নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

কপালের লিখন যা না খন্ডন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭



এমন দৃশ্য দেখে মনে প্রশ্ন জাগেঃ পুলিশের পক্ষে যায় এমন কোনো আচরণ কি পুলিশ বিভাগ এখন পর্যন্ত প্রতিষ্ঠা করতে পেরেছে!? আমরা প্রায়ই দেখতে পাই, সরকারী দল রাজপথ দখল করে জনসভা/মিছিল/মিটিং/হরতাল সহ নানান আয়োজন করে কিন্তু সেখানে পুলিশ পাহারা দেয়; কারো সাথে ধরপাকড় হয়না! আর বিরোধীদের কেউ রাস্তায় নামলেই পুলিশি এ্যাকশন শুরু হয়ে যায়!!! এটা অস্বীকার করবেন কিভাবে?

যারা অস্বীকার করবেন, বিশ্বাস করুন আর নাই বা করুন; তারা অন্যায় করছেন এবং মিথ্যার আশ্রয় গ্রহণ করছেন। এখানেই ঠিক তেমনটাই দেখা গেলো, একের পর এক আদালতের বিচারাধীন মামলার রায় নিয়ে সরকার দলের সদস্যরা রায়ের বিবরণ দিয়ে যাচ্ছেন; যা এক কথায় আদালত অবমাননার শামিল অথচো এর জন্য আদালতের পক্ষ থেকে কোনো ধরণের আইনি নোটিশ তলব করা হয়নি। যা পরিপূর্ণভাবে অন্যায়। আর এর জন্যও সরকার দায়ী।

গত কয়েকদিন আগেই দেখলাম, ছাত্রলীগ নামধারী বিশ্ববিদ্যালয়ে কি কান্ডটাই না করলো; অথচো তার কি কোনো উচিত বিচার হলো, না হবে!? যা রীতিমতো অন্যায়। এমনকি সেখানেও তারা পরিপূর্ণ মিথ্যার আশ্রয় গ্রহণ করলো এবং বললো ছাত্রলীগ এর সাথে জড়িত নয়! সরকার কী এর দায় এড়াতে পারে?

আজকের ঘটনাটিও ঠিক সেরকম একটা আলামত। খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে পুলিশ বাঁধ সাধলো ধরপাকড়ে। তাহলে সাথে থাকা লোকগুলো কি আঙ্গুল চুশবে। নিজেকে রক্ষা করার জন্যে কে না চেষ্টা করে। যেখানে শুধু পুলিশটাকে আত্মরক্ষা করার দৃশ্যটুকুই দেখানো হলো। তার আগের দৃশ্যগুলো সবার নজরে আনা হউক, পরিষ্কার করা হউক; আদালত চত্তর থেকে ঘটনাটি ঘটার কেন্দ্র পর্যন্ত স্থলে কে বা কারা আগে অন্যায়ে জড়িত হয়েছেন। খালেদা জিয়ার সাথে থাকা লোকগুলোই কি আগে পুলিশের উপর হামলে পড়েছিলো নাকি পুলিশই আগে ধরপাকড়ে অংশগ্রহণ করেছিলো; তাহলেই তো বিচার টা সহজ হয়ে যাবে।

এক কথায় বলছি, পুলিশও হাউজে কাউসারের পাণিতে ধোয়া মানুষ নন যে, তিনি অন্যায়টা আগে করেন নি। তাই শাসকদের উদ্দেশ্যে বলবো, সাশন করুন বাদশা হরুনের ন্যায় যদি না পারেন তবে ন্যায় প্রতিষ্ঠার জন্যে ঈমাম আবু হানিফার মতো লোকের খোঁজ করুন। ঘৃণা, অহমিকাবোধ, ক্ষমতার ধাপড়, সহিংসতা পরিহার করুন। তা না হলে নমরুদ আর ফেরাউনের মতো শক্তিশালী হলেও যে ধ্বংস প্রাপ্ত সেটা উপলদ্ধি করুন। আশা করছি, আপনাদের বুদ্ধির দরজা খুলে যাবে।

পরামর্শঃ সবাইকে বলবো, অন্যায় থেকে বেরিয়ে আসুন; দেখবেন সবকিছু আপনার চাহিদা মাফিকই হচ্ছে। পৃথিবীটাও অনেক সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: কেউ অন্যায় করে তার টাকা নেই বলে-
আর কেউ অন্যায় করে তার টাকা প্রচুর আছে বলে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

