![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যে ভুল তোমার পানে করা
তোমারি ভুল আমার হাতে গড়া
আমি সবসময় বিশ্বাস করি কাওকে বলে শেখানোর চেষ্টা করলে তার শেখার মাঝে আন্তরিকতা কম থাকে। যে জীবন থেকে শেখে,,,ঠকে শেখে তার শেখার মাঝেই রয়েছে পূর্ণতা। যদিও আমি প্রতিনিয়তই ভুল করে চলেছি আর শিখছি কম।
ছোট বেলা থেকেই আমি একটু রাগী। অপ্রিয় সত্য বলে ফেলি-- সে আমার কথায় কষ্ট পেল কিনা তা কখনো ভেবে দেখিনি,,,,ভেবে দেখার প্রয়োজন ও বোধ করিনি। আজ বড় হয়েছি কিন্তু নিজেকে কখনো শোধরানো হয়নি। হবে কি করে? আমিযে ভুল সে অনুভুতি তো আমার ছিলনা।
আজ এমন একটা একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যা আমাকে কষ্ট দিচ্ছে। তাই সবার সাথে শেয়ার করছি নিজেকে হালকা করার জন্য- আর আশা করছি আমি এতদিন যে ভুলের মধ্যে ছিলাম এমন ভুল যেন আর কেউ কখনো না করে।( যদিও জানি আমার মত না ঠেকলে কেউ শিখবেনা)
আজ এক আপু আমার বাড়ির কথা শুনে জানাল তিনি শুনেছেন এখানকার মেয়েরা...........................................
যাই হোক শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল।আর মনে পড়ে গেল_____________
একটা অঞ্চলের বিভিন্ন মানুষ দ্বারা নানাসময়ে অনেক ঝামেলায় পড়েছি।স্বভাবতই ঐ এলাকার প্রতি আমার বিরূপ ধারনা হয়। একসময় ঐ এলাকার মেয়েকে আমাদের রূমমেট হিসেবে দিতে চাইলে আমরা সবাই বলি আমরা ঐ এলাকার কাওকে নিবনা।
আমরা প্রায়শই বলে থাকি "ঐটা বিএনসিসি" এলাকা বা ব্লা ব্লা যাইহোক,---আজ একটা ঘটনা আমাকে উপলব্ধি করিয়ে দিল প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র। তার অবস্থানকে সংকীর্ণ করে দেখা উচিৎ নয়। অন্যকে ছোট করতে গিয়ে আমরা নিযেরাই ছোট হচ্ছি প্রতি ক্ষণে--------------
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৪
গোয়েবলস বলেছেন: এইটা আমার উপলব্ধি ভাইয়া
২| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৪
'লেনিন' বলেছেন: স্টেরিওটাইপড আমরা অনেকেই তবে যে ভুল বুঝতে পারে তারচেয়ে ভাগ্যবান বা ভাগ্যবতি কে আছে?
বিশ্ব এইডস দিবসের শুভেচ্ছা
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৮
গোয়েবলস বলেছেন: মনটা অনেক খারাপ। এইভাবে আমার কারনে ও তো অনেকের মন খারাপ হয়েছে।
৩| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: হুমমম..
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৯
গোয়েবলস বলেছেন: হুমান কেন?
৪| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৭
পল্লী বাউল বলেছেন: চাকুরীসূত্রে প্রায় সারা দেশেই ঘুরা হয়েছে। ছোট্ট এ দেশে যে কত ধরনের আঞ্চলিকতা যে দেখেছি ! কতবার যে এ নিয়ে বিব্রত হতে হয়েছে তার ইয়াত্তা নেই।
পোস্টে +++
কেমন আছেন আপু?
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৯
গোয়েবলস বলেছেন: এখন ভাল নেই তবে গড় রেটে ভাল আছি।
ঈদ কেমন কাটল?
৫| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১২
আসফাকুল আমিন বলেছেন: হুমমমমমমমমমমমম............এইবার বুঝলেন তো
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৪
গোয়েবলস বলেছেন: আপনি কি বোঝাতে চাইলেন তা আমি বুঝতে পারলাম না।
৬| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২০
আবু সালেহ বলেছেন:
হুমম................
