেও, শুধু মাত্র টিচারের মেয়ে হওয়ায় সে এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে! আমাদের এক স্যার যিনি বর্তমানে মালোয়েশিয়ার একটা ভার্সিটির প্রফেসর তিনি বলেছিলেন, বিদেশের ইউনিভার্সিটির লাইব্রেরীতে গেলে মনে হয় এটা গোরস্থান, পিনপতন নীরবতায় সবাই যার যার পড়াশোনা করছে। আর আমাদের দেশের ইউনিভার্সিটি কী রকম সেটা না হয় নাই বললাম ।
রাত দশটার পর কেন হলের বাইরে থাকতে পারবে না, এর প্রতিবাদে আমাদের মেয়েরা মিছিল করে। (সম্ভবত রাত দশটার পর তারা বাইরে গিয়ে গ্রুপ স্টাডি করতে চায়। ভার্সিটি কর্তৃপক্ষের এরকম অমানবিক সিদ্ধান্তের আমিও নিন্দা জানাই।) এবার আসি উচ্চ শিক্ষায় গবেষণা প্রসংগে। বিদেশের ইউনিভার্সিটি গুলতে গবেষণা খাতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হয়। আর আমাদের ইউনিভার্সিটিগুলতে এ খাতে কোন বরাদ্দ নেই। বলবেন, আমরা গরীব রাষ্ট্র? -না জনাব! নব্বই কোটি টাকা খরচ করে জাতীয় সংগীত গাওয়া যায়, লাখ লাখ টাকা খরচ করে আলপনা (রোড পেইন্টিং) আঁকার মতো ফালতু কাজ করা যায়, কিন্তু উচ্চশিক্ষায় গবেষনা কাজে টাকা নেই। ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে হলে, দেশকে এগিয়ে নিতে হলে ইউনিভার্সিটির রিসার্চের বিকল্প নেই । শিক্ষকদের অবস্থা দেখুন । ফাইভ পাশ করা কাউকে যদি প্রাইমারী স্কুলের টিচার বানানো হয় কিংবা এসএসসি পাশ করার পর দিনই যদি কাউকে হাইস্কুলের টিচার বানিয়ে দেওয়া হয়, দ্যান অবস্থা কেমন হবে? বর্তমানে অনার্স শেষ করতেই অনেকে ইউনিভার্সিটির টিচার হয়ে পড়েন। না আছে কোন মৌলিক গবেষনাগ্রন্থ, বিশেষ প্রবন্ধ, না আছে প্রশিক্ষন! আর ব্যাক্তিত্বহীনতা তো আছেই! এরা স্টুডেন্টদের কী শিখাবেন? আর যারা অপেক্ষা কৃত ভালো তারা বিদেশ চলে যান।
সিএনজি ড্রাইভারের মত বেতনে কে চাকরি করতে চায়? বছরে কয়েক বার শিরোনামহীন, জেমস,আইয়ুব বাচ্চুকে এনে কনসার্ট করানো যায় (ভার্সিটি কর্তৃপক্ষের অনুদান থাকে), কিন্তু বিদেশের বিখ্যাত কোন প্রফেসর/ বিজ্ঞানী/গবেষক এনে বক্তৃতা দেওয়ানো যায় না! স্টুডেন্টরা শিখবে কীভাবে ? যেমন কর্তৃপক্ষ, তেমন স্টুডেন্ট!! সবচেয়ে বড় কথা হলো এ নিয়ে কারো মাথা ব্যাথা নেই । শিক্ষামন্ত্রী কিংবা শিক্ষাবিদরা এ নিয়ে চিন্তাই করেন না। দরিদ্র রাষ্ট্র হওয়ার পরও বুয়েন্স আয়ার্স কিংবা কায়েদে আজম ইউনিভার্সিটি পারলে আমরা পারবো না কেন? এটা "ধর তক্তা, মার পেরেক" টাইপের কিছু না। প্রয়োজন ৫০/১০০ বছর মেয়াদী মাস্টার প্লান। ভুলে গেলে চলবে না, একটা দেশের উন্নতি জাতীয় সংগীত গাওয়া, ক্রিকেট খেলা কিংবা সুন্দরবনকে ভোট দেওয়ার উপর নির্ভর করে না, নির্ভর করে সে দেশের শিক্ষা ব্যবস্থার উপর। যে দেশের শিক্ষা ব্যবস্থা লেজে-গোবরে, সে দেশের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য উন্নত দেশের শিক্ষাবিদদের উপরই আমাদেরকে নির্ভর করতে হবে। যতদিন এই দেশের মানুষ স্বয়ং সম্পূর্ণভাবে সুশিক্ষিত না হবে ঠিক ততদিন পর্যন্ত এই জাতির সকল তথ্যই হ্যাক হয়ে যাবে। উদ্ধার করার মত কেউ থাকবেনা।
তাই সময় থাকতে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি!!!
