নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

উচ্চ মাধ্যমিক প্রেম-১ম পত্র

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৩



পদার্থের ব্যবহারিক পরীক্ষা হলে;
প্রেমের দৈর্ঘ্য মেপে নিব আমি-
ডিজিটাল স্কেলে।
ফাঁকি আমি দেবনা তোমার হিতে,
আরো আছে স্লাইড ক্যালিপার্স;
অল্প প্রেমও বাদ যাবে না তাতে।

প্রেমের ওজন মাপার তরে;
তৈরি হয়নি কোন বাটখাড়া,
তুলাযন্ত্র কিংবা স্ক্রু গজে-
কোন ভাবেই পড়বে না তা ধরা।

তোমার চাইতে বেশি বাসতে পারিনি ভালো;
বেসেছিলাম এক- দশমাংশ,
তোমার হৃদয়ের মিঠা পুকুরে তাই-
আমি যেন ছোট্ট বরফের অংশ।

তোমার প্রেমকে কোন এককে প্রকাশ করি বলো;
গ্রাম, মিটার নাকি লিটার!
প্রকাশ করবো কোন রাশি দিয়ে
ভেক্টর নাকি স্কেলার?

তোমার প্রেমের মৌলিকত্বে-
মুগ্ধ হয়েছি আমি; মৌলিক পদার্থের মতো,
ইচ্ছা মতো যৌগ তৈরি করে-
করে দিব জীবন পার; আর কিছু চাইনা তো।

তুমি তো প্রেম পরিবাহী;
তড়িৎ করো বহন,
মানব আমি তাই তোমার স্পর্শে-
প্রেমের ঝাঁকুনি লাগে ভীষণ।

তীব্র চৌম্বক পদার্থের মতো-
এদেহে যখন মিশে যাও,
সবচেয়ে বড় চুম্বক যেন আমি-
এমন প্রেম কি দেখেছো কোথাও?

যদি কখনো হারিয়ে ফেলি-
ভালোবাসার চুম্বকত্ব,
ছেড়ে যাবে কি আমায়;
যদি না থাকে প্রেমের মৌলিকত্ব?

এখনো ঘূর্ণায়মান আমি-
ঠিক যেন পর্যাবৃত গতি,
কৃষ্ণগহ্বরে হারিয়ে যাবো আজ-
হোক না আমার ক্ষতি।

ইলেক্ট্রনের মতো ঋণাত্মক চার্জ নিয়ে-
তোমাতে পতিত হই পরম উল্লাসে,
প্রেমের সুধা পিয়ে;
চার্জহীন আমি পড়ে তোমার পাশে।

তোমাতে আমাতে মিশে গিয়ে সেদিন-
তৈরি হয়েছিল পরমানু,
হাজারটা পরম একত্র হয়ে তাই
বৃহৎ স্বতন্ত্র এক অণু।
.............................

ছবি সূত্র: আমার সংবাদ ডট কম

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৭

নজসু বলেছেন: স্যার আপনার লেখা মানে আলাদা তৃপ্তি। (২/১ টা বাদে)

এটা তৃপ্তিকর।

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০

হাবিব বলেছেন:




ধন্যবাদ সুজন ভাই, সক্কাল সক্কাল চলে আসার জন্য....।
কোনটা ভালো লাগেনি প্লীজ কমেন্টস করে জানিয়ে দিবেন।
শুধরে নিবো নিজেকে।

২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লেখা, অপরিসীম মুগ্ধতা।

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০১

হাবিব বলেছেন: মন্তব্যে ধন্যবাদ জানবেন। শুভ সকাল।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১১

এ.এস বাশার বলেছেন: বারাবরই ভালো লিখেন.......এটাও ভালো লেগেছে.........