রুপম হাছান বলেছেন: একদম খাঁটি কথা। সহমত। ধন্যবাদ ভাই রাজীব নুর আপনাকে। ভালো থাকুন সব সময়।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

আবু তালেব শেখ বলেছেন: বলে কোন লাভ নেই। উনাদের মর্জি মতই চলবেন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০২

রুপম হাছান বলেছেন: হয়রান হয়ে গেছি, এখন একটু থামতে চাই... হা হা হা।

ধন্যবাদ বাই আবু তালেব শেখ আপনাকে। সুন্দর মন্তব্য করেছেন। ভালো থাকুন।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

খাঁজা বাবা বলেছেন: গত দুইদিন যাবত বি এন পি এর অংগ সংগঠনের মধ্যম সারির নেতা কর্মীদের মধ্যরাতে বারি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

রুপম হাছান বলেছেন: এটাও হয়তো উন্নয়নের ধারা অভ্যাহত রাখার স্বার্থে করতেছে!!! বাঁকিটা দেশের জনগণই ভরসা। ভালো বলেছেন বৈকি। ভালো থাকুন।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

খাঁজা বাবা বলেছেন: গত দুইদিন যাবত বি এন পি এর অংগ সংগঠনের মধ্যম সারির নেতা কর্মীদের মধ্যরাতে বারি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

রুপম হাছান বলেছেন: দুঃখজনক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সাথে সরকারী অনুচরদের অসদাচরণ গ্রহণযোগ্য নয়।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনার শেষ প্যারায় লিখেছেন, অন্যায় থেকে বের হতে; যারা বিএনপি করেন, কিংবা বর্তমানে আওয়ামী লীগ করেন, তারা "ন্যায়" শব্দটা বুঝার কথা নয়; বিএনপি ও আওয়ামী লীগের ভেতর যারা জিতে তারা শুধু অন্যায় করে, পরাজিত হলে ন্যায় চায়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

রুপম হাছান বলেছেন: হা হা হা। ভালো বলেছেন। ভালো লাগলো। ধন্যবাদ থাকলো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকুন।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

নিশ্চুপ কবি বলেছেন: নিরব ভূমিকায় আছি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

রুপম হাছান বলেছেন: আরেকটি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন বটে! হা হা হা।

ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্যে। ভালো থাকুন।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুলিশকে পেটানোর দৃশ্যটি ফেস বুকে বেশ ভাল ভাবেই ভাইরাল হয়েছে।
মানুষ এ দেখে উল্লাস করছে। এটা জাতির জন্য একটা খারাপ মেসেজ ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

রুপম হাছান বলেছেন: যেখানে সরকার চারটি জিনিসের (আদালত+সংবিধান+গণতন্ত্র+বিরোধী মত রুদ্ধ করার) বেশি চর্চা করে সেখানে সাধারণ জনগণ না হয় একটিরই করছে (আইন নিজের হাতে তুলে নিচ্ছে)! কার দোষ আগে দিবেন?

ধন্যবাদ ভাই লিটন আপনার সুন্দর মন্ত্যর জন্যে। ভালো থাকুন।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: আর আপনি এই চারঘন্টায় সাথে এই মন্তব্যের সময়েও জবাব দেন নি!! গায়েবে আছেন!!
প্রোফাইলের লেখাও কি...।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

রুপম হাছান বলেছেন: গায়েব থাকার প্রশ্ন আসছে কেনো? লিখা যখন লিখেছি তখন উত্তর ও দেবো। সেটা ভালো দিতে পারি কিংবা মন্দ! তবে এত এনার্জি থাকে না বলেই সময় বের করে জবাব দিতে পারি না। কারণ অফিস তারপর সংগঠন তারপর কিছু ব্যক্তিগত কাজ এরপর না হয় আপনাদের সাথে সামান্য কিছু সময় লিখা-পড়া করা। তাতে ও কম কিসে!

ধর্য ধারণ করুন নিশ্চয় ভালো কিছু পাবেন। কারণ আমরা এতটা ধর্যহারা যে, এক পুরুষে সবকিছু ভোগ করতে চাই বলেই প্রতিধ্বনিও বেশি অনুভব করি। সময় দিন নিশ্চয় উত্তর পাবেন। আশা করি আপনিও উত্তর পেয়েছেন।

আর প্রোফাইলের লেখাও কি... এর ব্যাখাটা দিলে ভালো হতো কারণ আমি আপনার অভিসন্ধি বুঝতে পারিনি, যা আপনি আমাকে বুঝাতে চাইছেন?

আমার মনে হয়, আপনি আমাকে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.