নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

ডাঃ জাকির নায়েক থেকে উদ্ধৃত করা হলো-এবং মিডিয়াসহ ওলামালীগের কাছে প্রশ্ন থাকলো!

১৮ ই মে, ২০১৬ বিকাল ৪:২৭



১। হিটলার, একজন অমুসলিম, ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিলো। মিডিয়া একবারও তাকে বলেনি সে খৃষ্টান সন্ত্রাসী!

২। জোসেফ স্ট্যালিন, একজন অমুসলিম, সে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে, এবং ১৪.৫ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ধুঁকে ধুঁকে মারা গেছে । মিডিয়া একবারও তাকে বলেনি সে খৃষ্টান সন্ত্রাসী!

৩। মাও সে তুং একজন অমুসলিম, ১৪ থেকে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে। মিডিয়া একবারও তাকে বলেনি সে বৌদ্ধ সন্ত্রাসী!

৪ । মুসলিনী (ইটালী) ৪ লাখ মানুষ হত্যা করেছে। সে কি মুসলিম ছিল? অন্ধ মিডিয়া একবারো বলে নাই খৃষ্টান সন্ত্রাসী!

৫ । অশোকা (কালিঙ্গা বেটল) ১লক্ষ মানুষ হত্যা করেছে! মিডিয়া একবারও তাকে বলেনি সে হিন্দু সন্ত্রাসী!

৬ । আর জজ বুশ ইরাকে, আফগানিস্থানে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ হত্যা করেছে! মিডিয়া তো বলে নাই, খৃষ্টান সন্ত্রাসী!

৭ । এখনো মায়ানমারে প্রতিদিন মুসলিম রোহিঙ্গাদের খুন, ধর্ষন, লুটপাট, উচ্ছেদ করছে! তবুও কোনো মিডিয়া বলে না বৌদ্ধরা সন্ত্রাসী ! ইতিহাস সাক্ষী পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় গনহত্যা করেছে অমুসলিমরা। আর এরাই দিন রাত গণতন্ত্র জপে মুখে ফেনা তুলে ! অথচ এদের দ্বারাই মানবতা লুন্ঠিত !

এবার আসুন একটু হিসাব মিলাই------

ক। যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল ?

খ। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল ?

গ। যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল?

ঘ। যারা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, তারা কি মুসলিম ছিল ?

ঙ। যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য, উত্তর আমেরিকাতে ১০০ মিলিয়ন এবং দক্ষিন আমেরিকাতে ৫০ মিলিয়ন রেড- ইন্ডিয়ানকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল?

চ। যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল । যাদের ৮৮ ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল এবং তাদের মৃত দেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল, তারা কি মুসলিম ছিল?

=> উত্তর হবে, এসব মহাসন্ত্রাসী ও অমানবিক কার্যকলাপের সাথে মুসলমানরা কখনো জড়িত ছিল না।

তাই মিডিয়াকেই বলছি-
আপনাকে সন্ত্রাসের সংজ্ঞা সঠিকভাবে করতে হবে। যখন কোন অমুসলিম কোন খারাপ কাজ করে, তখন এটাকে বলা হয় অপরাধ! আর যখন কোন মুসলিম একই খারাপ কাজ করে, তখন এটাকে বলা হয় ইসলামী জঙ্গীবাদ। তথ্যপ্রমান ছাড়া হুটহাট করে কিছু কুলাঙ্গার মুসলিম নামধারী ব্যাক্তিকে দিয়ে পুরো মুসলিম সমাজকে হেয় না করারও অনুরোধ করছি।

সবচেয়ে অবাক হয়েছি- (ওলামালীগ প্রসঙ্গ)! ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম ওলামালীগ কর্তৃকপক্ষ, পুলিশ কর্তৃপক্ষের নিকট পিচ টিভি বন্ধের আহবান জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন। মিডিয়ার মাধ্যমে তা জানতে পেরে দুঃখিত হয়েছি! এখন তাদের কাছে প্রশ্ন রাখছি-ডাঃ জাকির নায়েক ‘কুরআন এবং হাদিস’ নিয়ে যেসব কথা বলেন কিংবা বলেছেন, সত্যিকার অর্থে আপনাদের জ্ঞানের বহর তার সমতুল্য কিনা একবার যাচাই করে আসুন না। ওপেন কনফারেন্স করে জিতে আসুন এবং পিস টিভি বন্ধের ব্যাপারে প্রশ্ন রাখুন। তাহলেই সাধারণ জ্ঞানপাপী হিসেবে না হয় মেনে নেবো। প্রমান করে আসুন, আপনিই কিংবা আপনারাই সঠিক, আর ডাঃ জাকির নায়েক কিংবা পিচটিভি ভুল!

