নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখিত , এই ব্লগ এ কোন কাঠাল পাতা নাই।

মেজাজ বিলা !

গোলন্দাজ

কিসের এত দুঃখ তোমার সারাক্ষন বসে বসে ভাবছ, পৃথিবীতে বল বাচবে কদিন, সময়টাতো বড় অল্প।

গোলন্দাজ › বিস্তারিত পোস্টঃ

অমি রহমান পিয়াল যৌবনযাত্রার কেউ নন

০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০১

আমি তেমন একটা লেখালেখি করি না, অভ্যাস নাই বললেই চলে, শুধুই পড়ি। তবে আজকে একটা ব্লগ দেখে খুব খারাপ লাগল, তাই এই লেখাটা লিখতে বসলাম।



Click This Link



আমি যৌবনযাত্রার সাথে আছি আজ প্রায় দুই বছর। আমি যৌবনযাত্রায় মডারেটর হিসাবে ও কাজ করেছি ১ বছর। এখন ও করছি। অনেকেই হয়ত আমাকে গালি দিতে পারেন, দেন ভাই। তাতে আমি কিছু মনে করব না। কিন্তু একজন ভাল মানুষকে শুধু শুধু অপরাধী করাকে সমর্থন করতে পারছি না, নিতান্ত মনে টানেই লেখাটা লিখা। অমি পিয়াল যখন যৌবনযাত্রায় প্রবেশ করেন, তখন এর মালিকানা বদল হয়েছে অপুর্ব ভাইয়ের কাছে ( উনার আইডি বাঘ মামা) । আমি মালিকানা পরিবর্তন এর পরেই মডারেটর হই। আমি পিয়াল তখন ধীরে ফোরামে জনপ্রিয় হয়ে উঠেছেন। যৌবোনযাত্রায় মালিকানা পরিবর্তনের পর প্রথমেই যেটা করা হয়, হিডেন ক্যাম বন্ধ করা। পাইলেই খাড়া ব্যান মারা হইত। তারপর বুকাচোদা, যৌনরাজ, এই টাইপের যুত আই,ডি আছে সব ব্যান মারা। তাদের প্ল্যান ছিল এইটাকে ধীরে পরিবর্তন করা হবে। [প্রথম দিকে তিনি রেড লাইট এরিয়াতে থ্রেড দিতেন এবং এর মাঝে অমি রহমান পিয়াল নিজেকে জনপ্রিয় করে তুলেন। পরের দিকে তিনি শুধু মুক্তযুদ্ধ নিয়ে থ্রেড ওপেন করতেন, বা এখন ও যৌবনযাত্রায় শুধু তিনি ব্লগ লিখেন, তাও মুক্তিযুদ্ধ নিয়ে শুধু। তো তিনি এডমিন লেভেল এ ভাল খাতির করতে সক্ষম হন এবং যৌবনযাত্রার প্রতিটা মেম্বার কে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে নাড়া দিতে সক্ষম হন। এই সাইটের মেম্বার প্রায় ১ লাখ। এখন কথা হল, উনি যদি এই কৌশল অবলম্বন করে এক লাখা মানুষকে নাড়া দেন, তাহলে সমস্যা কোথায়? এই মানুষটা আমার অনেক শ্রদ্ধার একজন মানুষ। তার মুক্তিযুদ্ধ নিয়ে এতটা উন্মাদনা আমাকে সব সময় মুগ্ধ করে রাখে।



স্যালুট পিয়াল ভাই !



( আমাকে ক্ষমা করবেন, কেউ কস্ট পেয়ে থাকলে, কথাগুলো শুধুই আমার মনের কথা)



সবাইকে ধন্যবাদ।



মন্তব্য ৪৪ টি রেটিং +২৬/-২৮

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৬

এস.আর.এফ খাঁন বলেছেন: শুধুই যৌবনের তাগিদ সাথে অন্য কিছু থাকতে পারতো।

০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৮

গোলন্দাজ বলেছেন: ভাই, অন্য তাগিদ আছে বলেই তো লিখলাম। নাইলে তো ঠেকা পড়ছিল না আমার।

২| ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:১১

নষ্ট গিটার বলেছেন: পিয়ালের সাথে যাদের পার্সোনাল মামলা থাকলে তারা পিয়াল কে ডেকে নিয়া ২টা দিয়া দিলে হয়। ডেলি পিয়াল কাহিনী। বস্তা হয়ে গেছে।

