![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
পরস্ত্রীর সৌন্দর্যের কথা, আর অফিসের সঠিক বেতনের কথা, নিজের বৌ কে বলতে নেই।। হিন্দুদের সামনে গরুর মাংসের কথা, আর সরকারি অফিসের কর্তাদের সামনে, টাইম-টেবিলের কথা বলতে নেই।। কখনো, পুলিশকে সততার কথা বলতে নেই!!! যখনই যা বলতে ইচ্ছা হল, বলে ফেলতে নেই!!! বলতে আপনার ইচ্ছা হবেই, জ্বিবা উসখুস করবে, গলার ভেতরটা কুট কুট করে উঠে, তবুও বলতে নেই।। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালায় ভাউতা মারছে, ভাবতে নিশ্চয় পারেন, কিন্তু বলতে নেই।। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি অফিসগুলো ক্রমশো দুর্নীতি, দালালী, ঘুষের আখরায় পরিণত হয়েছে, ভাবতে সারাদিন পারেন, কিন্তু বলতে নেই!!! এমনি বাজারে ছেড়ে দিলে ২০ টাকা উপার্জনের যোগ্যতা নাই যে বেটার, রাজনীতির সোনার কাঠির ছোয়ায়, বেটা বাড়ি, গাড়ি করে, জনগনের মাথায় কাঠাল ভেংগে খাচ্ছে। এইগুলো ভেবে আপনি তেলে বেগুনে জ্বলে উঠতেই পারেন। কিন্তু বলতে নেই!!!!
মন্ত্রীরা চুরি করছেন, ব্যবসায়ীরা শ্রমিক ঠকিয়ে টাকা কামাচ্ছেন, আর ফাইভ স্টারে অনুষ্ঠানে "জয় বাংলা " বলে দাঁত কেলিয়ে হাসছে। ১০০ টাকার বাংলা উপর্নাসে; কাহিনীর চেয়ে ছায়া আর বেলাউজের কথা বেশি থাকছে!!! সংবাদপত্রের পাতায় খুন, গুম, ধর্ষণ খবর পরছেন, আর টিভিতে বিজ্ঞাপনে নামে অর্ধউলঙ্গ মডেলদের দেখানো হচ্ছে। মেজাজ আপনার বিরক্ত হতেই পারেন কিন্তু বলতে নেই।।
কারখানার পরে কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিকরা বাটি হাতে ভিক্ষা করছে, আর শ্রমিক নেতারা রান্নাঘরে টাইর্লস বসাচ্ছেন। এইগুলো দেখে আপনার বলতে ইচ্ছা হতেই পারে, কিন্তু বলতে নেই।। বলেছেন কি ফেঁসেছেন!!! লাল বলবে বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে শালা লালের দালাল, দেশদ্রোহী, আর আপনি নাকাল। বলেছেন কি ফেঁসেছেন! প্যাঁচে পড়ুন, তখন বুঝবেন। বাড়িতে চোর ঢুকে সব সাফ করে নিয়ে যাক তখন বুঝবেন, থানা বলবে, বাড়িতে এত কিছু রেখেছেন কেন!? দিন কাল বুঝেন না! সুতরাং বলতে নেই!!!!
বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন!!! চোখে ছানি পড়লে কাটাবেন না, দৃষ্টি যত আফসা বেঁচে থাকার আনন্দো ততই মধুর। একটা কথা বলে দেই যে বেটা এখনো জম্মায় নাই, আর যে বেটা মারা গেছে সে ছাড়া কোন বেটাই সুখে নেই। চুপ করে, গিট মেরে পরে থাকুন না আর কটা দিন। তারপরেই ত শেষ। মনে মনে গান করুন : আহা কি আনন্দো আকাশে - বাতাসে।
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩
রুপম হাছান বলেছেন: হা হা হা। ভালো বলেছেন, তবে পরিষ্কার হওয়ায় ভালো। চিনা তো যাবে কে কোন প্রকৃতির। জেনে রাখুন, যারা কোনো কিছুতেই; কিছুই (ভালো-মন্দ) বলেনা তারাই ক্ষতিকারক। এদের থেকে দূরে থাকা ভালো। ধন্যবাদ ভাই ঢাকাবাসী।
২| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৭
গরীব মেধাহীন বলেছেন: অনেক পজিটিভ হতে শিখা বাকি আমাদের, পোষ্টটি পরলে বুঝা যায়।
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৬
রুপম হাছান বলেছেন: সত্যি বলতে কি, এটা এই সময়ের চাহিদা। মোদ্দাকথা, এমনটি হওয়ার কথা ছিলো না। কথায় বলে না- সত্যি আপনগুণে প্রফুস্টিত। আমি কিংবা আপনি সত্যি বলি কি নাই বলি, কেউ না কেউ অন্যায়ের প্রতিবাদ করবেই। আর এটাই প্রকৃতির নিয়ম। ধন্যবাদ ভাই পরীব মেধাহীন।
৩| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৫
অতঃপর হৃদয় বলেছেন: ভাল কথা বলেছেন। বলব নাহ
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪১
রুপম হাছান বলেছেন: হা হা হা। ভাই অতঃপর হৃদয়, জানেন তো; জানেন তো চুপ থাকাও এক ধরণের ক্ষতি। তাই সব সময় না বললে ও কিছু সময় কিছু বলতে হয়। ধন্যবাদ আপনার স্বহাস্য মন্তব্য করার জন্য।
৪| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৬
blogermassud বলেছেন: ঠিক আছে কিচু কমুনা।
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৩
রুপম হাছান বলেছেন: হা হা হা। না, না, আমি বলছি তো কি হয়েছে, মাঝে মাঝে একটু আধটু বলবেন। না বলাটাও এক ধরণের ক্ষতি আমাদের সমাজের জন্য। যাই হোক- সহমত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাই মাসুদ।
৫| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৫
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছে এ কথাটিও কি বলব না?
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫
রুপম হাছান বলেছেন: হা হা হা। চরম ভালো কথা বলেছেন কারণ জিহ্বা হচ্ছে যত নষ্টের মূল। যার জিহ্বা যত বেশি সংযত তিনি তত বেশি মূল্যবান মানুষ। তবে মাঝে মাঝে সমাজের চাহিদা পূরণ করার খাতিরে কিছু কিছু বলতে হবে। তা না হলে তো পুরো সমাজ ব্যবস্থায় ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল।
৬| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২০
সুমন কর বলেছেন: দৃষ্টি যত আফসা বেঁচে থাকার আনন্দ ততই মধুর। -- সুন্দর করে লিখেছেন। +।
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৭
রুপম হাছান বলেছেন: এটি বর্তমান সময়ের চাহিদা, তবে এমনটি কখনো কাম্য ছিলো না আমাদের। যার দৃষ্টি যতটা প্রখর তিনি ততটা ভালো দেখবেন এটাই সত্যি কিন্তু বর্তমান ঠিক তার উল্টো। যাই হোক, আমরা সব সময় দৃষ্টি খোলা রেখে সমাজে চলতে চাই এই হোক আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ ভাই সুমন কর।
৭| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫২
ারোয়ার লস্কর বলেছেন: হা হা হা । দারুন লিখেছেন ।
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫০
রুপম হাছান বলেছেন: লিখতে পারি না কোনো কিছু আর কারণ ছাড়া! সত্যি বলতে কি, সময় আমাদের কে ঠিক এমনটি ভাবতে কিংবা লিখতে শিখিয়েছে। আমরা ঠিক এমন থাকতে চাই না। আমরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করবো। সহ্য করবো না কোনো জুলুম-নির্যাতন। কারণ মুখ বুজে থাকলে তো সমাজ ব্যবস্থা একদিন ধ্বংসের মুখে পতিত হবে। তাই মাঝে মাঝে কিছু না কিছু আমাদের লিখতে কিংবা বলতে হবে। ধন্যবাদ ভাই সারোয়ার লস্কর।
৮| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৮
নির্ভীক সত্যান্নেষী বলেছেন: দেশ যখন বাশোন্নয়নের জোয়ারে ভাসছে তখন স্বাধীনতাবিরোধী শক্তি সরকারের নামে মিধ্যা অপপ্রচার চালাচ্ছে! যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই এসব কথা বলে ! +++++++
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫
রুপম হাছান বলেছেন: ভাই রে ডর লাগাইয়েন না! সত্য বললে যদি স্বাধীনতাবিরোধী কিংবা সরকারের নামে মিথ্যাচার হয় তাহলে বিশ্বের ৫% মানুষ বাদে ৯৫% মানুষই দেশদ্রোহী! হা হা হা। কারণ ঐ ৫% সরকার/দলীয় সহচর/আমলা/আংশিক সুবিধাপ্রাপ্ত শ্রেণীর লোক ছাড়া বাকিরা তো অন্যায়ের প্রতিবাদ হর-হামেশায় করেই থাকে!