শিক্ষার শেষ নাই.................
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২২
গোয়েবলস বলেছেন:
৭| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ঘুমমম আসে, তাই হুমমমমম...
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৩
গোয়েবলস বলেছেন: তাইলে হুমান রেখে ঘুমান
৮| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২২
পল্লী বাউল বলেছেন: গরীবের ঈদ
ছুটি নেই, কর্মস্থলেই ঈদ উদযাপন করেছি।
আপনার ব্যস্ততা শেষ হবে কবে?
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৪
গোয়েবলস বলেছেন: আশাকরি জানুয়ারীতে ফ্রি হতে পারব। ভাল থাকবেন
৯| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আইচ্ছা...:
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৮
গোয়েবলস বলেছেন: :-<
১০| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩১
বাবুনি সুপ্তি বলেছেন: হুম আপু। কিন্তু সবাই সব এলাকার নিয়েই অনেক নেগেটিভ কথা বলে। আরো আজব কথা হল, একেক এলাকার মানুষ অন্য এলাকাকে খারাপ ভাবে। আর আজব আজব সব ধারণা নিয়ে বাস করে! মাঝে মাঝে খুব কষ্ট হয়। কিন্তু আমার অভ্যাস মত আমি সব কিছু শুনেও কিছু বলিনা কাউকে।
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪২
গোয়েবলস বলেছেন: আসলে আমাদের সবার মাঝেই ভাল -খারাপ ২টা সত্ত্বা রয়েছে। আমরা নিজেদের ভাল দিক আর অন্যের খারাপটা দেখি
১১| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪
কাব্য বলেছেন:
"পন্ডিত শিখে দেখে আর মূর্খ শিখে ঠেকে"
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
গোয়েবলস বলেছেন: এই ব্যাপারটাতে অনেক পন্ডিত ও বুল করে কেবলু?
আর তুই কি নিজেরে পন্ডিত ভাবস?
১২| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
অ্যামাটার বলেছেন: বুঝেছি, বিএনসিসি কিংবা সিএনবি সিনড্রোমটা আমাদের সবারই কম-বেশী আছে।
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
গোয়েবলস বলেছেন: হুম। যেটা ঠিক না
১৩| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১
কাব্য বলেছেন: নাহ তুরে মূরুক্খু ভাবি
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৩
গোয়েবলস বলেছেন: জ্ঞানী অপররে জ্ঞানী ভাবে ; মূরুক্খু অপররে মূরুক্খু ভাবে
:>
১৪| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
কালপুরুষ বলেছেন: সবার উপরে মানুষ সত্য......।
আঞ্চলিকতার প্রশ্ন তুলে অনেকসময় নিজেদের সংকীর্ণ করে তুলি। সবকিছুতেই ব্যতিক্রম কিছু না কিছু আছেই।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০১
গোয়েবলস বলেছেন: আমরা কেউই এই সংকীর্ণ মানসিকতার ঊর্দ্ধে নই।এটাই বাস্তবতা
১৫| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০২
পাহাড়ের কান্না বলেছেন: সবাই আপনাকে আপু বলে। কিন্তু আমার মনে হয় আপনি ভাইয়া...ভুল হলে দুঃখিত। তবে কথা বলছেন এরোমেটিক সাবানের মত। ১০০% খাঁটি++++++
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬
গোয়েবলস বলেছেন: ভাইয়া মনে হবার কারন টা জানতে পারি?
১৬| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৬
পাহাড়ের কান্না বলেছেন: এমনিতেই মনে হল। ভুল হলে মাফ করবেন। তবে......
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৭
গোয়েবলস বলেছেন: উফ্ মাপ চাইতে হবেনা
১৭| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৯
অমাবশ্যার চাঁদ বলেছেন: +++
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৮
গোয়েবলস বলেছেন: কেমন আছেন ভাইয়া?