০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৫

গোলন্দাজ বলেছেন: সহমত। আর কত ! পারলে পিয়ালের মতন নাকে রুমাল চাপা দিয়া ঢূইকা আতরের সুবাস লয়া বাইর হউক কেউ। কিন্তু এত ক্যাচাল কেন? সমালোচনা বন্ধ কইরা আসল কামে আগাউক। একজন পিয়াল না আইলে কিছুই হইত না। একেকজন যা কুতুবের কুতুব। লেইখা ব্লগ ভইরা লাইল।

ভাই উনারে নিয়া এত সমালোচনা দেইখা লিখতে আইছি, নাইলে আমি পড়ুয়া !

উনারে আমি খুব বালা পাই।

৩| ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৩

নাহিদ মাহমুদ বলেছেন: থুহ।

০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৬

গোলন্দাজ বলেছেন: ধন্যবাদ।

৪| ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:২১

juddhobaaj বলেছেন: অমি পিয়াল বাইরে কেমন.।কথিত যৌবনযাত্রার সাথে তার কি সম্পর্ক,তা আমার জানা নেই।
ব্লগে তাকে সম-চেতনার একজন হিসেবে।

তার নামে যেসব অভিযোগ আসছে,কনফিউজড ছিলাম এ জন্য যে ,সব একটি নির্দিষ্ট ঘরানা থেকে।


আরেকটু ক্লিয়ার করা উচিৎ।

০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৪

গোলন্দাজ বলেছেন: ভাই শুনেন, উনি ছিলেন শুধুই একজন মেম্বার। এডমিন ফেডমিন কিছু না। উনার ঐখানে কোন বানিজ্য করতে যান নাই। ঐখানে এক লাখ মানুষ আছে, তাদেরকে আন্দোলনের সাথে নেয়ার জন্যই গেছিলেন। এইটাই আসল কথা।

৫| ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৩

চয়ন কান্তি বলেছেন: আচ্ছা মানলাম উনি যুদ্ধাপরাধিদের প্রতি সদা সোচ্চার। তাহলে আমার পোস্ট পড়ে উনার জলাতংক হবার হেতু কি? উনি বিশেষ গোষ্ঠির তল্পিবাহক এই জন্যই কি?

Click This Link

০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৬

গোলন্দাজ বলেছেন: ভাই, উনি কোন গোষ্ঠির কি আমি জানি না। তবে আমি উনাকে খুবি শ্রদ্ধা করি।

৬| ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৪

নাহিদ মাহমুদ বলেছেন: Click This Link এই পোস্টের ১৪ নং কমেনট পড় গিয়া যাও।

দেন ভাবতে বসেন........... মুক্তিযুদ্ধের জন্য কাজ করতে গেলে এত সাইট থাকতে নগ্ন নারীর ছবি প্রকাশকারী ওয়েবের সাহায্য কেন নিতে হবে?

দেন ভাবেন, নগ্ন নারীর ছবি আর চটি ব্যবসায়ীদের দলে থেকে, সেই সাইটে চটি পড়ানোর সাথে সাতে স্বাধীনতা নিয়ে কথা বলা কতটা যুক্তিসংগত।

আর একদম লাস্টে ভাবো, ওই রেড এলার্ট এড়িযায় যিনি থ্রেড দিতেন তিনি কেন ওই সাইটে জয়েন করলেন? প্রস্টিটিউট পাড়ায় কেউ কেন যায়? পড়ে হজ্ব করলেই সব মাফ......নাকি?

রেড এলার্ট পাড়ার দালাল তো আর নিজে প্রস্টিটিউট না, তাই না? এই জন্য তাকে মাথায় নিয়ে নাচতে হবে, নাকি?

নাচতে থাকো।

০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৮

গোলন্দাজ বলেছেন: দেন ভাবতে বসেন........... মুক্তিযুদ্ধের জন্য কাজ করতে গেলে এত সাইট থাকতে নগ্ন নারীর ছবি প্রকাশকারী ওয়েবের সাহায্য কেন নিতে হবে

উত্তর- কারন ঐখানে এক লাখ মেম্বার আছে। কারা আছে? আমার মতন পুংটা তরুন গুলান। এখন এদের ঘুরাঘুরি ঐখানেই এইটা বোঝার মতন বোকা নিশ্চই আপনি না। এদের মাথায় এই পোকাটা ঢুকিয়ে দেয়াটা কি অন্যায় কিছু?

