নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
রাসুল (স.)আমায় শিক্ষা দিল
উদার হতে ভাই রে,
কর্মী হবার মন্ত্র আমি
হাদিস হতে পাইরে।
কোরআন শিখায় তাহার সমান-
হই যেন ভাই মৌন-মহান,
সাহাবীদের জীবন দেখে
দিল-খোলা হই তাই রে।
রোজা আমায় মন্ত্রণা দেয়
আপন তেজে জ্বলতে,
হজ্জ শিখাল হাসতে মোরে,
মধুর কথা বলতে।
ইঙ্গিতে তার শিখায় নামাজ-
সুন্দর হোক দেশ ও সমাজ;
যাকাত হতে শিক্ষা পেলাম
দু:খীদের নিয়ে চলতে।
(সুনির্মল বসু’র সবার আমি ছাত্র কবিতা অবলম্বনে )
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
হাবিব বলেছেন: দোয়া করবেন
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
সনেট কবি বলেছেন: সুন্দর+