১৮| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৪
ভাবের অভাব বলেছেন: আপনার আগের চিন্তাধারার সাথে আমিও খুব একটা দ্বিমত প্রকাশ করতাম না। আঞ্চলিকতার একটা প্রভাব থাকতে পারে মানুষের মধ্যে, তবে অঞ্চল ভেদে মানুষ সবাই ভালো বা সবাই খারাপ হবে এটাও ঠিক না। আমি নিজেও কোন একটা কারনে কিছুটা অপরাধবোধে ভুগি। এখনও ভুগি।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১১
গোয়েবলস বলেছেন: আমরা এখনো universe শব্দটার সাথে একাত্ম হতে পারিনি
১৯| ০২ রা ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:৩২
ধ্রুব তারা বলেছেন: @লেনিন: এইডস দিবসের যে শুভেচ্ছা রয়েছে প্রথম শুনলাম
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১১
গোয়েবলস বলেছেন: আমিও
২০| ০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭
পুরাতন বলেছেন:
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১২
গোয়েবলস বলেছেন: হাসার কি হল?
২১| ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১২
শাওন৭৯ বলেছেন: ঘটনা কি ?
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৩
গোয়েবলস বলেছেন: লিখেছিতো----
২২| ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩
তাজা কলম বলেছেন: মানুষ তো আর ডেকচিতে রাঁধা ভাত নয় যে একটি ভাতে টিপ দিলেই সব মানুষ সম্পর্কে জানা যাবে। তুই ঠিকই বলেছিস প্রত্যেকটি মানুষই ভিন্ন। তবুও আমরা একধরণের সাধারনীকরণ করে থাকি অঞ্চলভিত্তিক মানুষ সম্পর্কে। এ থেকে সহসা তো মুক্ত হওয়া যাবে না।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৫
গোয়েবলস বলেছেন: আমি মুক্ত হতে পেরেছি এটা যথেষ্ট। অন্যরা ঠেকেই শিখুক
২৩| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৩
'লেনিন' বলেছেন:
ভুল করেনি এমন কাউকে
খুঁজে পাওয়া দায়
ভুল করেই ভুলটা থেকে
ঠিক শিক্ষা পায়।
ভুলের থেকে যে শেখে ভাই
বুদ্ধিমান তার নামটিও তাই
ভুলের থেকে যে শেখে নাই
গতিটা তার বোকা থাকাই।
২৪| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪১
অন্ধ দাঁড়কাক বলেছেন: আমার ধারণা, এইগুলা নিয়ে মেয়েরা খুব বেশী মাথা ঘামায়। কে কোন অন্চলের এইসব নিয়ে ছেলেরা খুব বেশী মনে হয়না চিন্তিত।
বিএনসিসি আসলে কোনগুলা? আমি একেকবার একেক রকম শুনছি। সিএনবি কি?
কোন অন্চলের লোকজনদের নিয়ে কি গল্প চালু আছে জানতে মন চায়। এইটা নিয়ে কি একটা পোস্ট দিমু নাকি ভাবতেছি।
(ইয়ে, মানে, তুমারে সবাই বিশ্ব এইডস দিবসের শুভেচ্ছা জানায়তাছে কেন? )
২৫| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৩
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: বাপ রে......!
ভালো, ভালো..........চালিয়ে যাও।
আই্চ্ছা, এই 'বিএনসিসি' মানে কি?
২৬| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০
জানপরী বলেছেন: আজ এক আপু আমার বাড়ির কথা শুনে জানাল তিনি শুনেছেন এখানকার মেয়েরা...........................................
আমার প্রশ্ন: সেখানকার ছেলেদের কি বলবে?
এলাকা ভিত্তিক মানুষকে বিচার করা ঠিক না।
২৭| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
নতুন রাজা বলেছেন: !!!!!!!!!!!!!!!
২৮| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১
শ।মসীর বলেছেন: আসেন যার যার এলাকা স্বাধীন করে ফেলি, তাহলে আর ঝামেলা থাকবেনা
২৯| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১
অগ্নিশিখা বলেছেন: হুমম
৩০| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩০
'লেনিন' বলেছেন: ধ্রুব তারা বলেছেন: @লেনিন: এইডস দিবসের যে শুভেচ্ছা রয়েছে প্রথম শুনলাম
--------
এইডস দিবস স্মরণ করানো আরকি। এইডস থেইকা বাঁইচা থাকার শুভেচ্ছা
৩১| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০১
ফারা তন্বী বলেছেন: হুমমমমমম
৩২| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপু.. চিপার মধ্যে আছি........... কি যে করি.. জীবিত থেকে কি শেষ পর্যন্ত ______ ???
