![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
হঠাৎ করেই কোনো উপলক্ষ ছাড়াই সকলের গোচরে হানা দিলো অতি ভদ্র এবং লাজুক ঋতু নামে পরিচিত শীত। শীতকে ভদ্র এবং লাজুক বলার কারণ, এর প্রভাবে পারিবারিক ভদ্রতা/নম্রতা/সভ্যতা এবং ঐতিহ্য বিবর্জিত নর-নারীরা কিছু দিনের জন্য হলেও দিনের আলোতে শরীর প্রদর্শন করার তেমন কোনো সুযোগ গ্রহণ করতে চান না!!! যারা ইচ্ছা করেই শরীরিক উদ্দ্যামতা (নারী এবং পুরুষ) প্রদর্শনে আগ্রহী থাকতেন তারাও বিশেষ করে এই শীতে আপাদমস্তক মোটা কাপড়ে ঢেকে রাখবেন। অনিচ্ছা সত্ত্বেও ঊসৃংঙ্খল নারী এবং পুরুষ উভয়ের কিছু দিনের জন্য হলেও আব্রু বা ঈমান-আমল ঠিক রাখা সম্ভব হবে। হা হা হা।
আহা কি আনন্দ শীতের এই সৃজনে!!! শীত মোবারক জিন্দাবাদ।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫
ওমেরা বলেছেন: এক্কেবারে ঠিক বলেছেন ।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮
রুপম হাছান বলেছেন: সহমত থাকলো আপনার সাথে। ধন্যবাদ।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০
চাঁদগাজী বলেছেন:
সন্যাসীরা ও অনেক ধর্মীয় মানুষজন গুহাতে থাকতেন, আপনার ইমান রক্ষার জন্য গুহার কথা ভেবে দেখতে পারেন।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮
রুপম হাছান বলেছেন: আপনি কি বিনগ্রহে থাকেন? মনে হচ্ছে দুনিয়ার কোনো চাওয়া-পাওয়া আপনাকে স্পর্ষ্শ করেনা? আমার মনে হয় সবার মাঝে আপনি একজন রাম রহিম, যদিও সে এখন বিপদগ্রস্ত। সন্যাসীতো সেও ছিলো এবং গুহার ভিতরে! তবে কেনো তার এদশা!? ভেবে দেখবেন।
আপনারা ঈমানদার সাজবেন তা আশা রাখি কিন্তু অতি সন্যাসী সাজার কি মানে?
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
"আপনারা ঈমানদার সাজবেন তা আশা রাখি কিন্তু অতি সন্যাসী সাজার কি মানে? "
-মেয়েরা কাপড় না পরে রাস্তায় বের হয় না, আপনার ভয়ানক সমস্যা ওদের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? আপনার সমস্যা অন্যদের উপর না চাপিয়ে, যারা গুহায় থাকতেন, তাদের দলে গেলে আপনি নিজের ইমান আমান সব রক্ষা করতে পারবেন।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭
রুপম হাছান বলেছেন: আপনার তো মনে হয় গোড়ায় গলদ! এখানে তো আমি নর-নারী উভয়ের কথা উল্লেখ করেছি এবং সেখানে সবার কথাও বলা হয়নি। তবে কেনো নিজ গায়ে মাখতেছেন!!! আর এখানে তো কারো ওপর সমস্যা চাপিয়ে দেয়া হয়নি!
আশা করছি, অন্যদের লিখা ভালোভাবে মনযোগ সহকারে পড়ে তবেই ভালো-মন্দ লিখবন। কারণ এতে করে নিজের যোগ্যতা প্রকাশ পেয়ে যায়।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
মানুষ সঠিক কাপড় পরে রাস্তায় বের হয়, আপনার পোষ্টের বিষয় হলো মানুষ( ছবি দিয়েছেন মেয়েদের) শরীর দেখায়; এগুলো আপনার অনুধাবনের দারিদ্রতা; যারা সমাজের সাথে চলতে পারে না, তারা গুহায় থাকে।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪
রুপম হাছান বলেছেন: আমি জানি না, মানুষ বলতে আপনি আলাদা করে মেয়ে মানুষকে বুঝাতে চাইছেন কেনো? আর এখানে ছবি টা ব্যবহার করা হয়েছে মূলত মোটা পোষাক ব্যবহার করার কারণে। আপনি সেখানেও শুধু মেয়ের অবস্থান নিয়ে কথা বলছেন। সত্যিকার্থে আপনি উদাহরণ বলতে শব্দটির ব্যবহারই জানেন না। আর যদি এই নারীকে উদ্দেশ্যে করে বলতেই হয়, তবে-
নারী জাগরণের বিষয়টা মূলত নারীর অবস্থান ছোট আর বড় করাকে নিয়েই ঘটেছে। যেখানে সমান অধিকার সমান সুযোগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। আর তাদের জন্য সমান অধিকার নিশ্চিত করতে গিয়ে পুরুষের মতো তারাও একই কাপড় পরা শুরু করেছে। যারা এই পার্থক্য বুঝার ক্ষমতা রাখে না তাদেরকেও এই ডিজিটাল যুগের দরিদ্র ছাড়া আর কিছুই বলা যায় না। তাই বলবো স্রষ্টা আপনার জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে দিক সঠিকটা বুঝার জন্য। অন্যদের উপদেশ দিয়ে নয় বরং নিজেই সন্যাসী হয়ে গুহায় অবস্থান নিশ্চিত করুন এমন লিখা ভবিষ্যতে চোখে পড়বেনা। কারণ ডিজিটাল যুগে পদার্পণ করে এমন লিখা উপভোগ করবেন না, তা কি করে হয়!
যার জন্য যা নির্ধারিত তা এড়িয়ে যাওয়া কিংবা অস্বীকার করাও একরমক অসুস্থতার লক্ষণ বটে।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
বেশীর ভাগ মানুষ যা পরে, সেটাই সুস্হ পোশাক; বেশীরভাগ মানুষের পোষাককে সমালোচনা করে গুহাবাসীরা।
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
রুপম হাছান বলেছেন: ভাই জানেন তো, একমাত্র পাগলই নিজেকে সুস্থ মানুষ দাবী করে আর বাকীদেরকে তার কাছে অসুস্থ কিংবা পাগলই মনে হয়। তাই বলছি, গুহার বাহিরে আমার কাছে সকলকেই আমার মতো মনে হয় তার মধ্যে কিছু মানুষকেই শুধু গুহাবাসী মনে হয়; যেমনটা আপনার কাছে মনে হচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭
রুপম হাছান বলেছেন: আমার পছন্দের সেরা ঋতু শীত। তাই শীতকে খুব ভালোবাসি।