নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

কোথায় পাবো তারে ?

০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫



মাস শেষে পাই কত টাকা কিভাবে যায় দিন,
কি করে দেই বাসা ভাড়া কিংবা শুধায় ঋণ।
কি খাওয়াবো দুপুর বেলা কি খাওয়াবো রাতে,
কখন আনবো আলতা চুনু কি আসে যায় তাতে।

এমন মানুষ কোথায় বলো পাবো
যে- সারা জীবন থাকবে আমার সাথে।

পরনে তার শাড়ি নাকি গলায় কিসের হার,
কবে যাব ঘুরতে নিয়ে সিলেট- কক্সবাজার।
সারাদিনের ক্লান্তি গিয়ে ভুলে যখন দেখবো হাসিমুখ,
লাখ টাকা নয় পাব সেথায় কোটি টাকার সুখ।

ক্লান্ত দুপুর কড়া রোদে একটু কাজের ফাঁকে,
যে প্রেম জাগায় চোখ বুঝিলে উদাস মনের বাকে।
হাসিতে যার সরলতা যেন শীতল ঝর্ণা ধারা,
শুভ্র ঠোঁটের কথা হবে অনেক বেশি হৃদয় কাড়া।

আমায় পেয়ে সব পাবে যে খুশি নুন আর ভাতে,
আমি- কোথায় গেলে বলো তারে পাবো
যে- সারা জীবন থাকবে আমার সাথে।

ঝগড়াটে বা রগচটা নয় সাদা মনের মানুষ হবে,
ভালবাসার খুনসুটিতে কষ্ট ব্যথা নাহি পাবে।
আভিমানে গাল ফুলানো গোমরা মুখে যখন পাবো,
ভালোবাসার পরশ নিয়ে রাগ ভাঙাতে কাছে যাবো।

হাত পাখারই বাতাস পেয়ে শান্ত হবে ক্লান্ত দেহ,
এমন মেয়ে ইতিহাসে দেখেছ কি কোথাও কেহ?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

আরোগ্য বলেছেন: ভাল লাগলো। হাড় বানান সম্ভবত হার হবে। এই হাড় মানে তো হাড্ডি।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া, সংশোধন করেছি।

২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

পবন সরকার বলেছেন: সুন্দর লিখেছেন। ধন্যবাদ

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৭

হাবিব বলেছেন: দোয়ার দরখাস্ত রইলো

৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! স্যার আপনিতো দেখছি প্রকৃত কবি। বেশ কবিতার মধ্যে এমন হৃদয়ের সন্ধান চলুক। আর সামুর পাতা ভরে উঠুক কানায় কানায়।

শুভকামনা স্যার আপনাকে ।


০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

হাবিব বলেছেন:




এসে সকাল বেলা-
সামুতে এসে যেই মারলাম উঁকি
দেখি পদাতিকের ছবি,
মনটা আমার উদ্বেলিত হলো
বলেছেন- আমি নাকি আজ প্রকৃত কবি।

কোথায় পাব হৃদয় তাহার
জানিনা তার ঘর,
তবে কি সে না হতেই আজ-
হয়ে যাবে পর?

সামু যদি সমুদ্র হয়
আপনারা তার জলরাশি,
আমি খুবই খুদ্র মানুষ
তবু তাদের ভালোবাসি।

ধন্যবাদ ভাইয়া, ভুল মার্জনীয়।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬

রাকু হাসান বলেছেন:



খুব সাবলীল লেখা আপনার । শুভকামনা ।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৯

হাবিব বলেছেন:




আমার প্রতিটি ব্লগে আপনার পদচারনা-
আমাকে সত্যিই মুগ্ধ করেছে।
পাশে থাকবেন আশা রাখি।
আজকের ব্লগ পড়ার জন্য অগ্রিম আমন্ত্রন। ভুল মার্জনীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.