![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী কয়েকদিনের মধ্যেই আমি চাচা হতে যাচ্ছি। সেই আনন্দে একটা কবিতাও লিখে ফেললাম। কেমন হইছে জানি না, তবে আমাদের পরিবারে আমার পর প্রথম কেউ আসছে তাই আবেগটা একটু বেশিই!
শুধুই তোমার অপেক্ষায়
আরীব, তুমি জানতেও পারছ না,
এই অধীর আগ্রহে বসে থাকা শুধুই তোমার জন্য,
এত ব্যস্ততা শুধুই তোমার জন্য।
আরীব, তুমি ভাবতেও পারবে না,
এই অপেক্ষা, ঠিক কতদিনের অপেক্ষা।
আরীব, তুমি কল্পনাও করতেও পারবে না,
কি নিষ্ঠুর আমরা!
এ শুধু তোমার ওই গগণ বিদারী আর্ত চিৎকারের অপেক্ষা।
আরীব, তুমি আসবে, দেখবে, জয় করবে,
নাহ! জয় তো তুমি কবেই করেছ,
এখন শুধুই তোমার অপেক্ষা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
মোঃ ওয়াদুদ বলেছেন: ওয়ালাইকুম আসসালাম
অট- আমার এক স্যার ছিল সে ক্লাসে আসার পর সালাম দিলে বলত এটাকি সালাম দেয়ার জায়গা ?
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
বোকামন বলেছেন: আপনার অপেক্ষার প্রহর যেন শান্তিময় হয় সে জন্যই সালাম দিলাম । আপনার জন্য আর কিছু তো করার নেই এখানে ...
ভালো থাকবেন
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
মোঃ ওয়াদুদ বলেছেন: ধন্যবাদ, কবিতা কেমন হইছে কইলেন না?
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
বোকামন বলেছেন: ভালৈতো লাগিল .... + দিলাম
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
মোঃ ওয়াদুদ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঘুরে এসে কমেন্ট করার জন্য।
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
বোকামন বলেছেন: আস সালামু আলাইকুম