৩৩| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০০
কাব্য বলেছেন:
৩৪| ০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬
ভাঙ্গন বলেছেন: হুমমমমম
কিয়া বাত?
৩৫| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৬
স্বপ্নকথক বলেছেন:
:-&
৩৬| ১০ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:২৪
স্বপ্নকথক বলেছেন: Click This Link
বেচারারে দুগ্গা উপদেশ দিয়া আসেন...কচ্ছপ নিয়া বিপদে পড়ছে...
৩৭| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩
সোনালীডানা বলেছেন: কেমন আছেন গোয়েবলস?
৩৮| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:১২
পারভেজ মাসুদ বলেছেন: Click This Link
৩৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:৩০
ভাস্কর চৌধুরী বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা আপনায়।
কেমন আছেন?
৪০| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
ভাঙ্গন বলেছেন: হ্যাপী নিউ ইয়ার টু ভগিনী....
৪১| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:১৭
ঘাসফুল বলেছেন: কোথায় যে গেল মেয়েটা.............. শুভ নববর্ষ
৪২| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:৩১
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: বস্! এতোদিন কোথায় ছিলেন?
৪৩| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৮:২৮
বোহেমিয়ান কথকতা বলেছেন: Happy New Year
আপনার তো আজ যাবার কথা ছিল মনে হয় । (আড্ডায়)
৪৪| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৬
নতুন রাজা বলেছেন: Happy New Year...
৪৫| ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
মহসিন৭১ বলেছেন: কোথায় আছেন? একটা মেইল দিয়েন। আমি দুমাসের ছুটিতে আছি। অবস্থান ঢাকায়। [email protected]
৪৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৪
কপোত বলেছেন: পুরানি জিনস
১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৮
গোয়েবলস বলেছেন: ধইন্যাপাতা খাও
৪৭| ১৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৩
কাব্য বলেছেন: ঐ
১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫০
গোয়েবলস বলেছেন: কি?
৪৮| ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৭
গোয়েবলস বলেছেন: সবাইকে অনেক অনেক শুভেচ্ছা
৪৯| ১৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪০
চতুষ্কোণ বলেছেন: সুন্দর উপলব্ধি।
আপুকে আর দেখাই যায় না।
২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৬
গোয়েবলস বলেছেন: আশাকরি দেখা যাবে আবার
৫০| ১৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
আবু সালেহ বলেছেন:
শিখতে শিখতে আপনে যে উধাও হইয়া গেলেন তার কি হইবে......
আছেন কেমন???
২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৭
গোয়েবলস বলেছেন: ভাল আছি মুরুব্বি। আপনার খবর কি?
৫১| ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৯
এম আই এইচ রাজন বলেছেন: Click This Link
৫২| ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: গোবলাকে অনেক মিস করি...
২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫০
গোয়েবলস বলেছেন:
৫৩| ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৭
একলোটন বলেছেন: বস একটা মন্তব্য চাই।
Click This Link
৫৪| ২৩ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৮
স্বপ্নকথক বলেছেন: হালুম
২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫১
গোয়েবলস বলেছেন: মাথার ছবিটার একি দশা? নর কংকাল হবে কালো।
৫৫| ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৩
নতুন রাজা বলেছেন: কৈ যে হারাইলো... কারে যে জিজ্ঞাসা করি বুঝতে পারতাছি না...
২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫১
গোয়েবলস বলেছেন: জাহান্নামের চৌ রাস্তায় আছিলাম
৫৬| ২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৩
কাব্য বলেছেন: ভূত নিকি
২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৫
গোয়েবলস বলেছেন: হ
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০০
নিরব হাসি বলেছেন: ভালাই লিখছেন বইন।