তবে আমরা আপোষকামী সত্যের সাথে। তাই মাঝে মাঝে কিছু না বললে কিংবা লিখলে সেটাও অন্যায় হয়ে যায়। হা হা হা। ধন্যবাদ ভাই নির্ভীক সত্যান্নেষী আপনার সুন্দর মন্তব্যটি উল্লেখ করার জন্য।
৯| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সসত্য কথা বলবো না
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৬
রুপম হাছান বলেছেন: হা হা হা। এটাও এক ধরণের অন্যায়। হা হা হা। তাই দেশ এবং সমাজের স্বার্থে মাঝে মাঝে সত্য বলতে হবে। হা হা হা। চরম ভালো লাগলো আপনার কথা। ধন্যবাদ।
১০| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৩
হাফিজ বিন শামসী বলেছেন: আপনি যে ব্লগে এ কথা লিখেছেন সে কথাও বলবনা।
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০০
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই হাফিজ বিন শামসী।
ভাই না বললে তো অন্যরা জানবে না তাই সমাজের কল্যাণের স্বার্থে সকল অন্যায়ের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে আমাদের জানাতে হবে। জানেন তো, অন্যায়-অনাচার হতে দেখেও যারা প্রতিবাদ করে না তারা এক ধরণের অন্যায় করে। তাই দেশ এবং সমাজের স্বার্থে আমাদের কে মাঝে মাঝে কিছু না কিছু বলতে হবে। ভালো লাগলো আপনার হাসানো মন্তব্যটি।
১১| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩১
রক বেনন বলেছেন: অন্যের কবিতা কি নিজের মত করে চালিয়ে দিলেন??
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৭
রুপম হাছান বলেছেন: হা হা হা। ভালো বলেছেন ভাই রক বেনন।
নিশ্চয় আপনি কবিগুরু রবীন্দ্রনাথ/বিশ্বকবি নজরুল/পল্লীকবি জসীম ছাড়াও আরো অনেকের গল্প, কবিতা, উপন্যাস পড়েছেন এবং সেগুলো পড়ে পরীক্ষা দিয়েছেন? আপনি কি, আপনার বানানো লেখা লিখে পাস করেছেন নাকি তাদের লেখা হুবহু লিখে পাস করেছেন? ভাবুন তো একবার। তাহলে কোনো লিখা যদি একবার পড়ে কারো কবিতার সাথে মিল দেখেন তাতেই চোখ কপালে উঠে যায় কেনো!? নিশ্চয়, এতে খারাপ কিছু নেই। কারণ ঐ সকল কবি কিংবা লেখকদের কবিতা কিংবা লিখা লিখে যখন আমরা পাস করি তখন সবাই বলে আমরা আমাদের মতো লিখেছি এবং ভালো পড়াশুনা করেছি বলেই সে সকল লিখা লিখতে পেরেছি। আর এটা তো সত্যি। কেউ তো তখন বলে না/ ঐ সকল কবি কিংবা লেখকেরা যদি না লিখে যেতেন তাহলে তো তুমি পাসই করতে না!!!!
এজন্য বলেছি- সব যায়গায় সব কথা বলতে নেই!!! হা হা হা।
ভালো লাগলো আপনার সাথে বাহাস করতে পেরে। ভালো থাকেন এবং আমার আঙ্গিনায় পুনরায় দর্শন করার আমন্ত্রণ থাকলো।
১২| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৩
মাজুবিবি বলেছেন: চুপ্ চুপ্! সব কথা বলা যাবে না।
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১১
রুপম হাছান বলেছেন: হা হা হা। আমি বলছি তাতে কি!? আপনারা মাঝে মাঝে তর্কে জড়াবেন। তা না হলে সমাজে অন্যায়ের বন্যা বইতে থাকবে। জানেন তো অন্যায় দেখে চুপ থাকাও অন্যায়। তাই, সাধারণের স্বার্থে সব সময় না হলেও মাঝে মাঝে মুখ খুলতে হবে। ভালো লাগলো সবাই আমাকে সহমত পোষণ করার জন্য।
ধন্যবাদ ভাই মাজুবিবি পুণরায় আমার আঙ্গিনা পরিদর্শনের আমন্ত্রণ রইল।
১৩| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অন্যের কবিতা কি নিজের মত করে চালিয়ে দিলেন??