৭| ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৫

রবিনহুড বলেছেন: যৌবন যাত্রার নামে পিয়াল যেটা করেছিল সেটা ছিল, যৌবন যাত্রার প্রচারনার একটা নতুন কৌশল।
আপনি ও সেই কৌশলের একটা নতুন ধান্ধা চালু করতে আসছেন।

০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৯

গোলন্দাজ বলেছেন: যা ভাবেন।

৮| ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৬

নষ্ট গিটার বলেছেন: ""০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৫
লেখক বলেছেন: সহমত। আর কত ! পারলে পিয়ালের মতন নাকে রুমাল চাপা দিয়া ঢূইকা আতরের সুবাস লয়া বাইর হউক কেউ। কিন্তু এত ক্যাচাল কেন? সমালোচনা বন্ধ কইরা আসল কামে আগাউক। একজন পিয়াল না আইলে কিছুই হইত না। একেকজন যা কুতুবের কুতুব। লেইখা ব্লগ ভইরা লাইল।

ভাই উনারে নিয়া এত সমালোচনা দেইখা লিখতে আইছি, নাইলে আমি পড়ুয়া !

উনারে আমি খুব বালা পাই।""


ব্লগিয় পলিটিক্স আমরা বুঝি। তফাত চুপচাপ পড়ি বসে বসে।

০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩০

গোলন্দাজ বলেছেন: আমি এত কিছু বুঝি না ভাই, বুঝতে ও চাই না। খালি বুঝি একজন নির্দোশ মানুষের সাথে অন্যায় হইতেছে।

৯| ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩০

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: নষ্ট গিটার বলেছেন: পিয়ালের সাথে যাদের পার্সোনাল মামলা থাকলে তারা পিয়াল কে ডেকে নিয়া ২টা দিয়া দিলে হয়। ডেলি পিয়াল কাহিনী। বস্তা হয়ে গেছে।

০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৩

গোলন্দাজ বলেছেন: এই কইলজা ছাগুগুলানের নাই ভাই।

১০| ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৩

মুরুববী বলেছেন: এক বাল নিয়া আর কত পুষ্ট হইব ? বাদ দেন এখন...

০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৭

গোলন্দাজ বলেছেন: আর দিতাম না ভাই, খারাপ লাগছিল দেইখা দিছিলাম।

১১| ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫৩

লুৎফুল কাদের বলেছেন: রবিনহুড বলেছেন: যৌবন যাত্রার নামে পিয়াল যেটা করেছিল সেটা ছিল, যৌবন যাত্রার প্রচারনার একটা নতুন কৌশল।
আপনি ও সেই কৌশলের একটা নতুন ধান্ধা চালু করতে আসছেন।
Very good marketing.

০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫৮

গোলন্দাজ বলেছেন: গদাম...(ম্যাতাকার করবি না)

১২| ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৬:০৫

আরিফুর রহমান বলেছেন: হাহাহাহাাহ!!!

আস্তে কন ভাইছাব...

ঘোড়া ভি শুনলে হাছবো... =p~

০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৬

গোলন্দাজ বলেছেন: ঘোড়া হাইসা দিছে।

১৩| ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৬:৩৯

অচন্দ্রচেতন বলেছেন: খুবই স্পর্শকাতর এরিয়া ... তবে একটা কথা কই। হিপোক্র্যট না হইলেও যে সমস্যা অনেক পিয়াল ভাই তার প্রমাণ।

১৪| ০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ৯:২৭

কোরক বলেছেন: দুনিয়াতে দালালের সংখ্যা বেশীই থাকে কারন শিয়াল বেশী বাচ্চা দেয় আর ভাল মানুষের সংখ্যা কম থাকে কারন তারা মানুষের বাচ্চা ।

স্যালুট অমি ভাই ।

১৫| ০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ১১:০৯

হাসান শহীদ ফেরদৌস বলেছেন: নাহিদ দেখি কোন সাইটে কি পাওয়া যায় সব জানে। রহস্যটা কি??

রাজাকারগুলা যখন ব্লগে গলা ফাটায়া চিল্লায়, তখনতো এনাদেরকে দেখা যায়না কোন জবাব দিতে, পারে নাতো ৭১ নিয়া কোন রেফারেন্স দিতে (ফিরোজ হারামীর মিথ্যাচার ছাড়া)। তখন যে তারা কি নিয়া ইন্টারনেটে ব্যাস্ত থাকে কে জানে!!

১৬| ০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ১১:২০

হোদল রাজা বলেছেন:
না হিড বিষিষ্ট কামিল রাজাকার!!

কাম ওয়ালা সব সাইট জানে?!

আমি কোরক ভাইয়ের সাথে একমত . . . ."দুনিয়াতে দালালের সংখ্যা বেশীই থাকে কারন শিয়াল বেশী বাচ্চা দেয় আর ভাল মানুষের সংখ্যা কম থাকে কারন তারা মানুষের বাচ্চা ।

স্যালুট অমি ভাই ।"

০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৪

গোলন্দাজ বলেছেন: স্যালুট অমি ভাই ।"
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৪

গোলন্দাজ বলেছেন: স্যালুট অমি ভাই ।"

১৭| ০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৮

রোহান বলেছেন: অমি পিয়ালের ব্যাক্তি জীবন নিয়া রিসেন্টলি টানাটানি বাড়ছে নতুন কিছু নিকের। সমস্যা হলো পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফে কে কি সেইটা ভার্চুয়াল লাইফে টাইনা তেনা পেচানির আগে সেই মানুষটার এই ব্লগ লাইফে কি কি অবদান সেইটা কেউ কয় না।

অরপি কে রাত দিন ৭১ নিয়ে অনেক তথ্য ঘেঁটে বের করতে দেখা যায়। এই সব নিকেরা ব্লগেই তো অরপি রে পাইছে সো অরপির এই সব পোষ্টের তথ্য নিয়ে অনটপিক আলোচনা করুক। দেখাক অরপি এই পোষ্টে এই তথ্য ভুল কিংবা বানোয়াট দিছে। কাউকে এই কাজটা করতে দেখি না, সবাই অফটপিকে চইলা গিয়া তেনা পেঁচায়.... এইসব কইরা লাভ নাই, অরপির কীবোর্ডও বন্ধ হইবে না, ৭১ এর পুরানা জ্বালাও এই সব নিকের কমবে না... যুদ্ধাপরাধীগো বিচার হবেই, যতই অনলাইন অফলাইন প্রপাগান্ডা চলুক না কেনো...

০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩

গোলন্দাজ বলেছেন: ধন্যবাদ ভাই। সহমত।

১৮| ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ৭১ এ এদেশের নারীদের ধর্ষণ করা, আর এখন এদেশের নারীদের নগ্ন ছবি নেটে ছেড়ে দেয়া, দুটার মাঝে আমি খুব বেশি তফাত দেখি না।

যে যাই করুক, রাজাকার োয়া মারা খাইলেই আমি খুশি।

০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৩

গোলন্দাজ বলেছেন: রাজাকার োয়া মারা খাইলেই আমি খুশি।

১৯| ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯

ক্যামেরাম্যান বলেছেন: আইরিন সুলতানা একটা পয়েন্ট দিয়েছিলেন সেই সময়। সেটা পিয়াল তো বটেই অন্যরাও যারা পিয়ালকে সমথর্ন করেন তারাও ধরতে পেরেছেন বলে মনে হয় না। আমি শুধূ বলেছিলাম ৫০ হাজার ইমেইলে যদি বাতর্া পাঠান হয় তবে এই পযর্ন্ত ঠিক আছে এরপর না।

এখন প্রশ্ন হচ্ছে পয়েন্টটা কি। যুদ্ধাপরাধের একটা অপরাধ ছিল নারী নির্যাতন। দু'লাখ মা-বোন স্বাধীনতা সংগ্রামের সময় তাদের ইজ্জত হারিয়েছিলেন পাকি সৈন্য আর রাজাকারদের হাতে।

যৌবনযাত্রা / যৌবনজ্বালায় এই নারীকেই প্রদর্শন করা হয়। এরকম একটা সাইটকে প্লাটফর্ম বানিয়ে যুদ্ধাপরধীদের বিচার চাওয়াটা কেবল হাস্যকরই না। যুদ্ধে সম্ভ্রম হারানো ২ লাখ মা বোনকে চরম অবমাননা করার ও শামিল। আপনারা এটাকে জায়েজ করার জন্য যেসব যুক্তি তুলে ধরছেন সেগুলো শুধূ কুযুক্তিই না, বরং আমার মতে সেগুলো বিচারের দাবীকে কলুষিত করছে।

আপনাদের পূরো কার্যক্রম এই বিচারের দাবীকে পিছন থেকে ছুরি মারছে। আপনারা কি করবেন সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। তবে সামহোয়্যার ইনে এটা নিয়ে আশা করি আর প্রচারণা চালাবেন না। আপনারা আপনাদের প্লাটফর্মেই থাকুন।

০১ লা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

গোলন্দাজ বলেছেন: আপনি জবাব চাননি, তাই জবাব দিতে নয়, আপনার ক্ষানিক ভুল ভাঙানোর অপচেষ্টা করছি : মানুষ কখনই তার টাইপ পাল্টাতে পারেনা । ভাল ভাল কথা বলা আর উল্টা-পাল্টা জিনিসপাতি দেখা এক জিনিস না । কোথায় জানি পড়ছিলাম, ভাল মানুষি মুখ গুলাই উল্টা-পাল্টা সাইটের মূল ভোক্তা । তবে সবাই আমাদের মত প্রকাশ্যে স্বীকারোক্তি দেয়না । ভেজাল...ভেজালরে ভাই.......

২০| ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

প্রতিবিপ্লবী বলেছেন: Click This Link

২১| ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭

সুবিদ্ বলেছেন: এইসব নিয়া এত্ত কথার কি আছে.......

২২| ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬

রবিনহুড বলেছেন: ক্যামেরাম্যান @ সহমত।

৭১ এ যদি মা বোনদের ইজ্জত নষ্ট হওয়া অপরাধ হয়, তবে কোনো ২০০৯ এ এই মায়ের মেয়েদের ইজ্জত নষ্ট হওয়াটা অপরাধ হবে না?

আপনি কি দিবেন আপনার মা, বোন বা কন্যার নগ্ন ছবি যৌবন যাত্রায় প্রকাশ করেত?। যাতে সেই রগ রগে ছবি দেখতে এসে ২/১ টা যুবক যুদ্ধঅপরাধীর বিচারে শামিল হয়... শুধু মাত্র এই উদ্দ্যশ্য করে আপনির পরিবারের ছবি কে দেবেন?

একটু হাত তুলেন।

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৮:০৪

গোলন্দাজ বলেছেন: হাত তুললাম, এবার বলেন জীবনে কখনো এডাল্ট কন্টেন্ট সাইটে প্রবেশ করেন নাই ? প্রাচ্যের আর প্রাষ্চাত্যের নগ্নতা দেখলে পাপাচারি হয়না । সব দোশ এদেশের, যুগের সাথে সাথে সব পাল্টায়, রাজাকারের আদর্শ পাল্টায়না :) একটা ছোট্র জোকস মনে পড়লো :
আমি: আমি তোমাকে ভালবাসি ।
পাশের বাসার মেয়ে: ছি: আপনাকে আমি ভাইয়া ডাকি ।
আমি: সবাই ভাইয়া ডাকলে জামাই কে ডাকবে ?

২৩| ০১ লা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৬

আরিফুর রহমান বলেছেন: ক্যামেরাম্যানের বক্তব্যের শেষের অংশটুকুর প্রতিধ্বণি করছি:

"...আপনাদের পূরো কার্যক্রম এই বিচারের দাবীকে পিছন থেকে ছুরি মারছে। আপনারা কি করবেন সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। তবে সামহোয়্যার ইনে এটা নিয়ে আশা করি আর প্রচারণা চালাবেন না। আপনারা আপনাদের প্লাটফর্মেই থাকুন। "

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৮:০৪

গোলন্দাজ বলেছেন: উপরের জবাবটি পড়ুন ।

২৪| ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৮:০৪

স্পাইডার বলেছেন: ভালোই পিয়াল লগ আউট গোলন্দাজ লগড ইন।

জেজেরে ভালো পাই।

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৮:০৬

গোলন্দাজ বলেছেন: ব্লগ পইড়েন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.