নিশ্চয় আপনারা আমার চেয়েও বেশি জানেন, এবং এটাও জানেন যে, হযরত মুহাম্মদ মুস্তাফা (সাঃ) এর জমানায়ও বনুকোরাইজা বংশের নামধারী মুসলিম ছিলো। তাদেরও ঠিক একই কর্ম ছিলো বলে আমার এখন পর্যন্ত বিশ্বাস। আশা করছি আপনারা ডাঃ জাকির নায়েক কে ভুল প্রমান করে আমার কিংবা আমার মত অন্য ভক্তদেরও এমন বিশ্বাস আপনারা ভেঙ্গে দিবেন। এবং আপনাদের দেখানো কিংবা বলা ‘কোরআন আর হাদিস’ যথোপযুক্ত পথ অনুসরণ করার কথা বলবেন।

ওলামালীগকেই বলছি, আর যদি ডাঃ জাকিরের সাথে আপনাদের জ্ঞানের বহরে না কুলায় (‘কুরআন আর হাদিস’ দিয়ে উদ্ধৃত যুক্তির মাধ্যমে তর্ক) তবে এমন কথাবার্তা থেকে বিরত থাকাই প্রকৃত মুসলিমদের কাজ বলেই ধারণা করছি। নিশ্চয় আপনি কিংবা আপনারা বনুকোরাইজা বংশের অনুগত কিংবা অনুসারী নন। ধন্যবাদ।

আরো বিস্তারিত পাবেন : পিস টেলিভিশন বন্ধের দাবি ওলামাদের

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

মুসাফির নামা বলেছেন: দুঃখজনক! এরা এভাবে মানুষকে অন্ধকারে রাখতে চায়।

৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৩৪

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই মুসাফির। জানেন তো, সর্বপ্রথম তিন ক্যাটাগরির ব্যাক্তি জাহান্নামে যাবে। এদের মধ্যে একদল হলো যারা আলেম ছিলো কিন্তু সঠিকভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেননি অর্থাৎ অনুসারীদেরকে ভুল বার্তা দিয়ে প্ররোচিত করেছিলেন। দ্বিতীয় ক্যাটাগরির দল হলো অত্যাচারী বাদশা এবং তৃতীয় ক্যাটাগরির দল হলো ন্যায়ভ্রষ্ট বিচারক।

অতএব, আক্ষেপ করার কিছুই নেই, শুধু সত্যটা জেনে নিজের মত করে পালন করাই উত্তম।

২| ১৮ ই মে, ২০১৬ রাত ৯:০৫

জিয়া শামস সাকিব বলেছেন: তাদের মাথায় যে কি আছে না আছে তা বুঝা বড় দায় ৷৷ আসলে তারা কি চায় ?? ধর্মের পসার নাকি নিজেদের ব্যবসা ?? নাকি তাদের বুদ্ধি বিবেক লোপ পেয়েছে ?

৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৩৯

রুপম হাছান বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ জনাব সাকিব ভাই।

আপনি ঠিক বলেছেন, আপনার উল্লেখিত ঐ দুটো শব্দই সঠিক । আর সেটা হলো, এরা ব্যবসাও করতে চায় এবং কিছুটা বুদ্ধি বিবেক লোপও পেয়েছে।

অন্তিম সময়ের কথা ১৪০০শত বছর আগেই বলা হয়েছে। শেষ জমানায় ইসলাম ফেতনার মধ্যে পড়ে যাবে এবং সঠিক দ্বীন সম্পর্কে অনেকেই গাফেল থাকবেন। জানা সত্ত্বেও পালন করা কঠিন হয়ে যাবে। ইত্যাদি ইত্যাদি।

সো নো প্রবলেম ব্রাদার। আমরা শুধু নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে সঠিক জেনে তা পালন করার চেষ্টা করি এবং অন্যায়কে প্রতিহত করি নিজ সামর্থ অনুযায়ী। ধন্যবাদ।

৩| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:০৩

কাজী নজরুলের ছাত্র বলেছেন: ওলামা লীগ আর ওবামা লীগ সমানই

৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৪১

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই নজরুল।

হয়তোবা। কারণ ওবামা একজন মুসলিম হয়েও কিছুটা মুসলিমদের স্বার্থ ব্যাতিরেকেও কাজ করেছেন। সো বলা যায় -
ওলামা বনাম ওবামা একই কাতারে!