রক বেননকে বলছি, সব জায়গায় সব কথা বলতে নেই। হাঃ হাঃ হাঃ।
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৪
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম আপনাকে। কারণ ইতিমধ্যে আমি আপনার দেয়া জবাব দিয়েছি। হা হা হা।
আপনার সাথে একমত হয়েই বলছি- সব যায়গায় সব কথা বলতে নেই! হা হা হা।
তবে হ্যাঁ, যা না বললে দেশ কিংবা সমাজ ক্রাইসসে পড়তে পারে সেখানে চুপ থাকা কিংবা কিছু না বলা কিংবা কিছু না লিখা সেটা অন্যায় হয়ে যাবে। তাই মাঝে মাঝে আমাদের কে সাধারণদের কথা ভেবে প্রতিবাদ করতে হবে।
ভালো থাকুন এবং পুণরায় আমার আঙ্গিনা পরিদর্শন করুন।
১৪| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৩
প্রশ্নবোধক (?) বলেছেন: মন্তব্য না করিয়াই মন্তব্য লিখিলাম।
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৬
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই প্রশ্নবোধক আপনার মন্তব্যটি প্রকাশ করার জন্য।
তবে আপনার মন্তব্যটি সত্যি যেনো কেমন একটি মন্তব্য হয়ে গেলো, ভাবা যায় না। ভালো লাগলো। হা হা হা।
১৫| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩২
মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: সত্য কখনো চাপা থাকে না একসময় না একসময় বেরিয়ে আসবেই। তাই সাবধান। নিজের ইজ্জত লইয়া চুপ থাকিবেন !
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২১
রুপম হাছান বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন ভাই মোহাম্মদ সোহেল আহমেদ। আজ কাল যা সময় যাচ্ছে, তাতে করে কিছু না বলাটাই শ্রেয়! তবে হ্যাঁ, যেখানে কিছু না বললে কিংবা লিখলে পুরো রাষ্ট্র কিংবা সমাজের ইজ্জতই চলে যাওয়ার আশঙ্খা থাকে সেখানে কিছু ভালোর জন্য মাঝে মাঝে বলতে কিংবা লিখতে হবে। যদিও নিজের ইজ্জত যায়, যাক।
ধন্যবাদ ভাই মোহাম্মদ সোহেল আহমেদ আপনার সহমত প্রকাশ করার জন্য। ভালো লাগলো আপনার মন্তব্যটি।
১৬| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৫
মাহিরাহি বলেছেন: সবাই একসাথে বলতে শুরু করলে, আর সমস্যা নেই।
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৩
রুপম হাছান বলেছেন: অনেক মূল্যবান একটি কথা বলেছেন ভাই মাহিরাহি। কারণ, কেউ যখন অন্যায় করে আর তার কোনো প্রতিক্রিয়া সে উপলদ্ধি করে না তখন সে অন্যায়ের মাত্রাটা আরো একটু বাড়িয়ে দেয়। আর এভাবেই সমাজ থেকে পুরো রাষ্ট্র একদিন অন্যায়ের চাদরে ঢেকে যাবে। নিশ্চয় সেটা হতে দেয়া কখনোই উচিত হবে না। তাই, সমাজ এবং রাষ্ট্রের মঙ্গলের জন্য মাঝে মাঝে সবাইকে কিছু না কিছু বলতে হবে লিখতে হবে।
ধন্যবাদ ভাই আপনার অত্যন্ত মূল্যবান মন্তব্যটি করার জন্য।
১৭| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৬
ওমেরা বলেছেন: ওকে কিছু বললাম না
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৮
রুপম হাছান বলেছেন: যখন কেউ, কাকে চুপ থাকতে বলে আর উক্ত ব্যাক্তি যখন চুপ না থেকে বলে আচ্ছা আমি চুপ থাকলাম তার মানে দাঁড়ায় সে এখনো চুপ থাকে নি! হা হা হা।
আপনার কিছু না বলাই আমাকে লিখতে বাধ্য করেছে যে আপনি কিছু বলেছেন! হা হা হা। আর এটাই হওয়া উচিত। একদম চুপ হয়ে গেলে পুরো সমাজ ব্যবস্থা আঁধারে ঢেকে যাবে। আর আমরা তা হতে দিতে পারি না।
ধন্যবাদ ভাই ওমেরা আপনার মন্তব্যটি শেয়ার করার জন্য। ভালো থাকেন এবং পুণরায় আমার আঙ্গিনা পরিদর্শন করেন।
১৮| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৩
শেয়াল বলেছেন: খেকজ
বুকে পাটা থাকতি অয় ।
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩১
রুপম হাছান বলেছেন: যখন কারো বাড়ীর আঙ্গিনা থেকে মুরগী নিয়ে দৌঁড় দেন তখন তো দেখি বুকের পাটা সিংহের মতো! আর লোকালয় ছেড়ে যখন সিংহের জঙ্গলে প্রবেশ করেন তখন বলেন বুকের পাটা থাকতি অয়! না, এটা মানবো না। পাটা থাকতি অইবো!!! হা হা হা।
সত্যি, অত্যন্ত ভালো লাগলো আপনার হাস্যকর মন্তব্যটি। হা হা হা।
১৯| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪
ধ্রুবক আলো বলেছেন: বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন!!!
