![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
আজ পবিত্র শবে বরাত। তাৎপর্যপূর্ণ এই রাতে বিশেষ বরকত হাসিলের মানসে মুসলিম সম্প্রদায় রাত জেগে ইবাদত-বন্দেগি, জিকির-আজকার, মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায় ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন। আর পরবর্তী দিন রোজা রাখেন। কেউ কেউ তিনটি নফল রোজা পালন করেন।
শবে বরাতকে ‘লাইলাতুল বারাআত’ নামেও অভিহিত করা হয়। শাবান মাসের মধ্যবর্তী রাতে পবিত্র শবে বরাত পালিত হয়। হাদীস শরীফে একে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা মধ্য শাবানের রাত্রি নামে অভিহিত করা হয়েছে। আর পক্ষকাল পরেই আসবে মাহে রমজান। এর পর সূচনা ঘটবে রহমত বরকত নাজাতের মাস রমজানের। লাইলাতুল বারাআত মাসব্যাপী সিয়াম সাধনা প্রশিক্ষণের পূর্ব প্রস্তুতিস্বরূপ। এজন্য একে বলা হয় রমজানের মুয়াজ্জিন বা পতাকাবাহী। মূলত বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে এ রাতটি শবে বরাত হিসেবে পরিচিত। আরববাসীরা এ রাতকে ‘লাইলাতুন নিসফে মিন শাবান’ বলেন।
হাদীসে বর্ণিত আছে-সূর্য অস্তমিত হওয়ার পরক্ষণ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজালি পৃথিবীর কাছাকাছি আসমানে প্রকাশ পায়। তখন আল্লাহপাক বলতে থাকেন আছে কি কেউ ক্ষমাপ্রার্থী? যাকে আমি ক্ষমা করব, আছে কি কেউ রিজিকপ্রার্থী? যাকে আমি রিজিক প্রদান করব। আছে কি কেউ বিপদগ্রস্ত? যাকে আমি বিপদমুক্ত করব। আল্লাহপাকের মহান দরবার থেকে প্রদত্ত এ আহ্বান অব্যাহত থাকে ফজর পর্যন্ত। বস্তুত শবে বরাত হলো আল্লাহপাকের মহান দরবারে ক্ষমা প্রার্থনার বিশেষ সময়। আল্লাহপাকের নৈকট্য ও সান্নিধ্য লাভের এক দুর্লভ সুযোগ এনে দেয় এই শবে বরাত।
অতএব, প্রতিটি কল্যাণকামী মানুষের প্রধানতম কর্তব্য হলো এ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা। আল্লাহপাকের ইবাদত-বন্দেগিতে পূর্ণ রাত অতিবাহিত করা। সাধ্যমত দান-খয়রাত করা। আর এই রাতে বেশি থেকে বেশি নফল নামাজ আদায় করার মাধ্যমে মহান আল্লাহর পক্ষ থেকে নাজাত হাসিল করে নেয়া। এই মহান রাতে সবাই যেনো মহান আল্লাহ কে এবাদতের মাধ্যমে খুশি করে নিজের দুনিয়া ও আখিরাতকে সুসজ্জিত জান্নাত বানিয়ে নিতে পারি সেই প্রত্যাশাই করি। সবাইকে লাইলাতুল বারাত এর মোবারকবাদ জানাই এবং আগত মাহে রমজানকে মনে প্রাণে গ্রহণ করে নিজের জিন্দেগীর মাকছাদ হাসিল করে নেয়ার অনুরোধ জানাই।
১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই নাঈম জাহাঙ্গীর নয়ন আপনার অভিব্যক্তি প্রকাশ করে আমাকে কৃতার্থ করার জন্য। কারণ নিজের ভালোটা যদি কেউ ভালো বলে তখন নিজের কাছেই আরো বেশি ভালো লাগে।
আপনাকে আবারো ধন্যবাদ জানাই আমার আঙ্গিনায় পরিদর্শনের জন্য।
২| ১১ ই মে, ২০১৭ রাত ৮:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শবে বরাতকে ‘লাইলাতুল বারাআত’ নামেও অভিহিত করা হয়।
বরং লাইলাতুল বারাআত কে শবে বরাত বলে চালিয়ে দেয়া হচ্ছে। বেশীরভাগ আলেমের মতে 'লাইলাতুল বারাআত' বলতে শবে কদর কে বোঝানো হয়েছে। আরো পড়াশোনা করেন...
১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই। তবে ধর্মজ্ঞান খুব একটা ভালো জানা নেই তাই কিতাবের আয়াত দিয়ে বিশ্লেষণ করি নি। আর এখন পড়াশুনা করতে তেমন ভালো লাগেনা।
তবে ধর্ম যাই হোক- ভালোটা বুঝে ভালো কাজ করলেই ধর্ম অনুমোদিত হবে এটাই বুঝি। ভালো থাকবেন।
৩| ১১ ই মে, ২০১৭ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর পোষ্ট করার জন্য।
১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
রুপম হাছান বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ কষ্ট করে পুরো লেখাটা পড়ার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো জেনে। প্রিয়তে রেখে দিলাম ভাই।