২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১১
রুপম হাছান বলেছেন: চরম উপহাস বৈকি। ভালো বলেছেন। লাইকস।
২| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা "ধর তক্তা, মার পেরেক" টাইপের কিছু না। প্রয়োজন ৫০/১০০ বছর মেয়াদী মাস্টার প্লান। ভুলে গেলে চলবে না, একটা দেশের উন্নতি জাতীয় সংগীত গাওয়া, ক্রিকেট খেলা কিংবা সুন্দরবনকে ভোট দেওয়ার উপর নির্ভর করে না, নির্ভর করে সে দেশের শিক্ষা ব্যবস্থার উপর। যে দেশের শিক্ষা ব্যবস্থা লেজে-গোবরে, সে দেশের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য উন্নত দেশের শিক্ষাবিদদের উপরই আমাদেরকে নির্ভর করতে হবে। যতদিন এই দেশের মানুষ স্বয়ং সম্পূর্ণভাবে সুশিক্ষিত না হবে ঠিক ততদিন পর্যন্ত এই জাতির সকল তথ্যই হ্যাক হয়ে যাবে। উদ্ধার করার মত কেউ থাকবেনা।
তাই সময় থাকতে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি!!!
সহমত পোষন করছি।
+++++
২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ জনাব, প্রতিবাদের ভাষা প্রয়োগ করার জন্য। লাইকস।
৩| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪
Rahat Islam বলেছেন: ++++
৪| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ জনাব সহমত পোষণ করার জন্য। লাইকস।
৫| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
কাজী নায়ীম বলেছেন: এটা সাধারন জ্ঞান সম্পন্ন সব বাংলাদেশীদের মনের কথা। আমরা শুধু কথায় বড় হতে চাই, কাজের বেলায় ঠনঠন। ধন্যবাদ এই অসাধারন লেখার জন্য।
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ কাজী নায়ীম ভাই আপনাকে। আপনি যথার্থই বলেছেন।
৬| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৯
রেজা এম বলেছেন: আমাদের পড়াশুনা---------------------
ফ্রেন্স নিয়া আড্ডা
সেলফির কাচুমাচি
ক্লাস বাদে, কোঠা(থা)য় কি খাইলাম, উহার ও সেলফি
সারাদিন মস্তি আর বিবিএ লৈয়া পড়ি
** ইহার শেষ নাই..................................................................
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৮
রুপম হাছান বলেছেন: না ভাই রেজা। সাধারণ পড়াশুনো দিয়ে সাধারণ কিছু হয়তো করা যাবে কিন্তু দেশ তথা জাতি গঠনে কোনো ভূমিকা রাখা যাবে না। তাই অনুরোধ করবো তোমাদের (যেহেতু আপনি এখনো পড়াশুনা করছেন, তাই আপনি আমার ছোটই হবেন ভেবে তুমি বলছি) প্রতি, তোমরা আমাদের সুন্দর পথ-প্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হও।
ধন্যবাদ তোমার অংশগ্রহনের জন্য। আবার আমার আঙ্গিনায় তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০
বিজন রয় বলেছেন: বিশ্বের সেরা ৫০০ ইউনিভার্সিটির প্রকাশিত তালিকার মধ্যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটির নাম নেই!
থাকার কথাও নয়।