বেশি সহ্য করতে করতে পিঠের চামড়া শক্ত হয়ে গেছে, এজন্যই দেশের এই দশা।
বলতে নেই, আসলেই বলতে নেই, এখন অবস্থা এমন যে, মুখ খুলেছেন তো মরছেন!!
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩১
রুপম হাছান বলেছেন: আসলেই বোবার শত্রু থাকার কথা না কিন্তু এখন দেশের যে অবস্থা তাতে করে বোবারাও এখন আর নিরাপদ নেই! প্রায়ই পত্রিকায় দেখা যায় অমুকের মেয়ে প্রতিবন্ধী তমুক ধর্ষণ! এটা এখন নিত্য খবর। আর আপনি ঠিকই বলেছেন, আমাদের পিঠ এখন শক্ত হয়ে গেছে বলেই দেশের এই অবস্থা। আর তাই বলছি- মাঝে মাঝে সত্যি বলতে হয় কিংবা লিখতে হয়।
কারণ, অন্যায় হতে দেখে চুপ করে থাকাও আরেকটি অন্যায়। এতে করে নিজের লাভ কি ক্ষতি তা পরোয়া না করে রাষ্ট্র এবং সমাজ যাতে সঠিক পথে চলতে পারে তার জন্য একটি সহায়ক ব্যবস্থা চালু রাখার জন্য মাঝে মাঝে আমাদেরকে মুখ খুলতেই হবে।
মরণের ভয় করে তো আর মরণ থেকে বাঁচা যাবে না। একদম চুপ হয়ে গেলে পুরো সমাজ ব্যবস্থা একদিন আঁধারে ঢেকে যাবে। আর আমরা তা হতে দিতে পারি না। ধন্যবাদ ভাই ধ্রুবক আলো আপনার সুচিন্তিত বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন এবং পুনরায় আমার আঙ্গিনা পরিদর্শন করার আমন্ত্রণ থাকলো।
২০| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৭
TANVIR MAJUMDER বলেছেন: অসাধারণ লিখেছেন।উদ্ভট উটের পিঠে চলছে দেশ।সবচে ভাল আছেন তারাই যারা নিজের ভালোটা বুঝে সটকে পড়ছেন এদিক ওইদিক বিদেশে
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪০
রুপম হাছান বলেছেন: একদম খাঁটি কথা, উদ্ভট উটের পিঠে চলছে দেশ। আমাদের উচিত এই লাগামছাড়া উটের মুখে লাগামের ব্যবস্থা করে দেয়া। উটগুলো যাতে করে এদিক-ওদিক মুখ ফিরিয়ে কারো ক্ষতি কিংবা কষ্টের কারণ না হতে পারে।
তাই চুপচাপ না থেকে মাঝে মাঝে কিছু সত্যি প্রকাশ করা ভালো। এতে করে নিজের লাভ হোক কি না হোক সমাজের ভালো ঠিকেই হবে। আর সমাজ ঠিক থাকলে সমাজের একজন ব্যাক্তি হিসেবে আমি ও ভালো থাকবো।
ধন্যবাদ ভাই তানভীর মজুমদার আপনার সুন্দর মন্তব্যটির জন্য।
২১| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫০