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬

হাবিব বলেছেন:




মন্তব্যে অনুপ্রাণিত হলাম,
ভালোবাসা নিবেন প্রেম পুকুর থেকে,
কম পরলে বলিয়েন আরো পুকুর আছে আপনার অগোচরে।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭

হাবিব বলেছেন:




আমি যে কঠিন করে ভালবাসতে শিখিনি,
সে কি মোর অপরাধ?
মন্তব্যে ধন্যবাদ জানবেন।
শুভ সকাল।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৯

নজসু বলেছেন: ভালো লাগেনি এমন কিন্তু নয়।
আপনার সব লেখাই ভালো লাগে।
ভালো লাগা আর তৃপ্তিকর দুটো আলাদা জিনিস আমার কাছে।

আপনার বেশিরভার লেখা আমার কাছে আলাদা একটা টেস্ট লেগেছে।
সেগুলোকে আমি তৃপ্তিকর বলেছি।

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৮

হাবিব বলেছেন:




মন্তব্যে অনুপ্রাণিত
ওগো সুজন প্রিয়,
এমনি করে কাছে থেকে
আপন করে নিও।

ভালোবাসা চাইনা আমি
চাইযে অনুপ্রেরণা,
এই মিনতি আমায় ছেড়ে
কভু চলে যেওনা।

৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩

নীল আকাশ বলেছেন: আপনার লেখা মানে আলাদা তৃপ্তি। এটাও চরম তৃপ্তিকর। এটার চেয়ে ভালো মন্তব্য আমি জানি না।

ব্লগে মাত্র গুটি কয়েক কবির কবিতা আমি নাম দেখে পড়তে আসি। আপনি যে কিভাবে এর মধ্যে ঢুকে পড়লেন কিছুই বুঝলাম না........।

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯

হাবিব বলেছেন:



কি কথা শোনাইলা মোরে
নীলআঁকা ভাই!
কি দেব তার জবাব আমি
চিন্তায় মরে যায়।

আমি নাকি আছি তার
ছোট্ট গুটি ঘরে,
শ্রদ্ধা- ভক্তি জানাই শত
আপনারও তরে।

তৃপ্তি যেন থাকে সতেজ
সব কবিতা জুড়ে,
আনন্দ যাতে দিতে পারি
ব্লগের পাতা ভরে।

অবশেষে সালাম নিবেন
ভালোবাসা যতখানি,
আমি ছোট্ট জ্ঞান কিছু নাই
আপনাকে তাই গুরু মানি।

৭| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: স্যার,

আপনি আবার প্রেমিকাকে ফিজিক্স পড়াচ্ছেন? সে আপনার কাছে থেকে হয়তো জোৎস্নারাতে যমুনাতীরে দাঁড়িয়ে অন্যকিছু আশা করছিল। মুখ ঝামটা দিয়ে সে চলে য়াবে - একথা হলফ করে বলতে পারি। তবে ব্লগে এমন পাঠ পেলে ছাত্র- ছাত্রীরা ফিজিক্স পড়তে এখানে চলে আসাবে হা,হা,হা,।


শুভকামনা জানবেন।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০

হাবিব বলেছেন:




কথা কিন্তু সত্যি,
ঠিক বলেছেন ভাই,
এমন মেয়ে কোথায় আছে
কোথায় গেলে পাই?

যে জানিবে ফিজিক্স আবার
পাকা ব্যাকরণে,
কথা হবে পড়ার ছলে
ভাব মনে মনে।

রসায়নে প্রেম করিবো
মধ্যরাতের পরে,
বায়োলজিতে মিলবো সেথা
ভালোবাসার তরে।

হা হা হা...............।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬

শিখা রহমান বলেছেন: কবিতাটা ভালো লেগেছে। কবিতায় প্রেমের ভাবনাটা বেশ অভিনব।

আপনি "উচ্চ মাধ্যমিক প্রেম-১ম পত্র" পরীক্ষায় ভালোভাবেই পাশ করেছেন।

শুভকামনা। ব্লগের পথে আপনার যাত্রা আনন্দময় হোক।

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

হাবিব বলেছেন:




শিখা রহমান! আপনি কি হ্যালোজেন শিখা সোডিয়াম?
নাকি নিষ্ক্রিয় গ্যাসের শিখার মতো আলাদা ব্যাক্তি সত্তা?
যেটাই হোক তাতে কিছু যায় আসে না।
শিখা যেহেতু আছে আলো তাতে অবশ্যই জ্বলবে।
না হলে তো আর আমার ব্লগে আলো ছড়াতেন না তাইনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.