নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলো বীর..! চিরউন্নত মম শির; এ শির নেহারি...নত-শির ঐ শিখর হিমাদ্রীর...!

গিল্টীমিঞাঁ।

৭১ এর বিচ্ছু আমি।এখন বুড়ো; তবে আগুন।

গিল্টীমিঞাঁ। › বিস্তারিত পোস্টঃ

নেশা

০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৬

নেশা-১

ছেলে মেয়ে নির্বিশেষে তোমরা যারা গাঁজা-চরস-ফেন্সিডিল-কোকেন-হিরোইন-ইয়াবা অথবা অন্য যেকোনো ধরণের নেশায় আসক্ত…তাদেরকে বলছি...এগুলোর সাধারণ নাম ‘মরণ-নেশা’। অর্থাৎ এর যেকোনো একটায়ও যদি তুমি অভ্যস্ত হয়ে থাকো…তাহলে তোমার মৃত্যু অতি সন্নিকট।
আমি নেশা করিনা বলে কি আমার মৃত্যু হবেনা…? হবে…অবশ্যই আমারো মৃত্যু হবে। তবে… সেই মৃত্যু হবে নিকটজনকে কাঁদানোর মৃত্যু। লম্বা….আনন্দময় একটা জীবন কাটানোর পর স্বাভাবিক মৃত্যু।
আর তোমার মৃত্যুতে নিকটজনসহ পাড়াপ্রতিবেশী এমনকি মা-বাপ-ভাই-বোন পর্য্যন্ত খুশি হবে।
আমি নিশ্চিত..!
আমার বয়স এখন ৬৩, আরো বহু বছর বাঁচবো বলে মনের বিশ্বাস…কিন্ত তোমার বয়স হয়তোবা মাত্র পঁচিশের কোঠায় এবং আমার মত যতই আরো বহুদিন বেঁচে থাকার ব্যাপারে আশাপোষণ করোনা কেন…বাস্তব অভিজ্ঞতা থেকে নিশ্চয়তা দিয়ে বলছি…যে কোনো মুহুর্তে ঘুমের মধ্যে মরে পড়ে থাকবে তুমি।
কাজেই কি করবে ভেবে দেখো।

চলবে…
(নেশার বিরুদ্ধে আমার এই যুদ্ধটা বিরতিহীন চলবে। প্রতিদিনই লিখবো কয়েক লাইন। আপনাদের কাছে এরকম নেশাখোর কোনো পোড়া কপাইল্যার উদাহরণ থাকলে আমার ইনবক্সে পাঠালে আমি সেটা উল্লেখ করে দেবো। খুব ভালো হয়….যদি নিজেই পোষ্ট করে দেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.