রক বেনন বলেছেন: ধন্যবাদ রুপম ভাই আপনার উত্তরের জন্য। আপনার উত্তরের পরিপ্রেক্ষিতে বলছি প্রথমত ব্লগ কোনো পরীক্ষাক্ষেত্র নয় যে আপনি রাতভর পড়াশুনা করলেন আর সকালে এসে প্রশ্নের উত্তরে নিজের মত করে লিখে পাস করে গেলেন। দ্বিতীয়ত অনেকেই আছেন যারা তাদের লিখনীর শেষে ‘সংগৃহীত’ ‘সুত্র’ ‘ছায়া অবলম্বনে’ অথবা প্রকৃত লেখক/লেখিকার নাম উল্লেখ করেন। আপনি তার কিছুই করেননি। তার মানে কি এই দাড়ায় না যে উপরে লিখিত সবটুকু আপনার মৌলিক রচনা?? আসলেই কি তাই? ভারতের শুভ দাসগুপ্তের ‘বলতে নেই’ কবিতা আপনি নিজের মত করে পরিবর্তন করেছেন, সংযোজন বিয়োজন করেছেন আর বেচারা লেখকের নামটুকু দিতে ভুলে গিয়েছেন? নাকি অন্যর লিখা পরীক্ষার প্রশ্নের সাজেসন ভেবে মুখস্ত করে ব্লগে এসে নিজের মত করে উত্তর দিয়েছেন? তাহলে ভেবে নেব এটাই স্বাভাবিক আর আমিই ভুল কারণ পরীক্ষার খাতায় তো প্রকৃত লেখকের নাম ‘বলতে নেই’।
২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৯
রুপম হাছান বলেছেন: সত্যি তাই, ভাই রক বেনন। কোনো ব্যাক্তির স্বইচ্ছায় বলে যাওয়া কথার (অর্থাৎ তার নিজের ইচ্ছা ছিলো বলতে বারণ!) প্রেক্ষিত কখনো সবার সামনে বলতে নেই! যদি কেউ বলে থাকেন তবে হয়তো আমিও তাই করেছি।
আর তাই পুণরায় বলছি, ব্লগ যেহেতু পরীক্ষাক্ষেত্র না সেহেতু কারো ছায়া মাড়ানোর তো দরকার নেই; যে নাম না লিখলে নম্বর কম পাবো কিংবা ফেল করবো।
বিশেষ ভাবে বলতে হয়-যেখানে পরিবর্তন, পরিমার্জন, সংযোজন এবং বিয়োজন রয়েছে; সেখানে প্রকৃত অর্থে যিনি তা করেছেন এটি একমাত্র তারই রচিত হিসাবেই ধরা হয়। কারণ যিনি আগে কিছু লিখেছেন, সেটা যদি পরিপূর্ণ অবস্থায় থাকে, তবে সেই লেখার একক সত্ত্বা একান্তই আগের তিনি। আর সেই লিখা হুবহু লিখার পর যদি ‘সংগৃহীত’ জাতীয় শব্দগুলো ব্যবহার করতে পরের লেখক ভুল করেন তবেই কথা থাকে যে তিনি অন্যর লিখা নিজের নামে চালিয়ে দিলেন। নিশ্চয় একটি শব্দ আপনি জেনে থাকবেন আর তা হলো- কাকতালীয়। (লিখাটি কারোর সাথে পুরো কিংবা আংশিক যদি মিলে যায় তা কাকতালীয়)। আমি হয়তো সে কথাই লিখে দিতে পারতাম।
আরেকটি কথা- নিশ্চয় আমি/আপনি অনেক ছড়া কিংবা কবিতা পড়েছি আর সেসব অনেক ছড়া কিংবা কবিতা দিয়ে হয়েছে অনেক গানও। উদাহরণ দিচ্ছি-হাট্টিমাটিম টিম/তারা মাঠে পাড়ে ডিম/তাদের খাড়া দুটো শিং। এটি একটি ছড়া এবং পরবর্তীতে এটিকে দিয়ে শিশুতোষ গানও করা হয়েছে। আর সেখানে দেখবেন, ছড়াকার এবং গীতিকার দুইজনই আলাদা নামে পরিচিত। নিশ্চয় কেউ/ কাকে নকল বলে চালায় নি। কারণ এখানে সংযোজ, বিয়োজন রয়েছে।
যাই হোক-ভালো থাকুন। ধন্যবাদ।
২২| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫
অতীন্দ্রিয়া বলেছেন: হুশশশশ...আমিও চুপ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৬
ঢাকাবাসী বলেছেন: চুপ চাপ দেখা ছাড়া আর কিসসু করার আছে! কথা কইলেই পরিষ্কার হয়ে যাবেন।