নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

সমাবেশ-হরতাল

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৪


দল গুলো সব রাজধানীতে
লোক জমিয়ে বেশ
রাস্তা করে বন্ধ,
করে মহা সমাবেশ
কত লোকে কষ্ট পায়
তারা কি সব অন্ধ?

কথায় কথায় আন্দোলনে
রাস্তাতে সব ভীর জমায়
মিছিল মিটিং অনশনে,
রাস্তা তো সব জনগনের
তাদেরই যদি হয় ঝামেলা
কেন তবে চুপ প্রশাসনে?

অবরোধ হরতাল কিংবা শোডাঊনে
জনগনের মনের আশা
হবে কি ভাই পূর্ণ,
দেখছিতো ভাই কত নেতা
আশা গুলো কাঁচের মতো
হচ্ছে ভেঙে চূর্ণ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৫

নজসু বলেছেন: স্যার, ছন্দের বিষয়ে যাবোনা।
ছন্দ দারুণ লেগেছে আমার।
স্বাগতম আপনাকে।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১

হাবিব বলেছেন: নাজুস
আপনি নারী কিনা পুরুষ
দ্বিধা-দ্বন্দে যাইয়া,
ঢাকবো আমি কি বলিয়া
আপু নাকি ভাইয়া?

রইলো শুভকামনা
দ্বিধা দন্দে যাবো না,
কথা যদি বেশি বলি
ভালবাসা পাব না।

২| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সনেট কবি বলেছেন: পড়লাম

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

হাবিব বলেছেন: শুভকামনা রইলো

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৭

খায়রুল আহসান বলেছেন: তখনকার দিনের বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন। সেই তুলনায় এখনকার পরিস্থিতি অনেকটা সন্তোষজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.