![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
আজকে গাড়ী থেকে নামতে গিয়ে গাড়ীর ভেতরেই কঠিন ব্রেক খাইলাম! ৪-৫ হাতের দূরত্বে অবস্থান একটি সিএনজি’র আর পেছনেই একই কোম্পানির আরেকটি গাড়ী। তখনই ভেবেছিলাম আমার নামতে গিয়ে সমস্যা হতে পারে। তাই আমি আমার পছন্দের যায়গায় না নেমে ওদের নির্ধারিত ষ্টপেজে নামার চেষ্টা করি। যখন সামনের সিট থেকে উঠে গেট বরাবর আসলাম নামার জন্য ঠিক তখন খুব দ্রুত সিগন্যাল পার হতে যাওয়া আমাদের গাড়ীর সামনে সিএনজির ব্রেক অথঃপর আমাদের ড্রাইভারের কঠিন ব্রেক; তারপর আর কি- গেইটের কাছ থেকে ড্রাইভারের পিছনে গিয়ে ঝাটকা খেয়ে পড়লাম। যদিও তেমন একটা লাগে নি, তবে বাম হাতে তর্জনীতে একটু ব্যাথা পেয়েছি।
গাড়ীর ভেতরে পড়ে গিয়ে পিছন দিকের কিছু অংশে বালি লেগে গিয়েছিলো। অফিসে ঢুকে কলিগ কে দিয়ে পিছন দিকের মাথা থেকে পা পর্যন্ত মুছে নিলাম। ড্রাইভারদের কি যে হচ্ছে দিন কে দিন। গতকালকে একটি পোষ্ট দিতে না দিতেই যেনো, আজকে আমার জন্য নির্ধারণ হয়ে গিয়েছিলো। ভাবা যায়! বাকী দিনের খবর মহান আল্লাহ ভালো জানেন।
আর এইসব ড্রাইভারদের ব্যাপারে ওকালতি করনেওয়ালাদের নিয়ে ভাবছি- আসলে এরা কি দিয়ে তৈরি!?
১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৩
রুপম হাছান বলেছেন: এটা কি দোয়া করলেন নাকি অভিশাপ দিলেন! বুঝলাম না ভাই। হা হা হা। তবে সব সময় যেমন আছি বলতেই হবে- আলহামদুলিল্লাহ।
২| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৮
ওমেরা বলেছেন: আপনাকে বদদুয়া করি নাই আপনার ক্ষতি হয় নাই তাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি ।
১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৯
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ সহকারে আপনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি ও ভালো থাকুন এমনটাই প্রত্যাশা রইল।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৭
ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ।