![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিসের এত দুঃখ তোমার সারাক্ষন বসে বসে ভাবছ, পৃথিবীতে বল বাচবে কদিন, সময়টাতো বড় অল্প।
বগুড়া: মাত্র এক ঘণ্টার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সাতমাথা। আজিজুল হক কলেজ এলাকায় গোলাগুলি চলছে পুলিশ ও জামায়াত-শিবিরের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্তি পুলিশ, আর্মড পুলিশ আসছে জয়পুরহাট, নওগাঁ ও রাজশাহী থেকে। বগুড়ার সব থানা থেকেও পুলিশ আনা হচ্ছে শহরে। সিরাজগঞ্জ থেকে আসছে ৠাব-১২এর সদর দফতরের ইউনিট।
বগুড়া জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক বাংলানিউজকে আশপাশের জেলাগুলো থেকে অতিরিক্ত পুলিশ আনার খবর নিশ্চিত করেন।
সন্ধ্যা ছ’টায় সাতমাথায় মোতায়েন পুলিশ, আর্মড পুলিশ ও ৠাবের সংখ্যা হাজার ছাড়িয়ে যায় বলে বাংলানিউজকে জানান বগুড়া সদর সার্কেলের সিনিয়র এএসপি মকবুল হোসেন।
বাংলানিউজকে তিনি বলেন, “এরপর নাশকতা করতে এলে কাউকে ছাড়া দেওয়া হবে না। গুলি করা হবে।”
এ সময় অ্যাকশনে থানা ৠাব-১২ এর বগুড়া কোম্পানি কমান্ডার মেজর সাকিব সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি বলেন, “ৠাব গুলি করছে। কথা বলার সময় কম। আপনারা (সাংবাদিকরা) সাবধানে থাকবেন। পরিস্থিতি ভালো নয়। আরো খারাপ হচ্ছে।
এ পরিস্থিতিতে আগামী শনি বা রোববার বগুড়ায়, এমনকি প্রয়োজনে দেশব্যাপী হরতাল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। কেন্দ্র থেকে এ ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা জামায়াত সূত্র।
বৃহস্পতিবারের হরতালে ছাত্রলীগের হামলায় জামায়াত-শিবিরের দুই নেতার মৃত্যুর অভিযোগে জামায়াত-শিবির বিকেল সোয়া চারটার দিকে মিছিল শুরু করলে এ তাণ্ডব শুরু হয়। সাতমাথার দক্ষিণে গোয়াইল রোড মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সাতমাথার দিকে আসতে শুরু করলে বাধা দেয় পুলিশ। এর ফলে পুলিশের সঙ্গে শুরু হয় জামায়াত-শিবিরের সংঘর্ষ। আশপাশের এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।
সাতমাথার দক্ষিণে আলতাফুন্নেছা খেলার মাঠ, ইয়াকুব স্কুল মোড়, পশ্চিমে স্টেশন রোড, সেউজ গাড়ি, পূর্বে সার্কিট হাউস মোড ও উত্তরে সদর থানা এলাকা পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। জামায়াত-শিবির কর্মীদের ইট-পাটকেলের জবাবে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়তে শুরু করে পুলিশ।
সিনিয়র এএসপি মকবুল হোসেন জানান, এ সময় পাঁচ শতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ।
অপরদিকে পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলে অর্ধশত নেতকর্মী আহত হয় বলে দাবি করেন জেলা জামায়াত নেতা মাজেদুর রহমান জুয়েল। এ সময় সেউজ গাড়িতে ‘জুয়েল হাউস’ নামে ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মেস বাড়িতে আগুন দেয় তারা।
ওদিকে আজিজুল হক কলেজের নতুন ভবন এলাকায় শুরু হয় ব্যাপক গোলাগুলি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুর পৌনে একটার দিকে বগুড়া সদর উপজেলার সাতগ্রামে জামায়াত কর্মী মিজান (৩২) ও ফুলবাড়িতে আজিজুল হক কলেজ পুরাতন ভবন শাখা শিবির সভাপতি লোহানীর (২০) মৃত্যুর ঘটনা ঘটে।
উভয় স্থানে জামায়াত ও শিবির কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালালে এ মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এতে আরো অন্তত ৭ জন আহত হয়েছে বলেও দাবি করেছে শিবির-জামায়াত।
আহতদের মধ্যে কাদের (২০) ও সাব্বির (২০) এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
আহতদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহর শিবিরের প্রচার ও আন্দোলন সম্পাদক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, “ছাত্রলীগ এ ঘটনা ঘটিয়েছে। তারা ছোট ছোট সশস্ত্র দলে ভাগ হয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মারছে।”
তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে ছাত্রলীগ।
বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহীদ হোসেন বাংলানিউজকে বলেন, “দৃষ্কৃতকারীদের হামলায় দু’জন মারা গেছেন।”
এদিকে এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে বগুড়া। শহর জুড়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে শিবিরের। জনমনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।
নিউজ সোর্স- বাংলানিউজটুয়েন্টিফোর
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
হাঁসি মুখ বলেছেন:
শহর শিবিরের প্রচার ও আন্দোলন সম্পাদক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, “ছাত্রলীগ এ ঘটনা ঘটিয়েছে। তারা ছোট ছোট সশস্ত্র দলে ভাগ হয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মারছে।”
ছাত্র লীগের দায় শিবিরের আর শিবিরের দায় ছাত্র লীগের । রঙ্গমঞ্চের দরশক আমরা।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
নিঝুম আখতার বলেছেন: জামাতের এ বাড়াবাড়ি এখনই প্রতিহত করা উচিত।