![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
বাংলার আঞ্চলিক একটি বাক্য আমরা প্রায়ই ব্যবহার করে থাকি- বেইল নাই!!! এখন মনে হচ্ছে এই নোবেল আর নোবেল কমিটিরও বেইল নাই অর্থাৎ এদেরও বেলা ডুবে গেছে। আমি মনে করি, বিশ্ব ধ্বংসের পিছনে এইসব গাঞ্জাখুরি প্রতিষ্ঠানগুলির অবদান কোন দিন অস্বীকার করা যাবে না। আর বিশ্ব পরিস্থিতি অস্থিতিশীল করার পিছনে এরাই সব সময় ইন্ধন যুগিয়ে আসছে বলেও মনে করি। বিশ্ব একদিন ধ্বংস হবে এজাতীয় গাঞ্জাখুরি প্রতিষ্ঠানগুলির (নোবেল+জাতিসংঘ+মানবাধিকার সহ নানান প্রতিষ্ঠান) অন্ধ ভুমিকা পালনের কারণে। আর এর জন্য এরাই দায়ী থাকবেন।
যেখানে ৩লক্ষ ৬৫হাজার মানুষের মতামতকে উপেক্ষা করা হয় সেখানে মানবতার অবস্থান কোন পর্যায়ে রয়েছে তার একটি প্রমাণ আবারও দিলেন নোবেল কমিটি নামক ভুয়া প্রতিষ্ঠান। যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজের গুরুত্ব বহন করতে পুরষ্কার প্রদান করেন তারাই আবার অশান্তির জন্য কাউকে না কাউকে নিয়োগ করতেও ভুল করেন না। যেমন করেছেন সুচির পক্ষাবলম্বন করে।
আমরা নোবেল কমিটির এমন সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখান করলাম। :ধিক এই ভুয়া নোবেল কমিটিকে।
বিস্তারিত জানতে পড়ুন : সুচির পুরস্কার বাতিলের আবেদন প্রত্যাখান করল নোবেল কমিটি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
রুপম হাছান বলেছেন: আপনি ঠিক বলেছেন। কিন্তু নিজের অক্ষমতা স্বীকার করার মতো এই মানসিকতা পৃথিবীর মানুষের মাঝে অবশিষ্ট আছে কিনা তাই নিয়েই সন্দেহ আমার।
ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
সনেট কবি বলেছেন:
রোহিঙ্গা ও মিয়ানমার
মিয়ানমার সে এক অসভ্য জাতির
দেশে আজ মানবতা আর্তনাদ করে
নির্বাক নয়নে ভাষা হারা হয়ে ফিরে
বিশ্ব দুয়ারে করতে অভিযোগ তার।
সভ্যতায় অসভ্যতা চরম আকারে
নিষ্ঠুরতা প্রদর্শনে রাক্ষসের মতো
চালায় তান্ডব সেথা মানুষের রক্ত
প্রবাহের পৈশাচিক জঘণ্য উল্লাসে।
রোহিঙ্গা নিজের দেশে অধিকার হারা
হয়ে অবশেষে প্রাণে বাঁচা দায়ে ছেড়ে
আপন নিবাস খোঁজে জীবন আশ্রয়।
অসম্মান পর দারে তথাপি উপায়
কিছুই না খুঁজে পেয়ে ছুটছে মানুষ
যদি কারো দয়া মিলে সেই প্রত্যাশায়।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯
রুপম হাছান বলেছেন: সনেট কবি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার কবিতার মাধ্যমে স্বল্প কথায় সুন্দর প্রতিবাদ জানানোর জন্য। আপনার কবিতায় রয়েছে বিষ মাখানো তীর যা বৃদ্ধ করবে ঐ পৈশাচিক হায়ানাদের। যারা বিনা কারণে সাধারণ রোহিঙ্গা মুসলিমদের প্রাণ কেড়ে নিচ্ছে।
ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৩
আফসানা অর্থী বলেছেন: আমি যতদূর জানি- কাউকে একবার নোবেল দিলে তা ফিরিয়ে নেয়া যায় না। তবে উক্ত ব্যাক্তি চাইলে নোবেল প্রত্যাখ্যান করতে পারেন।