![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
তনুকে কুমিল্লা সেনানিবাসে ধর্ষণের পর হত্যার খবরটা শোনার পর আর শান্তি পাচ্ছিলাম না গত কয়েকদিন। তাছাড়া এই ব্যাপারে কারো মুখে তেমন কোনো উচ্চবাচ্যও নেই। বড় পত্রিকাগুলোতেও তেমন কোন সংবাদ নেই। ক্যান্টনমেন্টের মত স্থানে আমাদের বোনেরা নিরাপদ নয়, ধর্ষন করবার পর হত্যা! ধর্ষণ কি এতই সহজ ব্যাপার হয়ে গেলো?
একটি সমাজ, একটি রাষ্ট্র, ঠিক কোন পর্যায়ে গেলে এধরণের ভয়ংকর জঘন্য অপরাধগুলো ডাল ভাত হয়ে যায়, জানিনা! একটি দেশ চেতনার ব্যারোমিটারে পারদের উচ্চতা কতটা হাই থাকলে এইসব অপরাধী নিয়ে কথা বলা নিষেধ? নাকি এই মেয়ে হিজাবী দেখে কথা বলা যাবেনা?
সংখ্যালঘু কেউ হলে এতক্ষনে ফেইসবুক আর নিউজ পেপারগুলোতে প্রতিবাদের ঝড় সুনামির মতো বয়ে যেতো। সোহাগী কে নিয়েও কিছু নেই কেনো? এই কিশোরী মেয়েটির জীবন কি, জীবন না? তার কি অন্য সবার মতো স্বপ্ন ছিলোনা? না কি ওরা কোন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান না বলে, ন্যায় বিচার প্রাপ্য থেকে বঞ্চিত হবে!? এই সমাজ ব্যবস্থা কি আমাদের বোনদের সুন্দর ভবিষ্যৎ গড়া কিংবা সুন্দরভাবে বেৰেচ থাকার ব্যাপারে কোনো ব্যবস্থা নিবে না!? জাগ্রত বিবেকের কাছে প্রশ্ন থাকলো?
দুনিয়ার জাগ্রত বিবেক এক হও। এক হও প্রতিবাদ করো। নিজের মর্যাদা রক্ষার ব্যাপারে সোচ্চার হও।
২| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৪
এস. দেওয়ান বলেছেন: ধর্ষণের জন্য পুরুষের চেয়ে নারীরাই বেশি দায়ী
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭
রুপম হাছান বলেছেন: হয়তোবা, তারপরেও নিজেকে সংযত করতে হবে কারণ নিজের পরিবারের অন্য সদস্যদের কথা স্বরণ করে। আমরা সকল অন্যায়ের প্রতিবাদ করছি। করে যাবো। ধন্যবাদ ভাই দেওয়ান।
৩| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৮
মনসুর-উল-হাকিম বলেছেন: কুশিক্ষার প্রচলন আর অপসংষ্কৃতির প্রসারের ফলে দেশে দূর্বৃত্তায়নের বিস্তার ঘটছে, . . . . !!
৪| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩২
নুর ইসলাম রফিক বলেছেন: জাগ্রত বিবেকর কাছে প্রশ্ন থাকলো-
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৮
রুপম হাছান বলেছেন: উত্তর দিলেই তো আর ভালো লাগতো। হা হা হা। তবে আমরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করেই যাবো। ধন্যবাদ ভাই নুর ইসলাম।
৫| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
কবর পথের যাত্রি বলেছেন: ভাই জাগ্রত বিবেকের কাছে প্রশ্ন করবেন জাগ্রত বিবেক পাইবেন কই...??? সব বিবেক এখন ঘুমন্ত যেদিন জাগ্রত হবে সেদিন উত্তর পাবেন...।
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১০
রুপম হাছান বলেছেন: হা হা হা। চরম বলেছেন ভাই যাত্রি। তবে আশা রাখছি, কারণ এখনো দু-চারজন আছেন এমন, যারা এখনো সব অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায়। নিশ্চয় একদিন সবাই সোচ্চার হবেন। এমন আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০০
রুপম হাছান বলেছেন: যারা নারীর মর্যাদা নিয়ে কাজ করে তারাই যখন এইসব ব্যাপারে খেয় হারিয়ে ফেলে তখন অন্যদের কাজ কি? তাই সকল নারীদের উদ্দেশ্যেই বলছি-আপনারা যতই নিজেকে স্বমহিমায় উদ্ভাসিত হওয়ার চেষ্টা করছেন ততই আপনারা নিজেকেই ছোট করে চলেছেন বলেই মনে হয়। বিগত দশকের দিকে খেয়াল করলে হয়তো আজকের দিনের অনুভূতিরই একটা ফলাফল দেখতে পাবেন। নারী ছিলো কোথায়, আর যাচ্ছে কই! তারপরেও বলছি- নারীর ব্যাপারে ন্যুনতম সহিংসতা কিংবা কোনো অন্যায় সহ্য করবোনা এবং করছি না।