হা হা হা। ধন্যবাদ।

৪| ৩১ শে মে, ২০১৬ দুপুর ১২:০০

এ আর ১৫ বলেছেন: দেখুন আপনি যে সমস্থ উদাহরন দিলেন ও গুলো কোন টাই ধর্মীয় সন্ত্রাস নয় ওগুলো ক্ষমতার লড়াই । এ সমস্থ সন্ত্রাস বা অপরাধ ধর্মের নামে হয় নি । একই ভাবে ক্ষমতা লিপ্সু মুসলমান রাজা বাদশাহ খলিফারা বিভিন্ন দেশে যে সন্ত্রাস অপরাধ করেছে সে গুলো মোটেও ইসলামের নামে নয় । মুঘল আমলে যত খুনা খুনি হয়েছে ঐ গুলো কোন ধর্মীয় সন্ত্রাস নয় ।
ইসলামের নামে তালেবান, আই সিসি, রাজাকার , জামাত যা করছে তা ধর্মীয় সন্ত্রাস । ইসলামের নামে বর্তমানে যা শুরু হয়েছে তাকে জাস্টিফাই করার জন্য হিটলার, মুরসালিন , চেংগিস খান এদের ধর্মের সাথে সম্পর্ক বিহীন ক্ষমতার লড়াইকে একই কাতারে যারা আনতে চায় তারা প্রকার্ন্তরে ধর্মীয় সন্ত্রাসকে উৎসাহ দেয়। বর্তমানে মুসলমান ছাড়া দুনিয়া জুড়ে অন্য কোন ধর্মের মানুষের বিরুদ্ধে ধর্মের নামে খুনা খুনির উদাহরন খুবই নগন্য
যুদ্ধবাজ বা সন্ত্রাসী ইত্যাদি নাম করন করা হয় তারা কোন আদর্শের বা পথের বা মতের অনুসারী তার উপরে । হিটলারের সন্ত্রাসকে বলে ফ্যাসিবাদি সন্ত্রাস , সেই ভবে কমোনিষ্ট সন্ত্রাস বা বাম সন্ত্রাস যেমন নকশাল সর্বহারা ইত্যাদির সন্ত্রাস বাম সন্ত্রাস । আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলা হয় আওয়ামী সন্ত্রসী একই ভাবে বিএনপি সন্ত্রাসীদের বলা হয় বিএনপি সন্ত্রাসী । জামাতীদের বলা হয় ইসলামী সন্ত্রাসী ।
ইরাণ ইরাকের যুদ্ধকে কেউ বলেনি ইসলামী সন্ত্রাস। আই সি সিকে বলা হচ্ছে ইসলামী সন্ত্রাসী তাদের সাথে যুদ্ধরত মুসলমান ইরাকী বাহিনী বা সিরিয়া বাহিনীকে মুসলিম সন্ত্রাসী বলা হচ্ছে না । তালেবানদের ইসলামী জংগি বা সন্ত্রাসী বলা হচ্ছে তাদের সাথে যুদ্ধরত মুসলিম অপর পক্ষকে মুসলিম জংগি বলা হচ্ছে না

৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৫

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই এ আর, আপনার সুন্দর যুক্তিযুক্ত মতামত প্রকাশ করার জন্য।

তবে হয়তো বা্ আপনি ঠিক বলেছেন কিন্তু আমি যা বলার চেষ্টা করেছি তা হলো-ওলামালীগ, ডাঃ জাকিরকে যে ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে তা হলো, ইসলামের তরিকা অনুযায়ী ডাঃ জাকির ইসলাম প্রচার করেন না। অর্থাৎ মুসলিমদেরকে বিপথগামী করেন এবং উনাকে ফলো করে অনেক ইসলামিক ব্যাক্তিরাই হয়তো ঐ ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে উৎসাহিত হন। আমার প্রশ্নটা সেখানে, আসলে কি তাই?

সন্ত্রাস মানেই হচ্ছে, নৃত্য নতুন জীবনের অবসান। সেই অবসানকৃত জীবন কারা বেশি ঝরিয়ে ছিলো বিগত দিনগুলোতে। যারা বেশি ইসলাম নিয়ে কথা বলে তারা নাকি যারা ইসলাম থেকে আসে নি তারা?

ধর্ম নিয়ে সন্ত্রাস এর কথা বলি নি বলেছি মুসলিম আর অমুলিম নিয়ে। যেখানে ডাঃ জাকির বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলেন সেখানে কারো যদি বেশি জানার ইচ্ছা থাকে, ভুল কিংবা সঠিক কোনটি; তারা হয়তো ডাঃ জাকিরের প্রতিটি অনুষ্ঠান দেখে নিলে বেশি ভালো বুঝতে পারতেন বলে আমার বিশ্বাস। কিন্তু ওলামালীগ যে সরাসরি ডাঃ জাকিরকে বিপথগামী হিসেবে তুলে ধরেছেন এবং পিসটিভি বন্ধ করে দেয়ার ব্যাপারে সুপারিশ করেছেন; এখানে শুধু তার বিরোধীতা করতেই উদাহরণ টেনেছি ভাই এ আর।

আশা করছি আপনি আমাকে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.