![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
তোমার শত রূপ রয়ে গেছে আশেপাশে-
রোজ সাক্ষাতে হয় দেখা,
সব চাইতে বেশি রহস্যময়ী রূপ
এ জগতে তুমি প্রেমিকা।
কতো ভালোবাসো কতো শাসনে
আগলে রাখো আমায়,
অগোছালো আমাকে কতো যত্নে তুমি
সাজালে পরম মায়ায়।
কতো দিন যে ঠিকমতো আমি
১ম ক্লাসে পারিনি যেতে,
ঘুম থেকে আমি কখন যে উঠি-
নাস্তাটাও পারতাম না খেতে।
চায়ের চুমুকে সিগারেটের ধোঁয়ায়
ব্রেকফাস্ট টা নিতাম সেরে,
এতো কিছু ঠিক করেছো আজ-
ভালোবাসার শাসন করে।
দুপুরের খাবার দেরিতে খেতাম
বিকেল গড়িয়ে রাত,
ডিনারটা কখন সেরেছি মনে নাই
কখন যে খেয়েছি ভাত।
রাত বারোটায় হলে আসতাম
বন্ধুদের আড্ডা ছেড়ে,
কতরাত যে পার করেছি আমি
তাসের তুরুপ মেরে।
সেই লাস্ট কবে বই খুলেছিলাম
মনে আজ পড়ছেনা,
কতো সেমিস্টার ড্রপ মেরেছি আমি
কেউ সে খবর রাখেনা।
অবশেষে তুমি কি করে বলো
অগোছালো আমায় পেলে?
এত প্রেম দিয়ে এত ভালবেসে
কিভাবে আমায় গোছালে?
সিগারেটের আগুনে সিগারেট খেয়েছি
মদ বিয়ার যে কত শত,
কিভাবে ফেরালে ঐখান থেকে
অপরাধ করেছি যত!
দিন কেটে যেত চাঁদাবাজি করে
পকেট খরচ চালাতে,
সেই আমি এখন সামু ব্লগে আছি
তোমার গল্প বলাতে।
..........................................।
(২য় অংশঃ জানিনা অগোছালো কথাগুলো ভালো লাগবে কিনা আপনাদের। যদি লেখাটি পছন্দ হয় তবে আজ রাতেই ২য় অংশ দেওয়া হবে ইনশাআল্লাহ। ) (ছবি সূত্র: গুগল)
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৭
হাবিব বলেছেন: ধন্যবাদ নজসু ভাইয়া / আপু সক্কাল সক্কাল কমেন্টস করার জন্য । সাথে থাকবেন আশা করি।
২| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৮
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর। আপনার প্রেমিকা এবং আপনার জন্য শুভ কামনা।
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯
হাবিব বলেছেন: হাসিব ভাই আমার ব্লগে আপনি প্রথম, শুভেচ্ছা নিবেন।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০
বাকপ্রবাস বলেছেন: দুই নৌকায় পা দেয়া। এমন টাইপ লেখাগুলো আসলে গ্রহণযোগ্যতা পায়না সাহিত্যে। না পদ্য না কবিতা মাঝামাঝি যেন। আপনি ভাল লেখেন, আপনার লেখার ধরণ দেখে বলতে পারি আপনি যদি ছোট ছোট ছড়া বা পদ্য হলে আরো ছোট করে গুছিয়ে লিখতে পারেন। অনেক সময় আমরা লেখা বড় করতে ভালবাসি। সমস্যা হল লেখা বড় ঠিকই হয় কিন্তু মাল মসলা সেই অনুপাতে না হলে তরকারী যেমন পানসে হয় তেমনি লেখার বেলায়ও। দেখা যাবে ঘুরেফিরে একই চিত্র আঁকা হচ্ছে একই টোনে, পার্থক্য কেবল লম্বা হল পদ্য আর শব্দ বাড়ল। আরেকটা ব্যাপার হল সাধু ভাসা কদাচিত না পারতে দুই একটা ঢুকে যায় অনেক সময় ছন্দ মেলাতে গিয়ে, তবে খেয়াল রাখা উচিত সাধু চলিত মিক্স হলে লেখার মান কমে যায়। এটাও একটা পয়েন্ট, এভাবে লেখাতে বিভিন্ন পয়েন্টগুলো যখন কমতে থাকে তখন সেটা হালকা হতে থাকে।
কথা একটু বেশী বলে ফেললাম সরি
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৭
হাবিব বলেছেন:
আপনার মন্তব্যে আমার অনেক উপকার হবে আশা করি,
আপনি কি সাধু আর চলিত ভাষার মিশ্রন কে দুই নৌকায় পা দেয়া বুঝিয়েছেন। বিষয়টা পরিষ্কার করবেন আশা করি।
গঠন মূলক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৬
বাকপ্রবাস বলেছেন: আরো একটা হিন্টস দিই, আপনি যেহেতু ছন্দে লেখেন আপনি বিএম বরকতউল্লাহ এর লেখাগুলো দেখতে পারেন, বেশী বড় হয়না, ৮/১০ লাইনে লেখেন কিন্তু ওখানেই মাত করে দেন সবকিছু, এর চাইতে আরে বেশী প্রয়োজন হয়না, ওনিতো ওগুলো লিখেই একটা সম্মানজনক অবস্থানে আছেন।
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩
হাবিব বলেছেন: মনে থাকবে ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ।
৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩
বাকপ্রবাস বলেছেন: আপনি কি সাধু আর চলিত ভাষার মিশ্রন কে দুই নৌকায় পা দেয়া বুঝিয়েছেন।
না, আমি দুই নৌকা বলতে পদ্যকে ইনডিকেট করেছি। বর্তমান সময়ে পদ্য এর কদর কম। তার চাইতে ছড়ার প্রতি আগ্রহ বেশী সবার, পদ্য যেন একটু বেক ডেটেড। পদ্য লেখা যায় তবে সেটাও যেন মেদ না জমে। তার জন্য লেখা বড় না করাটা ব্যাটার। দুই নৌকা বলতে অনেকে লিখতে চায় কবিতা কিন্তু হয়ে যায় পদ্য এটাকে বুঝিয়েছি।
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০
হাবিব বলেছেন: বুঝতে পেরেছি ভাই, মনে থাকবে.......
৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯
বাকপ্রবাস বলেছেন: এই আলোচনা শুধু আপনার জন্য নয়, আমার নিজের জন্যও সমভাবে প্রযোজ্য, আমি নিজেও পদ্য আর ছড়ায় ঘুরপাক খাই, চেষ্টা আর অপারগতায় ঘুরপাক খাই। যারা ভাল লিখে তাদেরটা দেখি, ভাবি এবং নিজের লেখায় পরিবর্তন আনারও চেষ্টা করি। আমাকেও এভাবে অনেক ইনডিকেট দিয়ে দেখিয়ে দিয়েছেন কোথায় কী করলে ভাল হবে, আমি চেষ্টা করছি তাদের পরামর্শ কাজে লাগানোর, আমার অন্ত্যমিল ভুল হতো, ওরা শুধরিয়ে দিয়েছেন বলেই সেটা এখন অনেকটা ভাল, আমিও তায় অন্যদের এভাবে কমেন্ট করি যাতে মানটা ভাল হয়। আমি চাইলে সবার মতো বলতে পারি খুব ভাল ইত্যাদি, কিন্তু সবসময় প্রশংসা ভাল ফল দেয়না, যাদের আপন মনে হয় তাদের আমি সমালোচনা করি, কারন প্রশংসা সবাই করবে কিন্তু সমালোচনা লেখার মান বাড়ায়।
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
হাবিব বলেছেন: ঠিক বলেছেন ভাই, উৎসাহ দেয়ার জন্য শুধু ভালো হয়েছে না বলে ভুল গুলো ধরিয়ে দিলে অনেক ভালো হয়। লেখাগুলো আরো সুখ পাঠ্য হয়। এভাবেই শুভাকাঙ্খী হয়ে পাশে থাকবেন আশা করি।
৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: খুব চমৎকার।
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪
হাবিব বলেছেন: ধন্যযোগ রাজীব ভাই..............
৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০
ফেনা বলেছেন: আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। লেখাটি আমাকে একটুও টানেনি।
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪১
হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া, তাহলে আর ২য় অংশ দিয়ে বিরক্ত করবো না।
৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৩
সাইন বোর্ড বলেছেন: সুবোধ হওয়ার ক্ষেত্রে সামু একটা ভাল ভূমিকা রেখেছে জেনে ভাল লাগল ।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভালো সব কিছুই অন্তরে থাকে শুধু তাকে নাড়া দেয়ার অপেক্ষা।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫
কাওসার চৌধুরী বলেছেন:
নারীর বহু গুণের মধ্যে প্রেমিকা হিসেবে নারীকেই মনে হয় সবচেয়ে বেশি পুরুষরা কল্পনা করে। চমৎকার কবিতা। মুগ্ধ হয়ে পড়লাম।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
হাবিব বলেছেন:
ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম,
আজকে আমার মনটা সত্যিই খারাপ, অনেক কষ্ট লাগছে.......
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
১১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ছাত্র জীবনে প্রেম পিরিতি ভালো না। এটা আদর্শ গঠন করার সময়, বড় হওয়ার সময়
আপনাকে কথাগুলো বললাম, যাতে আমার মনে থাকে
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
হাবিব বলেছেন: আপনার কথা মেনে নিলাম জনাব, আর প্রেম করবো না।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩
নজসু বলেছেন: কথাগুলো ভালো লেগেছে স্যার।
দ্বিতীয় অংশ দিতে পারেন।
অপেক্ষায় রইলাম।